দ্বাদশ শ্রেণী ইতিহাস – প্রথম অধ্যায় – MCQ প্রশ্ন উত্তর তৃতীয় সেমিস্টার / Class 12 history chapter 1 semester 3 mcq questions and answers

দ্বাদশ শ্রেণী ইতিহাস – প্রথম অধ্যায় – MCQ প্রশ্ন উত্তর তৃতীয় সেমিস্টার / Class 12 history chapter 1 semester 3 mcq questions and answers

প্রথম অধ্যায় – পর্যটকদের দৃষ্টিতে ভারত

MCQ প্রশ্ন উত্তর তৃতীয় সেমিস্টার

Class 12 history chapter 1 semester 3 mcq questions and answers

. আল বিরুনী কোন দেশের পর্যটক ?

(ক) ইটালি

(খ) মরক্কো

(গ) পারস্য

(ঘ) ফ্রান্স

ত্তর – (গ) পারস্য

২. ‘বিরুনী’ শব্দের অর্থ ল –

(ক) পর্যটক

(খ) বহিরাগত

(গ) নবাগত

(ঘ) ধর্মজ্ঞানী

ত্তর – (খ) বহিরাগত

. সুলতান মামুদ ভারত আক্রমণ করেন –

(ক) 17 বার

(খ) 18 বার

(গ) 21 বার

(ঘ) 5 বার

ত্তর – (ক) 17 বার

. ‘কিতাব-উল-হিন্দ’ গ্রন্থের রচয়িতা িলেন ?

(ক) মার্কো পোলো

(খ) আবদুর রাজ্জাক

(গ) আল বিরুনী

(ঘ) ফ্রাঁসোয়া বের্নিয়ে

ত্তর – (গ) আল বিরুনী

. আল বিরুনীর বর্ণনা অনুযায়ী ভারতীয়দের কয়টি বিবাহ স্বীকৃত ?

(ক) একটি বিবাহ

(খ) তিনটি বিবাহ

(গ) চারটি বিবাহ

(ঘ) বিবাহের সংখ্যা নির্দিট ছিল না

ত্তর – (গ) চারটি বিবাহ

. ‘একনক্ত’ হল –

(ক) এক মধ্যাহ্নু থেকে আর-এক মধ্যাহ্নু পর্যন্ত উপবাস

(খ) একদিন যাবৎ উপবাস

(গ) অমাবস্যার দিন উপবাস

(ঘ) পূর্ণিমার দিন উপবাস

ত্তর – (ক) এক মধ্যাহ্নু থেকে আর-এক মধ্যাহ্নু পর্যন্ত উপবাস

৭. ‘চন্দ্রায়ন’ হল –

(ক) চাঁদের উদয়ের সঙ্গে সম্পর্কিত ভাবনা

(খ) পূর্ণিমার দিনের উপবাস

(গ) চন্দ্রগ্রহণের সময় আহার গ্রহণ

(ঘ) চাঁদ ও সূর্যের মাঝের দূরত্ব নির্ধারণ

ত্তর – (খ) পূর্ণিমার দিনের উপবাস

.ইসলামের পবিত্র স্থান ল –

(ক) ইস্তানবুল

(খ) ভারতভূমি

(গ) ইটালি

(ঘ) মক্কা

ত্তর – (ঘ) মক্কা

৯. ইবন বতুতার জন্ম য়েছিল –

(ক) ইটালিতে

(খ) পারস্যে

(গ) মরক্কোয়

(ঘ) মিশরে

ত্তর – (গ) মরক্কোয়

১০. ইবন বতুতা সিন্ধ প্রদেশে পৌঁছেছিলেন –

(ক) 1332 খ্রিস্টাব্দে

(খ) 1342 খ্রিস্টাব্দে

(গ) 1325 খ্রিস্টাব্দে

(ঘ) 1333 খ্রিস্টাব্দে

ত্তর – (ঘ) 1333 খ্রিস্টাব্দে

১. চিনা বন্দর জায়তুন-এর বর্তমান নাম –

(ক) কোয়ানঝু

(খ) গুয়াংঝু

(গ) জিউজিয়াং

(ঘ) নানজিং

ত্তর – (ক) কোয়ানঝু

1. ইবন বতুতার মুলতান থেকে দিল্লি পৌঁছোতে সময় লেগেছিল –

(ক) 50 দিন

(খ) 40 দিন

(গ) 10 দিন

(ঘ) 30 দিন

ত্তর – (খ) 40 দিন

1. ‘রিহলা’ গ্রন্থের রচয়িতা ?

(ক) আল বিরুনী

(খ) মার্কো পোলো

(গ) আবদুর রাজ্জাক

(ঘ) ইবন বতুতা

উত্তর(ঘ) ইবন বতুতা

১৪. মোহম্মদ-বিন-তুঘলক রাজধানী দৌলতাবাদ থেকে দিল্লিতে ফিরিয়ে এনেছিলেন –

(ক) 1342 খ্রিস্টাব্দে

(খ) 1341 খ্রিস্টাব্দে

(গ) 1441 খ্রিস্টাব্দে

(ঘ) 1442 খ্রিস্টাব্দে

ত্তর – (খ) 1341 খ্রিস্টাব্দে

১৫. মোহম্মদ-বিন-তুঘলক বাস করতেন –

(ক) আগ্রার প্রাসাদে

(খ) সিরি দুর্গে

(গ) চিতোর রাজপ্রাসাদে

(ঘ) দার সারা প্রাসাদে

ত্তর – (ঘ) দার সারা প্রাসাদে

১৬. ঘোড়ায় ডাক চলাচল ব্যবস্থা কী নামে পরিচিত ছিল ?

(ক) দাওআ

(খ) ডাক হরকরা

(গ) রানার

(ঘ) উলাক

ত্তর – (ঘ) উলাক

১৭. মোহম্মদ-বিন-তুঘলক দর্শন দিতেন –

(ক) হাজার-উত্তুন প্রাসাদে

(খ) দার সারা প্রাসাদে

(গ) তুঘলকাবাদ প্রাসাদে

(ঘ) জাঁহা-পঁনাহ প্রাসাদে

ত্তর – (ক) হাজার-উত্তুন প্রাসাদে

১৮. আবদুর রাজ্জাক ভারতের কোন্ বন্দরে উপস্থিত হন ?

(ক) সুরাট বন্দরে

(খ) বোম্বাই বন্দরে

(গ) তমলুক বন্দরে

(ঘ) কালিকট বন্দরে

ত্তর – (ঘ) কালিকট বন্দরে

১৯. আবদুর রাজ্জাক ভারতে আগমনকালে বিজয়নগরের রাজা ছিলেন –

(ক) জামোরিন

(খ) প্রথম দেবরায়

(গ) দ্বিতীয় দেবরায়

(ঘ) কৃষ্ণদেব রায়

ত্তর – (গ) দ্বিতীয় দেবরায়

২০. ভারতীয়রা রাজাকে বলত –

(ক) জামুরী

(খ) সামুরী

(গ) ফারাও

(ঘ) উলাক

ত্তর – (খ) সামুরী

২১. কৃষ্ণদেব রায় রায়চুর দুর্গ অধিকার করতে সাহায্য নেন –

(ক) মোগলদের

(খ) ফরাসিদের

(গ) মুলতানদের

(ঘ) পোর্তুগিজদের

ত্তর – (ঘ) পোর্তুগিজদের

২২. ফ্রাঁসোয়া বের্নিয়ে িলেন একজন –

(ক) ইটালির নাগরিক

(খ) ফ্রান্সের নাগরিক

(গ) ইংল্যান্ডের নাগরিক

(ঘ) পারস্যের নাগরিক

ত্তর – (খ) ফ্রান্সের নাগরিক

২৩. বের্নিয়ের লেখা গ্রন্থের নাম ল –

(ক) আল রিহলা

(খ) ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার

(গ) প্রেসিডেন্সি

(ঘ) তহকিক-ই-হিন্দ

ত্তর – (খ) ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার

২৪. দারা ঔরঙ্গজেবের কাছে পরাজিত হন –

(ক) দেওরইয়ের যুদ্ধে

(খ) হলদিঘাটির যুদ্ধে

(গ) ঘর্ঘরার যুদ্ধে

(ঘ) পাণিপথের যুদ্ধে

ত্তর – (ক) দেওরইয়ের যুদ্ধে

৫.  বিদ্বান খান নামে পরিচিত ছিলেন –

(ক) দানিশ মন্দ খান

(খ) কুবলাই খান

(গ) সরফরাজ খান

(ঘ) চেঙ্গিজ খান

ত্তর – (ক) দানিশ মন্দ খান

শূন্যস্থান পূরণ করো :

২৬. মার্কো পোলো ইটালির শহরে জন্মগ্রহণ করেন ________________

(ক) ভেনিস

(খ) মিলান

(গ) ফ্লোরেন্স

(ঘ) রোম

ত্তর – (ক) ভেনিস

27. মার্কো পোলো কুবলাই খানের দরবারে পৌঁছোন ___________খ্রিস্টাব্দে

(ক) 1271 খ্রিস্টাব্দে

(খ) 1275 খ্রিস্টাব্দে

(গ) 1254 খ্রিস্টাব্দে

(ঘ) 1292 খ্রিস্টাব্দে

ত্তর – (খ) 1275 খ্রিস্টাব্দে

২৮. খোরাজেমের রাজধানী হল ____________

(ক) মিলান

(খ) আমুদরিয়া

(গ) মক্কা

(ঘ) উরগেঞ্জ

ত্তর – (ঘ) উরগেঞ্জ

২৯. ‘তহকিক্-ই-হিন্দ’-এর রচয়িতা লেন _____________

(ক) মার্কো পোলো

(খ) আবদুর রাজ্জাক

(গ) ইবন বতুতা

(ঘ) আল বিরুনী

ত্তর – (ঘ) আল বিরুনী

৩০. সুলতান মাহমুদ  _________ শাসক ছিলেন।

(ক) পারস্যের

(খ) গজনির

(গ) মুলতানের

(ঘ) পেশোয়ারের

ত্তর – (খ) গজনির

৩১. তুঘলকাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন ____________

(ক) মোহম্মদ-বিন-তুঘলক

(খ) গিয়াসউদ্দিন তুঘলক

(গ) ফিরোজ-শাহ-তুঘলক

(ঘ) আলাউদ্দিন খলজি

ত্তর – (ঘ) আলাউদ্দিন খলজি

৩২. হাম্পি অবস্থিত __________ ভারতে।

(ক) উত্তর

(খ) দক্ষিণ

(গ) পূর্ব

(ঘ) পশ্চিম

ত্তর – (খ) দক্ষিণ

৩৩. দ্বিতীয় দেবরায়ের দেওয়ান _____________

(ক) লক্কানা দন্নায়ক

(খ) কৃষ্ণদেব রায়

(গ) দানিশ মন্দ খান

(ঘ) শেখ কামাল-উদ-দীন

ত্তর – (ক) লক্কানা দন্নায়ক

৩৪. সুলতান মামুদ মারা যান _________ খ্রিস্টাব্দে।

(ক) 1030

(খ) 1031

(গ) 1032

(ঘ) 1033

ত্তর – (খ) 1031

৩৫. কিতাব-উল-হিন্দ রচিত ___________ ভাষায়।

(ক) হিন্দি

(খ) ফারসি

(গ) আরবি

(ঘ) সংস্কৃত

ত্তর – (গ) আরবি

৩৬. হিন্দুরা ____________ চিঠি ও দরকারি লেখাগুলি লিখে রাখত।

(ক) ভূর্জপত্রে

(খ) সরগাছের পাতায়

(গ) প্যাপিরাসে

(ঘ) নারকেলের পাতায়

ত্তর – (ক) ভূর্জপত্রে

৩৭. ফ্রাঁসোয়া বের্নিয়ে ভারতে আসেন ________ আমলে।

(ক) আকবরের

(খ) শাহজাহানের

(গ) ঔরঙ্গজেবের

(ঘ) ফারুকশিয়ারের

ত্তর – (খ) শাহজাহানের

৩৮. আরসুন ছিলেন _________ শাসক।

(ক) ভারতের

(খ) শ্রীলঙ্কার

(গ) চিনের

(ঘ) পারস্যের

ত্তর – (ঘ) পারস্যের

৩৯. মার্কো পোলোর বর্ণনায় মারব ____________ উপকূলে অবস্থিত।

(ক) মালাবার

(খ) করমণ্ডল

(গ) কোঙ্কন

(ঘ) কাম্বে

ত্তর – (খ) করমণ্ডল

৪০. মুসলিপত্তমের পূর্ব নাম ছিল __________ বন্দর।

(ক) মতুপল্লী

(খ) সুরাট

(গ) কান্ডালা

(ঘ) কান্দালা

উত্তর – (ক) মতুপল্লী

আরও পড়ুন :

উচ্চ মাধ্যমিক এডুকেশন সাজেশন 2026 তৃতীয় সেমিস্টার

Ulysses – MCQ Question and Answer

Click Here – Youtube

Leave a Comment