ভারতের প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) – মাধ্যমিক দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal Madhyamik Class 10th Geography Question and Answer

ভারতের প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) – মাধ্যমিক দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal Madhyamik Class 10th Geography Question and Answer

দশম শ্রেণী – প্রাকৃতিক ভূগোল

মাধ্যমিক দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর

ভারতের অবস্থান ও প্রশাসনিক অঞ্চল

MCQ + SAQ

() ভারত চীনের মধ্যে যে সীমারেখা তার নাম কী ?

উত্তর ম্যাকমোহন লাইন

() ভারত পাকিস্তানের মধ্যে যে সীমারেখা তার নাম কী ?

উত্তর র‍্যাডক্লিফ  লাইন

() ভারত আফগানিস্তানের মধ্যে যে সীমারেখা তার নাম কী ?

উত্তর ডুরাল্ড লাইন

() আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত 10 % চ্যানেল

() ভারতের নবীনতম রাজ্যটির নাম কী ?

উত্তর তেলেঙ্গানা

() কোন রাজ্যটি ভেঙে তেলেঙ্গানা রাজ্যটি হয় ?

উত্তর অন্ধ্রপ্রদেশ

() ভারতের বৃহত্তম রাজ্যটির নাম কী ?

উত্তর রাজস্থান

() ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ?

উত্তর ভাষা

() কবে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন হয়েছিল ?

উত্তর 1956 খ্রিস্টাব্দে

মনে রাখবে :

SAARC – সার্ক এর পুরো নাম South Asian Association for Regional Cooperation । এটি 1985 সালে আটটি দেশ নিয়ে গঠিত হয় । সার্ক এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত।

(১০) ভারতের উত্তরতম বিন্দুর নাম কী ?

উত্তর ইন্দিরা কল

(১১) ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কী ?

উত্তর ইন্দিরা পয়েন্ট

(১২) ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কী ?

উত্তর কন্যাকুমারীকা অন্তরীপ

(১৩) ভারতের কয়টি রাজ্যের ওপর কর্কটক্রান্তি রেখা গেছে ?

উত্তর আটটি ( গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম )

(১৪) রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয় ?

উত্তর 1953 সালে

ভারতের ভূপ্রকৃতি

MCQ + SAQ

() ভারতের বৃহত্তম কয়ালের নাম কী ?

উত্তর ভেম্বানাদ  কয়াল

() ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী ?

উত্তর সিয়াচেন

() ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?

উত্তর কাঞ্চনজঙ্ঘা

() ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ? [অথবা] পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?

উত্তর – গডউইন অস্টিন বা K 2 ( এটি কারাকোরাম পর্বতে অবস্থিত )

() কর্ণাটক মালভূমির উত্তর পূর্বাংশকে কী বলে ?

উত্তর ময়দান

() মালনাদ শব্দের অর্থ কী ?

উত্তর পাহাড়ী দেশ

() ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি ?

উত্তর – চিল্কা

() পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?

উত্তর সান্দাকফু

() শিবালিক হিমাচলের মধ্যে কোন উপত্যকা অবস্থিত ?

উত্তর   দুন উপত্যকা

(১০) পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?

উত্তর আনাইমুদি

() আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?

উত্তর – স্যাডল পিক

(১২) ভারতের বৃহত্তম নদী গঠিত বদ্বীপ কোনটি ?

উত্তর মাজুলি  ( ব্রহ্মপুত্র নদীতে আছে )

(১৩) নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?

উত্তর দোদাবেতা

(১৪) আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?

উত্তর গুরুশিখর 

(১৫) ছোটোনাগপুর মালভ সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?

উত্তর পরেশনাথ পাহাড়

(১৬) ‘মরুস্থলিশব্দের অর্থ কী ?

উত্তর মৃতের দেশ

(১৭) কয়াল বা লেগুন কোথায় দেখা যায় ?

উত্তর মালাবার উপকূলে

(১৮) ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কী ?

উত্তর লাদাখ

(১৯) ভারতের বৃহত্তম মালভূমির নাম কী ?

উত্তর দাক্ষিণাত্যে মালভূমি

(২০) পৃথিবীর সর্বোচ্চ পর্বতের নাম কী ? [অথবা] পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ?

উত্তর মাইন্ট এভারেস্ট ( নেপালে আছে )

(২১) ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জাফরান চাষ ভালো হয় ?

উত্তর কাশ্মীর  / কাশ্মীর উপত্যকা

(২২) সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃর নাম কী ?

উত্তর ধূপগড়

(২৩) পিরপাঞ্জাল হিমালয়ের মধ্যে কোন উপত্যকা অবস্থিত ?

উত্তর কাাশ্মীর উপত্যকা

(২৪) কাশ্মীর উপত্যকার বৃহত্তম দুটি স্বাদু জলের হ্রদের নাম লেখো

উত্তর (i) ডাল হ্রদ (ii) উলার হ্রদ

(২৫) কাশ্মীর উপত্যকার প্রধান নদী কোনটি ?

উত্তর – ঝিলাম

(২৬) ভারতের বৃহত্তম দুন কোনটি ?

উত্তর দেরাদুন

(২৭) কাশ্মীর উপত্যকার পলি মাটি ধাপযুক্ত ঢালু অংশকে কী বলে ?

উত্তর কারেওয়া

(২৮) কারেওয়া কীসের জন্য বিখ্যাত ?

উত্তর জাফরান চাষের জন্য

(২৯) পৃথিবীর ভূস্বর্গ বা প্রাচ্যের নন্দনকান কাকে বলা হয় ?

উত্তর কাশ্মীর উপত্যকা

(৩০) কুমায়ুন হিমালয় অঞ্চলে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কী বলে ?

উত্তর তার ( এটি পশ্চিম হিমালয়ের হ্রদ )

(৩১) গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে কী বলে ?

উত্তর ভাঙর

(৩৩) হিমালয়ের পাদদেশে নুড়ি, কাঁকর সমৃদ্ধ ঢেউ খেলানো ভূমিকে কী বলে ?

উত্তর ভাবর

(৩৪) দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?

উত্তর – আনাইমুদি

(৩৫) কেরালার উপকূলের হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে ?

উত্তর কয়াল বা লেগুন

(৩৫) একটি প্রবাল দ্বীপেল নাম লেখো

উত্তর লাক্ষ্মাদ্বীপ

(৩৬) ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদের নাম কী ?

উত্তর চিল্কা ( ওড়িশা )

(৩৭) পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে কী বলে ?

উত্তর বেট

Mark – 5

(১) ভারতের পূর্ব উপকূলের সমভূমি ও পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লেখো ।

(২) পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ।

[ অথবা ] দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও ।

Mark – 3

পার্থক্য লেখো – পূর্বঘাট পর্বত ও পশ্চিমঘাট পর্বত , ভাঙ্গর ও খাদার

Mark – 2

(১) দুন কী ?

(২) কচ্ছের রণ কী ?(2025)

(৩) মরুস্থলী বলতে কী বোঝো ?

(৪) মালনাদ কাকে বলে ?

(৫) ময়দান কী ?

(৬) মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য কী ?

(৭) কয়াল কাকে বলে ?

ভারতের জলসম্পদ

MCQ + SAQ

() ভারতের বৃহত্তম ও দীর্ঘতম নদীর নাম কী ?

উত্তর গঙ্গা ( 2510 কিমি )

           উত্তর ভারতের প্রধান নদনদী

গঙ্গা নদী

উৎস – গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা

প্রবাহ – দক্ষিণ বাহিনী

উপনদী – বামতীরের গোমতী, ঘর্ঘরা, কোশী । ডানতীরের যমুনা (দীর্ঘতম), শোন

সিন্ধু নদী

উৎস – তিব্বতের মানস সরোবরের সিঙ্গি খাবাব হিমবাহ

প্রবাহ – পশ্চিম বাহিনী

উপনদী – শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা ও বিতস্তা

ব্রহ্মপুত্র নদী

উৎস– তিব্বতের মানস সরোবরের চেমায়ুং দুং হিমবাহ

উপনদী – মানস, তিস্তা, সুবর্ণসিরি

        দক্ষিণ ভারতের নদ-নদী

নর্মদা নদী

উৎস – অমরন্টক পর্বতশৃঙ্গ

প্রবাহ – পশ্চিম বাহিনী

উপনদী – ডানতীরের হিরণ, বর্ণা । বামতীরের শের, বানজার

তাপ্তী নদী

উৎস – মূলতাই পাহাড়

প্রবাহ – পশ্চিম বাহিনী

উপনদী – ডানতীরের পুনা, পাটলি। বামতীরের গিরনা, কেরি

মহানদী (পূর্ববাহিনী)

উপনদী – ব্রাহ্মণী, বৈতরণী

গোদাবরী নদী (পূর্ববাহিনী)

উপনদী – ইন্দ্রাবতী, মঞ্জিরা

কৃষ্ণা নদী (পূর্ববাহিনী)

উপনদী – তুঙ্গভদ্রা (প্রধান), ভীমা, মুসি

কাবেরী নদী (পূর্ববাহিনী)

উপনদী – ভবণী, অমরাবতী

বাঁধ নদী

সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীতে আছে

ওড়িশার হিঁরাকুদ বাঁধ মহানদীতে আছে

তেলেঙ্গানার নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীতে আছে

ভাকরা নাঙ্গাল বাঁধ (ভারতের বৃহত্তম বাঁধ)শতদ্রু নদীতে আছে

তেহরি বাঁধ ভাগীরথী নদীতে আছে

গঙ্গা বাঁধ বা ফারাক্কা বাঁধ গঙ্গা নদীতে আছে

DVC প্রকল্প দামোদর নদীতে আছে

() কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় ?

উত্তর গোদাবরী (লম্বা) / কাবেরী নদী (পবিত্রতা)

() ভারতে জলসেচে এগিয়া থাকা রাজ্য কোনটি ?

উত্তর পাঞ্জাবি্

() ভারতের বৃহত্তম সেচখালের নাম কী ?

উত্তর ইন্দিরা গান্ধী সেচে খাল (শতদ্রু ও বিপাশা নদীর সংযোগে)

() কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ নদী বলা হয় ?

উত্তর দামোদর নদী

() বৃষ্টির জল সংরক্ষণে কোন রাজ্যটি প্রথম ?

উত্তর তামিলনাডু

() কোথায় সবচেয়ে বেশি জলাশয়ের মাধ্যমে জলসেচ প্রচলিত ?

উত্তর দক্ষিণ ভারতে

() কোথায় সবচেয়ে বেশি কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচ প্রচলিত ?

উত্তর উত্তর ভারতের্

() ভাগীরথী ও অলকনন্দার মিলিত প্রবাহের নাম কী ?

উত্তর গঙ্গা

() পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি ?

উত্তর গঙ্গা – ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ

(১০) ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অববাহিকা কোনটি ?

উত্তর ব্রহ্মপুত্র অববাহিকা

(১১) ভারতের কোন নদীতে বদ্বীপ সৃষ্টি হয় নি ?

উত্তর নর্মদা ও তাপ্তী নদী

(১২)দামোদর পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হল বন্যা নিয়ন্ত্রণ করা

(১৩) মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি নদী অনুকরণে কোন পরিকল্পনা গড়ে ওঠে ?

উত্তর দামোদর উপত্যকা পরিকল্পনা (DVC)

(১৪) ভারতের কোন রাজ্যে জলাশয়ের মাধ্যমে জলসেচ বেশি প্রচলিত ?

উত্তর অন্ধ্রপ্রদেশ

(১৫) কোন পদ্ধতিতে ভারতে সবচেয়ে বেশি জলসেচ করা হয় ?

উত্তর কূপ ও নলকূপ

(১৬) বিন্ধ্য ও সাতপুরার মধ্যবর্তী প্রস্থ উপত্যকাল মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে ?

উত্তর নর্মদা নদী

(১৭) গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে কোন হ্রদ অবস্থিত ?

উত্তর কোলেরু হ্রদ

(১৮) ভারতে সেচখালের মাধ্যমে জলসেচ বেশি প্রচলিত কোন রাজ্যে ?

উত্তর উত্তরপ্রদেশ

(১৯) পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচখাল কোনটি ?

উত্তর মেদিনীপুর খাল

(২০) দামোদর উপত্যকা পরিকল্পনা কবে গঠিত হয় ?

উত্তর 1948 খ্রিস্টাব্দে

(২১) ভারতে অবস্থিত দুটি মিষ্টি জলের হ্রদের নাম লেখো

উত্তর উদার ও কোলেরু হ্রদ

(২২) ভারতের বা এশিয়ার বৃহত্তম উপহ্রদ কোনটি ?

উত্তর চিলকা

(২৩) দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কী ?

উত্তর গোদাবরী নদী

(২৪) কাশ্মীর উপত্যকার দুটি হ্রদের নাম লেখো

উত্তর ডাল হ্রদ ও উলার হ্রদ

(২৫) ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো

উত্তর দামোদর

(২৬) ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কী ?

উত্তর কুঞ্চিকল

(২৭) ভারতের একটি নিত্যবহ খালের নাম লেখো

উত্তর নর্মদা খাল

(২৮) ভারতের মরু অঞ্চলের (রাজস্থানের) প্রধান নদীর নাম কী ?

উত্তর লুনি নদী

(২৯) ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম লেখো

উত্তর প্যাংগং হ্রদ (ভারতের উচ্চতম)

(৩০) ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ কোনটি ?

উত্তর চিল্কা হ্রদ

(৩১) রাজস্থানের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি ?

উত্তর সম্বল হ্রদ

(৩২) উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ লোকটাক হ্রদ

(৩৩) কাশ্মীর উপত্যকার বৃহত্তম স্বাদু জলের হ্রদ উদার হ্রদ

(৩৪) কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদতাল

(৩৫) ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কী ?

উত্তর ভাকরা – নাঙ্গাল পরিকল্পনা

Mark – 5

(১) উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদনদীর মধ্যে পার্থক্য লেখো ।

Mark – 3

(১) ভারতের পশ্চিমবাবিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে নি কেন ?

(২) জল সংরক্ষণের উদ্দেশ্যগুলি লেখো ।

(৩) অতিরিক্ত ভৌমজলের প্রভাবগুলি লেখো ।

(৪) প্লাবন খাল ও নিত্যবহ খালের মধ্যে পার্থক্য লেখো ।

Mark – 2

(১) বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে ?

(২) বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো ।

(৩) বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা / সুবিধা লেখো ।

(৪) প্লাবন খাল কাকে বলে ?

(৫) নিত্যবহ খাল কাকে বলে ?

(৬) বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখো ।

(৭) জলবিভাজিকা উন্নয়ন কাকে বলে ? ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো ।

ভারতের জলবায়ু

MCQ SAQ

() শরৎকালে বঙ্গোপসাগরের উপকূলে সৃষ্ট ঝড়কে কী বলে ?

উত্তর আশ্বিনের ঝড়

() মৌসুমি বিস্ফোরণ কোন ঋতুতে দেখা যায় ?

উত্তর বর্ষাকালে

() কালবৈশাখী ঝড়কে অসমে কী বলে ?

উত্তর বরদৈছিলা

() কোন বৃষ্টিপাত ভারতে সবচেয়ে বেশি হয় ?

উত্তর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত

() গ্রীষ্মকালে পাঞ্জাব হরিয়ানায় যে ধুলিঝড় দেখা যায় তাকে কী বলে ?

উত্তর আঁধি

() ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখো

উত্তর মেঘালয় রাজ্যের শিলং

() ভারতের আর্দ্রতম রাজ্য কোনটি ?

উত্তর মেঘালয়

() একটি সাময়িক বায়ুর নাম লেখো

উত্তর মৌসুমী বায়ু

() কোন বায়ু ভারতের জলবায়ুকে সর্বাধিক প্রভাবিত করে ?

উত্তর পশ্চিমা বায়ু

(১০) বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বায়ু প্রবাহিত হয় ?

উত্তর স্ট্র্যাটোস্ফিয়ারের নীচে এবং ট্রপোস্ফিয়ারের উপরে

(১১) ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক কী ?

উত্তর মৌসুমি বায়ু

(১২) উত্তর পশ্চিম ভারতে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কী বলে ?

উত্তর লু

(১৩) কোন মাসে ভারতে মৌসুমি বৃষ্টি হয় ?

উত্তর জুন – জুলাই মাসে

(১৪) কোন রাজ্যে মৌসুমি বায়ু সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায় ?

উত্তর কেরল

(১৫) কোন বায়ু মৌসুমি বায়ুকে সর্বাধিক প্রভাবিত করে ?

উত্তর জেট বায়ু

(১৬) আম্রবৃষ্টি / চেরিব্লুসুম কোন রাজ্যে দেখা যায় ?

উত্তর কর্ণাটক রাজ্যে

(১৭) কোন ঋতুতে ভারতে পশ্চিমী ঝঞ্ঝার আবির্ভাব ঘটে ?

উত্তর শীতকালে

(১৮) ভারতের আর্দ্রতম স্থান কোনটি ?

উত্তর চেরাপুঞ্জির মৌসিনরাম

(১৯)  এল নিনো কী জাতীয় স্রোত ?

উত্তর – উষ্ণ সমুদ্র স্রোত

(২০) ভারতের একটি স্থানীয় বায়ুর নাম লেখো

উত্তর –  লু, আঁধি

(২১)  এল নিনো কোন মহাসাগরে দেখি যায় ?

উত্তর – প্রশান্ত মহাসাগরে

(২২)  এল নিনোর প্রভাবে ভারতে খরা হয় এবং লা-নিনার প্রভাবে ভারতে বন্যা হয় ।

(২৩) ভারতের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর – নিউ দিল্লিতে

(২৪) কালবৈশাখী ঝড় কেরালাতে কী নামে পরিচিত ?

উত্তর – আম্রবৃষ্টি

(২৫) গ্রীষ্মকালে রাজস্থানে সৃষ্ট ধুলিঝড়কে কী বলে ?

উত্তর – আঁধি

(২৬) চেরি ব্লুসুম কাকে বলে ?

উত্তর –  আম্রবৃষ্টির প্রভাবে কর্ণাটকে কফি চাষ ভালো হয় । তাই কর্ণাটককে চেরি ব্লুসুম বলে ।

(২৭) কালবৈশাখী ঝড়কে দক্ষিণ ভারতে কী বলে ?

উত্তর – আম্রবৃষ্টি

(২৮) আশ্বিনের ঝড় কোন মাসে প্রবাহিত হয় ?

উত্তর – অক্টোবর – নভেম্বর মাসে

(২৯) বঙ্গোপসাগর আরবসগর থেকে সৃষ্ট ঝড়কে কী বলে ?

উত্তর – সাইক্লোন

(৩০)  পশ্চিমী ঝঞ্ঝা এর ফলে ভারতে শীতকালে বৃষ্টিপাত হয় ।

(৩১)  ক্রান্তীয় পূবালী জেট বায়ু মৌসুমী বায়ুকে ভারতে আসতে বাধ্য করে ।

(৩২) কালবৈশাখী ঝড় উত্তর– পশ্চিম দিক থেকে প্রবাহিত হলে তাকে কী বলে ?

উত্তর – নরওয়েস্টার

(৩৩) রাজস্থান, গুজরাট, পাঞ্জাব প্রভৃতি স্থানে যে উষ্ণ বায়ু প্রবাহিত হয় তাকে কী বলে ?

উত্তর – লু 

(৩৪) ভারতের সর্বাধিক বন্যাপ্রবন অঞ্চল কোনটি ?

উত্তর – আসামের ব্রহ্মপুত্র অববাহিকা

Mark – 5

(১) ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক / তারতম্যের কারণগুলি লেখো ।

Mark – 3

(১) ভারতের জলবায়ুতে মোসুমি বায়ুর প্রভাব লেখো ।

(২) ভারতের জলবায়ুর ওপর পশ্চিমি ঝঞ্জার প্রভাব আলোচনা করো ।

(৩) করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন ?

Mark – 2

(১) মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝো ?

(২) পশ্চিমি ঝঞ্ঝা কাকে বলে ?

(৩) আশ্বিনের ঝড় বলতে কী বোঝো ?

(৪) জেট বায়ু বা জেট স্ট্রিম কাকে বলে ?

(৫) জেট বায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো

(৬) আম্রবৃষ্টি / বরদৈছিলা / লু / আঁধি কী ?

(৭) এল নিনো বলতে কী বোঝো ?

ভারতের মৃত্তিকা

MCQ + SAQ

(১) কার্পাস বা তুলো কোন মৃত্তিকায় ভালো চাষ হয় ?

উত্তর কৃষ্ণ মৃত্তিকায়

() পশ্চিমঘাট পর্বতের পশ্চিমাঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায় ?

উত্তর ল্যাটেরাইট মৃত্তিকা

() কাশ্মীর উপত্যকার পলি মাটিকে কী বলে ?

ত্তর – কারেওয়া

(৪) কারেওয়া মাটিতে াফরান চাষ ভালো হয় ।

(৫) ারতের মৃত্তিকা গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত ?

উত্তর দেরাদুনে

() মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণকারী দুটি পদ্ধতির নাম লেখো

উত্তর ধাপ চাষ ও ঝুম চাষ

(৭) ঝুম চাষ উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে দেখা যায় ।

() মুরু মৃত্তিকার অপর নাম কী ?

উত্তর সিরোজেম / কৃষ্ণ মৃত্তিকা । [ এই মৃত্তিকা রাজস্থানে দেখা যায় ]

() পশ্চিমবঙ্গের কোন জেলায় লোহিত মৃত্তিকা দেখা যায় ?

উত্তর বাঁকুড়া , বিরভূম

(১০) মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ কী ?

উত্তর ঝুম চাষ

(১১) নদীর তীরবর্তী উর্বর নবীন পলিমাটিকে কী বলে ?

উত্তর – খাদার

(১২) নদী থেকে দূরবর্তী প্রাচীন পলিমাটিকে কী বলে ?

উত্তর ভাঙ্গার

(১৩) সিরোজেম মৃত্তিকা দেখা যায় মরু অঞ্চলে ।

(১৪) কোন মাটিকে ভারতের শস্যভাণ্ডার বলা হয় ?

উত্তর পলি মাটি

(১৫) ভারতে কোন মৃত্তিকা বেশি দেখা যায় ?

উত্তর পলি মাটি

(১৬) কোন মৃত্তিকাকে রেগুর বলা হয় ?

উত্তর কৃষ্ণ মৃত্তিকা  ( এই মৃত্তিকার অপর নাম রেগুর )

(১৭) ল্যাটেরাইট মৃত্তিকায় উৎপন্ন প্রধান ফসল কী ?

উত্তর চিনাবাদাম

(১৮) ভারতের সমভূমি অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায় ?

উত্তর পলি মাটি

(১৯) পাঞ্জাবে খাদারকে কী বলে ?

উত্তর বেট

(২০) কোন মাটিতে হার্ডপ্যান দেখা যায় ?

উত্তর – পডজল মৃত্তিকা

(২১) ডেকানট্রাপ অঞ্চলে কোন মৃত্তিকার প্রাধান্য বেশি ?

উত্তর – কৃষ্ণ মৃত্তিকা

(২২) কোন মাটিতে হিউমাস বেশি থাকে ?

উত্তর পডজল মাটি

(২৩) পডসল কথাটির অর্থ কী ?

উত্তর – ধূসর বর্ণের মাটি

(২৪) ICAR এর পুরো নাম কী ?

উত্তর – Indian Council of Agricultural Research

(২৫) ভারতের মোট আয়তনের কত শতাংশ পলি মাটি আছে ?

উত্তর – 46 %

Mark – 5

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

Mark – 3

(১) পার্থক্য লেখো – কৃষ্ণ মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা ও লোহিত মৃত্তিকা ।

(২) মরু মৃত্তিকার আঞ্চলিক বন্টন ও বৈশিষ্ট্য লেখো ।

(৩) পলি মৃত্তিকার আঞ্চলিক বন্টন ও বৈশিষ্ট্য লেখো ।

(৪) ভারতে মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো । (2024)

Mark – 2

মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝো ?

(২) ধাপ চাষের সংজ্ঞা দাও ।  

(৩) ল্যাটেরাইট মৃত্তিকা কাকে বলে ?

ভারতের স্বাভাবিক উদ্ভিদ

MCQ + SAQ

অরণ্য উদ্ভিদ উদাহরণ

ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ – শিশু , মেহগনি, রোজউড, আয়রন উড

ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ – চন্দন, শাল, সেগুন, শিমুল

ক্রান্তীয় মরু উদ্ভিদ – ফণীমনসা, ক্যাকটাস, বাবলা

সরলবর্গীয় উদ্ভিদ – পাইন, রবার, ওক, ফার

ম্যানগ্রোভ উদ্ভিদ – সুন্দরী , গোরান, কেওড়া

() বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ?

উত্তর 5 জুন

() ভারতের ছোটোনাগপুর মালভূমি অঞ্চলে কোন অরণ্য দেখা যায় ?

উত্তর পর্ণমোচী অরণ্য

() ভারতের কোন দুটি রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ দেখা যায় ?

উত্তর বিহার , ছত্রিশগড়

() শুষ্ক অঞ্চলের উদ্ভিদ বা মরু উদ্ভিদকে কী বলে ?

উত্তর জেরোফাইট উদ্ভিদ

() ভারতের কোথায় জেরোফাইট বা মরু উদ্ভিদ দেখা যায় ?

উত্তর রাজস্থানের মরু অঞ্চলে

() ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক ?

উত্তর মধ্যপ্রদেশ

() ভারতের ক্রান্তীয় অরণ্য / বনভূমি গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত ?

উত্তর উত্তরাখণ্ডের দেরাদুনে

() সমুদ্র উপকূলের লবণাক্ত মাটিতে যে উদ্ভিদ জম্নায় তাকে কী বলে ? [ অথবা ] শ্বাসমূল বা ঠেসমূল কোন উদ্ভিদে দেখা যায় ?

উত্তর ম্যানোগ্রোভ উদ্ভিদ বা লবণাম্বু উদ্ভিদ বা হ্যালোফাইট উদ্ভিদ

() পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কী ?

উত্তর সুন্দরবন  

(১০) উত্তর পূর্ব ভারতে স্থানান্তর কৃষি কী নামে পরিচিত ?

উত্তর ঝুম চাষ

(১১) বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় ?

উত্তর 21 মার্চ

(১২) বণ সংরক্ষণ আইন কবে চালু হয় ?

উত্তর 1980 খ্রিস্টাব্দে

(১৩) চিপকো আন্দোলন কোন রাজ্যে হয়েছিল ?

উত্তর উত্তরাখণ্ড

(১৪) সমাজের কল্যাণের জন্য     পতিত জমিতে বনভূমি সৃষ্টি করাকে কী বলে ?

উত্তর সামাজিক বনসৃজন

(১৫) কৃষি জমিতে ফসল উৎপাদনের পাশাপাশি বৃক্ষরোপণকে কী বলে ?

উত্তর কৃষি বনসৃজন

(১৬) জরায়ুজ অঙ্কুরোদগম কোন উদ্ভিদে দেখা যায় ?

উত্তর ম্যানগ্রোভ উদ্ভিদে

(১৭) প্রাকৃতিক স্পঞ্জ কাকে বলা হয় ?

উত্তর অরণ্যকে

(১৮) ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য কোন রাজ্যে দেখা যায় ?

উত্তর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

(১৯) সামাজিক বনসৃজন কথাটি প্রথম কে ব্যবহার করেন ?

উত্তর জে. সি. অস্টোবি

Mark – 5

(১) ভারতের কেন্দ্রীয় চিরহরিৎ অরণ্য ও ক্রান্তীয় মরু উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো

(২) অরণ্য সংরক্ষণের পদ্ধতি বা উপায়গুলি লেখো ।

(৩) ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো ।

Mark – 3

(১) কৃষি বনসৃজন ও সামাজিক বনসৃজনের মধ্যে পার্থক্য লেখো ।

Mark – 2

(১) ম্যানগ্রোভ উদ্ভিদ কাকে বলে ? উদাহরণ দাও ।

(২)  ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো ।

(৩) সামাজিক বনসৃজন কাকে বলে ?

(৪) সামাজিক বনসৃজনের উদ্দেশ্য লেখো ।

(৫) কৃষি বনসৃজন কাকে বলে ?

(৬) কৃষি বনসৃজনের উদ্দেশ্য লেখো ।

আরও পড়ুন :

মাধ্যমিক বাংলা সাজেশন 2026

মাধ্যমিক ভূগোল সাজেশন 2026

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2026

YouTube – Samim Sir

Leave a Comment