উচ্চ মাধ্যমিক এডুকেশন MCQ প্রশ্ন উত্তর 2025-26 তৃতীয় সেমিস্টার – দশম অধ্যায় // Class 12 Education MCQ Question Answer Chapter 10 WBCHSE
Class 12 Education MCQ Question Answer Chapter 10
1 . কোন মনোবিদ প্রথম ইতিবাচক মনোবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন ?
(A)মার্টিন সেলিগম্যান
(B) আব্রাহাম মাসলো
(C) অ্যারিস্টটল
(D) জন ডিউই
উত্তর – (B) আব্রাহাম মাসলো
2. আব্রাহাম মাসলো তাঁর কোন পুস্তকে ইতিবাচক মনোবিজ্ঞান শব্দটি ব্যবহার করেছিলেন ?
(A) Motivation
(B)Personality
(C) Motivation and Personality
(D) Emile
উত্তর – (C) Motivation and Personality
3. মাসলো কত খ্রিস্টাব্দে ইতিবাচক মনোবিজ্ঞান শব্দটি ব্যবহার করেছিলেন ?
(A) 1954 খ্রিস্টাব্দে
(B) 1998 খ্রিস্টাব্দে
(C) 2011 খ্রিস্টাব্দে
(D) 1999 খ্রিস্টাব্দে
উত্তর – (A) 1954 খ্রিস্টাব্দে
4. ইতিবাচক মনোবিজ্ঞানের ধারণা কোন মনোবিজ্ঞানী প্রথম উদ্ভাবন করেছিলেন ?
(A) অ্যারিস্টটল
(B) মাসলো
(C) সেলিগম্যান
(D) মন্তেসরি
উত্তর – (C) সেলিগম্যান
5. মার্টিন সেলিগম্যান কত খ্রিস্টাব্দে ইতিবাচক মনোবিজ্ঞানের প্রথম ধারণা দেন ?
(A) 1954 খ্রিস্টাব্দে
(B) 1998 খ্রিস্টাব্দে
(C) 2011 খ্রিস্টাব্দে
(D) 2006 খ্রিস্টাব্দে
উত্তর – (B) 1998 খ্রিস্টাব্দে
6. মার্টিন সেলিগম্যান কোন দেশের মনোবিজ্ঞানী ছিলেন ?
(A) ফ্রান্স
(B) ব্রিটেন
(C) আমেরিকা
(D) জাপান
উত্তর – (C) আমেরিকা
7. মার্টিন সেলিগম্যান কোন সংস্থার সভাপতি ছিলেন ?
(A) British Psychological Association
(B) American Psychological Association
(C) German Psychological Association
(D) কোনোটিই নয়
উত্তর – (B) American Psychological Association
৪. মার্টিন সেলিগম্যানের সম্পূর্ণ নাম কী ?
(A) মার্টিন পিটার সেলিগম্যান
(B) ইলিয়াস পিটার সেলিগম্যান
(C) জন পিটার সেলিগম্যান
(D) মার্টিন ইলিয়াস পিটার সেলিগম্যান
উত্তর – (D) মার্টিন ইলিয়াস পিটার সেলিগম্যান
9 . ইতিবাচক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয় ?
(A) অ্যারিস্টটলকে
(B) মার্টিন সেলিগম্যানকে
(C) আব্রাহাম মাসলোকে
(D) ফ্রয়েবেলকে
উত্তর – (B) মার্টিন সেলিগম্যানকে
10. ইতিবাচক মনোবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা ?
(A) সমাজবিদ্যার
(B) রাষ্ট্রবিজ্ঞানের
(C) মনোবিজ্ঞানের
(D) পদার্থবিদ্যার
উত্তর – (C) মনোবিজ্ঞানের
11. কত খ্রিস্টাব্দে প্রথম ইতিবাচক মনোবিজ্ঞানের সামিট অনুষ্ঠিত হয়েছিল ?
(A) 1954 খ্রিস্টাব্দে
(B) 1998 খ্রিস্টাব্দে
(C) 1999 খ্রিস্টাব্দে
(D) 2011 খ্রিস্টাব্দে
উত্তর – (C) 1999 খ্রিস্টাব্দে
12. 1999 খ্রিস্টাব্দে ইতিবাচক মনোবিজ্ঞানের সামিট প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
(A) প্যারিসে
(B) Lincoln
(C) লন্ডনে
(D) ক্যালিফোর্নিয়ায়
উত্তর – (B) Lincoln
13. Lincoln-এ কত দিন ধরে ইতিবাচক মনোবিজ্ঞানের আলোচনা চলেছিল ?
(A) সেপ্টেম্বর মাসের 9-12 তারিখ পর্যন্ত
(B) সেপ্টেম্বর মাসের 9-10 তারিখ পর্যন্ত
(C) সেপ্টেম্বর মাসের 5-12 তারিখ পর্যন্ত
(D) সেপ্টেম্বর মাসের 20-30 তারিখ পর্যন্ত
উত্তর – (A) সেপ্টেম্বর মাসের 9-12 তারিখ পর্যন্ত
14. ইতিবাচক মনোবিজ্ঞানের ওপর প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
(A) 1998 খ্রিস্টাব্দে
(B) 2011 খ্রিস্টাব্দে
(C) 1999 খ্রিস্টাব্দে
(D) 2002 খ্রিস্টাব্দে
উত্তর – (D) 2002 খ্রিস্টাব্দে
15. কত খ্রিস্টাব্দে প্রথম ইতিবাচক মনোবিজ্ঞানের উপর মাস্টার্স প্রোগ্রাম চালু হয় ?
(A) 2006 খ্রিস্টাব্দে
(B) 2002 খ্রিস্টাব্দে
(C) 2008 খ্রিস্টাব্দে
(D) 2005 খ্রিস্টাব্দে
উত্তর – (D) 2005 খ্রিস্টাব্দে
16. ইতিবাচক মনোবিজ্ঞানের ওপর কতদিন ধরে বিশ্ব কংগ্রেসের আলোচনা চলেছিল ?
(A) 18-20 জুন পর্যন্ত
(B) 17-21 জুন পর্যন্ত
(C) 18-21 জুন পর্যন্ত
(D) 20-24 জুন পর্যন্ত
উত্তর – (C) 18-21 জুন পর্যন্ত
17. পৃথিবীর কোন দেশে ইতিবাচক মনোবিজ্ঞানের ক্ষেত্র সবচেয়ে বেশি উন্নত ?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) পশ্চিম ইউরোপ
(C) অস্ট্রেলিয়া
(D) সব ক-টি
উত্তর – (D) সব ক-টি
18. মানুষের উন্নতি ও সুস্থতার বৈজ্ঞানিক অধ্যয়নকে কী বলা হয় ?
(A) মনোবিজ্ঞান
(B) ইতিবাচক মনোবিজ্ঞান
(C) শিক্ষা মনোবিজ্ঞান
(D) শিশু মনোবিজ্ঞান
উত্তর – (B) ইতিবাচক মনোবিজ্ঞান
19. “Positive Psychology is the Scientific Study of human Strengths and Virtues.” কোন মনোবিজ্ঞানী বলেছেন ?
(A)আব্রাহাম মাসলো
(B) মার্টিন সেলিগম্যান
(C) মার্টিন লুথার
(D) জন ডিউই
উত্তর – (B) মার্টিন সেলিগম্যান
20. ইতিবাচক মনোবিজ্ঞানের মূল কথা কী ?
(A) মানুষের কল্যাণসাধন
(B) মানুষের শক্তির বিকাশ
(C) মানুষ ও সম্প্রদায়ের শক্তি ও গুণাবলির বিকাশ সাধন
(D) দায়িত্ববোধের বিকাশ
উত্তর – (C) মানুষ ও সম্প্রদায়ের শক্তি ও গুণাবলির বিকাশ সাধন
21. আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা কোনটি ?
(A) স্থিতিস্থাপকতা বাড়ানো
(B) আশাবাদী মনোভাব গঠন
(C) সুস্থতা বাড়ানো
(D) সব ক-টি
উত্তর – (D) সব ক-টি
22. আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা কোনটি নয় ?
(A) স্থিতিস্থাপকতা হ্রাস
(B) উন্মুক্ত মানসিকতার বিকাশ
(C) আশাবাদী মনোভাব গঠন
(D) সমস্যার মোকাবিলায় সাহায্য
উত্তর – (A) স্থিতিস্থাপকতা হ্রাস
23. মার্টিন সেলিগম্যান কত খ্রিস্টাব্দে PERMA মডেলটি প্রকাশ করেন ?
(A) 2006 খ্রিস্টাব্দে
(B) 2002 খ্রিস্টাব্দে
(C) 2005 খ্রিস্টাব্দে
(D) 2011 খ্রিস্টাব্দে
উত্তর – (D) 2011 খ্রিস্টাব্দে
24. মার্টিন সেলিগম্যান তাঁর কোন পুস্তকে PERMA মডেলটি প্রকাশ করেন ?
(A) Positive Psychology
(B) Authentic Happiness
(C) Flourish
(D) Child Play
উত্তর – (C) Flourish
25. PERMA মডেলটি কয়টি উপাদানের সংমিশ্রণ ?
(A) 2টি
(B) 3টি
(C) 4টি
(D) 5টি
উত্তর – (D) 5টি
Class 12 Education MCQ Question Answer Chapter 10
26. PERMA মডেল শিক্ষার্থীর মধ্যে কী তৈরি করে দেয় ?
(A) কর্মশক্তি
(B) শারীরিক শক্তি
(C) সফল জীবনের ভিত্তি
(D) মানসিক শক্তি
উত্তর – (C) সফল জীবনের ভিত্তি
27. PERMA মডেলে ‘P’-এর অর্থ কী ?
(A) Positive Memory
(B) Positive Psychology
(C) Positive Emotion
(D) Positive Edcuation
উত্তর – (C) Positive Emotion
28. PERMA মডেলে ‘E’-এর অর্থ কী ?
(A) Eassy
(B) Emergency
(C) Engagement
(D) Early
উত্তর – (C) Engagement
29. PERMA মডেলে ‘R’-এর অর্থ কী ?
(A) Relation
(B) Relationships
(C) Role
(D) Rule
উত্তর – (B) Relationships
30. PERMA মডেলে ‘M’-এর অর্থ কী ?
(A) Main
(B) Mode
(C) Meaning
(D) Motivation
উত্তর – (C) Meaning
31. PERMA মডেলে ‘A’-এর অর্থ কী ?
(A) Accomplishment
(B) Account
(C) Audio
(D) Attention
উত্তর – (A) Accomplishment
32. শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ইতিবাচক আত্মধারণা ও সুস্থতা বৃদ্ধিতে কোন মডেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ?
(A) VARK Learning Model
(B) AMAT Learning Model
(C) PERMA Model
(D) Mumford Model
উত্তর – (C) PERMA Model
33. কোথায় সিনিয়র এবং প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষাগত পরিবেশে PERMA মডেলটি ইতিবাচক শিক্ষা মডেল হিসেবে ব্যবহার করা হয়েছে ?
(A) পেনসিলভানিয়া
(B) হংকং
(C) অস্ট্রেলিয়া
(D) গ্রেট ব্রিটেন
উত্তর – (B) হংকং
34. PERMA মডেলের বাস্তবায়ন প্রক্রিয়ার কয়টি স্তর ?
(A) তিনটি
(B) চারটি
(C) ছয়টি
(D) পাঁচটি
উত্তর – (C) ছয়টি
35. PERMA মডেলের প্রয়োগ বিদ্যালয়গুলিতে চালু হওয়ায় শিক্ষার্থীদের কোন সমস্যা হ্রাস পেয়েছে ?
(A) শারীরিক সমস্যা
(B) মানসিক সমস্যা
(C) মানসিক স্বাস্থ্যের সমস্যা
(D) শিক্ষার সমস্যা
উত্তর – (C) মানসিক স্বাস্থ্যের সমস্যা
36. কোন দেশে PERMA মডেলটি মাধ্যমিক পরবর্তী শিক্ষার্থীদের সাহায্য করার জন্য একটি সুস্থতা প্রোগ্রামের পাশাপাশি এটি প্রয়োগ করা হয়েছে ?
(A) অস্ট্রেলিয়া
(B) গ্রেট ব্রিটেন
(C) পেনসিলভানিয়া
(D) হংকং
উত্তর – (B) গ্রেট ব্রিটেন
37. শিক্ষার মূল বিষয় কী ?
(A) উন্মুক্ত মানসিকতা তৈরি
(B) শারীরিক বিকাশ
(C) চারিত্রিক বিকাশ
(D) কোনোটিই নয়
উত্তর – (A) উন্মুক্ত মানসিকতা তৈরি
38. ইতিবাচক মনোবিজ্ঞান শিক্ষার্থীর কোন বিষয় বিকাশ ঘটায় এবং কোন্টি হ্রাস করে ?
(A) মানসিক বিকাশ ঘটায় এবং শরীরচর্চা হ্রাস করে
(B) বিদ্যালয় পরিবেশ আদর্শ করে তোলে কিন্তু শিক্ষার্থীর হ্রাস ঘটায়
(C) উন্মুক্ত মানসিকতার বিকাশ ঘটায় কিন্তু ব্যর্থতার ভয় হ্রাস করে
(D) কোনোটিই নয়
উত্তর – (C) উন্মুক্ত মানসিকতার বিকাশ ঘটায় কিন্তু ব্যর্থতার ভয় হ্রাস করে
39. বিংশ শতাব্দীর ____________ দিকে ইতিবাচক মনোবিজ্ঞানের আলোচনা শুরু।
(A) প্রথম
(B) মাঝের
(C) শেষের
(D) পরের
উত্তর – (C) শেষের
40. মাসলো তাঁর প্রেষণা ও ব্যক্তিত্ব পুস্তকে ____________ শব্দটি ব্যবহার করেন।
(A) মনোবিজ্ঞান
(B) ইতিবাচক মনোবিজ্ঞান
(C) স্থিতিস্থাপক
(D) ইতিবাচক
উত্তর – (B) ইতিবাচক মনোবিজ্ঞান
41. ইতিবাচক মনোবিজ্ঞানের ঐতিহাসিক শিকড় অ্যারিস্টটলের ____________ মধ্যে পাওয়া যায়।
(A) জীবনধারার
(B) শিক্ষার
(C) পুস্তকের
(D) আলোচনায়
উত্তর – (B) শিক্ষার
42. 1998 খ্রিস্টাব্দে American Psychological Association-এর ___________ হিসেবে দায়িত্ব পালন করেন মার্টিন সেলিগম্যান ।
(A) সম্পাদক
(B) পরিচালক
(C) সভাপতি
(D) উপদেষ্টা
উত্তর – (C) সভাপতি
43. ইতিবাচক মনোবিজ্ঞান মানুষ ও ___________ আরও মঙ্গল বৃদ্ধির বাস্তবসম্মত উপায়গুলি অনুসন্ধান এবং প্রচার করতে পারে।
(A) সম্প্রদায়ের
(B) সমাজের
(C) দেশের
(D) জাতীর
উত্তর – (A) সম্প্রদায়ের
44. 1999 খ্রিস্টাব্দে Lincoln-এর প্রথম ইতিবাচক মনোবিজ্ঞানের _________ অনুষ্ঠিত হয়েছিল।
(A) সম্মেলন
(B) সামিট
(C) কংগ্রেস
(D) মিটিং
উত্তর –(B) সামিট
45. 2002 খ্রিস্টাব্দে ইতিবাচক মনোবিজ্ঞানের ওপর প্রথম ___________ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
(A) জাতীয়
(B) রাজ্য
(C) আন্তর্জাতিক
(D) অঞ্চলভিত্তিক
উত্তর – (C) আন্তর্জাতিক
46. 2005 খ্রিস্টাব্দে ___________ বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক মনোবিজ্ঞানের প্রথম মাস্টার্স প্রোগ্রাম চালু হয়।
(A) ফিলাডেলফিয়া
(B) লন্ডন
(C) কেমব্রিজ
(D) পেনসিলভানিয়া
উত্তর – (D) পেনসিলভানিয়া
47. 2009 খ্রিস্টাব্দে __________ তে ইতিবাচক মনোবিজ্ঞানের ওপর প্রথম বিশ্ব কংগ্রেস অনুষ্ঠিত হয়।
(A) ফিলাডেলফিয়া
(B) Lincoln
(C) আমেরিকা
(D) অস্ট্রেলিয়া
উত্তর – (A) ফিলাডেলফিয়া
48. ইতিবাচক মনোবিজ্ঞানের উদ্দেশ্য হল মানুষের সুখ, সন্তুষ্টি, __________ এবং জীবনের গুণমানের বিকাশ ঘটানো ।
(A) স্থিতিস্থাপকতা
(B) গতিশীলতা
(C) বিকাশ
(D) দায়িত্ব
উত্তর – (A) স্থিতিস্থাপকতা
49. 2011 খ্রিস্টাব্দে মার্টিন সেলিগম্যান _________ মডেলটি তাঁর পুস্তক Flourish-এ প্রকাশিত হয়।
(A) VARK Model
(B) GMAT Model
(C) MAT Model
(D) PERMA Model
উত্তর – (D) PERMA Model
50. ‘PERMA’ মডেল হল সুস্থতার ________উপাদানের সংক্ষিপ্তরূপ ।
(A) চারটি
(B) ছয়টি
(C) পাঁচটি
(D) তিনটি
উত্তর – (C) পাঁচটি
51. ‘PERMA’মডেল প্রোগ্রামটি _________ স্তরের বাস্তবায়ন প্রক্রিয়া ও শক্তিভিত্তিক পদ্ধতি দ্বারা পরিচালিত হয় ।
(A) চারটি
(B) পাঁচটি
(C) ছয়টি
(D) তিনটি
উত্তর – (C) ছয়টি
54. ‘PERMA’ মডেলের বাস্তবায়ন প্রক্রিয়ার প্রথম স্তর হল _________ ।
(A) অভিজ্ঞতার প্রতিফলন
(B) ইতিবাচক ধারণা গঠন
(C) শিখন
(D) প্রয়োগ
উত্তর – (C) শিখন
55. ‘PERMA’ মডেলের বাস্তবায়ন প্রক্রিয়ার শেষ স্তর হল ________ ।
(A) প্রয়োগ
(B) শিখন
(C) ইতিবাচক সংস্কৃতি গড়ে তোলা
(D) অভিজ্ঞতার প্রতিফলন
উত্তর – (C) ইতিবাচক সংস্কৃতি গড়ে তোলা
আরও পড়ুন :
এডুকেশন প্রথম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
এডুকেশন দ্বিতীয় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
এডুকেশন তৃতীয় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
এডুকেশন চতুর্থ অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
এডুকেশন পঞ্চম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
এডুকেশন ষষ্ঠ অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
এডুকেশন সপ্তম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
এডুকেশন অষ্টম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
এডুকেশন নবম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
YouTube – Samim Sir