মাধ্যমিক ভূগোল সাজেশন 2026 / Madhyamik Geography Suggestion 2026 pdf

মাধ্যমিক ভূগোল সাজেশন 2026 / Madhyamik Geography Suggestion 2026 pdf

মাধ্যমিক ভূগোল সাজেশন 2026

প্রথম অধ্যায় – বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

Mark – 2

১ – ভূমিরূপ বলতে কী বোঝো?

২ – জলবিভাজিকার সংজ্ঞা দাও। [ME-2023]

৩ – আবহবিকার কী? অথবা, হিমশৈল কী?

৪ – অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয়? [ME-2018]

৫ – পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয় ? [ME-2017]

৬ – জলচক্র কী?

৭ – ধারণ অববাহিকা কাকে বলে?

৮ – লোয়েশ কাকে বলে?[ME-2020]

৯ – নগ্নীভবন কাকে বলে?[ME-2019]

১০ – হিমরেখা কী?

১১ – ফার্ন কী?

১২ – হিমানী সম্প্রপাত কাকে বলে?

১৩ – নুনাটক কী?

১৪ – বার্গস্রুন্ড কী?[ME-2017]

১৫ – প্রপাতকূপ কাকে বলে?[ME-2020]

১৬ – ধান্দ কী?

১৭ – ড্রেইকান্টার’ কী?

১৮ – ‘ব্লো আউট’ কাকে বলে?

১৯ – বাজাদা কী?

Mark – 3

১ – বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো।

২ – অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো।

৩ – বহির্জাত প্রক্রিয়ার নিয়ন্ত্রকগুলি কী কী?

৪ – ক্ষয়ীভবনের বিভিন্ন মাধ্যমগুলি কী কী?

৫ – পর্যায়নের বৈশিষ্ট্যগুলি লেখো।

৬ – গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো।

৭ – নদীর বহনকার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে লেখো।[ME-2020]

৮ – নদীর ক্ষয় পদ্ধতিগুলির বর্ণনা দাও।

৯ – অবস্থানের ভিত্তিতে হিমবাহের শ্রেণিবিভাগ করো।

১০ – হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন?[ME-2024]

১১ – নদীর মোহানায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো।[ME-2018]

১২ – বার্গমুন্ড কীভাবে সৃষ্টি হয়?

১৩ – বার্খান বালিয়াড়ি কীভাবে উৎপত্তিলাভ করে?

১৪ – পেডিমেন্টের তিনটি বৈশিষ্ট্য লেখো।

১৫ – পেডিমেন্ট ও পেডিপ্লেনের মধ্যে পার্থক্য নিরূপণ করো।

১৬ – সুন্দরবন বদ্বীপের ওপর বিশ্ব উন্নায়নের তিনটি প্রভাব উল্লেখ করো।

১৭ – স্বাভাবিক বাঁধ কীভাবে সৃষ্টি হয়?

১৮ – অনুদৈর্ঘ্য ও বার্খান বালিয়াড়ির মধ্যে ৩টি পার্থক্য লেখো।[ME-2019]

১৯ – অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার তিনটি পার্থক্য লেখো।

২০ – মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? [ME-2017]

২১ – নদীর বহনকার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে লেখো।[ME-2020]

Mark – 5

১ – নদীর মধ্যগতিতে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্র-সহ বিবরণ দাও।

২ – নদীর সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্র-সহ বিবরণ দাও।[ME-2019]

৩ – বদ্বীপ গঠনের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি লেখো।

৪ – পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তন গঙ্গা-পদ্মা-মেঘনার বদ্বীপের সক্রিয় অংশকে কীভাবে প্রভাবিত করছে তা উল্লেখ করো।

৫ – হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র-সহ বর্ণনা করো।

৬ – নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্র-সহ বর্ণনা দাও।[ME-2023]

৭ – বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র-সহ বর্ণনা করো।

৮ – বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র-সহ বর্ণনা করো।

৯ – শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র-সহ বর্ণনা করো।

১০ – হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্র-সহ বর্ণনা করো। [ME-2018]

 দ্বিতীয় অধ্যায় – বায়ুমণ্ডল

Mark – 2

১ – এরোসল কাকে বলে?

২ – হোমোস্ফিয়ার কী?

৩ – ওজোন গহ্বর কী?

৪ – জেটবিমান স্ট্র্যাটোস্ফিয়ারে চলাচল করে কেন ?

৫ – আইসোথার্মাল অঞ্চল কী?

৬ – ইনসোলেশন কী?

৭ – মেরুপ্রভা কী?

৮ – পরিচলন পদ্ধতি কাকে বলে?

৯ – অ্যানাবেটিক বায়ু কী? অথবা, বৈপরীত্য উন্নতা কাকে বলে?

১০ – সমচাপরেখা কাকে বলে?

১১ – কোরিয়ালিস বল কী?

১২ – আপেক্ষিক আর্দ্রতা কী?[ΜΕ 2020]

১৩ – প্রত্যয়ন বায়ু বলতে কী বোঝো?

১৪ – ‘ঘূর্ণবাতের চক্ষু’ কাকে বলে?

১৫ – প্রতীপ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য লেখো।

১৬ – অধঃক্ষেপণের সংজ্ঞা ও শ্রেণিবিভাগ লেখো।

১৭ – নিরপেক্ষ আর্দ্রতা বলতে কী বোঝ?[ΜΕ 2023]

১৮ – চিনুক কী? অথবা, গর্জনশীল চল্লিশা কী?

১৯ – সমবর্ষণ রেখা কী? অথবা, ITCZ কী?

Mark – 3

১ – উচ্চতা ও উন্নতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে কী কী স্তরে ভাগ করা যায়?

২ – রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে কী কী স্তরে ভাগ করা যায়?

৩ – আয়নোস্ফিয়ারের বৈশিষ্ট্য লেখো।

৪ – বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভূমিকা লেখো।

৫ – বিশ্ব উন্নায়নের ফলে ভারতে কী কী কুপ্রভাব দেখা যেতে পারে তা লেখো।

৬ – মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘহীন রাত্রি অধিক উয় হয় কেন?

৭ – এল-নিনো ও লা-নিনা-এর মধ্যে পার্থক্য লেখো।

৮ – বায়ুচাপ বলয়গুলির স্থান পরিবর্তন কীভাবে ঘটে?

৯ – বায়ুর উচ্চতার সঙ্গে বায়ুর তাপমাত্রার সম্পর্ক দেখাও।

১০ – বায়ুপ্রবাহ ও বায়ুস্রোতের মধ্যে পার্থক্য কী?

১১ – বায়ুচাপের বৈশিষ্ট্যগুলি লেখো।

১২ – ক্রান্তীয় অঞ্চলে মহাদেশসমূহের পশ্চিমদিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে কেন?

১৩ – সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। [ME 2017]

১৪ – ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো।

Mark – 5

১ – বায়ুমণ্ডলে উন্নতার তারতম্যের তিনটি প্রধান কারণ ব্যাখ্যা করো।[ΜΕ 2023]

২ – জীবজগতের ওপর ওজোনস্তরের ক্ষয়ের প্রভাব কীরূপ?

৩ – বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো।

৪ – জেট বায়ুপ্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমি বায়ুর সম্পর্ক উল্লেখ করো।[ME 2020]

অথবা, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো।

৫ – শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয় তা চিত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। [ΜΕ 2023]

৬ – বিশ্ব উন্নায়নের কারণগুলি আলোচনা করো।

অথবা, পৃথিবীপৃষ্ঠে বিশ্ব উন্নায়নের প্রভাবগুলি আলোচনা করো।[ME 2024]

৭ – এল-নিনো কী? এর উৎপত্তি কীভাবে হয়? এর প্রভাবগুলি আলোচনা করো।

৮ – বায়ুচাপের তারতম্যের কারণগুলি উল্লেখ করো।

৯ – ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।[ΜΕ 2024]

তৃতীয় অধ্যায় – বারিমন্ডল

Mark – 2

১ – বারিমণ্ডল বলতে কী বোঝো?

২ – সমুদ্রস্রোত কাকে বলে?

৩ – সমুদ্রতরঙ্গ বলতে কী বোঝো?

৪ – উয়স্রোত কী?

৫ – শীতল স্রোত কী?

৬ – উপসাগরীয় স্রোত কাকে বলে?

৭ – ফেরেলের সূত্রটি লেখো।

৮ – কোরিয়োলিস বল কী?

৯ – প্ল্যাংকটন ক-প্রকার ও কী কী?

১০ – শৈবাল সাগর কী?

১১ – বানডাকা কী?[ΜΕ 2017]

১২ – নরওয়ে উপকূল সারাবছর বরফ মুক্ত থাকে কেন?

১৩ – হিমপ্রাচীরের সংজ্ঞা দাও।[ΜΕ 2023]

১৪ – মুখ্য জোয়ার কী?

১৫ – গৌণ জোয়ার কী?

১৬ – সংযোগ ও প্রতিযোগ অবস্থান কী?

১৭ – চান্দ্র জোয়ার কী?

১৮ – ষাঁড়াষাঁড়ি বান কী ?

১৯ – অ্যাপোজি জোয়ার কী?[ΜΕ 2018]

২০ – হিমশৈল (Iceberg) সম্পর্কে কী জানো?

Mark – 3

১ – মগ্নচড়া কীভাবে সৃষ্টি হয়?

২ – সমুদ্রস্রোতের ওপর কোরিয়ালিস বলের প্রভাব ব্যাখ্যা করো।

৩ শৈবাল সাগরের উৎপত্তি কেন হয়?

৪ – আটলান্টিক মহাসাগরে সর্বাধিক জাহাজ চলাচল করে কেন?

৫ – উয় স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো।

৬ – সমুদ্রস্রোত ও সমুদ্রতরঙ্গের মধ্যে পার্থক্য লেখো।

৭ – মগ্নচড়াগুলিতে মৎস্য আহরণ ক্ষেত্র গড়ে ওঠার কারণগুলি কী কী?

৮ – ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনামূলক আলোচনা করো।[ΜΕ 2023]

৯ – ঋতু পরিবর্তন কীভাবে ভারত মহাসাগরের সমুদ্রস্রোতকে প্রভাবিত করে?

১০ – নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশার সৃষ্টি হয় কেন?

১১ – সমুদ্রস্রোতের বৈশিষ্ট্যগুলি লেখো।

১২ – জোয়ারভাটার বৈশিষ্ট্যগুলি কী কী?

১৩ – প্রতিদিন জোয়ারভাটা সমান প্রবল হয় না কেন?

১৪ – একটি স্থানে দুটি মুখ্য ও দুটি গৌণ জোয়ারের সময়ের ব্যবধান 24 ঘণ্টার বেশি হয় কেন?

১৫ – মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখো।

Mark – 5

১ – জোয়ারভাটার শ্রেণিবিভাগ করে আলোচনা করো।

২ – তেজ কোটাল ও মরা কোটাল কখন কীভাবে হয়?

অথবা, জোয়ারভাটা সৃষ্টির কারণগুলি আলোচনা করো। [ 2025 ]

৩ – পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্রস্রোতের প্রধান পাঁচটি প্রভাব আলোচনা করো।[ΜΕ 2024]

৪ – চিত্র-সহ মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কীভাবে ঘটে ব্যাখ্যা করো।

৫ – মানবজীবনের ওপর জোয়ারভাটার প্রভাবগুলি আলোচনা করো।

৬ – সমুদ্রস্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। [ME 2023]

 চতুর্থ অধ্যায় – বর্জ্য ব্যবস্থাপনা

Mark – 2

১ -বর্জ্য পদার্থ কাকে বলে?

২ -কঠিন বর্জ্য পদার্থ বলতে কী বোঝো?

৩ – তরল বর্জ্য পদার্থ কাকে বলে?

৪ – গ্যাসীয় বর্জ্যের বৈশিষ্ট্য লেখো।

৫ – জৈব বর্জ্য কাকে বলে?

৬ – ই-বর্জ্য (e-waste) কী?

৭ – বর্জ্যের পুনর্নবীকরণের সংজ্ঞা দাও।[ΜΕ 2023]

৮ – ইউট্রোফিকেশন কী?

৯ – ‘Hazardous Waste’ কাকে বলে?

১০ – চিকিৎসা বর্জ্য কী?

১১ – ব্যাগাসি কী?

১২ – কম্প্যাক্টর কী?

১৩ – স্ক্র্যাবার কী?

১৪ – ম্যানিয়োর পিট কী?

১৫ – পৌরসভার বর্জ্য কাকে বলে?

Mark – 3

১ – বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও।

অথবা, তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝো?

২ – বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে?

৩ – গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী? [ΜΕ 2018]

৪ – জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো।[ΜΕ 2024]

৫ – কম্পোস্টিং পদ্ধতিটি ব্যাখ্যা করো।

৬ – বর্জ্যের বিভিন্ন প্রকার উৎসগুলির পরিচয় দাও।

৭ – বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায় ?[ΜΕ 2018]

৮ – বর্জ্য পৃথক্করণ কীভাবে হয়?

৯ – বর্জ্য ব্যবস্থাপনায় 4R-এর গুরুত্ব আলোচনা করো।

১০ – বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে-কোনো তিনটি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। [ΜΕ 2019]

১১ – বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি লেখো। [ME 2023]

পঞ্চম অধ্যায় – ভারতের প্রাকৃতিক ভূগোল

ক . ভারতের ভূপ্রকৃতি

Mark – 2

(১) দুন কী ?

(২) কচ্ছের রণ কী ?(2025)

(৩) মরুস্থলী বলতে কী বোঝো ?

(৪) মালনাদ কাকে বলে ?

(৫) ময়দান কী ?

(৬) মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য কী ?

(৭) কয়াল কাকে বলে ?

Mark – 3

পার্থক্য লেখো – পূর্বঘাট পর্বত ও পশ্চিমঘাট পর্বত , ভাঙ্গর ও খাদার

Mark – 5

(১) ভারতের পূর্ব উপকূলের সমভূমি ও পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লেখো ।

(২) পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো । [ অথবা ] দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও ।

খ . ভারতের জলসম্পদ

Mark – 5

(১) উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদনদীর মধ্যে পার্থক্য লেখো ।

Mark – 3

(১) ভারতের পশ্চিমবাবিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে নি কেন ?

(২) জল সংরক্ষণের উদ্দেশ্যগুলি লেখো ।

(৩) অতিরিক্ত ভৌমজলের প্রভাবগুলি লেখো ।

(৪) প্লাবন খাল ও নিত্যবহ খালের মধ্যে পার্থক্য লেখো ।

Mark – 2

(১) বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে ?

(২) বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো ।

(৩) বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা / সুবিধা লেখো ।

(৪) প্লাবন খাল কাকে বলে ?

(৫) নিত্যবহ খাল কাকে বলে ?

(৬) বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখো । (৭) জলবিভাজিকা উন্নয়ন কাকে বলে ? ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো ।

গ . ভারতের জলবায়ু

Mark – 5

(১) ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক / তারতম্যের কারণগুলি লেখো ।

Mark – 3

(১) ভারতের জলবায়ুতে মোসুমি বায়ুর প্রভাব লেখো ।

(২) ভারতের জলবায়ুর ওপর পশ্চিমি ঝঞ্জার প্রভাব আলোচনা করো ।

(৩) করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন ?

Mark – 2

(১) মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝো ?

(২) পশ্চিমি ঝঞ্ঝা কাকে বলে ?

(৩) আশ্বিনের ঝড় বলতে কী বোঝো ?

(৪) জেট বায়ু বা জেট স্ট্রিম কাকে বলে ?

(৫) জেট বায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো

(৬) আম্রবৃষ্টি / বরদৈছিলা / লু / আঁধি কী  ?

(৭) এল নিনো বলতে কী বোঝো ?

ঘ . ভারতের মৃত্তিকা

Mark – 3

(১) পার্থক্য লেখো – কৃষ্ণ মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা ও লোহিত মৃত্তিকা ।

(২) মরু মৃত্তিকার আঞ্চলিক বন্টন ও বৈশিষ্ট্য লেখো ।

(৩) পলি মৃত্তিকার আঞ্চলিক বন্টন ও বৈশিষ্ট্য লেখো ।

(৪) ভারতে মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো । (2024)

Mark – 2

মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝো ?

(২) ধাপ চাষের সংজ্ঞা দাও । 

(৩) ল্যাটেরাইট মৃত্তিকা কাকে বলে ?

ঙ . ভারতের স্বাভাবিক উদ্ভিদ

Mark – 5

(১) ভারতের কেন্দ্রীয় চিরহরিৎ অরণ্য ও ক্রান্তীয় মরু উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো

(২) অরণ্য সংরক্ষণের পদ্ধতি বা উপায়গুলি লেখো ।

(৩) ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো ।

Mark – 3

(১) কৃষি বনসৃজন ও সামাজিক বনসৃজনের মধ্যে পার্থক্য লেখো ।

Mark – 2

(১) ম্যানগ্রোভ উদ্ভিদ কাকে বলে ? উদাহরণ দাও ।

(২)  ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো ।

(৩) সামাজিক বনসৃজন কাকে বলে ?

(৪) সামাজিক বনসৃজনের উদ্দেশ্য লেখো ।

(৫) কৃষি বনসৃজন কাকে বলে ?

(৬) কৃষি বনসৃজনের উদ্দেশ্য লেখো ।

মাধ্যমিক ভূগোল সাজেশন 2026

ষষ্ঠ অধ্যায় – ভারতে অর্থনৈতিক ভূগোল

Mark – 2

১ শিকড় আলগা শিল্প বলতে কী বোঝ?[ΜΕ 2024]

২ জায়িদ শস্য কী?

৩ সিরোজেম মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো।

৪ পেট্রোরাসায়নিক শিল্প কাকে বলে?

৫ মানুষ-জমির অনুপাত কাকে বলে?

৬ নগরায়ণের পদ্ধতিগুলি কী কী?

৭ ‘শিপিংলেন’ কাকে বলে?

৮ বন্দরের পশ্চাদ্‌ভূমি কাকে বলে?

৯ ধাপচাষের গুরুত্ব কী?[ΜΕ 2018]

১০ বাগিচা কৃষি কাকে বলে?

১১ বিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝো?[ΜΕ 2022]

১২ স্থিতিশীল উন্নয়ন অথবা ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো?[ΜΕ 2018]

১৩  আদমশুমারি কী?

১৫ তথ্যপ্রযুক্তি শিল্প কী?[ΜΕ 2017]

১৬ মিলেট জাতীয় শস্য বলতে কী বোঝো?[ΜΕ 2019]

১৭ আকাশপথের দুটি সুবিধা লেখো।

১৮ জনঘনত্ব বলতে কী বোঝো?

১৯ পরিবহণের প্রধান চারটি মাধ্যমের নাম লেখো।

Mark – 3

১ ‘জীবিকাস্তাভিত্তিক কৃষি’ বলতে কী বোঝো?

২ লৌহ-ইস্পাত শিল্পকে ‘সকল শিল্পের মূল’ বলা হয়-কারণ ব্যাখ্যা করো।

৩ গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যধিক কেন?

৪ ভারতীয় কৃষির মুখ্য তিনটি সমস্যা আলোচনা করো।[ME 2024]

৫ মৃত্তিকা সংরক্ষণের যে-কোনো তিনটি পদ্ধতি উল্লেখ করো।

৬ ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির তিনটি কারণ বিশ্লেষণ করো।[ΜΕ 2022]

৭ ভারতের বিমান চলাচলের প্রধান সমস্যাগুলি কী কী?

৮ ভারতে রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো ।‌[ΜΕ 2023]

৯ দক্ষিণ ভারতের চেয়ে উত্তর ভারতে খাল দ্বারা জলসেচ অধিক প্রচলিত কেন?

১০ বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এর উদ্দেশ্যগুলি কী কী?

১১ পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে তিনটি পার্থক্য লেখো।

১২ পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো।[ΜΕ 2020]

Mark – 5

১ উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো।

২ পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের মধ্যে পার্থক্য লেখো।

৩ ভারতের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের ওপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। [ME 2024]

৪ জলসম্পদ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি উল্লেখ করো।

৫ ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো।[ΜΕ 2022]

৬ ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো।[ΜΕ 2022]

৭ মৃত্তিকাক্ষয় বা ভূমিক্ষয়ের কারণগুলি উল্লেখ করো।

৮ মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো।

৯ ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো।[ΜΕ 2022]

১০ ধান/চা উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি লেখো।

১১ ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিশেগুলি লেখো।

১২ কফি চাষের অনুকূল পরিবেশগুলির বর্ণনা দাও।

১৩ ভারতের পরিবহণ ব্যবস্থার প্রধান পাঁচটি গুরুত্ব আলোচনা করো।[ΜΕ 2024]

১৪ মধ্য ও পূর্ব ভারতে লৌহ-ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো।

১৫ ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো।

১৬ ভারতের কৃষিকাজের প্রধান বৈশিষ্ট্য লেখো। [ΜΕ 2017]

১৭ ভারতে শহর বা নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। [ΜΕ 2018]

১৮ ভারতের অসম জনসংখ্যা বণ্টনের পাঁচটি প্রধান কারণ আলোচনা করো।

১৯ ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাসবয়ন শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো।

২০ ভারতীয় কৃষির প্রধান সমস্যা ও সমাধানগুলি লেখো।

২১ সড়কপথ পরিবহণের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো।

 সপ্তম অধ্যায় – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র

Mark – 2

১ Remote Sensing কাকে বলে?

২ উপগ্রহ চিত্র বলতে কী বোঝো?[ΜΕ 2018]

৩ EMS কী?

৪ MRS কী?

৫ এরিয়াল ফটোগ্রাফি কাকে বলে?

৬ ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কী?

৭ ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের নম্বর কীভাবে হয়?

৮ GIS বলতে কী বোঝো? অথবা, EMR কী?

৯ রেডিয়োমেট্রিক বিভেদন কী?

১০ Resolution কী?

১১ Band কী?

১২ টেম্পোরাল বিভেদন কী?

১৩ RF স্কেল কাকে বলে?

১৪ মিলিয়ন শিট কী?[ΜΕ 2023]

১৫ Infrared Map কাকে বলে?

১৬ Raster Data কাকে বলে?

১৭ Vector Data কাকে বলে?

১৮ নাদির বিন্দু কী?

১৯ Swath কী?

২০ TCC কী?

২১ RF-এর ব্যবহার লেখো।[ΜΕ 2024]

২২ জিয়োস্টেশনারি উপগ্রহ বলতে কী বোঝো?

Mark – 3

১ দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো।

২ উপগ্রহচিত্র তোলার বিভিন্ন পর্যায়গুলি বর্ণনা করো।

৩ ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো।

৪ উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যবহার আলোচনা করো।

৫ উপগ্রহ চিত্র ব্যবহারের অসুবিধাগুলি লেখো।

৬ ‘False Colour Composite’ বলতে কী বোঝো?

৭ সানসিনক্রোনাস উপগ্রহ ও জিয়োস্টেশনারি উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। [ΜΕ 2020]

৮ Topographical Map-এর বিভিন্ন সিরিজগুলির পরিচয় দাও।

৯ ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো।

১০ ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহচিত্রের মধ্যে পার্থক্য কী কী?[ΜΕ 2018]

প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখামানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম-সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও:

K,, পিরপাঞ্জাল পর্বতশ্রেণি, জাস্কর, গারো-খাসিয়া, দোদাবেতা, কারাকোরাম পর্বত, আনাইমুদি, কাশ্মীর উ-পত্যকা, শিবালিক পর্বতমালা, বিন্ধ্য পর্বত, কাঞ্চনজঙ্ঘা, পশ্চিমঘাট পর্বতমালা, আনাইমালাই, পালনি ও কার্ডামম পর্বত, গুরুশিখর, রাজমহল পাহাড়, মেঘালয় মালভূমি।

২, সবরমতী, শোন, কাবেরী, গোদাবরী, কৃষ্ণা, সিন্ধুনদ, গঙ্গা নদী, লুনি, চিল্কা হ্রদ, উলার হ্রদ, পুলিকট হ্রদ, লোকটাক হ্রদ, সম্বর হ্রদ, ভেম্বানাদ কয়াল, তাপি, সুবর্ণরেখা, পুষ্কর।

কোঙ্কন উপকূল, মালাবার উপকূল, করমণ্ডল উপকূল, কুমারিকা অন্তরীপ, পক প্রণালী, 10° চ্যানেল, কাথিয়াবাড় উপদ্বীপ, কচ্ছের রণ, সুন্দরবন, উত্তর সরকার উপকূল, ডানকান প্যাসেজ।

একটি বন্যাপ্রবণ অঞ্চল, দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, লাদাখ, থর মরুভূমি, ভারতের নবীনতম রাজ্য, খাম্বাত উপসাগর, ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল।

ভারতের একটি পলি মৃত্তিকা অঞ্চল একটি কৃষ্ণমৃত্তিকা অঞ্চল, ছোটোনাগপুর মালভূমি অঞ্চল, লোহিত মৃত্তিকা।

মরু উদ্ভিদ, চিরহরিৎ বনভূমি, আল্পীয় অরণ্য অঞ্চল।

একটি কার্পাস উৎপাদক অঞ্চল, ভারতের সর্বাধিক চা উৎপাদক অঞ্চল, কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র, ভারতের কেন্দ্রীয় চা গবেষণাগার, মুম্বাই হাই, ডিগবয়, ভারতের গম গবেষণাকেন্দ্র, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমান বন্দর, পূর্ব উপকূলের একটি জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র, পূর্ব/দক্ষিণ ভারতে একটি তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র, দক্ষিণ/পশ্চিম ভারতের একটি কার্পাস-বয়ন শিল্পকেন্দ্র, মৃত্তিকা গবেষণাকেন্দ্র, সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্র।

পূর্ব ভারতের একটি মোটরগাড়ি কারখানা, উত্তর ভারতের রেল ইঞ্জিন কারখানা, পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, পশ্চিম ভারতের একটি পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র, দক্ষিণ ভারতের একটি শক্তি উৎপাদক অঞ্চল, পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের সদর দফতর।

জামনগর, ট্রম্বে, গোলাপি শহর, ভারতের সিলিকন ভ্যালি, সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত রাজ্য, সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য, একটি অতিবিরল জনবসতি অঞ্চল, শ্রীনগর, সিমলা, ভারতের শেফিল্ড বা গ্লাসগো, পূর্ব উপকূলের একটি নদী বন্দর, স্বাভাবিক/কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর, একটি পরিপূরক বন্দর, একটি নবনির্মিত বন্দর।

১০ কান্ডালা, মার্মাগাঁও, কোচি বন্দর, কানপুর, এলাহাবাদ, পোর্ট ব্লেয়ার, ম্যাঙ্গালোর, তিরুবনন্তপুরম, হলদিয়া, কোয়েম্বাটোর, আহমেদাবাদ, পারাদ্বীপ, কন্যাকুমারী, কমলালেবুর শহর, চেন্নাই, লখনউ, তেলেঙ্গানা রাজ্য, গোয়া, লাদাখ, ডিগবয়।

আরও পড়ুন :

মাধ্যমিক বাংলা সাজেশন 2026

YouTube – Samim Sir

Leave a Comment