দ্বাদশ শ্রেণী ইতিহাস – তৃতীয় অধ্যায় – MCQ প্রশ্ন উত্তর তৃতীয় সেমিস্টার / Class 12 history chapter 3 semester 3 mcq questions and answers

দ্বাদশ শ্রেণী ইতিহাস – তৃতীয় অধ্যায় – MCQ প্রশ্ন উত্তর তৃতীয় সেমিস্টার / Class 12 history chapter 3 semester 3 mcq questions and answers

তৃতীয় অধ্যায় – বিজয়নগর, বাহমনী ও বাংলা

MCQ প্রশ্ন উত্তর তৃতীয় সেমিস্টার

Class 12 history chapter 3 semester 3 mcq questions and answers

  1. বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে-
    (ক) কাবেরী নদীর তীরে
    (খ) তুঙ্গভদ্রা নদীর তীরে
    (গ) কৃষ্ণা নদীর তীরে
    (ঘ) গোদাবরী নদীর তীরে
    উত্তর – (খ) তুঙ্গভদ্রা নদীর তীরে
  2. বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন –
    (ক) হরিহর ও বুক্ক
    (খ) অচ্যুত ও কৃষ্ণদেব রায়
    (গ) দেবরায় ও কৃষ্ণদেব রায়
    (ঘ) তিরুমল ও হাসান গঙ্গু
    উত্তর – (ক) হরিহর ও বুক্ক
  3. বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান ছিলেন –
    (ক) আলাউদ্দিন খলজি
    (খ) গিয়াসউদ্দিন তুঘলক
    (গ) মোহম্মদ-বিন-তুঘলক
    (ঘ) ফিরোজ শাহ তুঘলক
    উত্তর – (গ) মোহম্মদ-বিন-তুঘলক
  4. নীচের উপাদানগুলির মধ্যে প্রত্নতাত্ত্বিক উপাদান নয় –
    (ক) শ্রীরঙ্গম পট্ট
    (খ) বরাহ
    (গ) দেবলশ্রী পট্ট
    (ঘ) মনুচরিতম
    উত্তর – (ঘ) মনুচরিতম
  5. “বিজয়নগর হল রোম শহরের মতো অতীব সুন্দর ও বৃহদায়তনের”-উক্তিটি করেছেন –
    (ক) বারবোসা
    (খ) নিকোলো কান্টি
    (গ) ডোমিনগো পায়েজ
    (ঘ) আব্দুর রাজ্জাক
    উত্তর – (গ) ডোমিনগো পায়েজ
  6. সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা হলেন –
    (ক) হরিহর
    (খ) প্রথম দেবরায়
    (গ) দ্বিতীয় দেবরায়
    (ঘ) কৃষ্ণদেব রায়
    উত্তর – (গ) দ্বিতীয় দেবরায়
  7. তুলুভ বংশীয় শাসক বীর নরসিংহের সময় ভারতে পোর্তুগিজ গভর্নর ছিলেন –
    (ক) ভাস্কো দ্য-গামা
    (খ) ডুপ্লে
    (গ) ডোমিনগো পায়েজ
    (ঘ) আলমিডো
    উত্তর – (ঘ) আলমিডো
    ৪. বিজয়নগর সাম্রাজ্যে মুসলিম তিরন্দাজদের নিয়োগ করেছিলেন দ্বিতীয় দেবরায়। এ বিষয়টি দ্বিতীয় দেবরায়ের কোন্ দিকটির পরিচয় দেয় ?
    (ক) ধর্মীয় উদারতা
    (খ) সামরিক দুর্বলতা
    (গ) রাজনৈতিক দূরদর্শিতা
    (ঘ) অর্থনৈতিক সংকট
    উত্তর – (গ) রাজনৈতিক দূরদর্শিতা
  8. বিজয়নগরের বিরুদ্ধে তালিকোটার যুদ্ধে (1565) মুসলিম রাজ্যগুলি ঐক্যবদ্ধ হয়ে বিজয়নগরকে পরাজিত করেছে। এই যুদ্ধের ফল সম্পর্কে নীচের সঠিক বিকল্পটি হল –
    (ক) কেবল বিজয়নগরের পতন ঘটেছে
    (খ) কেবল মুসলিম রাজ্যগুলির ঐক্য বৃদ্ধি পেয়েছে
    (গ) পোর্তুগিজরা লাভবান হয়েছে
    (ঘ) বিজয়নগর, পোর্তুগিজ ও মুসলিম রাজ্যগুলির ক্ষতি হয়েছে
    উত্তর – (ঘ) বিজয়নগর, পোর্তুগিজ ও মুসলিম রাজ্যগুলির ক্ষতি হয়েছে
  9. আয়তনের দিক থেকে ছোটো থেকে বড়ো হিসেবে সাজালে সঠিক ক্রমটি হবে –
    (ক) স্থল-গ্রাম-নাড়ু-মণ্ডলম
    (খ) গ্রাম-নাড়ু-মণ্ডলম-স্থল
    (গ) গ্রাম-মণ্ডলম-নাড়ু-স্থল
    (ঘ) গ্রাম-স্থল-নাড়ু-মণ্ডলম
    উত্তর – (ঘ) গ্রাম-স্থল-নাড়ু-মণ্ডলম
  10. ‘অমরম’ হল –
    (ক) সামরিক বাহিনীর একক
    (খ) জায়গির
    (গ) স্থানীয় প্রশাসক
    (ঘ) বিচারালয়
    উত্তর – (খ) জায়গির
  11. বিজয়নগররাজ বিঠঠলস্বামী মন্দির স্থাপন করেন, যা প্রমাণ দেয়-তিনি হলেন –
    (ক) বৈষ্নব
    (খ) শৈব
    (গ) গাণপত্য
    (ঘ) শাক্ত
    উত্তর – (ক) বৈষ্নব
  12. বিজয়নগরের সমাজে নারীর মর্যাদা খুব একটা ভালো ছিল না। এর প্রমাণ দেয় নীচের যে বিকল্পটি –
    (ক) দেবদাসী প্রথার প্রচলন
    (খ) গণিকাবৃত্তির বহুল গুরুত্ব
    (গ) পুরুষের বহুবিবাহ
    (ঘ) উক্ত সবগুলি
    উত্তর – (ঘ) উক্ত সবগুলি
  13. বিজয়নগরে কৃষিক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যোগের পরিচয় দেয় –
    (ক) অনাবাদি জমিকে চাষযোগ্য জমিতে রূপান্তর
    (খ) নদীতে বাঁধ দিয়ে জলসেচের ব্যবস্থা
    (গ) ক ও খ দুটিই
    (ঘ) উপরের কোনোটিই নয়
    উত্তর – (গ) ক ও খ দুটিই
  14. বাহমনি রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান ছিলেন –
    (ক) আলাউদ্দিন খলজি
    (খ) জালালউদ্দিন খলজি
    (গ) গিয়াসউদ্দিন তুঘলক
    (ঘ) মোহম্মদ-বিন-তুঘলক
    উত্তর – (ঘ) মোহম্মদ-বিন-তুঘলক
  15. বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হয় –
    (ক) 1336 খ্রিস্টাব্দে
    (খ) 1347 খ্রিস্টাব্দে
    (গ) 1341 খ্রিস্টাব্দে
    (ঘ) 1363 খ্রিস্টাব্দে
    উত্তর – (খ) 1347 খ্রিস্টাব্দে
  16. তৈমুর লঙের আক্রমণের সময় বাহমনি সুলতান ছিলেন –
    (ক) ফিরোজ শাহ
    (খ) বাহমন শাহ
    (গ) আলাউদ্দিন মুজাহিদ
    (ঘ) মামুদ গাওয়ান
    উত্তর – (ক) ফিরোজ শাহ
  17. আবিসিনিয়ার হাবসি অভিজাতরা নীচের কোন অভিজাত গোষ্ঠীর অন্তর্ভুক্ত ?
    (ক) পরদেশি
    (খ) দক্ষিণি
    (গ) আফাকি
    (ঘ) ঘায়িব
    উত্তর – (খ) দক্ষিণি
  18. পরদেশি অভিজাতদের অধিকাংশ হল –
    (ক) শিয়া ধর্মাবলম্বী
    (খ) সুন্নি ধর্মাবলম্বী
    (গ) হিন্দু
    (ঘ) জৈন
    উত্তর – (ক) শিয়া ধর্মাবলম্বী
  19. ‘জালিম’ নামে পরিচিত বাহমনি সুলতান হলেন –
    (ক) ফিরোজ শাহ
    (খ) মামুদ গাওয়ান
    (গ) নিজাম শাহ
    (ঘ) হুমায়ুন
    উত্তর – (ঘ) হুমায়ুন
  20. তৃতীয় মোহম্মদ শাহ মামুদ গাওয়ানকে কোন্ পদে নিয়োগ করেন ?
    (ক) অর্থমন্ত্রী
    (খ) প্রধান সেনাপতি
    (গ) প্রধানমন্ত্রী
    (ঘ) সামন্তরাজা
    উত্তর – (গ) প্রধানমন্ত্রী
  21. মামুদ গাওয়ান বাহমনি সাম্রাজ্যকে কটি তরফে বিভক্ত করেন ?
    (ক) 4 টি
    (খ) 6 টি
    (গ) 8 টি
    (ঘ) 12
    উত্তর – (গ) 8 টি
  22. নীচের কোনটি বাহমনি সাম্রাজ্য ভেঙে গঠিত মুসলিম রাজ্য নয় ?
    (ক) বিজাপুর
    (খ) গোলকুন্ডা
    (গ) তেলেঙ্গানা
    (ঘ) বিদর
    উত্তর – (গ) তেলেঙ্গানা
  23. বাহমনি সাম্রাজ্যের অর্থনীতির প্রধান উৎস হল –
    (ক) ভূমি রাজস্ব
    (খ) শিল্প
    (গ) বাণিজ্য
    (ঘ) খনি
    উত্তর – (ক) ভূমি রাজস্ব
  24. আফজল খাঁ হলেন বিজাপুরের –
    (ক) প্রধানমন্ত্রী
    (খ) সেনাপতি
    (গ) কোশাধ্যক্ষ
    (ঘ) বিচারপতি
    উত্তর – (খ) সেনাপতি
  25. ব্রাহিম রৌজা হল –
    (ক) প্রাসাদ
    (খ) মসজিদ
    (গ) দুর্গ
    (ঘ) সমাধি
    উত্তর – (ঘ) সমাধি
  26. গোল গম্বুজ নির্মাণ করেন –
    (ক) মোহম্মদ আদিল শাহ
    (খ) কুতুব শাহ
    (গ) ইব্রাহিম শাহ
    (ঘ) ফারুক শাহ
    উত্তর – (ক) মোহম্মদ আদিল শাহ
  27. চারমিনার অবস্থিত –
    (ক) মাদুরা
    (খ) হায়দরাবাদ
    (গ) গোয়া
    (ঘ) কালিকট
    ত্তর – (খ) হায়দরাবাদ
  28. বাংলায় কবে ইলিয়াস শাহি বংশের শাসন প্রতিষ্ঠা হয় ?
    (ক) 1341 খ্রিস্টাব্দে
    (খ) 1342 খ্রিস্টাব্দে
    (গ) 1343 খ্রিস্টাব্দে
    (ঘ) 1344 খ্রিস্টাব্দে
    উত্তর – (খ) 1342 খ্রিস্টাব্দে
  29. ইলিয়াস শাহের সিংহাসনারোহণের সময় দিল্লিতে কোন শাসন চলছিল ?
    (ক) দাশ বংশ
    (খ) তুঘলক বংশ
    (গ) খলজি বংশ
    (ঘ) লোদি বংশ
    উত্তর – (খ) তুঘলক বংশ
  30. ইলিয়াস শাহ উড়িষ্যার কোন শাসককে পরাজিত করেন ?
    (ক) নরসিংহ দেব
    (খ) কৃষশুদেব রায়
    (গ) নশরত শাহ
    (ঘ) ইব্রাহিম লোদি
    উত্তর – (ক) নরসিংহ দেব
  31. গোয়ালপাড়ার যুদ্ধ হয়েছিল –
    (ক) 1342 খ্রিস্টাব্দে
    (খ) 1354 খ্রিস্টাব্দে
    (গ) 1345 খ্রিস্টাব্দে
    (ঘ) 1390 খ্রিস্টাব্দে
    উত্তর – (ঘ) 1390 খ্রিস্টাব্দে
  32. শাসক ‘উসমালাতিন’ উপাধি নেন –
    (ক) ইলিয়াস শাহ
    (খ) সৈফুদ্দিন হামজা
    (গ) ফিরোজ শাহ
    (ঘ) নাশিরুদ্দিন শাহ
    উত্তর – (গ) ফিরোজ শাহ
  33. আদিনা মসজিদ অবস্থিত –
    (ক) মুর্শিদাবাদে
    (খ) দিল্লিতে
    (গ) পান্ডুয়াতে
    (ঘ) তাম্রলিপ্ততে
    উত্তর – (গ) পান্ডুয়াতে
  34. মা-হুয়ান ছিলেন –
    (ক) চিনা পর্যটক
    (খ) জাপানের পর্যটক
    (গ) আরব পর্যটক
    (ঘ) পতুর্গিজ পর্যটক
    উত্তর – (ক) চিনা পর্যটক
  35. আলাউদ্দিন হোসেন শাহ বাংলার সিংহাসনে বসেন –
    (ক) 1439 খ্রিস্টাব্দে
    (খ) 1493 খ্রিস্টাব্দে
    (গ) 1492 খ্রিস্টাব্দে
    (ঘ) 1441 খ্রিস্টাব্দে
    উত্তর – (খ) 1493 খ্রিস্টাব্দে
  36. বিদগুমাধব গ্রন্থটির রচয়িতা –
    (ক) পরাগল খাঁ
    (খ) মালাধর বসু
    (গ) রূপ গোস্বামী
    (ঘ) বিজয়গুপ্ত
    উত্তর – (গ) রূপ গোস্বামী
  37. ‘মনসা বিজয়’-এর রচয়িতা –
    (ক) বিজয় গুপ্ত
    (খ) শ্রীধর দাস
    (গ) বিপ্রদাস
    (ঘ) শ্রীকর নন্দী
    উত্তর – (গ) বিপ্রদাস
  38. আলাউদ্দিন হোসেন শাহ কান্তাপুর অভিযান করেন –
    (ক) 1497 খ্রিস্টাব্দে
    (খ) 1498 খ্রিস্টাব্দে
    (গ) 1499 খ্রিস্টাব্দে
    (ঘ) 1529 খ্রিস্টাব্দে
    উত্তর – (খ) 1498 খ্রিস্টাব্দে
  39. বাবর গৌড়ের রাজদরবারে প্রেরণ করেন –
    (ক) মোল্লা মহম্মদ মজহবকে
    (খ) বাহর খাঁকে
    (গ) হুমায়ুনকে
    (ঘ) গিয়াসউদ্দিন মাহম্মদ শাহকে
    উত্তর – (ক) মোল্লা মহম্মদ মজহবকে
  40. বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে ?
    (ক) মাদ্রাজ
    (খ) হাম্পি
    (গ) বিদর
    (ঘ) কালিকট
    উত্তর -(খ) হাম্পি
  41. ‘বরাহ’ কী ?
    (ক) এক প্রকার রাজস্ব
    (খ) কবিতার বই
    (গ) স্বর্ণমুদ্রা
    (ঘ) সামন্ত শ্রেণি
    উত্তর –(গ) স্বর্ণমুদ্রা
  42. ‘বেদমার্গ প্রতিস্থাপক’ উপাধি গ্রহণ করেছিলেন কে ?
    (ক) প্রথম বুক্ক
    (খ) কৃষ্ণদেব রায়
    (গ) দ্বিতীয় হরিহর
    (ঘ) প্রথম দেবরায়
    উত্তর –(ক) প্রথম বুক্ক
  43. ‘মহারাজাধিরাজ’ উপাধি ধারণ করেন কে ?
    (ক) প্রথম হরিহর
    (খ) কৃষ্ণদেব রায়
    (গ) দ্বিতীয় হরিহর
    (ঘ) দ্বিতীয় দেবরায়
    উত্তর –(গ) দ্বিতীয় হরিহর
  44. কোন বাহমনী শাসকের আমলে তৈমুর লঙ ভারত আক্রমণ করেছিলেন ?
    (ক) প্রথম মোহম্মদ শাহ
    (খ) দ্বিতীয় মোহম্মদ
    (গ) আহম্মদ শাহ
    (ঘ) তাজউদ্দিন ফিরোজ শাহ
    উত্তর –(ঘ) তাজউদ্দিন ফিরোজ শাহ
  45. কোন মুসলিম শাসক সর্বপ্রথম জিজিয়া কর তুলে দেন ?
    (ক) আলাউদ্দিন খলজি
    (খ) আলাউদ্দিন বাহমন শাহ
    (গ) আকবর
    (ঘ) মোহম্মদ-বিন-তুঘলক
    উত্তর -(খ) আলাউদ্দিন বাহমন শাহ
  46. দৌলতাবাদে নির্মিত হয়েছিল মানমন্দির। এটি ছিল একটি ?
    (ক) উপাসনা গৃহ
    (খ) গ্রন্থাগার
    (গ) জ্যোতির্বিদ চর্চার স্থান
    (ঘ) অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র
    উত্তর -(খ) গ্রন্থাগার
  47. ‘গুণরাজ খাঁ’ উপাধি কার ছিল ?
    (ক) রূপ গোস্বামী
    (খ) মালাধর বসু
    (গ) মুকুন্দ দাস
    (ঘ) সনাতন গোস্বামী
    উত্তর –(খ) মালাধর বসু
  48. মহাভারতের বাংলা অনুবাদ করেছিলেন –
    (ক) শ্রীধর দাস
    (খ) বিপ্রদাস
    (গ) কবীন্দ্র পরমেশ্বর
    (ঘ) মালাধর বসু
    উত্তর -(গ) কবীন্দ্র পরমেশ্বর
    শূন্যস্থান পূরণ করো
  49. বিজয়নগরের বর্তমান নাম হল ___
    (ক) দৌলতাবাদ
    (খ) মাদুরা
    (গ) মাদ্রাজ
    (ঘ) হাম্পি
    উত্তর – (ঘ) হাম্পি
  50. বিজয়নগর সাম্রাজ্যে __ টি রাজবংশ শাসন করেছে।
    (ক) 3
    (খ) 4
    (গ) 5
    (ঘ) 6
    উত্তর – (খ) 4
  51. বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে _ খ্রিস্টাব্দে।
    (ক) 1363
    (খ) 1336
    (গ) 1565
    (ঘ) 1672
    উত্তর – (খ) 1336
  52. নিকোলো কান্টি রাজার রাজত্বকালে ____ দেশ থেকে বিজয়নগরে এসেছিলেন।
    (ক) প্রথম দেবরায়, ইটালি
    (খ) দ্বিতীয় দেবরায়, পোর্তুগাল
    (গ) দ্বিতীয় দেবরায়, ইটালি
    (ঘ) কৃষ্ণদেব রায়, ইটালি
    উত্তর – (গ) দ্বিতীয় দেবরায়, ইটালি
  53. ডোমিনগো পায়েজ খ্রিস্টাব্দে _দেশ থেকে বিজয়নগরে এসেছিলেন।
    (ক) 1522, পোর্তুগাল
    (খ) 1530, পারস্য
    (গ) 1422, পোর্তুগাল
    (ঘ) 1442, পারস্য
    উত্তর – (ক) 1522, পোর্তুগাল
  54. বিজয়নগররাজ _ প্রথম বাহমনি রাজ্যের সঙ্গে যুদ্ধে কামান ব্যবহার করেন।
    (ক) হরিহর
    (খ) বুক্ক
    (গ) দ্বিতীয় দেবরায়
    (ঘ) কৃষ্ণদেব রায়
    উত্তর – (খ) বুক্ক
  55. বারিদ দুর্গ অবস্থিত _-এ।
    (ক) বিদর
    (খ) বিজাপুর
    (গ) গোলকুন্ডা
    (ঘ) বেরার
    উত্তর – (ক) বিদর
  56. _যুদ্ধকে ___ ‘বিজয়নগরের মৃত্যুঘণ্টা’ বলে চিহ্নিত করেছেন।
    (ক) তালিকোটার, ঈশ্বরীপ্রসাদ
    (খ) তালিকোটার, পায়েজ
    (গ) উদয়গিরির, ঈশ্বরীপ্রসাদ
    (ঘ) তালিকোটার, সতীশচন্দ্র
    উত্তর –(ক) তালিকোটার, ঈশ্বরীপ্রসাদ
  57. বিজয়নগরের শাসনব্যবস্থায় মহাপ্রধান হলেন __ ।‌
    (ক) বিচারক
    (খ) রাজস্ব সংগ্রহকারী
    (গ) প্রধানমন্ত্রী
    (ঘ) সামন্ত
    উত্তর – (গ) প্রধানমন্ত্রী
  58. বেদমার্গ প্রতিস্থাপক উপাধি গ্রহণ করেন _
    (ক) হরিহর
    (খ) বুক্ক
    (গ) অচ্যুত রায়
    (ঘ) তিরুমল
    উত্তর –(খ) বুক্ক
  59. বিজয়নগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর হল _
    (ক) মাদুরা
    (খ) সুরাট
    (গ) ভাটকল
    (ঘ) কালিকট
    উত্তর – (ঘ) কালিকট
  60. নাপিতদের বৃত্তিকর প্রদানে রেহাই দিয়েছেন _
    (ক) কৃষ্ণদেব রায়
    (খ) অচ্যুত রায়
    (গ) সদাশিব রায়
    (ঘ) দেবরায়
    উত্তর – (গ) সদাশিব রায়
  61. ‘অন্ধ্র কবিতার পিতামহ’ বলা হয় __-কে।
    (ক) কৃষ্ণদেব রায়কে
    (খ) পেদ্দান
    (গ) কুমার ব্যাস
    (ঘ) সায়নাচার্য
    উত্তর – (খ) পেদ্দান
  62. ‘জাম্ববতি-কল্যাণম’ হল _
    (ক) কবিতার বই
    (খ) উপন্যাস
    (গ) দর্শন গ্রন্থ
    (ঘ) নাটক
    উত্তর – (ঘ) নাটক
  63. বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন _
    (ক) হাসান
    (খ) হোসেন
    (গ) মোহম্মদ
    (ঘ) জুলফিকার
    উত্তর – (ক) হাসান
  64. আলাউদ্দিন বাহমন শাহের রাজত্বকালে বাহমনি রাজ্যের রাজধানী ছিল __
    (ক) বিদরে
    (খ) বেরাবে
    (গ) গুলবর্গায়
    (ঘ) দৌলতাবাদে
    উত্তর – (গ) গুলবর্গায়
  65. বাহমন শাহ সাম্রাজ্যকে __টি তরফে বিভক্ত করেন।
    (ক) 2
    (খ) 4
    (গ) 6
    (ঘ) 8
    উত্তর – (ঘ) 8
  66. বাহমনি সুলতান ও বিজয়নগররাজ ___ এর সময়ে বিজয়নগর ও বাহমনি রাজ্যের মধ্যে দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের সূচনা হয়।
    (ক) বাহমন শাহ, হরিহর
    (খ) মোহম্মদ শাহ, হরিহর
    (গ) বাহমন শাহ, বুক্ক
    (ঘ) মোহম্মদ শাহ, বুক্ক
    উত্তর – (ঘ) মোহম্মদ শাহ, বুক্ক
  67. __ বাহমনি সাম্রাজ্যের ‘অ্যারিস্টট্ল’ নামে পরিচিত।
    (ক) প্রথম মোহম্মদ
    (খ) দ্বিতীয় মোহম্মদ
    (গ) আলাউদ্দিন শাহ
    (ঘ) মুজাহিদ
    উত্তর – (খ) দ্বিতীয় মোহম্মদ
  68. খ্রিস্টাব্দে সুলতান _ গুলবর্গা থকে বিদরে রাজধানী স্থানান্তর করেন ।
    (ক) 1410, ফিরোজ শাহ
    (খ) 1456, দ্বিতীয় আলাউদ্দিন
    (গ) 1460, নিজাম শাহ
    (ঘ) 1425, আহম্মদ শাহ
    উত্তর – (ঘ) 1425, আহম্মদ শাহ
  69. বাহমনি সাম্রাজ্য ভেঙে বেরারে _রাজবংশের শাসন শুরু হয়।
    (ক) ইমাদশাহি
    (খ) আদিলশাহি
    (গ) নিজামশাহি
    (ঘ) কুতুবশাহি
    উত্তর – (ক) ইমাদশাহি
  70. বিজাপুরকে মোগল সাম্রাজ্যভুক্ত করেন __
    (ক) আকবর
    (খ) জাহাঙ্গীর
    (গ) শাজাহান
    (ঘ) ঔরঙ্গজেব
    উত্তর – (ঘ) ঔরঙ্গজেব
  71. বাংলার প্রথম স্বাধীন সুলতান হলেন __
    (ক) বখতিয়ার খলজি
    (খ) শামসউদ্দিন ইলিয়াস শাহ
    (গ) হুসেন শাহ
    (ঘ) মহম্মদ শাহ
    উত্তর – (খ) শামসউদ্দিন ইলিয়াস শাহ
  72. মধ্যযুগে বাংলায় প্রচলিত রৌপ্যমুদ্রাকে বলা হয় _
    (ক) টাকা
    (খ) জিওল
    (গ) দীনার
    (ঘ) দাম
    উত্তর – (ক) টাকা
  73. বাংলায় হাবসি শাসকদের আদি বাসভূমি হল _
    (ক) ইটালি
    (খ) রাশিয়া
    (গ) আবিসিনিয়া
    (ঘ) তুরস্ক
    উত্তর – (গ) আবিসিনিয়া
  74. মুসলিম সমাজে ‘আশরাফ’ নামে পরিচিত __
    (ক) উচ্চ শ্রেণি
    (খ) নিম্ন শ্রেণি
    (গ) ধর্মান্তরিত হিন্দু
    (ঘ) দক্ষিণী মুসলিম
    উত্তর – (ক) উচ্চ শ্রেণি
  75. ‘The Rise of Islam and the Bengal frontier, 1204-1760’ গ্রন্থের লেখক হলেন _
    (ক) সলিমুল্লাহ
    (খ) হাবিবউল্লাহ
    (গ) সতীশচন্দ্র
    (ঘ) রিচার্ড ইটন
    উত্তর – (ঘ) রিচার্ড ইটন
  76. ‘পির’ বলা হয় __ ।‌
    (ক) শিষ্যকে
    (খ) রাজাকে
    (গ) গুরুকে
    (ঘ) বিচারককে
    উত্তর – (গ) গুরুকে
  77. রূপ গোস্বামী বিদগ্ধমাধব ও ললিতমাধব গ্রন্থ দুটি _ ভাষায় রচনা করেন
    (ক) বাংলা
    (খ) সংস্কৃত
    (গ) হিন্দি
    (ঘ) ফার্সি
    উত্তর – (খ) সংস্কৃত
  78. __-এর পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের বাংলা অনুবাদ করেছিলেন।
    (ক) পরাগল খাঁ
    (খ) রাজা গণেশ
    (গ) সিকান্দার শাহ
    (ঘ) ইলিয়াস শাহ
    উত্তর – (ক) পরাগল খাঁ
  79. গ্রামে নামক কর্মচারীরা শাসন পরিচালনা করত।
    (ক) দেশমুখ
    (খ) তরফদার
    (গ) ফুলকার্নি
    (ঘ) উজির
    উত্তর –

আরও পড়ুন :

প্রথম অধ্যায় – MCQ প্রশ্ন উত্তর

দ্বিতীয় অধ্যায় – MCQ প্রশ্ন উত্তর

Click Here – Youtube

Leave a Comment