উচ্চ মাধ্যমিক এডুকেশন MCQ প্রশ্ন উত্তর 2025-26 তৃতীয় সেমিস্টার – অষ্টম অধ্যায় // Class 12 Education MCQ Question Answer Chapter 8 WBCHSE

উচ্চ মাধ্যমিক এডুকেশন MCQ প্রশ্ন উত্তর 2025-26 তৃতীয় সেমিস্টার – অষ্টম অধ্যায় // Class 12 Education MCQ Question Answer Chapter 8 WBCHSE

Class 12 Education MCQ Question Answer Chapter 8

1. ডাকার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল

(ক) 2001 খ্রিস্টাব্দে

(খ) 1996 খ্রিস্টাব্দে

(গ) 2000 খ্রিস্টাব্দে

(ঘ) 1994 খ্রিস্টাব্দে

উত্তর (গ) 2000 খ্রিস্টাব্দে

2. টিবিলিসি সম্মেলনে পরিবেশ শিক্ষার উদ্দেশ্য হল

(ক) দুটি

(খ) তিনটি

(গ) চারটি

(ঘ) পাঁচটি

উত্তর (ঘ) পাঁচটি

3. 2000 খ্রিস্টাব্দের ডাকার সম্মেলনের আলোচ্য বিষয় কোনটি ?

(ক) পরিবেশ রক্ষা

(খ) সকলের জন্য শিক্ষা

(গ) প্রাথমিক শিক্ষা

(ঘ) প্রতিবন্ধীদের শিক্ষা

উত্তর (খ) সকলের জন্য শিক্ষা

4. স্পেনের সালামানকায় (Salamanka) সম্মেলন হয়েছিল

(ক) 1996 খ্রিস্টাব্দের 7-9 জুন

(খ) 1994 খ্রিস্টাব্দের 7-9 জুন

(গ) 2000 খ্রিস্টাব্দের 7-9 জুন

(ঘ) 1995 খ্রিস্টাব্দের 7-9 জুন

উত্তর (খ) 1994 খ্রিস্টাব্দের 7-9 জুন

5. পরিবেশ শিক্ষা সম্পর্কে ‘বেলগ্রেড সম্মেলন’ কোন ধরনের সম্মেলন ?

(ক) আন্তর্জাতিক সম্মেলন

(খ) জাতীয় সম্মেলন

(গ) রাজ্য সম্মেলন

(ঘ) আঞ্চলিক সম্মেলন

উত্তর (ক) আন্তর্জাতিক সম্মেলন

6. স্পেনের সালামানকা সম্মেলনের আলোচ্য বিষয় কী ছিল ?

(ক) প্রতিবন্ধী শিক্ষা

(খ) সকলের জন্য শিক্ষা

(গ) বিশেষ শিক্ষা

(ঘ) বিজ্ঞান শিক্ষা

উত্তর (গ) বিশেষ শিক্ষা

7. UNESCO কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?

(ক) 1945 খ্রিস্টাব্দের 5 জুন

(খ) 1945 খ্রিস্টাব্দের 13 জুলাই

(গ) 1945 খ্রিস্টাব্দের 16 নভেম্বর

(ঘ) 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট

উত্তর (গ) 1945 খ্রিস্টাব্দের 16 নভেম্বর

৪. শিক্ষার ক্ষেত্রে বিশ্বায়নের একটি গুরুত্বপূর্ণ ফল হল

(ক) শিক্ষার গুণগত মান বৃদ্ধি

(খ) শিক্ষায় বেসরকারিকরণ

(গ) শিক্ষার পরিমাণগত মান বৃদ্ধি

(ঘ) কোনোটিই নয়

উত্তর (খ) শিক্ষায় বেসরকারিকরণ

9. UNESCO-র কার্যালয়টি কোথায় অবস্থিত ?

(ক) ইংল্যান্ড

(খ) ফ্রান্সের প্যারিস

(গ) রাশিয়া

(ঘ) জাপান

উত্তর (খ) ফ্রান্সের প্যারিস

10. ICT-এর সম্পূর্ণ নাম কি ?

(ক) Information and Communication Technology

(খ) Indian Communication Technology

(গ) Information Communication Technique

(ঘ) Informal Communication Technology

উত্তর – (ক) Information and Communication Technology

11. বর্তমানে অধিকাংশ বিদ্যালয়ে কোন বিষয়টি পাঠ্যক্রমে অপরিহার্য বিষয় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে ?

(ক) কৃষিশিক্ষা

(খ) পশুপালন শিক্ষা

(গ) পরিবেশ শিক্ষা

(ঘ) প্রতিবন্ধী শিক্ষা

উত্তর (গ) পরিবেশ শিক্ষা

12. শিক্ষা প্রসঙ্গে আন্তর্জাতিক মানের পুস্তক হল

(ক) Communication Technology

(খ) Teaching Primary School Mathematics

(গ) Information Technology

(ঘ) কোনোটিই নয়

উত্তর – (খ) Teaching Primary School Mathematics

13. Stapp and Cox (1974) পরিবেশ শিক্ষার কয়টি ধারণার উল্লেখ করেছেন ?

(ক) চারটি

(খ) ছয়টি

(গ) পাঁচটি

(ঘ) নয়টি

উত্তর (গ) পাঁচটি

14. Stapp and Cox-এর পরিবেশ শিক্ষার অন্যতম ধারণা হল

(ক) বিজ্ঞান

(খ) চারুকলা

(গ) বাস্তুতন্ত্র

(ঘ) সামাজিক শিক্ষা

উত্তর (গ) বাস্তুতন্ত্র

15. Stapp and Cox কত খ্রিস্টাব্দে পরিবেশ শিক্ষায় পাঁচটি ধারণার উল্লেখ করেন ?

(ক) 1996 খ্রিস্টাব্দে

(খ) 1972 খ্রিস্টাব্দে

(গ) 1973 খ্রিস্টাব্দে

(ঘ) 1974 খ্রিস্টাব্দে

উত্তর (ঘ) 1974 খ্রিস্টাব্দে

16. UNESCO, ICT শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপের কৌশল হল

(ক) পোর্টফোলিও অ্যাসেসমেন্ট

(খ) একক অভীক্ষা

(গ) মৌখিক পরীক্ষা

(ঘ) রচনাধর্মী পরীক্ষা

উত্তর (ক) পোর্টফোলিও অ্যাসেসমেন্ট

17. সাম্প্রতিককালে সমগ্র বিশ্বের শ্রেণিকক্ষে কীসের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে ?

(ক) শিক্ষোপকরণ

(খ) কম্পিউটার

(গ) বিজ্ঞানের যন্ত্রপাতি

(ঘ) ব্ল্যাকবোর্ড

উত্তর (খ) কম্পিউটার

18. ডাকারে সকলের জন্য শিক্ষা সম্মেলনে শিক্ষা পুনর্গঠনের কতগুলি নীতির কথা বলা হয় ?

(ক) সাতটি

(খ) আটটি

(গ) ছয়টি

(ঘ) পাঁচটি

উত্তর (গ) ছয়টি

19. ডেলর কমিশনের কয়টি স্তর/স্তম্ভ/ভিত্তি ?

(ক) চারটি

(খ) পাঁচটি

(গ) ছয়টি

(ঘ) সাতটি

উত্তর (ক) চারটি

20. একবিংশ শতকের আন্তজার্তিক শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?

(ক) 1971 খ্রিস্টাব্দে

(খ) 1993 খ্রিস্টাব্দে

(গ) 1996 খ্রিস্টাব্দে

(ঘ) 1972 খ্রিস্টাব্দে

উত্তর (খ) 1993 খ্রিস্টাব্দে

Class 12 Education MCQ Question Answer Chapter 8

21. 1996 খ্রিস্টাব্দে শিক্ষা সম্মেলন আয়োজিত হয়েছিল

(ক) প্যারিসে

(খ) ফ্রান্সে

(গ) ইংল্যান্ডে

(ঘ) ভারতে

উত্তর (ক) প্যারিসে

22. কার উদ্যোগে প্যারিসে শিক্ষা সম্মেলন আয়োজিত হয়েছিল ?

(ক) AUNO

(খ) UNESCO

(গ) NCERT

(ঘ) WHO

উত্তর (খ) UNESCO

23. কার নেতৃত্বে শিক্ষা সম্মেলন আয়োজিত হয়েছিল ?

(ক) জ্যাকস ডেলর

(খ) মুদালিয়র

(গ) কোঠারি

(ঘ) রাজীব গান্ধি

উত্তর (ক) জ্যাকস ডেলর

24. জ্যাকস ডেলরের নেতৃত্বে UNESCO-র উদ্যোগে প্যারিসে কত খ্রিস্টাব্দে শিক্ষা সম্মেলন হয়েছিল ?

(ক) 1972 খ্রিস্টাব্দে

(খ) 1996 খ্রিস্টাব্দে

(গ) 1993 খ্রিস্টাব্দে

(ঘ) 1997 খ্রিস্টাব্দে

উত্তর (খ) 1996 খ্রিস্টাব্দে

25. UNESCO-র কাছে কোন কমিশন তাদের প্রতিবেদনটি শিরোনামে পেশ করেন ?

(ক) শিখন অন্তর্বতী সম্পদ

(খ) শিখন মূল সম্পদ

(গ) শিখন অন্তর্নিহিত সম্পদ

(ঘ) শিখন প্রধান সম্পদ

উত্তর (গ) শিখন অন্তর্নিহিত সম্পদ

26. কমিশন শিক্ষার কয়টি স্তম্ভের কথা বলেছেন ?

(ক) তিনটি

(খ) চারটি

(গ) পাঁচটি

(ঘ) নয়টি

উত্তর (খ) চারটি

27. পৃথিবীতে টিকে থাকার জন্য প্রয়োজন

(ক) পরিশ্রম

(খ) জ্ঞান

(গ) চেতনা

(ঘ) উপলব্ধি

উত্তর (খ) জ্ঞান

28. সমাজজীবনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল

(ক) দলবদ্ধ

(খ) আচরণ

(গ) মানিয়ে চলা

(ঘ) আত্মীকরণ

উত্তর (ক) দলবদ্ধ

29. জ্ঞান মানুষের মধ্যে নিয়ে আসে

(ক) চেতনা

(খ) উপলব্ধি

(গ) আচরণ

(ঘ) মানিয়ে চলার ক্ষমতা

উত্তর (ক) চেতনা

30. প্রাচীনকালে শিক্ষার মূল উদ্দেশ্য ছিল

(ক) জ্ঞানার্জন

(খ) উপলব্ধি

(গ) আত্মোপলব্ধি

(ঘ) আত্মীকরণ

উত্তর (গ) আত্মোপলব্ধি

31. প্রকৃত অর্থে মানবসম্পদ হল

(ক) কর্ম বিমুখ মানুষ

(খ) উৎপাদনশীল মানুষ

(গ) আদর্শ নাগরিক

(ঘ) সুস্থ মানুষ

 উত্তর (খ) উৎপাদনশীল মানুষ

32. একত্রে বসবাসের জন্য শিক্ষার মূল উদ্দেশ্য হল

(ক) সামাজিক সহযোগিতা

(খ) সামাজিক ঐক্য

(গ) সামাজিক সমন্বয়

(ঘ) সামাজিক প্রতিযোগিতা

উত্তর (খ) সামাজিক ঐক্য

33. সমাজবিজ্ঞানীদের মতে প্রকৃত মানুষ হবে

(ক) সামাজিক সংগতিবিধানে সক্ষম

(খ) সামাজিক প্রতিযোগী

(গ) সামাজিক বোধ সম্পন্ন

(ঘ) সামাজিক মূল্যবোধ যুক্ত

উত্তর (ক) সামাজিক সংগতিবিধানে সক্ষম

34. শিক্ষাই সংগতিবিধান, সংগতিবিধানই শিক্ষা”-উক্তিটি করেছেন শিক্ষাবিদ

(ক) জন ডিউই

(খ) হার্বাট স্পেনসার

(গ) হার্নি

(ঘ) রুশো

উত্তর (গ) হার্নি

35. জীবিত ও মৃতের মধ্যে যা তফাত, শিক্ষিত ও অশিক্ষিতের মধ্যে তাই তফাত উক্তিটি করেন শিক্ষাবিদ

(ক) রবীন্দ্রনাথ

(খ) বিবেকানন্দ

(গ) জন ডিউই

(ঘ) অ্যারিস্টট্ল

উত্তর (ঘ) অ্যারিস্টট্ল

36. বর্তমানের শিক্ষা হল একটি

(ক) দ্বিমুখী প্রক্রিয়া

(খ) ত্রিমুখী প্রক্রিয়া

(গ) বহুমুখী প্রক্রিয়া

(ঘ) একমুখী প্রক্রিয়া

উত্তর (গ) বহুমুখী প্রক্রিয়া

37. কোন কমিশনে বি-কোর্সের কথা বলা হয়েছিল ?

(ক) কার্জন কমিশনে

(খ) সার্জেন্ট কমিশনে

(গ) হান্টার কমিশনে

(ঘ) উডের ডেসপ্যাচে

উত্তর (গ) হান্টার কমিশনে

38. UNESCO-এর সম্পূর্ণ নাম কি ?

(ক) United Nations Educational Scientific Cultural Organization.

(খ) Unit Nations Educational Scientific and Cul-tural Organization.

(গ) United Nation Educational Scientific and Cul-tural Organization.

(ঘ) United Nations Education Scientific and Cultural Organization

উত্তর (ঘ) United Nations Education Scientific and Cultural Organization

39. জ্ঞানার্জনের জন্য শিক্ষা শিশুর

(ক) একাগ্রতা, স্মৃতি ও চিন্তন ক্ষমতার বিকাশ ঘটায়

(খ) একাগ্রতা, মনোযোগ ও চিন্তন ক্ষমতার বিকাশ ঘটায়

(গ) একাগ্রতা, সংস্কৃতি, চিন্তন ক্ষমতার বিকাশ ঘটায়

(ঘ) একাগ্রতা, আগ্রহ ও চিন্তন ক্ষমতার বিকাশ ঘটায়

উত্তর (গ) একাগ্রতা, সংস্কৃতি, চিন্তন ক্ষমতার বিকাশ ঘটায়

40. বিবেকানন্দের মতে শিক্ষা কি ?

(ক) শিশুর বাহ্যিক বিকাশ

(খ) শিশুর অভ্যন্তরীণ ও বাহ্যিক বিকাশ

(গ) শিশুর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ

(ঘ) সমাজের অগ্রগতি বজায় রাখা

উত্তর (গ) শিশুর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ

41. কর্মের জন্য শিক্ষা সম্পর্কে বিবেকানন্দের অভিমত হল

(ক) প্রতিটি শিক্ষার্থীকে স্বাবলম্বী করা

(খ) প্রতিটি শিক্ষার্থীকে তাত্ত্বিক জ্ঞানদান

(গ) প্রতিটি শিক্ষার্থীকে সহযোগী করে গড়ে তোলা

(ঘ) প্রতিটি শিক্ষার্থীকে শিল্প নির্ভর করে তোলা

উত্তর (ক) প্রতিটি শিক্ষার্থীকে স্বাবলম্বী করা

42. UNESCO-র কোন পুস্তিকায় মানুষ হওয়ার শিক্ষার উদ্দেশ্যের কথা বলা হয় ?

(ক) The World of Educated and Today and Tomorrow.

(খ) The World of Educare and Today and Tomorrow.

(গ) The World of Education and Today and Tomorrow

(ঘ) The World of Education and Tonight and Tomorrow

উত্তর (গ) The World of Education and Today and Tomorrow

43. বিবেকানন্দের মানুষ গড়ার শিক্ষা (Man making Educa-tion) কোন ধরনের শিক্ষার উদ্দেশ্যকে বোঝায় ?

(ক) যোগী হওয়ার শিক্ষা

(খ) মানুষ হওয়ার শিক্ষা

(গ) জ্ঞানার্জনের শিক্ষা

(ঘ) কর্মের জন্য শিক্ষা

উত্তর (খ) মানুষ হওয়ার শিক্ষা

44. ‘UNO’-এর সম্পূর্ণ নাম হল

(ক) United National Organisation

(খ) United Nation Organisation

(গ) Unit Nation Organisation

(ঘ) United National Organ

উত্তর (খ) United Nation Organisation

45. ‘UNO’ অন্তর্ভুক্ত একটি শিক্ষা সংস্থা হল

(ক) UNICEF

(খ) WHO

(গ) UNESCO

(ঘ) NAEP

উত্তর (গ) UNESCO

Class 12 Education MCQ Question Answer Chapter 8

46. জ্যাকস ডেলরের কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত হয়েছিল ?

(ক) 10 জন

(খ) 14 জন

(গ) 20 জন

(ঘ) 12 জন

উত্তর (খ) 14 জন

47. একত্রে বসবাসের শিক্ষার কথা কোন কমিশনে বলা হয়েছে ?

(ক) মুদালিয়র কমিশন

(খ) হান্টার কমিশন

(গ) রাধাকৃষ্ণণ কমিশন

(ঘ) কোঠারি কমিশন

উত্তর (ঘ) কোঠারি কমিশন

48. কর্মের জন্য শিক্ষা কথাটি কোন কমিশনে বলা হয়েছে ?

(ক) কোঠারি কমিশনে

(খ) মুদালিয়র কমিশনে

(গ) রাধাকৃষুণ কমিশনে

(ঘ) হান্টার কমিশনে

উত্তর (ক) কোঠারি কমিশনে

49. EFA-এর সম্পূর্ণ নাম হল

(ক) Education Form All

(খ) Education For All

(গ) Education For After

(ঘ) Educand For All

উত্তর (খ) Education For All

50. আন্তর্জাতিক সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষকতা হল কী ধরনের পেশা ?

(ক) সমাজসেবামূলক

(খ) অর্থ উপার্জনকারী

(গ) কেবল শিক্ষাদানকারী

(ঘ) কোনোটিই নয়

উত্তর (ক) সমাজসেবামূলক

51. শিক্ষাচিন্তায় শিক্ষার চারটি স্তম্ভের কোন ভারতীয় শিক্ষাবিদের উল্লেখ পাওয়া যায় ?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) বিদ্যাসাগর

(গ) স্বামী বিবেকানন্দ

(ঘ) শ্রী অরবিন্দ

উত্তর (গ) স্বামী বিবেকানন্দ

52. UNESCO-র ব্যবহৃত STM-এর সম্পূর্ণ নাম কি ?

(ক) Science, Technology, Mathematics

(খ) Science, Teacher, Mathematics

(গ) Student, Teacher, Mathematics

(ঘ) Student, Technology, Management

উত্তর (ঘ) Student, Technology, Management

53. জানার জন্য শিক্ষার উপাদান কোনটি ?

(ক) অনুশীলন

(খ) চিন্তন ক্ষমতা

(গ) আগ্রহ

(ঘ) মানুষ হওয়ার শিক্ষা

উত্তর (খ) চিন্তন ক্ষমতা

54. কর্মের জন্য শিক্ষাকে কয়টি দিক থেকে বিচার করা হয় ?

(ক) তিনটি

(খ) পাঁচটি

(গ) সাতটি

(ঘ) চারটি

উত্তর (ঘ) চারটি

55. একত্রে বসবাসের শিক্ষা বলতে কী বোঝায় ?

(ক) শান্তিপূর্ণ সহাবস্থান

(খ) একা একা থাকা

(গ) আলাদাভাবে থাকা

(ঘ) সংকট নিরসন

উত্তর (ক) শান্তিপূর্ণ সহাবস্থান

56. বিদ্যালয়ে শিক্ষার চারটি উদ্দেশ্য কার্যকারী করার উপায় কোনটি ?

(ক) পাঠ্যক্রমের মধ্যে বিজ্ঞান শিক্ষার অন্তর্ভুক্তি

(খ) পাঠ্যক্রমিক ও সহ-পাঠ্যক্রমিক কার্যাবলিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ

(গ) সামাজিক বিষয় পাঠ

(ঘ) কোনোটিই নয়

উত্তর (খ) পাঠ্যক্রমিক ও সহ-পাঠ্যক্রমিক কার্যাবলিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ

57. ডেলক্স কমিশনের প্রতিবেদনটি হল [ HS 2015 ]

(ক) Education for All

(খ) Learning: The Treasure within

(গ) Education and National Development

(ঘ) Learning to be

উত্তর (ক) Education for All

58. ডেলর কমিশনের প্রতিবেদনটি কোন্ শিরোনামে প্রকাশিত হয় ?

(ক) শিক্ষা অন্তর্নিহিত সম্পদ

(খ) শিখন অন্তর্নিহিত সম্পদ

(গ) শিক্ষা সম্পদ

(ঘ) কোনোটিই নয়

উত্তর (খ) শিখন অন্তর্নিহিত সম্পদ

59. শিক্ষার প্রথম স্তম্ভের নাম কি ?

(ক) জানার জন্য শিক্ষা

(খ) একত্রে বসবাসের জন্য শিক্ষা

(গ) কর্মের জন্য শিক্ষা

(ঘ) মানুষ হওয়ার শিক্ষা

উত্তর (ক) জানার জন্য শিক্ষা

60. কত খ্রিস্টাব্দে জ্যাকস ডেলর-এর সভাপতিত্বে একবিংশ শতকের আন্তর্জাতিক শিক্ষাকমিশন গঠিত হয় ?

(ক) 1971

(খ) 1972

(গ) 1993

(ঘ) 1996

উত্তর (গ) 1993

61. শিক্ষার্থীকে বিশ্বজগতের নানান বিষয় সম্পর্কে জানতে সহায়তা করে কোন শিক্ষা ?

(ক) কর্মের জন্য শিক্ষা

(খ) মানুষ হওয়ার শিক্ষা

(গ) একত্রে বসবাসের শিক্ষা

(ঘ) জানার জন্য শিক্ষা

উত্তর (ঘ) জানার জন্য শিক্ষা

62. জ্ঞানার্জনের জন্য শিক্ষার প্রধান উপাদান কি ?

(ক) একাগ্রতা

(খ) স্মৃতি

(গ) চিন্তনক্ষমতা

(ঘ) সব ক-টি

উত্তর (ঘ) সব ক-টি

63. জ্ঞানার্জনের জন্য শিক্ষার প্রয়োজনীয়তা কি ?

(ক) আত্মনির্ভরতা অর্জন

(খ) মুক্তির সন্ধান

(গ) জ্ঞানের সঞ্চালন

(ঘ) সব কয়টি

উত্তর (ঘ) সব কয়টি

64. কর্মের মাধ্যমে শিক্ষার গুরুত্ব কোনটি নয় ?

(ক) কর্মে দক্ষতা অর্জন

(খ) শ্রমের প্রতি শ্রদ্ধাশীল

(গ) মানবসম্পদ বিকাশ

(ঘ) জ্ঞানার্জন

উত্তর (ঘ) জ্ঞানার্জন

65. বৃত্তিমূলক শিক্ষা হল এমন একটি ফলপ্রসূ শিক্ষা যার অভাবে শিক্ষার্থীরা সারাজীবনই দুঃখভোগ করে। এটি কোন শিক্ষাবিদ বলেছেন ?

(ক) হার্টসেনে

(খ) গান্ধিজি

(গ) বিবেকানন্দ

(ঘ) রবীন্দ্রনাথ

উত্তর (ক) হার্টসেনে

66. একত্রে বসবাসের জন্য শিক্ষার গুরুত্ব কোনটি ?

(ক) ঐক্যবোধ

(খ) জ্ঞানার্জন

(গ) দৈহিক সুস্থতা অর্জন

(ঘ) যুক্তির সন্ধান

উত্তর- (ক) ঐক্যবোধ

67. কত খ্রিস্টাব্দে The World of Education Today and Tomorrow’ পুস্তকটি প্রকাশিত হয়?

(ক) 1970 খ্রিস্টাব্দে

(খ) 1972 খ্রিস্টাব্দে

(গ) 1974 খ্রিস্টাব্দে

(ঘ) 1975 খ্রিস্টাব্দে

 উত্তর – (খ) 1972 খ্রিস্টাব্দে

68. শিক্ষার শেষ স্তম্ভ কোন্টি?

(ক) জানার জন্য শিক্ষা

(খ) 1971 খ্রিস্টাব্দে

(গ) 1974 খ্রিস্টাব্দে

(ঘ) মানুষ হওয়ার জন্য শিক্ষা

উত্তর – (ঘ) মানুষ হওয়ার জন্য শিক্ষা

69. 1976 খ্রিস্টাব্দে কোথায় UNESCO এর উদ্যোগে পরিবেশ কর্মসূচি সম্পর্কে সম্মেলন অনুষ্ঠিত হয়?

(ক) প্যারিসে

 (খ) সালামানকায়

(গ) বেলগ্রেডে

(ঘ) আমেরিকায়

উত্তর – (গ) বেলগ্রেডে

69. ‘Source Book of Geography Teaching’ পুস্তকটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?

(ক) 1980

(খ) 1965

(গ) 1995

(ঘ) 1990

উত্তর – (খ) 1965

70. শিক্ষার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভিত্তি ও উদ্দেশ্য কোন্টি?

(ক) কর্মের জন্য শিক্ষা

(খ) জানার জন্য শিক্ষা

(গ) মানুষ হওয়ার শিক্ষা

(ঘ) একত্রে বসবাসের শিক্ষা

উত্তর – (ক) কর্মের জন্য শিক্ষা

71.শিক্ষার তৃতীয় গুরুত্বপূর্ণ ভিত্তি ও উদ্দেশ্য কোন্টি?

(ক) কর্মের জন্য শিক্ষা

(খ) জানার জন্য শিক্ষা

(গ) একত্রে বসবাসের শিক্ষা

(ঘ) মানুষ হওয়ার শিক্ষা

উত্তর –(গ) একত্রে বসবাসের শিক্ষা

72. “Knowledge dispels mists of ignorance.” – উক্তিটি কার?

(ক) রুশোর

(খ) জন ডিউই

(গ) কমেনিয়াস

(ঘ) ফ্রয়েবেল

উত্তর – (গ) কমেনিয়াস

73. “Education is the fundamental method of social progress and reform.”-উক্তিটি করেছেন

(ক) ফ্রয়েবেল

(খ) মন্তেসরি

(গ) রুশো

(ঘ) জন ডিউই

উত্তর – (ঘ) জন ডিউই

74. কত খ্রিস্টাব্দে 46তম আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন হয়েছিল?

(ক) 2002 খ্রিস্টাব্দে

(খ) 2010 খ্রিস্টাব্দে

(গ) 2001 খ্রিস্টাব্দে

(ঘ) 2000 খ্রিস্টাব্দে

উত্তর – (গ) 2001 খ্রিস্টাব্দে

75. আধুনিক শিক্ষার অন্যতম উদ্দেশ্য হল

(ক) দৈহিক বিকাশ

(খ) মানসিক বিকাশ

(গ) সামাজিক বিকাশ

(ঘ) সবগুলি

উত্তর -(ঘ) সবগুলি

76. শিশুকেন্দ্রিক শিক্ষার অর্থ হল

(ক) শিশুর চাহিদা ও প্রবণতা অনুযায়ী শিক্ষা

(খ) শিশুর চাহিদা ও মন অনুযায়ী শিক্ষা

(গ) A ও B উভয়ই

(ঘ) কোনোটিই নয়

উত্তর – (ক) শিশুর চাহিদা ও প্রবণতা অনুযায়ী শিক্ষা

আরও পড়ুন :

এডুকেশন প্রথম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর

এডুকেশন দ্বিতীয় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর

এডুকেশন তৃতীয় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর

এডুকেশন চতুর্থ অধ্যায় MCQ প্রশ্ন উত্তর

এডুকেশন পঞ্চম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর

এডুকেশন ষষ্ঠ অধ্যায় MCQ প্রশ্ন উত্তর

এডুকেশন সপ্তম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর

YouTube – Samim Sir

Leave a Comment