ভাষাবৈচিত্র্য ও বাংলা ভাষা MCQ প্রশ্ন উত্তর প্রথম সেমিস্টার। একাদশ শ্রেণী 1st Semester । XI Bengali Semester 1 । Class 11 Bangla Vasa Chapter 3 MCQ Question Answer । WBCHSE
ভাষাবৈচিত্র্য ও বাংলা ভাষা MCQ প্রশ্ন উত্তর
তৃতীয় অধ্যায় – ভাষাবৈচিত্র্য ও বাংলা ভাষা
আমরা জানি এই অধ্যায় থেকে MCQ প্রশ্ন পরীক্ষায় আসবে । কিন্তু তার আগে আমরা এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নিব । তারপর এগুলোর মধ্যে থেকেই MCQ প্রশ্ন উত্তর ( নীচে দেওয়া আছে ) দেখে নিব :
গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
১. ভাষার একটি রূপের নাম লেখো ।
উত্তর – উপভাষা
২. একটি বিশেষ অঞ্চলে মানুষের মুখে মুখে কী প্রচলিত হয় ?
উত্তর – উপভাষা
৩. এক একটি উপভাষার মধ্যে যে আঞ্চলিক পৃথক রূপ গড়ে ওঠে তাকে কী বলে ?
উত্তর – বি-ভাষা
৪. ভাষাবিজ্ঞানীদের মতে উপভাষা কয়টি ?
উত্তর – পাঁচটি
৫. সামাজিক স্তর ভেদে ভাষার বৈচিত্র্যকে কী বলে ?
উত্তর – সমাজভাষা বা Sociolect
৬. এক ব্যক্তির ভাষার সঙ্গে অপর ব্যক্তির ভাষার যে বৈচিত্র্য তাকে কী বলে ?
উত্তর – বিভাষা বা idiolect
৭. ‘ভাষা জিজ্ঞাসা’ বইটির রচয়িতা কে ?
উত্তর – শিশিরকুমার দাশ
৮. ভাষার পরিবর্তনকে বহমান নদীর সাথে তুলনা করেছেন কে ?
উত্তর – শিশিরকুমার দাশ
৯. ভাষার আঞ্চলিক রূপকে কী বলে ?
উত্তর – উপভাষা
১০. বাংলা উপভাষার ক্ষেত্রে কোন দুটি উপভাষার বিস্তার বেশি ?
উত্তর – রাঢ়ি ও বঙ্গালি
১১. উনিশ শতকে লিখিত বাংলা ভাষা হিসেবে কোন ভাষার প্রচলন বেশি ছিল ?
উত্তর – সাধু ভাষা
১২. কামরূপী উপভাষার অন্য নাম কী ?
উত্তর – রাজবংশী
১৩. ঝাড়খন্ডী উপভাষার নামকরণ কে করেন ?
উত্তর – সুকুমার সেন
১৪. ‘ সাধু ভাষা’ শব্দটি কে ব্যবহার করেন ?
উত্তর – রামমোহন রায়
১৫. কোন উপভাষার অভিশ্রুতি ও স্বরসংগতির ব্যবহার দেখা যায় ?
উত্তর – রাঢ়ি উপভাষায়
১৬. ‘ মৈমনসিংহ গীতিকা’ কোন উপভাষায় লেখা ?
উত্তর – বঙ্গালি উপভাষায়
১৭. পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা কোনটি ?
উত্তর – রাঢ়ি উপভাষা
১৮. সুকুমার সেন বাংলা ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কয়টি ভাগে ভাগ করেন ?
উত্তর – পাঁচটি
১৯. উপভাষা কী ?
উত্তর – একই ভাষার ভিন্ন ভিন্ন আঞ্চলিক রূপভেদকে উপভাষা বলে ।
২০. বাংলা লেখ্য উপভাষার রূপ কয়টি ?
উত্তর – দুটি ( সাধু ভাষা ও চলায় ভাষা )
২১. কোন ভাষায় সংস্কৃত বা তৎসম শব্দের প্রাধান্য আছে ?
উত্তর – সাধু ভাষা
২২. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্যে অন্যতম কী ?
উত্তর – সর্বনাম ও ক্রিয়াপদ
২৩. কোন ভাষায় কর্তা – কর্ম – ক্রিয়া অনুসারে বাক্য গঠিত হয় ?
উত্তর – সাধু ভাষা
২৪. কোন উপভাষায় অপিনিহিতির বহুল ব্যবহার দেখা যায় ?
উত্তর – বঙ্গালি উপভাষায়
২৫. সুনীতিকুমার চট্টোপাধ্যায় কোন উপভাষাকে ‘সূক্ষ্মীক বাংলা’ বলেছেন ?
উত্তর – ঝাড়খণ্ডী উপভাষা
২৬. ‘আলালের ঘরের দুলাল’ গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর – প্যারাচাঁদ মিত্র
২৭. ‘ হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর – কালীপ্রসন্ন সিংহ
| উপভাষা | প্রচলিত জায়গা |
| রাঢ়ি উপভাষা | হুগলি, হাওড়া, কলকাতা, বর্ধমান, বীরভূম, নদীয়া |
| বরেন্দ্রী উপভাষা | উত্তরবঙ্গ (মালদা, দক্ষিণ দিনাজপুর ) , রাজশাহী, পাবনা |
| বঙ্গালি উপভাষা | ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, বরিশাল, ফরিদপুর |
| কামরূপী উপভাষা | জলপাইগুড়ি, কোচবিহার, রংপুর, ত্রিপুরা |
| ঝাড়খন্ডী উপভাষা | দক্ষিণ পশ্চিম বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ পশ্চিম মেদিনীপুর |
উপরের প্রশ্ন উত্তরগুলোর মধ্যে নীচে কিছু MCQ প্রশ্ন উত্তর দেওয়া হল :
MCQ প্রশ্ন উত্তর
- বাংলা ভাষা কোন ভাষা পরিবারভুক্ত ?
A) দ্রাবিড়ীয়
B) চীন-তিব্বতীয়
C) ইন্দো-ইউরোপীয়
D) অস্ট্রিক
উত্তর: C) ইন্দো-ইউরোপীয় - বাংলা ভাষার উপভাষার সংখ্যা কতটির বেশি ?
A) ২০
B) ৩০
C) ৪০
D) ৫০
উত্তর: C) ৪০ - রাঢ়ি উপভাষা মূলত কোন অঞ্চলে প্রচলিত ?
A) দক্ষিণবঙ্গ
B) উত্তরবঙ্গ
C) পূর্ববঙ্গ
D) পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকা
উত্তর: A) দক্ষিণবঙ্গ - বরেন্দ্রী উপভাষা কোন অঞ্চলে প্রচলিত ?
A) কোলকাতা
B) মালদা ও দিনাজপুর
C) মেদিনীপুর
D) সিলেট
উত্তর: B) মালদা ও দিনাজপুর - চাটগাঁইয়া উপভাষা কোন দেশে অবস্থিত অঞ্চলে বেশি প্রচলিত ?
A) ভারত
B) বাংলাদেশ
C) নেপাল
D) মিয়ানমার
উত্তর: B) বাংলাদেশ - কামতাপুরী উপভাষা কোন অঞ্চলে বেশি প্রচলিত ?
A) জলপাইগুড়ি ও কোচবিহার
B) বীরভূম
C) নদীয়া
D) খুলনা
উত্তর: A) জলপাইগুড়ি ও কোচবিহার - বাংলা ভাষার উৎস কোন প্রাকৃত ভাষা ?
A) শৌরসেনী
B) মাগধী
C) অর্ধমাগধী
D) মহারাষ্ট্রী
উত্তর: B) মাগধী - ভাষাবৈচিত্র্যের একটি প্রধান কারণ—
A) ব্যাকরণিক নিয়ম
B) উচ্চারণ ভিন্নতা
C) বর্ণমালা
D) প্রযুক্তি
উত্তর: B) উচ্চারণ ভিন্নতা - ‘উপভাষা’ বলতে বোঝায়—
A) প্রধান ভাষার একটি আঞ্চলিক রূপ
B) ভাষার লিপি
C) বিদেশি ভাষা
D) বর্ণমালা
উত্তর: A) প্রধান ভাষার একটি আঞ্চলিক রূপ - সিলেটি উপভাষা কোথায় প্রচলিত ?
A) উত্তরবঙ্গ
B) উত্তর-পূর্ব বাংলাদেশ ও বরাক উপত্যকা
C) দক্ষিণবঙ্গ
D) কলকাতা
উত্তর: B) উত্তর-পূর্ব বাংলাদেশ ও বরাক উপত্যকা - ‘বৈচিত্র্য’ শব্দের অর্থ কী ?
A) একরূপতা
B) ভিন্নতা
C) মিশ্রণ
D) ঐক্য
উত্তর: B) ভিন্নতা - বাংলা ভাষার মানক রূপ কোন উপভাষার উপর ভিত্তি করে গঠিত ?
A) বরেন্দ্রী
B) রাঢ়ি
C) সিলেটি
D) চাটগাঁইয়া
উত্তর: B) রাঢ়ি - ভাষাবৈচিত্র্যের ক্ষেত্রে কোনটি প্রভাব ফেলে না ?
A) ভৌগোলিক অবস্থান
B) সামাজিক পরিবেশ
C) রাজনৈতিক সীমারেখা
D) প্রাকৃতিক বিপর্যয়
উত্তর: D) প্রাকৃতিক বিপর্যয় - ‘আঞ্চলিক ভাষা’ ও ‘উপভাষা’ একই অর্থ বহন করে কি ?
A) সবসময় করে
B) কখনও করে, কখনও করে না
C) কখনও করে না
D) সবসময় আলাদা
উত্তর: B) কখনও করে, কখনও করে না - বাংলাদেশে প্রচলিত বাংলা ভাষার রূপকে কী বলা হয় ?
A) পূর্ববঙ্গীয় বাংলা
B) পশ্চিমবঙ্গীয় বাংলা
C) সিলেটি বাংলা
D) চাটগাঁইয়া বাংলা
উত্তর: A) পূর্ববঙ্গীয় বাংলা - বাংলা ভাষার উৎপত্তি কোন শতকে ধরা হয় ?
A) ৫ম শতক
B) ৭ম শতক
C) ১০ম শতক
D) ১২শ শতক
উত্তর: C) ১০ম শতক - ভাষাবৈচিত্র্য রক্ষার একটি উপায়—
A) ভাষা শিক্ষা
B) ভাষা নিষিদ্ধকরণ
C) একক লিপি চাপিয়ে দেওয়া
D) ভাষা বিনাশ
উত্তর: A) ভাষা শিক্ষা - গারো পাহাড়ে কোন উপভাষা প্রচলিত ?
A) রাঢ়ি
B) কামতাপুরী
C) সিলেটি
D) গারো বাংলা
উত্তর: D) গারো বাংলা - উপভাষা পরিবর্তনের প্রধান কারণ—
A) ভাষানীতি
B) প্রাকৃতিক পরিবেশ
C) শিক্ষার অভাব
D) বিদেশি প্রভাব
উত্তর: B) প্রাকৃতিক পরিবেশ - মানক বাংলা ভাষার কেন্দ্র কোন জেলা ?
A) কলকাতা ও নদীয়া
B) বীরভূম ও বর্ধমান
C) মেদিনীপুর ও হাওড়া
D) মালদা ও দিনাজপুর
উত্তর: A) কলকাতা ও নদীয়া - চাটগাঁইয়া ভাষার উচ্চারণ বৈশিষ্ট্য কোনটি ?
A) র ঘষিত ধ্বনি
B) ট ধ্বনি পরিবর্তন
C) ক ধ্বনি নরম উচ্চারণ
D) স্বরধ্বনির অপচয়
উত্তর: C) ক ধ্বনি নরম উচ্চারণ - বরেন্দ্রী উপভাষায় স্বরধ্বনির ব্যবহার কেমন ?
A) স্বল্প
B) দীর্ঘ
C) পরিবর্তনশীল
D) একরকম
উত্তর: B) দীর্ঘ - বাংলা ভাষার লিপি কোন বর্ণমালাভিত্তিক ?
A) ল্যাটিন
B) ব্রাহ্মী
C) আরবি
D) রোমান
উত্তর: B) ব্রাহ্মী - ভাষাবৈচিত্র্যের অন্যতম দিক—
A) আঞ্চলিক শব্দ
B) বিদেশি ব্যাকরণ
C) অভিন্ন উচ্চারণ
D) একক শব্দভান্ডার
উত্তর: A) আঞ্চলিক শব্দ - পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কোনটি ?
A) হিন্দি
B) বাংলা
C) উর্দু
D) ইংরেজি
উত্তর: B) বাংলা
- ভাষাবৈচিত্র্যকে ইংরেজিতে কী বলা হয় ?
A) Language Change
B) Language Variety
C) Language Shift
D) Language Structure
উত্তর: B) Language Variety - বাংলা ভাষার উপভাষার মধ্যে কোনটি পাহাড়ি অঞ্চলের প্রভাব বহন করে ?
A) রাঢ়ি
B) বরেন্দ্রী
C) সিলেটি
D) গারো বাংলা
উত্তর: D) গারো বাংলা - ‘উপভাষা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
A) সংস্কৃত
B) পালি
C) প্রাকৃত
D) ইংরেজি
উত্তর: A) সংস্কৃত - ভাষার রূপভেদ কিসের মাধ্যমে বেশি বোঝা যায় ?
A) লিপি
B) উচ্চারণ
C) শব্দগঠন
D) বর্ণমালা
উত্তর: B) উচ্চারণ - রাঢ়ি উপভাষার প্রধান বৈশিষ্ট্য—
A) ন ধ্বনি ঘষিত হয়
B) র ধ্বনি মৃদু
C) ট ধ্বনি দ-তে রূপান্তর
D) আকারান্ত শব্দ বেশি
উত্তর: C) ট ধ্বনি দ-তে রূপান্তর - বরেন্দ্রী উপভাষায় কোন ধ্বনি প্রাধান্য পায় ?
A) স্বরধ্বনি
B) ব্যঞ্জনধ্বনি
C) নাসিক্য ধ্বনি
D) মহাপ্রাণ ধ্বনি
উত্তর: A) স্বরধ্বনি - ‘পূর্ববঙ্গীয় বাংলা’ মূলত কোন দেশের সাথে সম্পর্কিত ?
A) ভারত
B) বাংলাদেশ
C) নেপাল
D) মিয়ানমার
উত্তর: B) বাংলাদেশ - বাংলা ভাষার শব্দভান্ডারে কোন ভাষার প্রভাব সবচেয়ে বেশি ?
A) ইংরেজি
B) সংস্কৃত
C) আরবি
D) পর্তুগিজ
উত্তর: B) সংস্কৃত - ভাষাবৈচিত্র্যের একটি ফল—
A) ভাষার সমৃদ্ধি
B) ভাষার ধ্বংস
C) ভাষার অপচয়
D) ভাষার ক্ষয়
উত্তর: A) ভাষার সমৃদ্ধি - সিলেটি ভাষায় কোন ধ্বনি পরিবর্তন লক্ষ করা যায়?
A) ক ধ্বনি গ
B) আ ধ্বনি ও
C) ট ধ্বনি থ
D) শ ধ্বনি স
উত্তর: D) শ ধ্বনি স - বাংলা ভাষার মানক রূপ গঠনে প্রধান ভূমিকা কার?
A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C) রবীন্দ্রনাথ ঠাকুর
D) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর: B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - কামতাপুরী ভাষার একটি বৈশিষ্ট্য—
A) আ ধ্বনি ও হয়ে যায়
B) স্বল্প স্বরধ্বনি বেশি
C) ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত ব্যবহার
D) মহাপ্রাণ ধ্বনি অপচয়
উত্তর: A) আ ধ্বনি ও হয়ে যায় - ভাষাবৈচিত্র্যের গবেষণাকে কী বলা হয়?
A) ধ্বনিবিজ্ঞান
B) ভাষাতত্ত্ব
C) সমাজভাষাবিজ্ঞান
D) শব্দতত্ত্ব
উত্তর: C) সমাজভাষাবিজ্ঞান - ‘বাঙালি’ শব্দে কোন ধরণের ধ্বনি আছে?
A) স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি
B) শুধুই ব্যঞ্জনধ্বনি
C) শুধুই স্বরধ্বনি
D) কোনো ধ্বনি নেই
উত্তর: A) স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি - ‘মানক ভাষা’ বলতে কী বোঝায়?
A) আঞ্চলিক ভাষা
B) শিক্ষিত সমাজে গৃহীত ভাষার রূপ
C) প্রাচীন ভাষা
D) বিদেশি ভাষা
উত্তর: B) শিক্ষিত সমাজে গৃহীত ভাষার রূপ - চাটগাঁইয়া ভাষায় ‘আমি’ শব্দটি কীভাবে উচ্চারিত হয়?
A) আমি
B) আই
C) আমু
D) আম
উত্তর: B) আই - বাংলা ভাষার লিপি কোন দিক থেকে লেখা হয়?
A) ডান থেকে বাঁ
B) বাঁ থেকে ডান
C) উপর থেকে নিচে
D) যেকোনো দিক থেকে
উত্তর: B) বাঁ থেকে ডান - ‘উপভাষা’ আর ‘আঞ্চলিক ভাষা’ পার্থক্য নির্ভর করে—
A) লিপি
B) ব্যাকরণ
C) ব্যবহারের ক্ষেত্র
D) শব্দসংখ্যা
উত্তর: C) ব্যবহারের ক্ষেত্র - ‘বৈচিত্র্য’ শব্দের সমার্থক—
A) একতা
B) ভিন্নতা
C) অভিন্নতা
D) সরলতা
উত্তর: B) ভিন্নতা - বাংলা ভাষা ভারতের কতটি রাজ্যে সরকারি ভাষা হিসেবে স্বীকৃত?
A) ১
B) ২
C) ৩
D) ৪
উত্তর: B) ২ - বাংলা ভাষার ব্যাকরণ প্রবর্তক হিসেবে কাকে ধরা হয়?
A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
উত্তর: D) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড - ‘ভাষাবিজ্ঞান’ এর ইংরেজি শব্দ—
A) Philology
B) Linguistics
C) Grammar
D) Lexicography
উত্তর: B) Linguistics - মানক বাংলা ভাষার সর্বাধিক প্রভাব কোন শহর থেকে বিস্তার লাভ করে?
A) কলকাতা
B) নদীয়া
C) ঢাকা
D) চট্টগ্রাম
উত্তর: A) কলকাতা - বরেন্দ্রী উপভাষা কোন নদীর তীরবর্তী অঞ্চলে বেশি দেখা যায়?
A) গঙ্গা
B) মহানন্দা
C) যমুনা
D) তিস্তা
উত্তর: B) মহানন্দা - সিলেটি ভাষায় কোন দেশের প্রভাব বেশি?
A) ভারতীয়
B) আরবি
C) ইংরেজি
D) ফারসি
উত্তর: D) ফারসি
- ‘ভাষাবৈচিত্র্য’ গঠনের একটি সামাজিক কারণ—
A) প্রাকৃতিক দুর্যোগ
B) শিক্ষা ব্যবস্থা
C) সামাজিক শ্রেণি বিভাজন
D) কৃষিকাজ
উত্তর: C) সামাজিক শ্রেণি বিভাজন - বাংলা ভাষার সর্বপ্রথম ছাপা বই কোনটি?
A) চর্যাপদ
B) মঙ্গলকাব্য
C) বাংলা ব্যাকরণ
D) হালখাতা
উত্তর: C) বাংলা ব্যাকরণ - ভাষা পরিবর্তনের একটি প্রধান কারণ—
A) প্রযুক্তিগত উন্নতি
B) ব্যাকরণ সংশোধন
C) সাহিত্য রচনা
D) পাঠ্যবই পরিবর্তন
উত্তর: A) প্রযুক্তিগত উন্নতি - রাঢ়ি উপভাষা কোন নদীর অববাহিকায় বেশি পাওয়া যায়?
A) ভাগীরথী
B) গঙ্গা
C) দামোদর
D) মহানন্দা
উত্তর: C) দামোদর - সিলেটি ভাষায় ‘খাবার’ শব্দটি কীভাবে উচ্চারিত হয়?
A) খাবার
B) খাবান
C) খাম
D) খাই
উত্তর: D) খাই - কামতাপুরী উপভাষা কোন ভাষার সাথে সাদৃশ্যপূর্ণ?
A) অসমিয়া
B) হিন্দি
C) উর্দু
D) তামিল
উত্তর: A) অসমিয়া - ভাষার লিপি পরিবর্তনের একটি ঐতিহাসিক কারণ—
A) বিদেশি শাসন
B) প্রাকৃতিক পরিবর্তন
C) বাণিজ্য বৃদ্ধি
D) কৃষি সম্প্রসারণ
উত্তর: A) বিদেশি শাসন - বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্য নিদর্শন—
A) মঙ্গলকাব্য
B) চর্যাপদ
C) শ্রীকৃষ্ণকীর্তন
D) বৈষ্ণব পদাবলি
উত্তর: B) চর্যাপদ - ভাষার ‘উচ্চারণ ভিন্নতা’ কোন বিজ্ঞানের অন্তর্গত?
A) ধ্বনিবিজ্ঞান
B) শব্দতত্ত্ব
C) বাক্যতত্ত্ব
D) লিপিবিজ্ঞান
উত্তর: A) ধ্বনিবিজ্ঞান - ‘আঞ্চলিক শব্দ’ ভাষাবৈচিত্র্যের কোন দিক?
A) ধ্বনিগত
B) শব্দভান্ডারগত
C) বাক্যগঠনগত
D) লিপিগত
উত্তর: B) শব্দভান্ডারগত - বাংলা ভাষার মানক রূপের বিকাশে প্রধান ভূমিকা পালন করে কোন শতক?
A) ১৬শ শতক
B) ১৮শ শতক
C) ১৯শ শতক
D) ২০শ শতক
উত্তর: C) ১৯শ শতক - বাংলা ভাষায় ‘দ্বিত্ব ব্যঞ্জন’ বলতে বোঝায়—
A) একই ব্যঞ্জন দুইবার
B) ভিন্ন ভিন্ন ব্যঞ্জন
C) স্বরধ্বনির পুনরাবৃত্তি
D) বিদেশি ব্যঞ্জন
উত্তর: A) একই ব্যঞ্জন দুইবার - ‘উপভাষা’ নির্ণয়ের ক্ষেত্রে কোনটি বিবেচ্য নয়?
A) উচ্চারণ
B) লিপি
C) শব্দভান্ডার
D) ব্যাকরণ
উত্তর: B) লিপি - চাটগাঁইয়া ভাষায় ‘যাওয়া’ শব্দটি কীভাবে উচ্চারিত হয়?
A) যাওয়া
B) জায়
C) যামু
D) জাম
উত্তর: B) জায় - ভাষাবৈচিত্র্য দূর করার প্রচেষ্টা—
A) ভাষার ক্ষতি করে
B) ভাষার উন্নতি করে
C) ভাষার সমৃদ্ধি আনে
D) ভাষাকে বিলুপ্ত করে
উত্তর: A) ভাষার ক্ষতি করে - বাংলা ভাষায় বিদেশি শব্দ প্রবেশ করেছে কোন প্রক্রিয়ায়?
A) আঞ্চলিক প্রভাব
B) বাণিজ্য ও শাসন
C) কৃষিকাজ
D) ধর্মীয় আচার
উত্তর: B) বাণিজ্য ও শাসন - বরেন্দ্রী উপভাষার একটি ধ্বনিগত বৈশিষ্ট্য—
A) আ ধ্বনি ও
B) স্বরধ্বনি দীর্ঘ
C) ব্যঞ্জন মৃদু
D) শ ধ্বনি স
উত্তর: B) স্বরধ্বনি দীর্ঘ - ‘ভাষাবিজ্ঞান’ মূলত কী অধ্যয়ন করে?
A) কেবল ব্যাকরণ
B) কেবল শব্দ
C) ভাষার সব দিক
D) কেবল লিপি
উত্তর: C) ভাষার সব দিক - বাংলা ভাষার প্রাচীন রূপে কোন ধ্বনি বেশি ছিল?
A) মহাপ্রাণ
B) নাসিক্য
C) হ্রস্ব স্বর
D) দীর্ঘ স্বর
উত্তর: A) মহাপ্রাণ - কামতাপুরী উপভাষা মূলত কোন জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত?
A) রাজবংশী
B) সাঁওতাল
C) গারো
D) মণিপুরি
উত্তর: A) রাজবংশী - সিলেটি ভাষায় কোন ভাষার শব্দ প্রচুর আছে?
A) ফারসি
B) চীনা
C) পর্তুগিজ
D) রুশ
উত্তর: A) ফারসি - ‘ভাষা’ শব্দের সংস্কৃত অর্থ—
A) বচন
B) শব্দ
C) কথা
D) ধ্বনি
উত্তর: C) কথা - ভাষাবৈচিত্র্যের বিপরীত শব্দ—
A) ভাষা ঐক্য
B) ভাষা ক্ষয়
C) ভাষা ধ্বংস
D) ভাষা মিলন
উত্তর: A) ভাষা ঐক্য - বাংলা ভাষার সর্বাধিক শব্দ কোন ভাষা থেকে এসেছে?
A) ইংরেজি
B) সংস্কৃত
C) আরবি
D) ফারসি
উত্তর: B) সংস্কৃত - মানক বাংলা ভাষার বিকাশে কোন মুদ্রণ যন্ত্রের ভূমিকা ছিল?
A) ছাপাখানা
B) কালি কলম
C) হস্তলিপি
D) টাইপরাইটার
উত্তর: A) ছাপাখানা - ভাষার পরিবর্তনকে ইংরেজিতে কী বলে?
A) Language Shift
B) Language Variety
C) Language Change
D) Language Evolution
উত্তর: C) Language Change - বরেন্দ্রী উপভাষায় ‘কী করছ’ এর রূপ—
A) কী করতাছো
B) কী করছো
C) কী করিস
D) কী করতেছে
উত্তর: D) কী করতেছে - রাঢ়ি উপভাষায় ‘যাচ্ছি’ এর রূপ—
A) যাইতেছি
B) যাইতাছি
C) যাচ্ছি
D) যাছে
উত্তর: C) যাচ্ছি - বাংলা ভাষার প্রথম মুদ্রিত ব্যাকরণ রচয়িতা—
A) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C) রামমোহন রায়
D) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: A) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড - ভাষাবৈচিত্র্যের ফলে কী সৃষ্টি হয়?
A) ভাষা ঐক্য
B) ভাষার রূপভেদ
C) ভাষার ক্ষতি
D) ভাষার বিলুপ্তি
উত্তর: B) ভাষার রূপভেদ - ‘চর্যাপদ’ রচিত হয়েছিল কোন ভাষার প্রাচীন রূপে?
A) অর্ধমাগধী
B) অপভ্রংশ
C) মধ্যযুগীয় বাংলা
D) আধুনিক বাংলা
উত্তর: B) অপভ্রংশ - কামতাপুরী উপভাষায় ‘বাড়ি’ শব্দটি—
A) বাড়ি
B) বোড়ি
C) বরি
D) বোইড়ি
উত্তর: B) বোড়ি - ভাষার ধ্বনি পরিবর্তনের বিজ্ঞান—
A) ধ্বনিবিজ্ঞান
B) শব্দতত্ত্ব
C) বাক্যতত্ত্ব
D) লিপিতত্ত্ব
উত্তর: A) ধ্বনিবিজ্ঞান - বাংলা ভাষায় ‘ল’ ধ্বনির একটি বৈশিষ্ট্য—
A) মৃদু উচ্চারণ
B) জোরালো উচ্চারণ
C) পরিবর্তনশীল
D) নাসিক্য রূপ
উত্তর: A) মৃদু উচ্চারণ - ‘ভাষা সংহতি’ বলতে বোঝায়—
A) ভাষার একতা
B) ভাষার ক্ষতি
C) ভাষার অপচয়
D) ভাষার রূপান্তর
উত্তর: A) ভাষার একতা - সিলেটি উপভাষায় ‘তুমি’ শব্দটি—
A) তুই
B) তুমি
C) তুমি’ই
D) তু
উত্তর: D) তু - ভাষাবৈচিত্র্যের ঐতিহাসিক কারণ—
A) রাজ্য বিভাজন
B) ভূমিকম্প
C) প্রযুক্তি
D) খাদ্যাভ্যাস
উত্তর: A) রাজ্য বিভাজন - বাংলা ভাষার লিপি উদ্ভব হয়েছে কোন লিপি থেকে?
A) দেবনাগরী
B) ব্রাহ্মী
C) খরোষ্ঠী
D) রোমান
উত্তর: B) ব্রাহ্মী - বরেন্দ্রী উপভাষায় ‘আমরা’ শব্দটি—
A) আমরা
B) আমর
C) অমরা
D) আমাগো
উত্তর: D) আমাগো - রাঢ়ি উপভাষায় কোন স্বরধ্বনি কম উচ্চারিত হয়?
A) আ
B) ও
C) ই
D) উ
উত্তর: A) আ - ভাষাবৈচিত্র্য সংরক্ষণে কোনটি প্রয়োজন?
A) শিক্ষা
B) ভাষা নিধন
C) বিদেশি ভাষার প্রচলন
D) একক ভাষার চাপ
উত্তর: A) শিক্ষা - কামতাপুরী ভাষায় ‘তুমি’ শব্দের রূপ—
A) তুমি
B) তুমু
C) তু
D) তোমু
উত্তর: D) তোমু - চাটগাঁইয়া ভাষায় ‘কী করছো’ এর রূপ—
A) কী করতাছো
B) কী করতেছে
C) কী কর
D) কী করছ
উত্তর: A) কী করতাছো - বাংলা ভাষার ধ্বনি কত প্রকার?
A) ২
B) ৩
C) ৪
D) ৫
উত্তর: B) ৩ - ভাষার যে রূপটি শিক্ষিত সমাজে গৃহীত হয়—
A) উপভাষা
B) মানক ভাষা
C) আঞ্চলিক ভাষা
D) চলিত ভাষা
উত্তর: B) মানক ভাষা - বাংলা ভাষার প্রাচীন রূপে কোন ধ্বনি বেশি ব্যবহৃত হতো?
A) মহাপ্রাণ
B) নাসিক্য
C) দীর্ঘ স্বর
D) হ্রস্ব স্বর
উত্তর: A) মহাপ্রাণ - বরেন্দ্রী উপভাষায় ‘যাচ্ছি’ শব্দের রূপ—
A) যাইতেছি
B) যাছে
C) যাইতাছি
D) যামু
উত্তর: A) যাইতেছি - সিলেটি ভাষায় ‘বাড়ি যাচ্ছি’—
A) বোই যাম
B) বাড়ি যাইতেছি
C) বাড়ি যাছে
D) বোই যাইতাছি
উত্তর: A) বোই যাম - ভাষার পরিবর্তন প্রক্রিয়াকে বাংলায় কী বলা হয়?
A) ভাষা রূপান্তর
B) ভাষা বৈচিত্র্য
C) ভাষা পরিবর্তন
D) ভাষা মিলন
উত্তর: C) ভাষা পরিবর্তন - ভাষাবৈচিত্র্য আমাদের সংস্কৃতিকে কী করে?
A) দুর্বল
B) সমৃদ্ধ
C) ক্ষতিগ্রস্ত
D) বিলুপ্ত
উত্তর: B) সমৃদ্ধ
আরও পড়ুন :
একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম অধ্যায়
একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার বাংলা সাহিত্যের ইতিহাস দ্বিতীয় অধ্যায়
ভাষা প্রথম অধ্যায় – বিশ্বের ভাষা ও পরিবার MCQ
ভাষা দ্বিতীয় অধ্যায় – ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা MCQ
YouTube – Samim Sir