নবম শ্রেণী ইতিহাস প্রশ্ন উত্তর সপ্তম অধ্যায় // Class 9 history chapter 7 Question Answer
নবম শ্রেণী ইতিহাস প্রশ্ন উত্তর
সপ্তম অধ্যায় – জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ
(১) কে, কবে জাতিসংঘ প্রতিষ্ঠা করেন ?
উত্তর – মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল
(২) জাতিসংঘের জনক কাকে বলা হয় ? [ অথবা ] জাতিসংঘের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন ?
উত্তর – উড্রো উইলসন
(৩) জাতিসংঘের (লিগ অব নেশনস) প্রথম মহাসচিব কে ছিলেন ?
উত্তর – স্যার এরিক ড্রুমন্ড
(৪) জাতিসংঘের প্রধান কার্যালয় / সচিবালয় কোথায় অবস্থিত ?
উত্তর – সুইজারল্যান্ডের জেনেভায়
(৫) জাতিসংঘের লিগ পরিষদের স্থায়ী পাঁচটি সদস্য রাষ্ট্রগুলির নাম লেখো ।
উত্তর – ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি, জাপান ও আমেরিকা
(৬) কোন সন্ধিতে জাতিসংঘের প্রস্তাবটি স্থান পায় ?
উত্তর – ভার্সাই সন্ধিতে
(৭) জাতিসংঘের মূল উদ্দেশ্য কী ছিল ?
উত্তর – বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা ।
(৮) কত খ্রিস্টাব্দে জাতিসংঘের অবলুপ্তি ঘটে ?
উত্তর – 1946 খ্রিস্টাব্দে
(৯) জাতিসংঘের সবচেয়ে বড়ো দপ্তরের নাম কী ?
উত্তর – সাধারণ সভা
(১০) জাতিপুঞ্জের দিবস বা বাষ্ট্রসংঘ দিবস কবে পালিত হয় ?
উত্তর – 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর
(১১) United Nations / সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর – 1945 খ্রিষ্টাব্দের 24 অক্টোবর
(১২) United Nations বা সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি কে প্রথম বলেছিলেন ?
উত্তর – ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
(১৩) সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন ?
উত্তর – ট্রিগভি লি
(১৪) সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কী ?
উত্তর – অ্যান্টোনিও গুতারেস
(১৫) কোন দুটি দেশের আদর্শগত সংঘাত ঠান্ডা লড়াই নামে পরিচিত ?
উত্তর – রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র
(১৬) NATO – এর পুরো নাম কী ?
উত্তর – North Atlantic Treaty Organization
(১৭) কয়টি দেশ সম্মিলিত জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর করেন ?
উত্তর – 51 টি দেশ
(১৮) সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান কার্যালয় / সচিবালয় কোথায় অবস্থিত ?
উত্তর – নিউ ইয়র্ক
(১৯) সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠায় সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে ?
উত্তর – ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
(২০) সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কয়টি ছিল ?
উত্তর – 111 টি
(২১) সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তর – লন্ডন
(২২) সম্মিলিত জাতিপুঞ্জের পাঁচটি স্থায়ী সদস্য দেশের নাম লেখো ।
উত্তর – আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চিন
(২৩) WHO – এর পুরো নাম কী ?
উত্তর – World Health Organization
(২৪) UNICEF – এর পুরো নাম কী ?
উত্তর – United Nations International Children’s Emergency Fund
(২৫) UNRRA – এর পুরো নাম কী ?
উত্তর – United Nations Relief and Rehabilitation Administration
(২৬) বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ?
উত্তর – 15 টি । এর মধ্যে 5 টি স্থায়ী এবং 10 টি অস্থায়ী
(২৭) UNESCO – এর পুরো নাম কী ?
উত্তর – United Nations Educational Scientific and Cultural Organization
( ২৮) সম্মিলিত জাতিপুঞ্জের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সংস্থার নাম কী ?
উত্তর – নিরাপত্তা পরিষদ
(২৯) কোন সংস্থা ‘বিশ্বমানবের সংসদ’ নামে পরিচিত ?
উত্তর – সম্মিলিত জাতিপুঞ্জ / সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা
(৩০) সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি অধ্যায় আছে ?
উত্তর – 19 টি
(৩১) সম্মিলিত জাতিপুঞ্জের বিচারব্যবস্থার প্রধান দপ্তরের নাম কী ?
উত্তর – আন্তর্জাতিক বিচারালয়
(৩২) আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কাজ কী ?
উত্তর – বিভিন্ন রাষ্ট্রের মধ্যে চলতে থাকা আন্তর্জাতিক সংকট বা সমস্যার বিচার করা ।
(৩৩) জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা করেন কে ?
উত্তর – জওহরলাল নেহরু
(৩৪) সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সংস্থা কয়টি ও কী কী ?
উত্তর – 6 টি । যেমন – (i) সাধারণ সভা (ii) নিরাপত্তা পরিষদ (iii) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (iv) আছি পরিষদ (v) আন্তর্জাতিক বিচারালয় (vi) সচিবালয়
(৩৫) বর্তমানে আছি পরিষদের সদস্য সংখ্যা কত ?
উত্তর – 5 টি
(৩৬) আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত ?
উত্তর – হল্যান্ডের হেগ শহরে
(৩৭) বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য রাষ্ট্র কয়টি ?
উত্তর – 193 টি
(৩৮) সানফ্রান্সিসকো সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ? কয়টি দেশ এই সম্মেলনে স্বাক্ষর করেন ?
উত্তর – 1945 খ্রিষ্টাব্দের 24 অক্টোবর , 51 টি দেশ
(৩৯) তেহেরান ঘোষণা / মস্কো সম্মেলন কত খ্রিস্টাব্দে হয় ?
উত্তর – 1943 খ্রিষ্টাব্দে
(৪০) আন্তর্জাতিক শ্রমিক সংস্থার কার্যালয় কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তর – জেনেভা শহরে ।
(৪১) জাতিসংঘের কয়টি সংস্থা / অঙ্গ ও কী কী ?
উত্তর – 5 টি । যেমন – (i) সাধারণ সভা (ii) পরিষদ (iii) সচিবালয় (iv) আন্তর্জাতিক বিচারালয় (v) আন্তর্জাতিক শ্রমিক সংস্থা
Mark – 2
(১) ‘আটলান্টিক সনদ বা আটলান্টিক চার্টার’ কী ?
(২) ভেটো কী ?
(৩) জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ?
(৪) জাতিসংঘের ব্যর্থতার দুটি কারণ লেখো ।
(৫) লন্ডন ঘোষণাপত্র কী ?
(৬) আন্তর্জাতিক বিচারালয় কী ?
(৭) অছি পরিষদ কী ?
(৮) WHO – এর কাজ কী ?
(৯) UNESCO – এর দুটি কাজ উল্লেখ করো ।
(১০) সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলি লেখো ।
(১১) জাতিপুঞ্জের মহাসচিবের কাজ কী ?
(১২) সম্মিলিত জাতিপুঞ্জের দুটি মৌলিক নীতির উল্লেখ করো ।
(১৩) UNICEF কী ?
(১৪) জাতিসংঘের দুটি বৈশিষ্ট্য লেখো ।
(১৫) সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার কাজ কী ?
(১৬) নিরাপত্তা পরিষদের দুটি কাজ লেখো ।
(১৭) সানফ্রান্সিসকো সম্মেলন গুরুত্বপূর্ণ কেন ?
(১৮) জাতিসংঘ কী কী সংস্থা নিয়ে গঠিত হয়েছিল ?
(১৯) সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির নাম লেখো ।
(২০) ইয়াল্টা সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয় ?
আরও পড়ুন :
নবম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
নবম শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
নবম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
YouTube – Samim Sir