Madhyamik Life Science Suggestion 2025 । মাধ্যমিক জীববিজ্ঞান সাজেশন 2026 । দশম শ্রেণী । Class 10
Madhyamik Life Science Suggestion 2026
প্রথম অধ্যায় – জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়
Mark – 1
অতি সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও :
(১) উদ্দীপক কী?
(২) সংবেদনশীলতা অনুভূত হয় এরূপ একটি উদ্ভিদের উদাহরণ দাও।
(৩) টিউলিপ ছাড়া কোন উদ্ভিদের পাতায় থার্মোন্যাস্টিক চলন দেখা যায় ?
(৪) কোন হরমোন কোশের আকার বৃদ্ধি করে ?
(৫) জননগ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রক একটি হরমোনের নাম লেখো।
(৬) ICSH-এর কাজ কী ?
(৭) দুগ্ধপ্রদানকারী মায়ের ডিম্বাণু নিঃসরণে কোন্ হরমোন বাধা দেয় ?
(৮) মায়েলিন সিদের কাজ কী ? [ΜΕ 2017]
(৯) RBC-এর পূর্ণতা প্রাপ্তিতে কোন্ হরমোন সাহায্য করে ?
(১০) ভেসোপ্রেসিনের কাজ কী ?
(১১) প্রাত্যহিক জীবনে উপযোজনের একটি গুরুত্ব লেখো।
(১২) কাছের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাসদৈর্ঘ্যের কীরূপ পরিবর্তন ঘটে ?
(১৩) I, II ও VIII করোটিক স্নায়ুর মধ্যে সাদৃশ্য কী ?
(১৪) IX ও X করোটিক স্নায়ুর মধ্যে সাদৃশ্য কী ?
(১৫) অ্যাসেটাইল কোলিন ছাড়া অপর একটি স্নায়বিক উদ্দীপকের নাম লেখো।
(১৬) স্নায়ুতন্ত্রের কোন্ কোশ আগ্রাসী কোশরূপে কাজ করে ?
(১৭) ডায়াবেটিস মেলিটাসের একটি লক্ষণ কী ?
(১৮) FSH-ও LH-এর কাজের পার্থক্য কী ?
(১৯) হৃৎপিন্ডের ওপর অ্যাড্রিনালিনের প্রভাব কী ?
(২০) কোন মহিলা গৌণ যৌনাঙ্গের বৃদ্ধিতে ইস্ট্রোজেন সাহায্য করে ?
শূন্যস্থান পূরণ করো :
(১) ______________ চলনে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থানান্তর ঘটে।
(২) ________________পার্শ্বীয় মুকুলের বিকাশে সাহায্য করে।
(৩) ক্লোরোফর্ম, ______________ প্রভৃতি রাসায়নিক পদার্থের তীব্রতার প্রভাবে কেমোন্যাস্টিক চলন সম্পন্ন হয়।
(৪) _______________অগ্রমুকুলের প্রকটতা ঘটায় ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে বাধা দেয়।
(৫) _______________বীজের অঙ্কুরোদ্গম ঘটায় ও পুষ্প প্রস্ফুটনে সাহায্য করে।
(৬) ______________ মানসিক পরিপূর্ণতার প্রকাশ ও গৌণ যৌনলক্ষণ প্রকাশে সাহায্য করে।
(৭) ভেগাস ও ফেসিয়াল হল ______________ স্নায়ু।
(৮) _______________রজঃচক্র ও প্রোটিন সংশ্লেষ নিয়ন্ত্রণ করে।
(৯) ___________-এর মায়েলিন সিদ্বিহীন অংশকে র্যানভিয়ারের পর্ব বলে।
(১০) কোশদেহ ও ডেনড্রনের ক্ষার আসক্ত রাইবোজোম দানাকে ___________ দানা বলে।
(১১) কারকের উদাহরণ হল _____________ ও গ্রন্থি।
(১২) প্রতিবর্ত ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং ____________ [ΜΕ 2022]
(১৩) _____________ হৃৎস্পন্দন ও শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে।
(১৪) ______________ ও কাশি একপ্রকার স্বতঃস্ফূর্ত প্রতিবর্ত ক্রিয়া।
(১৫) ______________ বিচ্ছুরিত আলোকরশ্মি শোষণ করে।
(১৬) ______________ তারারন্ধ্রের ছোটো বা বড়ো হওয়া নিয়ন্ত্রণ করে ও অক্ষিগোলকে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে।
(১৭) ______________ দৃষ্টিতে বস্তুর সঠিক অবস্থান ও আকার নির্ণয় করা যায়।
(১৮) _____________ আলোক বিবর্ধক ও প্রতিসারক মাধ্যমরূপে কাজ করে।
(১৯) _____________ -এর সর্বাধিক রড ও কোন কোশযুক্ত অংশ হল পীতবিন্দু।
(২০) মানুষের চোখের লেন্সের ফোকাসদৈর্ঘ্য প্রয়োজনমতো পরিমার্জন করার পদ্ধতিকে ___________ বলে। [ME 2017]
(২১) উপযুক্ত বিবর্ধন ক্ষমতাযুক্ত উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহারে ___________ ত্রুটি দূর হয়।
(২২) গ্লুটিয়াস ম্যাক্সিমাস হল একটি ____________ পেশি।
(২৩) রোটেশনের সঙ্গে জড়িত একটি পেশি হল ___________ ।
Mark – 2
(১) মানবদেহে অক্ষিগোলকের কাজের সঙ্গে যুক্ত সজ্ঞাবহ, আজ্ঞাবহ স্নায়ুর তালিকা তৈরি করো।
(২) প্রান্তবুরুশ ও র্যানভিয়ারের পর্বের তাৎপর্য কী কী ?
(৩) হরমোন কীভাবে ফিডব্যাক নিয়ন্ত্রণ দেখায় তা ব্যাখ্যা করো।
(৪) রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিনের যে-কোনো দুটি ভূমিকা বর্ণনা করো।
(৫) সিমপ্যাথেটিক ও প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্রের কাজের তুলনা করো।
(৬) স্নায়ু গ্রন্থির তাৎপর্য কী ?
(৭) পনস-এর গুরুত্ব কী কী ?
(৮) নিম্নলিখিত অঙ্গের ওপর অ্যাড্রিনালিন ও নর-অ্যাড্রিনালিন সি হরমোনের প্রভাবের তুলনা করো :
(ক) ত্বক
(খ) লালাগ্রন্থি
(গ) ঘর্মগ্রন্থি
(ঘ) হৃৎপিণ্ড
(৯) মানবদেহে থাইরক্সিন হরমোন কী কী ভূমিকা পালন করে ?
(১০) CSF-এর কাজ কী কী ?
(১২) অর্জিত প্রতিবর্ত ক্রিয়া গড়ে না উঠলে দুর্ঘটনার সম্ভাবনা বৃদ্ধি পায়-উদাহরণ-সহ ব্যাখ্যা করো।
(১৩) গাড়ির চালকদের উপযোজন কীভাবে ঘটে তা ব্যাখ্যা করো।
(১৪) একজন মানুষের মস্তিষ্কের পশ্চাদ্ভাগ ক্ষতিগ্রস্ত হলে কী কাজ ব্যাহত হয় তা নির্ধারণ করো।
(১৫) পীত বিন্দু ও অন্ধবিন্দুর তাৎপর্য কী কী ?
(১৬) আইরিশ ও সিলিয়ারি বডির কাজ কী কী ?
(১৭) দ্বিনেত্র ও একনেত্র দৃষ্টির নিম্নলিখিত দুটি বিষয়ে পার্থক্য লেখো – (ক) দৃষ্টিক্ষেত্র (খ) বস্তুর প্রতিবিম্ব
(১৮) উপযোজনে সিলিয়ারি পেশির ভূমিকা কী ?
(১৯) হাইপারমেট্রোপিয়ার লক্ষণ কী ও প্রতিকার কীভাবে সম্ভব ?
(২০) “প্রজননিক কাজের জন্য একত্রিক হওয়া গমনের একটি চালিকা শক্তি”-ব্যাখ্যা করো।
(২১) মাছের গমনে বক্ষপাখনা ও শ্রোণিপাখনার গুরুত্ব কী ?
(২২) পাখির গমনে উড্ডয়ন পেশির ভূমিকা কী ?
Mark – 5
(১) একটি প্রতিবর্ত চাপের চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো : ৩+২ [ME 2018]
(ক) গ্রাহক, (খ) সংজ্ঞাবহ স্নায়ু, (গ) স্নায়ু-কেন্দ্র, (ঘ) চেষ্টীয় স্নায়
(২) একটি স্নায়ুকোশের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নের অংশ-গুলি চিহ্নিত করো : ৩+২
(ক) সোয়ান কোশ, (খ) ডেনড্রন, (গ) মায়েলিন সিদ, (ঘ) র্যানভিয়ারের পর্ব
(৩) একটি প্রাণীকোশের মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো: ৩+২ [ME 2017, 2020]
(ক) ক্রোমাটিড, (খ) সেন্ট্রোমিয়ার, (গ) মেরু অঞ্চল, (ঘ) বেমতন্তু।
(৪) একটি ইউক্যারিয়োটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানের পরিষ্কার চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো: ৩+২ [ME 2018, 2022]
(ক) ক্রোমাটিড, (খ) মুখ্য খাঁজ, (গ) NOR, (ঘ) টেলোমিয়ার/স্যাটেলাইট।
Madhyamik Life Science Suggestion 2026
দ্বিতীয় অধ্যায় : জীবনের প্রবহমানতা
নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টি দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও:
(১) প্লাসমোডিয়াম: বহুবিভাজন:: ইস্ট : ____________ ।
(২) টেলোমিয়ার: দুটি ক্রোমোজোমকে প্রান্ত বরাবর জুড়ে যেতে বাধা দেয়:: __________ : সিস্টার ক্রোমাটিডকে বেমতন্তুর
(৩) পাথরকুচি: পত্রজমুকুল :: কচুরিপানা : _____________ ।
(৪) জলপরাগী ফুল পাতাশ্যাওলা :: বায়ুপরাগী ফুল : _____________ ।
(৫) রেণু উৎপাদন: ছত্রাক :: ____________ : স্পাইরোগাইরা।
(৬) কোশ বিভাজন: অপত্য কোশ গঠন:: কোশীয় বিভেদন __________ গঠন।
(৭) কাটিং: জবা :: ____________ : পেয়ারা।
(৮) অযৌন জনন: রেণু :: যৌন জনন : __________ ।
(৯) অটোজোম: ২২ জোড়া :: সেক্স ক্রোমোজোম : ________ জোড়া।
(১০) অ্যাডেনিন: পিউরিন :: ___________ : পিরিমিডিন।
(১১) DNA: থাইমিন :: _________ : ইউরাসিল।
(১২) প্রোমাটিনের সক্রিয় অংশ: ইউক্রোমাটিন:: ক্রোমাটিনের নিষ্ক্রিয় অংশ : _____________ ।
(১৩) G₁: DNA পলিমারেজ :: ____________ : বেমতন্ত্র গঠনকারী প্রোটিন।
(১৪) কনডেনসেশন: প্রোফেজ :: সেন্ট্রোমিয়ারের বিভাজন : _____________ ।
(১৫) মাইটোসিস: ক্ষয়পূরণ :: ___________ : প্রকরণ।
(১৬) রেণুধর জনু: রেণুস্থলী :: লিঙ্গধর জনু: ____________ ।
শূন্যস্থান পূরণ করো :
(১) মানবদেহের গ্যামেটে সেক্স ক্রোমোজোমের সংখ্যা ____________।
(২) ক্রোমোজোমের প্রান্তীয় মেরুকে ____________ বলে।
(৩)_______________ উপদশায় নন-হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয়।
(৪) RNA-তে থাইমিনের পরিবর্তে _____________ নামক নাইট্রোজেনযুক্ত ক্ষারক থাকে।
(৫) ইন্টারফেজের _____________ দশায় DNA-এর পরিমাণ দ্বিগুণিত হয়।
(৬) ___________ -এ জল বিয়োজন ও ক্রোমোজোমের স্পাইরালাইজেশন ঘটে।
(৭) _______________ ক্রোমোজোম পর্যবেক্ষণের সর্বোৎকৃষ্ট দশা।
(৮) পুনরুৎপাদন ও ক্ষয়পূরণ ___________কোশ বিভাজনের তাৎপর্য।
(৯) উন্নত জীবদেহের ডিপ্লয়েড দেহকোশের সমাকৃতি, সমদৈর্ঘ্য ও সমগুণসম্পন্ন জোড়ার এক-একটি ক্রোমোজোমকে _____________ ক্রোমোজোম বলে।
(১০) _______________প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে।
(১১) _______________নামক প্রাণীতে পুনরুৎপাদন দেখা যায়।
(১২) _________ I-কে হেটেরোটাইপিক বিভাজন বলে।
(১৩) ____________ -এর সাহায্যে অল্প সময়ে প্রচুর সংখ্যক রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করা যায়।
(১৪) ______________ উদ্ভিদে স্বপরাগযোগ দেখা যায়।
(১৫) মানববিকাশের 10 থেকে 19 বছর সময়কাল ____________ দশা নামে পরিচিত।
(১৬) __________ হল একটি বিশেষ দৈর্ঘ্যের পলিনিউক্লিয়োটাইড শৃঙ্খল।
Mark – 2
(১) অ্যামাইটোসিসের বিশেষত্ব কী কী ?
(২) ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি ছকের সাহায্যে দেখাও। [ΜΕ 2022]
(৩) ক্রোমোজোমের নিম্নলিখিত অংশগুলির ভূমিকা ব্যাখ্যা করো: কোমাটিড মেন্টোমিয়ার NOR টেলোমিয়ার।
(৪) DNA ও RNA-এর মধ্যে নিম্নলিখিত বিষয়ে পার্থক্য লেখো : (ক) পিরিমিডিন ক্ষারক (খ) 5-C যুক্ত শর্করা। [ME 2017, 2022]
(৫) অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য কী কী ?
(৬) কোশ বিভাজনে রাইবোজোম ও মাইক্রোটিউবিউলের ভূমিকা ব্যাখ্যা করো। কোশ বিভাজনের তাৎপর্য হল প্রজনন-ব্যাখ্যা করো।
(৭) প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে এবং প্রকরণ সৃষ্টিতে মিয়োসিসের ভূমিকা বিশ্লেষণ করো। [ME 2022]
(৮) মেটাফেজ দশার নিম্নলিখিত দুটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
(৯) কোনো কোশ যখন কোশ বিভাজনের ওপর নিয়ন্ত্রণ হারায় তখন ওই কোশের ক্ষেত্রে কী ঘটে ?
(১০) G₁ দশার সাথে S দশার ও ৪ দশার সাথে G₂ দশার সম্পর্ক কী ?
(১১) স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ে পার্থক্য লেখো: (ক) বাহক নির্ভরতা (খ) নতুন বৈশিষ্ট্যের উদ্ভব
(১২) জীবের জন্য জনন গুরুত্বপূর্ণ কেন ?
(১৩) মিয়োসিস কোথায় কোথায় হয় ?
(১৪) খর্বধাবক ও অস্থানিক মুকুল কীভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারে সাহায্য করে ?
(১৫) জোড়কলম পদ্ধতিটি ব্যাখ্যা করো।
(১৬) ফার্নের রেণুধর জনুর দশাগুলির নাম ক্রমানুসারে লেখো।
(১৭) প্রাণীকোশের সাইটোকাইনেসিস কীভাবে ঘটে ?
(১৮) প্রোফেজের দুটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
Mark – 5
(১) একটি ফার্নের জীবনচক্র রেখাচিত্রের মাধ্যমে দেখাও।[ΜΕ 2018, 2022]
(২) রেণু উৎপাদনের সাহায্যে কীভাবে অযৌন জনন হয় ? [ME 2019]
(৩) ‘ইতর পরাগযোগ একটি অনিশ্চিত প্রক্রিয়া’ -বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো।
(৪) মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে নিম্নলিখিত তিনটি বিষয়ে পার্থক্য লেখো : (ক)সম্পাদনের স্থান (খ) বিভাজনের প্রকৃতি (গ) ক্রোমোজোম উৎপন্ন কোশের সংখ্যা
(৫) প্রোফেজ দশায় জল নিরুদন হলে পরবর্তী কী কী ঘটনা ঘটতে পারে তা নির্ধারণ করো।
(৬) ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য কী কী ? [ME 2017] মিয়োসিস কোশ বিভাজনের তাৎপর্যগুলি তালিকাভুক্ত করো। ২+৩ [ME 2022]
(৭) মানুষের বিকাশের পাঁচটি দশার বৈশিষ্ট্য সারণির সাহায্যে জামায়াত দেখাও।
(৮) সপুষ্পক উদ্ভিদের যৌন জননের ধাপগুলি ক্রমিক পর্যায়ে শব্দচিত্রের মাধ্যমে দেখাও। [ME 2022] [ME 2017]
(৯) বৃদ্ধির দশাগুলি ব্যাখ্যা করো। স্ত্রী স্তবকের কাজ কী কী ? ৩+২
(১০) জীবজগতে জননের নিম্নলিখিত তিনটি গুরুত্ব ব্যাখ্যা করো- নির্দিষ্ট প্রজাতির অস্তিত্বরক্ষা প্রজাতির সদস্যসংখ্যা বৃদ্ধি প্রজাতির মধ্যে প্রকরণ (ভেদ) সৃষ্টি। উদ্ভিদকোশের সাইটোকাইনেসিস কীভাবে সম্পন্ন হয় ?
(১১) মাইটোসিসের একটি তাৎপর্য হল পুনরুৎপাদন- উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। অ্যানাফেজ দশার দুটি মুখ্য ঘটনা ব্যাখ্যা করো। ৩+২
তৃতীয় অধ্যায়: বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ
Mark – 1
অতি সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও :
(১) হলুদ-সবুজ, গোল-কুঞ্চিত মটর বীজের সংকরায়ণ কী ধরনের জনন ?
(২) মেন্ডেলের সাফল্যলাভের একটি কারণ লেখো।
(৩) সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ কী হতে পারে ?
(৪) অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাতটি কী ?
(৫) মানুষের লিঙ্গনির্ধারণে কোন্ ক্রোমোজোমের ভূমিকা গুরুত্বপূর্ণ ?
(৬) থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে ? [ΜΕ 2017]
(৭) জেনেটিক কাউন্সেলিং কী ?
(৮) পিতার থেকে পাওয়া কোন গ্যামেটটি কন্যাসন্তান জন্মানোর জন্য দায়ী ?
(৯) YYRR, YyRR ও YyRr কোন ফিনোটাইপ প্রদর্শন করে ?
শূন্যস্থান পূরণ করো :
(১) ____________হল মানুষের একটি প্রচ্ছন্ন অটোজোমবাহিত রোগ।
(২) কোনো জীবের বাহ্যিক বৈশিষ্ট্যের প্রকাশকে ওই জীবের ____________বলা হয়।
(৩) মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার প্রথম অপত্য জনুতে SOS উৎপন্ন সকল উদ্ভিদ __________ প্রকৃতির হয়।
(৪) ____________ রোগে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন সংশ্লেষিত হয়।
(৫) কোনো উভলিঙ্গ ফুলকে একলিঙ্গ স্ত্রীফুলে রূপান্তরকে ____________ বলে।
(৬) কালো ও মসৃণ গিনিপিগের জিনোটাইপ হল BBrr ও _____________ ।
(৭) মানুষের লিঙ্গনির্ধারণে __________ ক্রোমোজোম প্রধান ভূমিকা পালন করে।
(৮) ______________ হল একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ।[ΜΕ 2017, 2022]
(৯) _______________ রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকরী উপায় হল জেনেটিক কাউন্সেলিং।
Mark – 2
(১) অটোজোম নিয়ন্ত্রিত মানব বৈশিষ্ট্যের উদাহরণ দাও।
(২) হোমোজাইগাস ও হেটেরোজাইগাস অবস্থার মধ্যে পার্থক্য লেখো।
(৩) একটি ও দুটি বৈশিষ্ট্যের নিরিখে সমসংকর ও বিষমসংরক জীবের পার্থক্য লেখো।
(৪) কুঞ্চিত হলুদ এবং গোল সবুজ মটরগাছের জিনোটাইপ কী কী হতে পারে তা বিশ্লেষণ করো।
(৫) বর্ণান্ধতা রোগের কীভাবে বংশগত সঞ্চারণ ঘটে তা একটি ব্রুসের সাহায্যে দেখাও।
(৬) অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত অভিন্ন হয়-বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো।[ΜΕ 2022]
(৭) সংকরায়ণের পরীক্ষায় কীভাবে প্রকট গুণ প্রকাশ পায় তা উদাহরণের সাহায্যে-ব্যাখ্যা করো। [ΜΕ 2017]
(৮) মটরগাছের ওপর মেন্ডেলের কাজের ধাপগুলি কী কী ?
(৯) মেন্ডেলের দ্বিসংকর জননলব্ধ সূত্রটি বিবৃত করো। [ME 2022]
(১০) জেনেটিক কাউন্সেলিং কী ?
Mark – 5
(১) অসম্পূর্ণ প্রকটতা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। মানুষের লিঙ্গনির্ধারণে পিতার ভূমিকা ব্যাখ্যা করো। ৩+২
(২) একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ কালো গিনিপিগের মিলন ঘটালে যে-যে ধরনের ফিনোটাইপ উৎপন্ন হতে পারে তার জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত একটি চেকারবোর্ডের সাহায্যে দেখাও । মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্রটি বিবৃত করো। ৩+২
(৩) কী ধরনের জিনোটাইপযুক্ত পিতা ও মাতার মধ্যে বিবাহ হলে সন্তানের মধ্যে থ্যালাসেমিয়ার প্রকাশ ঘটবে তা মূল্যায়ন করো। BBRr ও bbRR জিনোটাইপ-এর সঙ্গে হোমোজাইগাস ও হেটেরোজাইগাস অবস্থার সম্পর্ক কী ? ৩+২
(৪) ফিনোটাইপ ও জিনোটাইপ সংক্রান্ত তিন ধরনের সম্পর্ক ব্যাখ্যা করো। মেন্ডেলের সাফল্যলাভের দুটি কারণ ব্যাখ্যা করো। ৩+২ [ME 2018]
(৫) মেন্ডেলের সংকরায়ন পরীক্ষায় পরনিষেক ও স্বপরাগযোগের ভূমিকা ব্যাখ্যা করো।
চতুর্থ অধ্যায় : অভিব্যক্তি ও অভিযোজন
Mark – 1
অতি সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও :
(১) পায়ে ক্ষুরযুক্ত একটি আঙুল ঘোড়ার অভিব্যক্তির কোন কোন দশায় দেখা যায় ?
(২) শিম্পাঞ্জির সমস্যা-সমাধান দক্ষতার একটি উদাহরণ দাও।
(৩) রেড গ্রন্থির কাজ কী ? [ΜΕ 2019]
(৪) যোগ্যতমের উদ্বর্তন মতবাদের প্রবক্তার নাম কী ?
(৫) জীবনসৃষ্টির প্রাস্পরিবেশের নাম কী ?
(৬) রুইমাছের পটকার একটি কাজ লেখো।
(৭) মিলারের পরীক্ষায় ব্যবহৃত একটি জৈব গ্যাসের নাম লেখো।
(৮) প্রাকৃতিক নির্বাচনের শর্ত কী ?
(৯) সমসংস্থ অঙ্গ কোন্ বিবর্তনকে নির্দেশ করে ?
শূন্যস্থান পূরণ করো :
(১) বিজ্ঞানী ____________ জৈবঅণু সমৃদ্ধ সমুদ্রের গরম জলকে ‘গরম তরল স্যুপ’ নামে অভিহিত করেন।
(২) ______________একটি কোলয়েড জাতীয় পদার্থ যাকে প্রথম জীবকোশ বলা হয়। [ΜΕ 2019]
(৩) দুটি জীবের মধ্যে থাকা পার্থক্যই হল ____________ ।
(৪) ডারউইনের মতে, জীব ___________ হারে বংশবিস্তার করে অপত্য উৎপাদন করে।
(৫) _____________গাছের পাতায় লবণ গ্রহণের জন্য লবণগ্রন্থি দেখা যায় ।
(৬) রুইমাছের পটকার অগ্রপ্রকোষ্ঠের রক্তজালকযুক্ত রেড গ্রন্থি ____________ উৎপাদনে সক্ষম।
(৭) মিলার ও উরের পরীক্ষায় সংশ্লেষিত একটি জৈব অ্যাসিড হল ______________ অ্যাসিড।
(৮) ডারউইন ছোটো ছোটো অস্থায়ী ____________ -এর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন ।
Mark – 2
(১) জীবনের উৎপত্তিতে নিম্নলিখিত গঠন দুটির তাৎপর্য ব্যাখ্যা করো: কোয়াসারভেট মাইক্রোস্ফিয়ার।
(২) অভিব্যক্তির একটি মুখ্য ঘটনা হল সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়ার পরিবেশে অক্সিজেন ত্যাগ-এর তাৎপর্য কী ?
(৩) রাসায়নিক বিবর্তনের ধাপগুলি একটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও।
(৪) জীবাশ্ম অধ্যয়ন করলে কীভাবে অভিব্যক্তির ধারণায় ২৫০০০ পৌঁছোনো যায় তা মূল্যায়ন করো।
(৫) জীবজগতে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও।
(৬) মানবদেহের কোন্ নিষ্ক্রিয় অঙ্গ কার রূপ তা ছকের সাহায্যে দেখাও।
(৭) ল্যামার্কের মতবাদের দুটি প্রধান প্রতিপাদ্য বিষয় কী কী ?
(৮) একটি শুঁড়যুক্ত ও একটি খাযুক্ত স্তন্যপায়ীর জীবন-সংগ্রামের সাদৃশ্য কী ?
(৯) তোমার অভিজ্ঞতা থেকে যোগ্যতমের উদ্বর্তন কীভাবে ঘটছে তার দুটি উদাহরণ দাও।
(১০) অত্যাধিক হারে বংশবৃদ্ধির সাথে জীবনসংগ্রামের সম্পর্ক কী ?
(১১) পটকার গঠন কীভাবে রুই মাছের গমনে সহায়তা করে তা ব্যাখ্যা করো।
(১২) বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ কী জন্য বিখ্যাত ?
(১৩) সুন্দরী উদ্ভিদ তার দেহের অতিরিক্ত লবণ কীভাবে রেচিত করে ? [ΜΕ 2017, 2019]
Mark – 5
(১) মিলার ও উরের অভিব্যক্তি সংক্রান্ত পরীক্ষাটি বর্ণনা করে ফলাফল বিশ্লেষণ করো। [ΜΕ 2019]
(২) লম্বাগলার জিরাফের অভিব্যক্তি ডারউইনের মতবাদের সাহায্যে ব্যাখ্যা করো। [ΜΕ 2020]
(৩) ঘোড়ার বিবর্তনে কী কী পরিবর্তন ঘটে তা তালিকাবদ্ধ করো। মৌমাছি কীভাবে খাদ্যের উৎসের সন্ধান অন্যান্য সদস্যদের জানায় তা বর্ণনা করো। ৩+২ [ME 2017]
(৪) মেরুদন্ডী প্রাণীদের মধ্যে কীভাবে সমসংস্থ অঙ্গ সৃষ্টি হয়েছে তার উদাহরণ দাও। মানবদেহে একাধিক নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি কী তাৎপর্য বহন করে তা ব্যাখ্যা করো । ৩+২
(৫) সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্যগুলি তালিকাবদ্ধ করো। একটি বনে বাঘের যোগ্যতমরূপে কীভাবে উদ্বর্তন ঘটে তা বিশ্লেষণ করো । ৩+২
(৬) কোয়াসারভেট ও হট ডাইলুট স্যুপ কী? সুন্দরী উদ্ভিদের লবণ সহন অভিযোজন ব্যাখ্যা করো। ২+৩
(৭) দুটি জীবের মধ্যে ভিন্নতাই হল প্রকরণ-এর তিনটি উদাহরণ দাও। কই মাছের পটকার অভিযোজনগত তাৎপর্য কী ? ৩+২
(৮) ডারউইনের মতবাদের একটি সিদ্ধান্ত হল যোগ্যতমের উদবর্তন- যোগ্যতার শর্ত কী কী হতে পারে? একবার যোগ্য বিবেচিত হলেই কি কোনো জীব স্থায়ী প্রজাতি হিসেবে ছাড়পত্র পেতে পারে ? ৩+২
(৯) হৃৎপিন্ডের তুলনামুলক অঙ্গসংস্থান কীভাবে জৈব-অভিব্যক্তির প্রমাণস্বরূপ তথ্য সরবরাহ করে। তুলনামূলক ভূণতত্ত্বের তিনটি উদাহরণ দাও। ২+৩
(১০) জীবের অত্যধিক হারে বংশবৃদ্ধি কীভাবে ওই জীবকে জীবনসংগ্রামে লিপ্ত করে তা ব্যাখ্যা করো। সীমিত খাদ্য কীভাবে অস্তিত্বের জন্য সংগ্রামে জীবকে ঠেলে দেয় তা উদাহরণ-সহ ব্যাখ্যা করো। ২+৩
পঞ্চম অধ্যায়: পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ
Mark – 1
নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো :
(১) ব্রংকাইটিস, গ্রিনহাউস গ্যাস, SPM, বায়ুদূষণ। [ME 2020]
(২) ডিনাইট্রিফিকেশন, নাইট্রোজেন চক্র, নাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন।
(৩) বীজ, ভাজক কলা, ক্রায়োসংরক্ষণ, ভ্রুণ।[ME 2017]
(৪) কাজিরাঙা, পেরিয়ার, জাতীয় উদ্যান, বন্দিপুর।
(৫) ব্রংকাইটিস, ফুসফুসের রোগ, অ্যাজমা, ক্যানসার।
(৬) ইন্দোবার্মা, এনডেমিক প্রজাতি, পূর্ব হিমালয়, জীববৈচিত্র্যের হটস্পট।
(৭) ইউট্রোফিকেশন, টাইফয়েড, কৃষিক্ষেত্রের বর্জ্য, জলদূষণ।
(৮) বায়োস্ফিয়ার রিজার্ভ, ইনসিটু সংরক্ষণ, অভয়ারণ্য, জাতীয় উদ্যান।
অতি সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও :
(৭) জীববৈচিত্র্য হটস্পট নির্ধারণের একটি শর্তের নাম লেখো।
(৮) সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখো। [ΜΕ 2017]
(৯) SPM-এর একটি উৎসের নাম লেখো।
(১০) জৈব আবর্জনার পচনের ফলে উৎপন্ন একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।
(১১) মাটিতে ক্লোরিনেটেড হাইড্রোকার্বন মিশলে কী সমস্যা কত হতে পারে ?
(১২) অ্যাসিডবৃষ্টির সঙ্গে যুক্ত বায়ুদূষক গ্যাসের নাম লেখো।
(১৩) হৃৎপিন্ডের ওপর শব্দদূষণের একটি প্রভাব লেখো।
(১৪) ফুসফুসের ওপর অ্যাজমার প্রভাব কী ?
(১৫) কৃষিজমি ধ্বংস হলে কোন্ সরীসৃপ জীববৈচিত্রের সংখ্যা হ্রাস পায় ?
(১৬) কোন বায়ু দূষণজনিত রোগে শ্বাসনালীর প্রদাহ ঘটে ?
(১৭) সাফাইকর্মী ও দমকলকর্মীদের মধ্যে কোন পরিবেশগত রোগের সম্ভাবনা থাকে ?
(১৮) ওড়িশার একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দাও।
(১৯) অর্থনৈতিক গুরুত্ববিশিষ্ট একটি জলজ প্রাণীর নাম লেখো যা একটি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট।
(২০) JFM-এর পুরো কথাটি কী ?
(২১) পশ্চিমবঙ্গের কোথায় প্রথম JFM প্রকল্প ঘোষণা করা হয়েছিল ?
(২২) উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত ওষুধের উৎস গাছটির অতিব্যবহারের ফলে বিপন্ন উদ্ভিদের নাম কী ?
(২৩) কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভে কোন্ বিপন্ন স্তন্যপায়ী সংরক্ষণ করা হয় ?
(২৪) জলাভূমিতে সংরক্ষিত পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণীর নাম লেখো।
(২৫) কোর অঞ্চল কী ?
(২৬) ক্রায়োসংরক্ষণে ব্যবহৃত তাপমাত্রা কত ?
(২৭) CFC ও জলীয় বাষ্প একই প্রভাব সৃষ্টি করে”-প্রভাবটি কী ?
(২৮) ছত্রাকের দেহ নিঃসৃত কোন্ যৌগ ক্যানসার সৃষ্টি করে ?
(২৯) মনুষ্যসৃষ্ট কোন্ কণা অ্যাজমা সৃষ্টি করে ?
শূন্যস্থান পূরণ করো :
(১) ______________ব্যাকটেরিয়া ডিনাইট্রিফিকেশন ধাপের সঙ্গে সংশ্লিষ্ট ।
(২) যে প্রক্রিয়ায় সংযুক্ত জৈব যৌগ অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে অ্যামোনিয়ায় পরিণত হয় তাকে ___________ বলে।
(৩) CO₂, N₂O, মিথেন ও ___________ হল গ্রিনহাউস গ্যাস।
(৪) কৃষিক্ষেত্রের বর্জ্য জলে মিশলে ____________ ঘটে।
(৫) DDT হল একটি জৈব সঞ্চয়ক এবং _____________ ।
(৬) _______________ রশ্মি ফুসফুসের ক্যানসার ঘটায়।
(৭) ________________একটি অ্যালার্জিজনিত রোগ।
(৮) বিশ্ব উন্নায়ন ______________-এর সংখ্যা হ্রাসের একটি প্রধান কারণ।
(৯) _______________একটি বহিরাগত মৎস্য প্রজাতি।
(১০) _____________রাজ্য সরকারের আইন দ্বারা পরিচালিত ইনসিটু সংরক্ষণ ব্যবস্থা।
(১১) ______________হল ক্ষয়প্রাপ্ত বনভূমি পুনরুদ্ধার ও পতিত জমিতে বনসৃজন প্রকল্প।
(১২) দার্জিলিং-এর পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে রেড পান্ডা সংরক্ষণের জন্য _____________ ব্যবস্থা আছে।
Mark – 2
(১) নাইট্রোজেন স্থিতিকরণে নাইট্রিফাইং জীবাণুর ভূমিকা ব্যাখ্যা করো।
(২) নাইট্রিফিকেশন ও ডিনাইট্রিফিকেশন ধাপ বিঘ্নিত হলে কী কী ঘটনা ঘটতে পারে তা বিশ্লেষণ করো।
(৩) ‘নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে মানবজাতির অস্তিত্বই বিপন্ন হতে চলেছে’-উক্তিটির যথার্থতা প্রমাণ করো।[ΜΕ 2018, 2020]
(৪) N₂ চক্র ব্যাহত হলে কীভাবে জৈবিক অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পায় ও কেন ?
(৫) শিল্পায়ন ও মোটরগাড়ির অতিব্যবহার কীভাবে দূষণ সৃষ্টি করে তা মূল্যায়ন করো।
(৬) SPM-এর অন্তর্গত উপাদানগুলির নামের তালিকা তৈরি করো।
(৭) ইউট্রোফিকেশনের ধাপগুলি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। [ΜΕ 2017]
(৮) বায়ুদূষণকারী গ্রিনহাউস গ্যাসগুলির একটি তালিকা তৈরি করো।
(৯) জীববিবর্ধনের ধাপগুলি একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে উপস্থাপন করো।
(১০) জলদূষণের উৎসগুলির একটি মানস মানচিত্র নির্মাণ করো।
(১১) শব্দদূষণ প্রাণীজগৎকে কীভাবে প্রভাবিত করে ?
(১২) শব্দদূষণ প্রাণীজগৎকে কীভাবে প্রভাবিত করে ?
(১৩) দূষণজনিত ফুসফুসঘটিত রোগগুলির উপসর্গের তালিকা তৈরি করো।
(১৪) “জীববৈচিত্র্য অর্থনৈতিক সমৃদ্ধির পরিচায়ক”-ব্যাখ্যা করো।
(১৫) পরিবেশবান্ধব শিল্পে কীভাবে জীববৈচিত্র্যকে কাজে লাগানো যেতে পারে তার সম্ভাবনা কল্পনা করে লেখো।
(১৬) কৃষিজমি বাস্তুজমিতে রূপান্তরিত হলে জীববৈচিত্র্য কীভাবে ক্ষতিগ্রস্ত হয় তার চারটি উদাহরণ দাও। [ΜΕ 2018]
(১৭) পূর্ব হিমালয় হটস্পটের বিপন্ন উদ্ভিদ বৈচিত্র্যের উদাহরণ দাও।
(১৮) কোনো অঞ্চলে নতুন একটি সিমেন্টের কারখানা হলে পার্শ্ববর্তী অঞ্চলের বাস্তুতন্ত্রে কী কী প্রভাব পড়তে পারে তা বিশ্লেষণ করো।
(১৯) “সুনামি সমুদ্রের জীববৈচিত্র্যে ভয়াবহ পরিবর্তন ঘটিয়েছে বা ঘটাতে পারে”-বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো।
(২০) ভারতের স্থানীয় জীববৈচিত্র্যের বিপন্নতার সঙ্গে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সম্পর্কস্থাপন করো।
(২১) ট্রলার কীভাবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা সৃষ্টি করছে ব্যাখ্যা করো।
(২২) হলদিয়া শিল্পাঞ্চল কীভাবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা বৃদ্ধি করছে তা মূল্যায়ন করো।
(২৩) কোনো বনাঞ্চলকে জাতীয় উদ্যান বা অভয়ারণ্য ঘোষণার ফলে কী বিপন্ন জীবকে সংরক্ষণে সত্যিই সহায়ক হতে পারে ?
(২৪) ‘বায়োস্ফিয়ার রিজার্ভ একটি বহুমুখী সংরক্ষণ ব্যবস্থা’-এর সপক্ষে যুক্তি দাও।
(২৫) অভয়ারণ্যে কোন্ কোন কার্য আইনত নিষিদ্ধ ?
(২৬) ক্রায়োসংরক্ষণে কোন্ কোন্ উপাদান ব্যবহার করা হয় ?
(২৭) উন্নতা বৃদ্ধির সঙ্গে সুন্দরবনের দ্বীপভুমির নিমজ্জন উদাহরণ-সহ ব্যাখ্যা করো।
(২৮) গির অরণ্যে সিংহের সংখ্যা কমার কারণগুলি কী কী হতে পারে তা নির্ধারণ করো।
(২৯) একটি বায়োস্ফিয়ার রিজার্ভ প্রকৃতপক্ষে একটি জাতীয় উদ্যান ও একাধিক অভয়ারণ্যের সমষ্টি-বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো।
(৩০) সুন্দাল্যান্ড হটস্পটে এপ প্রজাতির জীব ও পৃথিবীর বৃহত্তম পুষ্প দেখা যায়-বক্তব্যটির সত্যতা প্রতিষ্ঠা করো।
(৩১) PBR কীভাবে একটি স্থানীয় জীববৈচিত্র্যকে রক্ষা করে ?
(৩২) JFM বসবাসী মানুষের অর্থনৈতিক সমৃধি ঘটায়-ব্যাখ্যা করো।
(৩৩) তেলাপিয়ার কারণে জীববৈচিত্র্য হ্রাস পায়-বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো।
Mark – 5
(১) N₂ চক্রে নাইট্রোজেন স্থিতিকারী তিনটি ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। SPM কীভাবে মানুষের শরীরে ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করে ? ৩+২
(২) N₂ চক্রের বিভিন্ন ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা কী কী? বিশ্ব উন্নায়ন কীভাবে N₂-চক্র ব্যাঘাতের সঙ্গে সম্পর্কিত ? ৩+২
(৩) জমি অতিব্যবহারের ফলে বাসস্থান ধ্বংস কীভাবে ভারতের জীববৈচিত্রকে প্রভাবিত করেছে তার উদাহরণ দাও। জলদূষণ কীভাবে মাছের জীববৈচিত্র্যের হ্রাস ঘটায় তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। ৩+২
(৪) সুন্দরবনের পরিবেশগত সমস্যার একটি মানস মানচিত্র নির্মাণ করো। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের ভূমিকা কী কী ? ৩+২
(৫) পরিবেশের সঙ্গে ক্যানসারের সম্পর্ক কী? পূর্ব হিমালয়ের হটস্পটের বিপন্নতার উদাহরণ দাও। ৩+২
(৬) জীববৈচিত্র্য সংরক্ষণে চিড়িয়াখানার ভূমিকা কী কী? উদ্ভিদের জীববৈচিত্র্য থেকে কী কী অর্থনৈতিক গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায়? ২+৩
(৭) JFM ক্ষয়প্রাপ্ত বনভূমি পুনরুদ্ধারে কীভাবে সদর্থক ভূমিকা পালন করে তা নির্ধারণ করো। জীববৈচিত্র্যের হটস্পট নির্ধারণের শর্ত কী কী ? ৩+২ [ME 2017]
(৮) জীববিবর্তন একটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। জীববৈচিত্র হাসের সঙ্গে বাস্তুতন্ত্রের ক্ষয় কীভাবে সম্পর্কিত ? ৩+২ [ME 2018]
(৯) জীববৈচিত্র্য সংরক্ষণে বায়োস্ফিয়ার রিজার্ভের ভূমিকা বিশ্লেষণ করো। আগামী দিনে ক্রায়োসংরক্ষণ কীভাবে কোনো প্রজাতির অস্তিত্বরক্ষায় সহায়ক হয়ে উঠতে পারে সে বিষয়ে তোমার মতামত জানাও। ৩+২
(১০) কুমিরের সংখ্যা বাড়াতে গেলে যে-যে ইনসিটু সংরক্ষণ ব্যবস্থা সহায়ক হতে পারে তার তালিকা তৈরি করো। দূষণ কীভাবে জীববৈচিত্র্যের অস্তিত্বকে বিপন্ন করে তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। ৩+২
(১১) বিশ্ব উন্নায়ন ও জলবায়ুর পরিবর্তন কীভাবে বিভিন্ন মহাদেশের জীববৈচিত্র্যের ওপর প্রভাব ফেলছে তা মূল্যায়ন করো। [ME 2019] অ্যাজমা ও ব্রংকাইটিসের উপসর্গ সারণির সাহায্যে লেখো। ৩+২
(১২) নিম্নলিখিত দূষকগুলির প্রভাব আলোচনা করো:
(ক) SPM
(খ) গ্রিনহাউস গ্যাস
(গ) কৃষিক্ষেত্রের বর্জ্য
(ঘ) কীটনাশক
(ঘ) উচ্চ প্রাবল্যের শব্দ
(১৩) মানুষের ক্রিয়াকলাপের সঙ্গে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার সম্পর্ক স্থাপন করো। ড্রাগ জীববৈচিত্র্যের একটি অবদান-বক্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। ৩+২ [ME 2019]
(১৪) ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে আগামী দিনে যে সকল সংকটের মুখোমুখি আমাদের হতে হবে তার ফলাফল বিশ্লেষণ করো :
(ক) খনিজ সম্পদের সংকট
(খ) শক্তির সংকট
(গ) পানীয় জলের সংকট
(ঘ) অরণ্য সম্পদের সংকট
(ঘ) খাদ্য সংকট
(১৫) কৃষিকাজের সঙ্গে জলদূষণ কীভাবে সম্পর্কিত তা ফলাফল-সহ ব্যাখ্যা করো। N₂ চক্রে নাইট্রিফিকেশন ধাপটি না হলে কী কী সমস্যা হতে পারে ? ২+৩
(১৬) জীববৈচিত্র্য সংরক্ষণে নিম্নলিখিত প্রকল্পগুলির ভূমিকা বিশ্লেষণ করো :
(ক) এশিয়াটিক লায়ন প্রোজেক্ট [ME 2018]
(খ) প্রোজেক্ট টাইগার
(গ) প্রোজেক্ট ক্রোকোডাইল
(ঘ) প্রোজেক্ট রেড পান্ডা
(ঘ) ইন্ডিয়ান রাইনো ভিশন
(১৭) পশ্চিমঘাট-শ্রীলঙ্কা জীববৈচিত্র্য হটস্পটে বিপন্ন প্রাণীর একটি তালিকা তৈরি করো। “জলাভূমি জীববৈচিত্র্যের আদর্শ আবাসস্থল”-বক্তব্যের তাৎপর্য কী ? ৩+২
(১৮) N₂ চক্র একটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। কাদের মধ্যে ব্রংকাইটিস হওয়ার সম্ভাবনা বেশি ?
(১৯) জীববৈচিত্র্যের গুরুত্বের একটি মানস মানচিত্র নির্মাণ করো। বৃহৎ আকৃতির স্তন্যপায়ীর জীববৈচিত্র্য সংরক্ষণের সঙ্গে ক্ষুদ্র আকৃতির স্তন্যপায়ীর জীববৈচিত্র্য সংরক্ষণও একান্ত জরুরি-বক্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। ৩+২
আরও পড়ুন :
YouTube – Samim Sir