উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2025 তৃতীয় সেমিস্টার । Class 12 Bengali Suggestion Third Semester 2025

উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2025 তৃতীয় সেমিস্টার ।। Class 12 Bengali Suggestion Third Semester 2025

উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2025 তৃতীয় সেমিস্টার

আদরিনী

মেজোবাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে বাই আসছে ?
(ক) দিল্লি
(খ) মধ্যপ্রদেশ
(গ) বেনারস
(ঘ) কলকাতা

নগেন ডাক্তার ও কুঞ্জবিহারীবাবু কখন জয়রাম মোক্তারের বাড়িতে প্রথম এসেছিলেন ?
(ক) সকালে
(খ) বিকেলে
(গ) দুপুরে
(ঘ) সন্ধ্যায়

‘পাঁচটা টাকা জরিমানার হুকুম রহিত’ করবার জন্য জয়রাম মোস্তার কত টাকা খরচ করেছিলেন ?
(ক) ১২০০ টাকা
(খ) ১৫০০ টাকা
(গ) ১৭০০ টাকা
(ঘ) ১৯০০ টাকা

আদরিণীর ললাট ‘তৈল ও সিন্দুরে’ রাঙিয়ে দিয়েছিল কে ?
(ক) মাহুত
(খ) বড়োবধূ
(গ) জ্যেষ্ঠপুত্র
(ঘ) মেজোছেলে

 জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র ক-টি ?
(ক) একটি
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি

 “সেই মোকদ্দমার আসামী জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মোক্তার নিযুক্ত করিল।” -তখন জয়রামবাবুর বয়স কত ছিল ?
(ক) ৫৫ বছর
(খ) ৬০ বছর
(গ) ৬১ বছর
(ঘ) ৬৫ বছর

“উনি উকিল নহেন, মোক্তার।” -বক্তা কে ?
(ক) এসেসার
(খ) পেশকার
(গ) তর্জমাকারী
(ঘ) জজসাহেব

 “হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন।” বিক্রি করে দিলে মাসে মাসে কত টাকা বেঁচে যাবে ?
(ক) ত্রিশ টাকা
(খ) চল্লিশ টাকা
(গ) ত্রিশ-চল্লিশ টাকা
(ঘ) চল্লিশ-পঞ্চাশ টাকা

 “হস্তী ভাড়ার বিজ্ঞাপন”-এর শেষে জয়রাম মুখোপাধ্যায়ের ঠিকানা দেওয়া ছিল –
(ক) চৌধুরী পাড়া
(খ) ব্রাহ্মণ পাড়া
(গ) উকিল পাড়া
(ঘ) মোক্তার পাড়া

জ্যেষ্ঠ, পৌত্রী কল্যাণী’র বয়স কত ?
(ক) ১১ বছর
(খ) ১২ বছর
(গ) ১২ বছরের বেশি
(ঘ) ১১ বছরের বেশি

বামুনহাটে মেলা হয়-
(ক) কার্ত্তিক সংক্রান্তিতে
(খ) ১ লা বৈশাখে
(গ) চৈত্র সংক্রান্তিতে
(ঘ) মকর সংক্রান্তিতে

বামুনহাটের মেলাটি চৈত্র সংক্রান্তির কতদিন আগে শুরু হয় ?
(ক) চৌদ্দো
(খ) প্রায় চৌদ্দো
(গ) প্রায় পনেরো
(ঘ) পনেরো

আদরিণীকে বামুনহাটের মেলায় বিক্রি করতে যাওয়ার সময় মাহুতের সঙ্গে কে যাবে ঠিক হয়েছিল?
(ক) বড়োছেলে
(খ) বড়োনাতি
(গ) ছোটোছেলে
(ঘ) মেজোছেলে

“কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে।” বিবাহের দিন কবে স্থির হয়েছে ?
(ক) ১০ জ্যৈষ্ঠ
(খ) ১০ বৈশাখ
(গ) ১০ আশ্বিন
(ঘ) ১০ পৌষ

 “সেইখানেই আদরিণীকে পাঠাইবার পরামর্শ হইল।” কোথায় পাঠাবার পরামর্শ হল ?
(ক) জিয়াগঞ্জের হাটে
(খ) আজিমগঞ্জের হাটে
(গ) সোনাগঞ্জের হাটে
(ঘ) রসুলগঞ্জের হাটে

বাড়ি থেকে কত দূরে আদরিণী অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে ?
(ক) সাত মাইল
(খ) সাত কিমি
(গ) সাত ক্রোশ
(ঘ) সাত মিটার

আদরিণী মারা যাওয়ার কতদিন পরে জয়রাম মারা মোক্তারের মৃত্যু হয়েছিল ?
(ক) ৫০ দিন পরে
(খ) ৬০ দিন পরে
(গ) ৪০ দিন পরে
(ঘ) ৩০ দিন পরে

ধর্ম (অন্ধকার লেখাগুচ্ছ)

 আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন ? [সংসদ নমুনা প্রশ্ন-২০২৪]
(ক) কলকাতা
(খ) দিল্লি
(গ) পাঞ্জাব
(ঘ) হরিয়ানা

আইনস্টাইন ছিলেন একজন বিশ্ববিখ্যাত –
(ক) সংগীতশিল্পী
(খ) বিজ্ঞানী
(গ) কলাবিদ
(ঘ) ধর্মপ্রচারক

কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন ?
(ক) মিথ্যা
(খ) অহং
(গ) সত্য
(ঘ) অচেনা

বাতাসের ধর্ম হল –
(ক) থেমে থাকা
(খ) বয়ে যাওয়া
(গ) বিরক্ত করা
(ঘ) হঠাৎ থামা

“ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা” -ভ্যান গঘ ছিলেন একজন – [সংসদ নমুনা প্রশ্ন-২০২৪]
(ক) চিত্রশিল্পী
(খ) কবি
(গ) সাহিত্যিক
(ঘ) সংগীত বিশারদ

গার্সিয়া লোরকা বিখ্যাত ছিলেন যে জন্য তা হল –
(ক) বৈজ্ঞানিক আবিষ্কার
(খ) কবিতা
(গ) গান
(ঘ) চিত্রকলা

 ‘ভস্মের চরিত’ কার ধর্ম ?
(ক) জলের
(খ) আগুনের
(গ) সময়ের
(ঘ) বাতাসের

দিগ্বিজয়ের রূপকথা

দিগ্বিজয়ের রূপকথা’ কার লেখা ? [ সংসদ নমুনা প্রশ্ন]

(ক) সুনীল গঙ্গোপাধ্যায়

(খ) শঙ্খ ঘোষ

(গ) নবনীতা দেবসেন

(ঘ) তিলোত্তমা মজুমদার

‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতাটি যে মূল গ্রন্থের অন্তর্গত –

(ক) শ্রেষ্ঠ কবিতা

(খ) শ্রেষ্ঠ কাব্যসম্ভার

(গ) সমুদ্রের সন্ন্যাসিনী

(ঘ) প্রথম প্রত্যয়

‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতায় কথক নিজেকে যেভাবে অভিহিত করেছেন –

(ক) যোদ্ধা

(খ) রাজকন্যা

(গ) রাজপুত্র

(ঘ) রাজকুমার

‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতায় বর্ণিত ‘জননী’ হলেন-

(ক) আনন্দিত

(খ) হাস্যময়ী

(গ) করুণাময়ীঘ

(ঘ) দুঃখিনী

রাজপুত্রকে সাজিয়ে দিলেন –

(ক) সুয়োরানী

(খ) দুয়োরানী

(গ) ছোটোরানী

(ঘ) রাজজননী

রাজপুত্রর কাছে যে দুটি আশীর্বাদী সরঞ্জাম ছিল, তাদের একটি হল –

(ক) ভালোবাসা

(খ) ধনুক

(গ) শিরস্ত্রাণঘ

(ঘ) কবচকুণ্ডল

জাদু-অশ্ব যেখানে দেখা দেয় পক্ষীরাজ হয়ে –

(ক) সমুদ্রে

(খ) সিন্ধুজলে

(গ) মরুভূমিতে

(ঘ) তেপান্তরে

‘আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিম্বুজলে’-পুষ্পক কী ? [ সংসদ নমুনা প্রশ্ন ]

(ক) অশ্ব

(খ) ধনুক

(গ) রথ

(ঘ) দ্বীপ

‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতার কথক পক্ষীরাজে সওয়ার হয়ে ছুটবেন যেখানে –

(ক) মরুতে

(খ) সাগরে

(গ) তেপান্তরে

(ঘ) শূন্যমার্গে

‘তার নাম রেখেছি: ‘বিশ্বাস” – কার নাম –

(ক) হৃদয়ের

(খ) জাদু-অশ্বের

(গ) দুয়োরানীর

(ঘ) ভালোবাসার

‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতার কথক নিশ্চিতভাবেই পৌঁছোবেন –

(ক) সিন্ধুপারে

(খ) মলয় দ্বীপে

(গ) খর্জুরের দ্বীপে

(ঘ) সাগরদ্বীপে

বাঙ্গালা ভাষা

‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটির লেখক হলেন – [সংসদ নমুনা প্রশ্ন ]

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) স্বামী বিবেকানন্দ

(গ) রামমোহন রায়

(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

স্বামীজীর লেখা পত্র প্রবন্ধ ‘বাঙ্গালা ভাষা’ তাঁর কোন গ্রন্থে সংকলিত হয়েছিল ?

(ক) পরিব্রাজক

(খ) বর্তমান ভারত

(গ) ভাববার কথা

(ঘ) প্রাচ্য ও পাশ্চাত্য

উত্তর- (গ) ভাববার কথা

কোন ভাষাতে সমস্ত বিদ্যা বর্তমান বলে স্বামীজী মনে করতেন ?

(ক) ইংরেজি

(খ) সংস্কৃত

(গ) বাংলা

(ঘ) পালি

বিদ্বান আর সাধারণ মানুষের মধ্যে অপার সমুদ্র তৈরি হওয়ার কারণ কোন ভাষা ?

(ক) সংস্কৃত

(খ) পালি

(গ) হিন্দি

(ঘ) উর্দু

বুদ্ধ থেকে শ্রীচৈতন্য, রামকৃল্প পর্যন্ত ব্যস্তিত্বরা সাধারণকে শিক্ষা দেবার জন্য কোন জাতীয় ভাষাকে অবলম্বন করেছিলেন ?

(ক) সংস্কৃত ভাষাকে

(খ) সাধুরীতির ভাষাকে

(গ) মান্য চলিত ভাষাকে

(ঘ) হিন্দি ভাষাকে

‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধে স্বামীজী কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন ?

(ক) ধর্মের গুরুত্ব বিষয়ে

(খ) শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে

(গ) মাতৃভাষার মর্যাদা নিয়ে

(ঘ) সংস্কৃত ভাষার উন্নতির বিষয়ে

স্বামী বিবেকানন্দের মতে বাংলা ভাষা কোন ভাষার উত্তরাধিকার ?

(ক) ফারসি

(খ) ইংরেজি

(গ) আরবি

(ঘ) সংস্কৃত

স্বামীজীর মতে কোন ভাষায় পাণ্ডিত্য প্রদর্শন ও শিল্পনৈপুণ্য প্রকাশ করা যায় ?  

(ক) সংস্কৃত ভাষায়

(খ) চলিত ভাষায়

(গ) গুরুচণ্ডালী ভাষায়

(ঘ) আরবি-ফারসি ভাষায়

‘বাঙ্গালা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা, কোনটি গ্রহণ করব ?’ – [ সংসদ নমুনা প্রশ্ন ]

(ক) চলিত ভাষা

(খ) মান্য চলিত ভাষা

(গ) কথ্য ভাষা

(ঘ) কলকেতার ভাষা

কোথাকার হাওয়া খেলেই দেখা যায় সেই ভাষাতেই লোকে কথা বলে ?

(ক) মিথিলার

(খ) কলকাতার

(গ) নেপালের

(ঘ) দক্ষিণ ভারতের

ভাষা কীসের বাহক ?

(ক) বিনয়ের

(খ) বিদ্যার

(গ) পান্ডিত্যের

(ঘ) ভাবের

‘মহাভাষ্য’ কার লেখা ? [সংসদ নমুনা প্রশ্ন]

(ক) পতঞ্জলি

(খ) পাণিনি

(গ) শবরস্বামী

(ঘ) শঙ্করাচার্য

কোন পত্রিকার সম্পাদককে স্বামীজি পত্রটি লিখেছিলেন ? [সংসদ নমুনা প্রশ্ন-২০২৪]

(ক) আনন্দবাজার

(খ) বঙ্গদর্শন

(গ) সমাচার দর্পণ

(ঘ) উদ্বোধন

কোন ভাষার দ্বারা বিদ্বান ও সাধারণের মধ্যে অপার সমুদ্র তৈরি হয়ে যায় ?

(ক) সংস্কৃত

(খ) বাংলা

(গ) হিন্দি

(ঘ) ইংরেজি

রাগ, দুঃখ, ভালোবাসা কোন ভাষার দ্বারা প্রকাশ করা যায় ?

(ক) হিন্দি ভাষা

(খ) সাধু ভাষা

(গ) ইংরেজি ভাষা

(ঘ) চলিত ভাষা

স্বামীজি ভাষার চেয়ে কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন ?

(ক) ভাব

(খ) লেখা

(গ) সংস্কৃত

(ঘ) পালি

পোটরাজ

‘পোটরাজ’ গল্পটির রচয়িতা হলেন –

(ক) শঙ্কর রাও খারাট

(খ) সুনন্দ চক্রবর্তী

(গ) সুনন্দন চক্রবর্তী

(ঘ) সত্যনারায়ণ চক্রবর্তী

‘পোটরাজ’ গল্পটি বাংলায় অনুবাদ করেছেন –

(ক) শঙ্কর রাও খারাট

(খ) সুনন্দ চক্রবর্তী

(গ) সুনন্দন চক্রবর্তী

(ঘ) সত্যনারায়ণ চক্রবর্তী

 ‘পোর্টরাজ’ কে ? [সংসদ নমুনা প্রশ্ন ]

(ক) গাঁয়ের মোড়ল

(খ)দুরপত

(গ) আনন্দ

(ঘ) দামা

দামার স্ত্রীর নাম কী ? –

(ক) বদলাবাঈ

(খ) বন্ধনাবাঈ

(গ) সুরপত

(ঘ) দূরপত

‘পোর্টরাজ’ গল্পে দূরপতের একজন প্রতিবেশীর নাম –

(ক) চন্তলাবাঈ

(খ) গঙ্গাবাঈ

(গ) চঞ্চলাবাঈ

(ঘ) বঞ্চলাবাঈ

‘পোটরাজ’ গল্পে ‘বেজন্মা’ বলা হয়েছে –

(ক) কুকুরকে

(খ) কাককে

(গ)শিয়ালকে

(ঘ) ফেউকে

‘পোটরাজ’ গল্পে যে মাসের উল্লেখ রয়েছে –

(ক) বৈশাখ

(খ) জ্যৈষ্ঠ

(গ) আষাঢ়

(ঘ) শ্রাবণ

দামার বাড়ির দরজায় একটানা চিৎকার করছিল –

(ক) একটি কাক

(খ)  একটি কুকুর

(গ) একটি শিয়াল

(ঘ) একটি পাখি

মারী-আই-কে যে বর্ণের কাপড় পরানো হয়েছিল –

(ক) লাল

(খ) হলুদ

(গ) কালো

(ঘ) সবুজ

যে গাছে বসে কাকটা ডাকছিল –

(ক) আম গাছ

(খ) খেজুর গাছ

(গ) নিম গাছ

(ঘ) নারকেল গাছ

বাড়ির চারিদিকে চিৎকার করতে করতে চক্কর দিচ্ছিল –

(ক) শিয়াল

(খ) কুকুর

(গ) ফেউ

(গ) বিড়াল

পোটরাজ রোদে বেরোয় না- [সংসদ নমুনা প্রশ্ন]

(ক) তিনদিন হয়ে গেল

(খ) চারদিন হয়ে গেল

(গ) পাঁচদিন হয়ে গেল

(ঘ) ছয়দিন হয়ে গেল

‘ছাগল’ দিতে না পারলে মারী-আই-কে দূরপত কী উৎসর্গ করত ?

(ক) লাউ

(খ) কুঁকড়ো

(গ) কুমড়ো

(ঘ) চালকুমড়ো

দামার যে রোগ হয়েছিল –

(ক) জ্বর

(খ) কলেরা

(গ) বসন্ত

(ঘ) ডেঙ্গু

দুরপত / পোটরাজের ছেলের নাম কী ?

(ক) প্রতাপ

(খ) সমীর

(গ) আনন্দ

(ঘ) প্রভাস

সকালে আনন্দ স্নান করতে যায় –

(ক) নদীতে

(খ) পুকুরে

(গ) দিঘিতে

(ঘ) সাগরে

‘বিশ্বসংসার ওনারই হাতে।‘ বস্তা হলেন –

(ক) দামা

(খ) বঞ্চলাবাঈ

(গ) দূরপত

(ঘ) গঙ্গাবাঈ

মা-এর গলার হার বানানো হয়েছে যে রঙের বালা দিয়ে –

(ক) লাল

(খ) হলুদ

(গ) কালো

(ঘ) সবুজ

উত্তর – (ঘ) সবুজ

কতদিন ধরে পোটরাজ রোঁদে বেরোয় না ?

(ক) দু-দিন

(খ) তিন দিন

(গ) চার দিন

(ঘ) পাঁচ দিন

আনন্দের কথা শুনে কার মাথা নেমে আসে ?

(ক) মোড়লের

(খ) চঞ্চলাবাঈ

(গ) দুরপতের

(ঘ) দামার

তার সঙ্গে

‘তার সঙ্গে’ কবিতার রচয়িতা হলেন –

(ক) পাবলো পিকাসো

(খ) পাবলো নেরুদা

(গ) শঙ্খ ঘোষ

(ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়

‘তার সঙ্গে’ কবিতাটি বাংলায় অনুবাদ করেন –

(ক) শঙ্খ ঘোষ

(খ) শক্তি চট্টোপাধ্যায়

(গ) সুনীল গঙ্গোপাধ্যায়

(ঘ) নবারুণ ভট্টাচার্য

যখন সময় সুবিধের না তখন কী করতে হবে ? [ সংসদ নমুনা প্রশ্ন ]

(ক) ব্যস্ত হতে হবে

(খ) নিদ্রা যেতে হবে

(গ) আনন্দ করতে হবে

(ঘ) সমঝে পার হতে হবে

অপেক্ষা করো।’- অপেক্ষা করবে –

(ক) কবির মা

(খ) কবির প্রিয়তমা

(গ) কবির বন্ধু

(ঘ) কবির সহকর্মী

‘দুজনে মিলে’-দুজন হলেন – [সংসদ নমুনা প্রশ্ন ]

(ক) কবি ও পাঠক

(খ) কবি ও তাঁর প্রিয়তমা

(গ) কবি ও তাঁর সহকর্মী

(ঘ) কবি ও তাঁর বন্ধু

‘তার সঙ্গো’ কবিতায় উঠে দাঁড়িয়ে কবি কী করবেন ?

(ক) ব্যাপারটা বুঝবেন

(খ) আহ্লাদ করবেন

(গ) ব্যাপারটা বুঝবেন এবং আহ্লাদ করবেন

(ঘ) হাঁটবেন

পাথরে-ফাটলেও কথক ও তাঁর প্রিয়তমার কীসে আটকায়নি ? –

(ক) ফুল ফোটাতে

(খ) বাসা বানাতে

(গ) বাসা বাঁধতে

(ঘ) চাষ করতে

‘সময়টা মোটেই’ কী ? –

(ক) সুবিধের না

(খ) অনুকূলে না

(গ) প্রতিকূলে না

(ঘ) ভালো না

‘তার সঙ্গে’ কবিতায় কবি কাঁকে কী নিতে বলেছেন ? –

(ক) শাবল

(খ) কাপড়চোপড়

(গ) ঝুড়ি

(ঘ) শিশু

‘তার সঙ্গে’ কবিতায় কবি কী সঙ্গে নিতে বলেছেন ? –

(ক) হাতিয়ার

(খ) লণ্ঠন

(গ) ঝাঁকা

(ঘ) কাপড়চোপড়

‘তার সঙ্গে’ কবিতায় কোন্ ফুলের কথা বলা হয়েছে ? –

(ক) গোলাপ

(খ) পলাশ

(গ) কারনেশন

(ঘ) রক্তকরবী

স্থানে-অস্থানে কারা বেঁচেবত্তে এসেছে ?

(ক) পাঠকগণ

(খ) কবিগণ

(গ) দরিদ্র জনগণ

(ঘ) কবি ও তাঁর প্রিয়া

‘কারনেশন’ ফুলের বর্ণ হলো –

(ক) লাল

(খ) হলুদ

(গ) নীল

(ঘ) গোলাপি

‘এমন আমাদের একে অপরকে লাগবে।’-এখানে ‘একে অপরকে’ বলতে কবি কাদের বুঝিয়েছেন ?

(ক) দুজন ব্যক্তিকে

(খ) কবি ও তাঁর প্রেমিকাকে

(গ) কবি ও পাঠককে

(ঘ) কবি ও তাঁর এক ভাইকে

‘তার সঙ্গে’ কবিতায় উল্লেখিত ‘সময়টা’ কেমন ?

(ক) ভালো

(খ) মন্দ

(গ) সুবিধের

(ঘ) সুবিধের নয়

‘সেরকম এক জুড়ি’ চিরকাল বেঁচেবর্তে আসে-

(ক) বনে-বাদাড়ে

(খ) পাহাড়ে গুহায়

(গ) সাগরে মরুতে

(ঘ) স্থানে-অস্থানে

ভাষাবিজ্ঞান ও তার শাখা-প্রশাখা

ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা হল –

(ক) তিনটি

(খ) চারটি

(গ) পাঁচটি

(গ) সাতটি

তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন –

(ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

(খ) উইলিয়াম কেরি

(গ) স্যার উইলিয়াম জোন্স

(গ) সুকুমার রায়

স্যার উইলিয়াম জোন্স তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন –

(ক) ১৭৬৮ খ্রিস্টাব্দে

(খ) ১৭৭৬ খ্রিস্টাব্দে

(গ) ১৮৭৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৮৬ খ্রিস্টাব্দে

LAD-এর সম্পূর্ণ নাম হল –

(ক) Language Alert Device

(খ) Language Addition Device

(গ) Language Acquisition Device

(ঘ) Language Acquaint Device

উপলক্ষ্য অনুযায়ী ভাষার বা উপভাষার বদল হওয়াকে সমাজভাষাবিজ্ঞানীরা বলেন –

(ক) কোড

(খ) রেজিস্টার

(গ) কোড বদল

(ঘ) সংরক্ষণ

লাঙ ও পারোল’ তত্ত্বের প্রবস্তা হলেন –

(ক) ফোদিনাঁ দ্য স্যোসুর

(খ) ব্লুমফিল্ডগ

(গ) নোয়াম চমস্কি

(ঘ) যাস্ক

‘চিন্তার পোশাক’ ( The dress of thoughts ) মতবাদটির প্রবক্তা হলেন –

(ক) নোয়াম চমস্কি

(খ) ফের্দিনী দ্য সোস্যুর

(গ) স্যামুয়েল ওয়েসলি

(ঘ) গ্রীয়ার্সন

‘Language and Mind’ গ্রন্থের রচয়িতা হলেন –

(ক) নোয়াম চমস্কি

(খ) ড. সুকুমার সেন

(গ) এডওয়ার্ড স্যাপি

(ঘ) ডেভিড ক্রিস্টান

‘শৈলী’ শব্দের অপর নাম –

(ক) অভিনবত্ব

(খ) রীতি

(গ) নির্মাণ

(ঘ) রূপভেদ

ত্রয়োদশ শতাব্দীতে ‘অভিধান’ বোঝাতে প্রথম ‘Dictionarius’ শব্দটি ব্যবহার করেন –

(ক) নোয়াম চমস্কি

(খ) যাস্ক

(গ) মিখাইল বাখতিন

(ঘ) জন গারল্যান্ড

১৫৩৮ খ্রিস্টাব্দে ইংরেজি ‘Dictionary’ শব্দটি যে লাতিন ইংরেজি অভিধানে পাওয়া যায়, তার রচয়িতা হলেন –

(ক) নোয়াম চমস্কি

(খ) এলিয়েট

(গ) যাস্ক

(ঘ) উইলিয়াম কেরি

LAS-এর সম্পূর্ণ নাম হল –

(ক) Language Alert Service

(খ) Language Addition System

(গ) Language Acquisition System

(ঘ) Language Acquaint Service

শৈলীবিজ্ঞানের অপর নাম কী ?

(ক) রূপভেদ

(খ) অভিনবত্ব

(গ) রীতিবিজ্ঞান

(ঘ) আধুনিক বিজ্ঞান

‘সর্বজনীন ব্যাকরণ’-এর উদ্ভাবক হলেন –

(ক) কহেনরি

(খ) গ্লিসন লেবোভ

(গ) সোস্যুর

(ঘ) চমস্কি

‘Dictionary’ শব্দটি প্রথম পাওয়া যায় __________অভিধানে।

(ক) সংস্কৃত-ইংরেজি

(খ) ইন্দো-আফ্রিকান

(গ) লাতিন-ইংরেজি

(ঘ) বাংলা-ইংরেজি

ভারতে অভিধান রচনার সূত্রপাত করেন কে ?

(খ) ব্যুফো

(ক) যাস্ক

(গ)ম্যাক্সম্যুলর

(ঘ) শ্লেগোল

ধ্বনিতত্ত্ব

খণ্ডধ্বনির অপর নাম কী ?

(ক) ক্ষুদ্র ধ্বনি

(খ) ক্ষুদ্রতম ধ্বনি

(গ) অবিভাজ্য ধ্বনি

(ঘ) বিভাজ্য ধ্বনি

ধ্বনি হল –

(ক) ভাষার অর্থবিশ্লেষণকারী বৃহত্তম একক

(খ) ভাষার অর্থহীন ক্ষুদ্রতম একক

(গ) ভাষার অর্থহীন বৃহত্তম একক

(ঘ) ভাষার অর্থবহনকারী ক্ষুদ্রতম একক

বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হল – [ সংসদ নমুনা প্রশ্ন ]

(ক) তিনটি

(খ) আটটি

(গ) চারটি

(ঘ) ছয়টি

একটি উষ্ম ধ্বনি হল –

(ক) ত্

(খ) শ্

(গ) ম্

(ঘ) ল্

‘র’ ধ্বনিটি হল – [সংসদ নমুনা প্রশ্ন ]

(ক) কম্পিত ধ্বনি

(খ) পার্শ্বিক ধ্বনি

(গ) উষ্মধ্বনি

(ঘ) তাড়িত ধ্বনি

‘ল’ ধ্বনিটি হল –

(ক) পার্শ্বিক ধ্বনি

(খ) নাসিক্য ধ্বনি

(গ) কম্পিত ধ্বনি

(ঘ) উষ্মধ্বনি

পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনের সমাবেশকে বলা হয় –

(ক) যুক্তধ্বনি

(খ) সহধ্বনি

(গ) দ্বিত্বধ্বনি

(ঘ) গুচ্ছধ্বনি

যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের আদিতে বা দলের আদিতে উচ্চারিত হতে পারে, সেগুলিকে বলা হয় –

(ক) যুক্তধ্বনি

(খ) সহধ্বনি

(গ) অবিভাজ্য ধ্বনি

(ঘ) বিভাজ্য ধ্বনি

পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনের সমাবেশকে বলা হয় –

(ক) যুক্তধ্বনি

(খ) সহধ্বনি

(গ) দ্বিত্বধ্বনি

(ঘ) গুচ্ছধ্বনি

উত্তর – (ঘ) গুচ্ছধ্বনি

যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের আদিতে বা দলের আদিতে উচ্চারিত হতে পারে, সেগুলিকে বলা হয় –

(ক) যুক্তধ্বনি

(খ) সহধ্বনি

(গ) অবিভাজ্য ধ্বনি

(ঘ) বিভাজ্য ধ্বনি

দল বা শব্দসীমার অপেক্ষাকৃত লম্বচ্ছেদকে বলে  –

(ক) সুরতরঙ্গ

(খ) শ্বাসাঘাত

(গ) যতি

(ঘ) দৈর্ঘ্য

উত্তর – (গ) যতি

শব্দার্থতত্ত্ব

‘থিসরাস’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল –

(ক) অভিধান

(খ) শব্দকোশ

(গ) রত্নাগার

(ঘ) শব্দভাণ্ডার

‘থিসরাস’ অভিধানের আবিষ্কর্তা হলেন –

(ক) পিটার মার্ক রজেট

(খ) ব্লুমফিল্ডগ

(গ) চমস্কি

(ঘ) স্টার্টেভ্যান্ট

সংস্কৃত ভাষায় লিখিত ‘থিসরাস’-এর উদাহরণ হল –

(ক) মুনিদত্তের টীকা

(খ) অমরকথা

(গ) চাণক্য শ্লোক

(ঘ) অমরকোষ

পিটার মার্ক রজেট ‘থিসরাস’ অভিধান রচনা করেন –

(ক) ১৮৫০ খ্রিস্টাব্দে

(খ) ১৮০৫ খ্রিস্টাব্দে

(গ) ১৮১৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮২৫ খ্রিস্টাব্দে

প্রথম বাংলা আধুনিক থিসরাস হল –

(ক) বঙ্গীয় শব্দকোশ

(খ) সংস্কৃত অমরকোশ

(গ) রজেটের থিসরাস

(ঘ) মুনিদত্তের টীকা

‘অমরকোষ’ নামক থিসরাস কোন ভাষায় লিখিত ? –

(ক) বাংলা ভাষায়

(খ) হিন্দি ভাষায়

(গ) প্রাকৃত ভাষায়

(ঘ) সংস্কৃত ভাষায়

শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার নিদর্শনকে বলে –

(ক) প্রদর্শন

(খ) নিদর্শন

(গ) অভিধান

(ঘ) থিসরাস

প্রাচীন ভারতের একটি থিসরাস হল –

(ক) নিরুক্তি

(খ) অমরকোষ

(গ) শব্দকোষ

(ঘ) বাগার্থ দীপিকা

থিসরাস’ হল একটি –

(ক) পোর্তুগিজ শব্দ

(খ) জাপানি শব্দ

(গ) গ্রিক শব্দ

(ঘ) ফারসি শব্দ

আধুনিককালে যাঁর থিসরাস পৃথিবী বিখ্যাত, তিনি হলেন –

(ক) ব্লুমফিল্ড

(খ) চমস্কি

(গ) সোস্যুর

(ঘ) পিটার মার্ক রজেট

বাংলা গানের ধারা

রামপ্রসাদ সেনের উপাধি হলো

(ক) অভিনব জয়দেব

(খ) কবিরঞ্জন

(গ) রাজশেখর

(ঘ) কবিবর

টপ্পা গানকে বাংলায় প্রচলিত ও জনপ্রিয় করে তোলেন –

(ক) নিধুবাবু

(খ) মোহনচাঁদ বসু

(গ) অ্যান্টনি ফিরিঙ্গি

(ঘ) লালন শাহ ফকির

সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন –

(ক) রঘুনাথ রায়

(খ) রামশঙ্কর ভট্টাচার্য

(গ) সুবোধচন্দ্র ঠাকুর

(ঘ) গৌরহরি কবিরাজ

ঠুংরি গানের প্রবর্তক হলেন –

(ক) ওয়াজেদ আলি শাহ

(খ) মহম্মদ আলি খাঁ

(গ) রামদাস গোস্বামী

(ঘ) বড়ে মিঞা

‘জয় ভারতের জয়’ গানটি খাম্বাজ রাগিণীতে সুর করেছিলেন –

(ক) গুণেন্দ্রনাথ ঠাকুর

(খ) সত্যেন্দ্রনাথ ঠাকুর

(গ) বিষুচন্দ্র চক্রবর্তী

(ঘ) মনোমোহন বসু

‘ধনধান্যে পুষ্পে ভরা’ গানটির শিল্পী হলেন –

(ক) অতুলপ্রসাদ সেন

(খ) দ্বিজেন্দ্রলাল রায়

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) নজরুল ইসলাম

রজনীকান্ত সেন বাঙালি সমাজে পরিচিত যে নামে –

(ক) কবিরঞ্জন

(খ) কান্তকবি

(গ) কবি সার্বভৌম

(ঘ) ভক্তকবি

‘বলো বলো বলো সবে’/’হও ধরমেতে ধীর’ বিখ্যাত স্বদেশি সংগীতের রচয়িতা হলেন –

(ক) দ্বিজেন্দ্রলাল রায়

(খ) রজনীকান্ত সেন

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) অতুলপ্রসাদ সেন

সত্যজিৎ রায়ের ‘জলসাঘর’ ছবির সংগীত নির্দেশক ছিলেন কে ? –

(ক) বিলায়েৎ খাঁ

(খ) আলাউদ্দিন খাঁ

(গ) ভূপেন হাজারিকা

(ঘ) পণ্ডিত রবিশঙ্কর

ভাওয়াইয়া গানের গায়কদের বলা হয় –

(ক) বাউদিয়া

(খ) ভাইরা

(গ) চটকা

(ঘ) ঝুমুর

‘জারি’ শব্দের অর্থ হলো –

(ক) হাসি

(খ) কান্না বা ক্রন্দন

(গ) আনন্দ

(ঘ) দুঃখ

বাঙালির বিজ্ঞানচর্চা

বাংলা মুদ্রা অক্ষর সর্বপ্রথম কে খোদাই করেন ? –

(ক) চার্লস উইলকিন্স

(খ) পঞ্চানন কর্মকার

(গ) উইলিয়াম জোনস

(ঘ) জন টমাস

‘ক্যালকাটা মেডিক্যাল ক্লাব’ কে প্রতিষ্ঠা করেন ? –  

(ক) রাধাগোবিন্দ কর

(খ) কাদম্বিনী বসু

(গ) চন্দ্রমুখী বসু

(ঘ) নীলরতন সরকার

বিলিতি ডিগ্রিধারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক কে ছিলেন ? –

(ক) কামিনী রায়

(খ) কাদম্বিনী (বসু) গঙ্গোপাধ্যায়

(গ) অঞ্জলি গুপ্তা

(ঘ) কাদম্বরী দেবী

পশ্চিমবঙ্গ চিকিৎসক দিবস হিসেবে পালিত হয় কোন দিন ? –

(ক) ১ জুলাই

(খ) ১২ জানুয়ারি

(গ) ৫ সেপ্টেম্বর

(ঘ) ৫ জুন

‘টলস্টয় অফ বেঙ্গাল’ কাকে বলা হয় ? –

(ক) মহেন্দ্রচন্দ্র নন্দীকে

(খ) শিবচন্দ্র নন্দীকে

(গ) কালিদাস শীলকে

(ঘ) রাজকুর কর্মকারকে

আন্তর্জাতিক স্তরে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কোন অবদানের জন্য সুপরিচিতি ? –

(ক) বিজ্ঞানের নতুন আবিষ্কারে

(খ) মুদ্রণ শিল্পে

(গ) চলচ্চিত্র শিল্পে

(ঘ) চিত্রকলায়

ভারতবর্ষে হাফটোন ব্লকের প্রবর্তন করেন কে ? –

(ক) নীলমণি মিত্র

(খ) কালিদাস শীল

(গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরি

(ঘ) মহেন্দ্রচন্দ্র নন্দী

বাঙালি শিশুসাহিত্যিক ও বাংলা সাহিত্যে ‘ননসেন্স’-এর প্রবর্তক কে ছিলেন ? –

(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরি

(খ) সুকুমার রায়

(গ) সত্যজিৎ রায়

(ঘ) নীলমণি মিত্র

‘বসু বিজ্ঞান মন্দির’ স্থাপিত হয় – (সংসদ নমুনা প্রশ্ন)

(ক) ১৯১৭ খ্রিস্টাব্দে

(খ) ১৯৩২ খ্রিস্টাব্দে

(গ) ১৯৩৪ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯২৯ খ্রিস্টাব্দে

‘ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি’ প্রতিষ্ঠিত হয় –

(ক) ১৯০২ খ্রিস্টাব্দে

(খ) ১৯২০ খ্রিস্টাব্দে

(গ) ১৯০৪ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯২৪ খ্রিস্টাব্দে

‘বঙ্গীয় বিজ্ঞান পরিষদ’ (১৯৪৮ খ্রিস্টাব্দ) কে প্রতিষ্ঠা করেন ? –

(ক) সত্যেন্দ্রনাথ বসু

(খ) প্রফুল্লচন্দ্র রায়

(গ) মেঘনাদ সাহা

(ঘ) প্রমথনাথ বসু

‘বাংলার বাঘ’ নামে কে পরিচিত ? –

(ক) আচার্য প্রফুল্লচন্দ্র রায়

(খ) আশুতোষ মুখোপাধ্যায়

(গ) মেঘনাদ সাহা

(ঘ) জগদীশচন্দ্র বসু

ভারতীয় বিজ্ঞান অ্যাকাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা কে ছিলেন ? –

(ক) নীলরতন ধর

(খ) ইন্দুমাধব মল্লিক

(গ) মেঘনাদ সাহা

(ঘ) প্রফুল্লচন্দ্র রায়

এদেশে শবব্যবচ্ছেদ বিদ্যার পথিকৃৎ কে ছিলেন ? –

(ক) রাজেন্দ্রলাল মিত্র

(খ) বীরেশচন্দ্র গুহ

(গ) মধুসূদন গুপ্ত

(ঘ) মৃণাল কুমার দাশগুপ্ত

বাঙালির ক্রীড়াসংস্কৃতি

‘কুস্তি’ কোন দেশের জাতীয় খেলা ? –

(ক) ইরাক

(খ) জাপান

(গ) চিন

(ঘ) ফ্রান্স

ভারতীয় কুস্তি ফেডারেশন বা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে ?

(ক) ১৯৪৮ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪২ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৩৭ খ্রিস্টাব্দে

কুস্তিগির গোবরবাবুর আসল নাম কী ?  –

(ক) যতীন্দ্রচরণ গুহ

(খ) রহিম পালোয়ান

(গ) যতীন্দ্রনাথ সেনগুপ্ত

(ঘ) ক্ষেত্রচরণ গৃহ

বাংলায় আখড়া সংস্কৃতির প্রচলনের পথিকৃৎ কে ছিলেন  ?

(ক) অম্বিকাচরণ গুহ

(খ) ফণীন্দ্রনাথ গুপ্ত

(গ) যতীন্দ্রচরণ গুহ

(ঘ) নীলমণি দাশ

‘ভারতীয় ফুটবলের মক্কা’ বলা হয় কোন শহরকে ?

(ক) কলকাতা

(খ) চেন্নাই

(গ) বেঙ্গালুরু

(ঘ) রাজস্থান

ভারত তথা এশিয়ায় ফুটবলের প্রচলন করেন কে ? –

(ক) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী

(খ) শৈলেন মান্না

(গ) সুব্রত ভট্টাচার্য

(ঘ) চুনী গোস্বামী

আই এফ এ শিল্ড গঠনে উদ্যোক্তাদের মধ্যে একমাত্র ভারতীয় কে ছিলেন ?

(ক) সুব্রত ভট্টাচার্য

(খ) চুনী গোস্বামী

(গ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী

(ঘ) সৈয়দ নইমুদ্দিন

কলকাতায় মোহনবাগান ক্লাব কবে গঠিত হয় ?

(ক) ১৮৮৯ খ্রিস্টাব্দে

(খ) ১৮৮৬ খ্রিস্টাব্দে

(গ) ১৮৭২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৯৩ খ্রিস্টাব্দে

প্রথম বাঙালি হিসেবে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী এশিয়ায় কোন্ খেলার প্রচলন করেন ?

(ক) ফুটবল

(খ) ক্রিকেট

(গ) হকি

(ঘ) টেনিস

মোহনবাগান ক্লাব কবে আই এফ এ শিল্ড জয় করে ইতিহাসে যুগান্তকারী ঘটনার স্থাপন করে ?

(ক) ১৯৮৯ খ্রিস্টাব্দে

(খ) ১৯১১ খ্রিস্টাব্দে

(গ) ১৯০৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দে

বাংলা ক্রিকেটের জনকরূপে পরিচিত ছিলেন –

(ক) সৌরভ গঙ্গোপাধ্যায়খ

(খ) সারদারঞ্জন রায়চৌধুরী

(গ) পঙ্কজ রায়

(ঘ) প্রবীর সেন

কোন বাঙালি ক্রিকেটার জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন ?

(ক) সৌরভ গঙ্গোপাধ্যায়

(খ) ঋন্ধিমান সাহা

(গ) শ্যামসুন্দর মিত্র

(ঘ) কার্তিক বসু

সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া কবে গঠিত হয়  ?

(ক) ১৯৩০ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪০ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪৮ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে

আন্তর্জাতিক সুইমিং ফেডারেশন কবে গঠিত হয় ?

(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯০৬ খ্রিস্টাব্দে

(গ) ১৯০৮ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে

প্রথম ভারতীয় হিসেবে কে সাঁতারে ইংলিশ চ্যানেল পার হন ?

(ক) মাসুদুর রহমান বৈদ্য

(খ) মিহির সেন

(গ) রেশমি শর্মা

(ঘ) ম্যাথু ওয়েব

এশিয়ার প্রথম মেয়ে হিসেবে ইংলিশ চ্যানেল বিজয়িনী কে ?

(ক) আরতি মুখার্জি

(খ) রেশমি শর্মা

(গ) আরতি সাহা

(ঘ) বুলা চৌধুরী

‘আন্তর্জাতিক হকি ফেডারেশন’ কবে গড়ে ওঠে ?

(ক) ১৯০০ খ্রিস্টাব্দে

(খ) ১৯০৭ খ্রিস্টাব্দে

(গ) ১৯২৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯২৪ খ্রিস্টাব্দে

উত্তরবঙ্গে ‘টেবিল টেনিসের শহর’ বলে পরিচিত কোন্ শহর ?

(ক) শিলিগুড়ি

(খ) দার্জিলিং

(গ) কালিম্পং

(ঘ) কোচবিহার

কবে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন গড়ে ওঠে ?

(ক) ১৯২৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯৩০ খ্রিস্টাব্দে

(গ) ১৯৩৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৩৭ খ্রিস্টাব্দে

ওয়েস্ট বেঙ্গাল চেস অ্যাসোসিয়েশন কবে গড়ে ওঠে ?

(ক) ১৯৫৯ খ্রিস্টাব্দে

(খ) ১৯৫০ খ্রিস্টাব্দে

(গ) ১৯৬০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৭২ খ্রিস্টাব্দে

 ‘বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশন’ কবে গড়ে ওঠে ?

(ক) ১৯৩০ খ্রিস্টাব্দে

(খ) ১৯৩৫ খ্রিস্টাব্দে

(গ)  ১৯৩৮ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪০ খ্রিস্টাব্দে

আরও পড়ুন :

বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর

বাঙালির বিজ্ঞানচর্চা MCQ প্রশ্ন উত্তর

ভাষাবিজ্ঞান ও তার শাখা-প্রশাখা MCQ

Leave a Comment