উচ্চ মাধ্যমিক এডুকেশন MCQ প্রশ্ন উত্তর 2025-26 তৃতীয় সেমিস্টার – নবম অধ্যায় // Class 12 Education MCQ Question Answer Chapter 9 WBCHSE
Class 12 Education MCQ Question Answer Chapter 9
1. বিশ্বের প্রতিটি মানুষের সার্বিক উন্নয়নের মূল হাতিয়ার নীচের কোনটি ?
(ক) অর্থ
(খ) ধর্ম
(গ) ভাষা
(ঘ) শিক্ষা
উত্তর – (ঘ) শিক্ষা
2. UNESCO-এর উদ্যোগে কত খ্রিস্টাব্দে সেনেগালের ডাকারে বিশ্বব্যাপী শিক্ষা সম্মেলন হয় ?
(ক) 1990
(খ) 2000
(গ) 1995
(ঘ) 1948
উত্তর – (খ) 2000
3. UNESCO-এর উদ্যোগে 2000 খ্রিস্টাব্দে কোন দেশে ‘সকলের জন্য শিক্ষা’ সম্পর্কীয় বিশ্বব্যাপী সম্মেলন হয় ?
(ক) ফ্রান্সে
(খ) আমেরিকায়
(গ) রাশিয়ায়
(ঘ) সেনেগালে
উত্তর – (ঘ) সেনেগালে
4. 2000 খ্রিস্টাব্দে সেনেগালের কোথায় শিক্ষা সম্পর্কে বিশ্ব সম্মেলন হয় ?
(ক) প্যারিসে।
(খ) ডাকারে
(গ) কাডারে
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (খ) ডাকারে
5. সকলের জন্য শিক্ষার নীতি কোনটি ?
(ক) শিক্ষার গুণগত মানোন্নয়ন
(খ) লিঙ্গ বৈষম্য দূর
(গ) অবৈতনিক শিক্ষা
(ঘ) সব ক-টি
উত্তর – (ঘ) সব ক-টি
6. ডাকার সম্মেলনে (2000) 2015 খ্রিস্টাব্দের মধ্যে বয়স্ক সাক্ষরতার হার কত বাড়ানোর কথা বলা হয় ?
(ক) 10%
(খ) 20%
(গ) 30%
(ঘ) 50%
উত্তর – (ঘ) 50%
7. ডাকার সম্মেলনে (2000) 2015 খ্রিস্টাব্দের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে কোন বৈষম্য দূর করতে হবে ?
(ক) আর্থিক
(খ) বর্ণ
(গ) ভাষা
(ঘ) লিঙ্গ
উত্তর – (ঘ) লিঙ্গ
৪. সকলের জন্য শিক্ষার উদ্দেশ্য কোনটি ?
(ক) সর্বজনীন প্রবেশাধিকার
(খ) জাতীয় সংহতি বৃদ্ধি
(গ) সমসুযোগ প্রদান
(ঘ) সব ক-টি
উত্তর – (ঘ) সব ক-টি
9. কোনো রাষ্ট্রের শিক্ষার মূল ভিত্তি হল –
(ক) প্রাক-প্রাথমিক শিক্ষা
(খ) প্রাথমিক শিক্ষা
(গ) মাধ্যমিক শিক্ষা
(ঘ) উচ্চ শিক্ষা
উত্তর – (খ) প্রাথমিক শিক্ষা
10. কত খ্রিস্টাব্দে ভারতের দেশীয় রাজ্য বরোদায় প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় ?
(ক) 1948 খ্রিস্টাব্দে
(খ) 1906 খ্রিস্টাব্দে
(গ) 1917 খ্রিস্টাব্দে
(ঘ) 1919 খ্রিস্টাব্দে
উত্তর – (খ) 1906 খ্রিস্টাব্দে
11. মহামতি গোখেল কত খ্রিস্টাব্দে সমগ্র ভারতে প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করার উদ্যোগ গ্রহণ করেন ?
(ক) 1910 খ্রিস্টাব্দে
(খ) 1910 ও 1912 খ্রিস্টাব্দে
(গ) 1911 ও 1915 খ্রিস্টাব্দে
(ঘ) 1910 ও 1911 খ্রিস্টাব্দে
উত্তর – (ঘ) 1910 ও 1911 খ্রিস্টাব্দে
12. শ্রী বিঠলভাই প্যাটেল কত খ্রিস্টাব্দে বোম্বাই প্রদেশের পৌর এলাকায় সর্বপ্রথম প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেন ?
(ক) 1919 খ্রিস্টাব্দে
(খ) 1906 খ্রিস্টাব্দে
(গ) 1917 খ্রিস্টাব্দে
(ঘ) 1910 খ্রিস্টাব্দে
উত্তর – (গ) 1917 খ্রিস্টাব্দে
13. 2002 খ্রিস্টাব্দে কততম ভারতীয় সংবিধান সংশোধন হয় ?
(ক) 42 তম
(খ) 21 তম
(গ) 86 তম
(ঘ) 85 তম
উত্তর – (গ) 86 তম
14. 2002 খ্রিস্টাব্দে 86তম সংবিধান সংশোধনীতে কোন্ শিক্ষাকে প্রতিটি শিশুর মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতিদান করা হয় ?
(ক) প্রাক-প্রাথমিক শিক্ষা
(খ) মাধ্যমিক শিক্ষা
(গ) প্রাথমিক শিক্ষা
(ঘ) উচ্চমাধ্যমিক শিক্ষা
উত্তর – (গ) প্রাথমিক শিক্ষা
15. সংবিধানের 45নং ধারার উপধারা নীচের কোনটি ?
(ক) 26 নং উপধারা
(খ) 21 (ক) উপধারা
(গ) 46 নং উপধারা
(ঘ) 21 (খ) উপধারা
উত্তর – (খ) 21 (ক) উপধারা
16. সর্বজনীন শিক্ষার অর্থ হল –
(ক) শৈশবের জন্য শিক্ষা
(খ) সাম্যের জন্য শিক্ষা
(গ) সকলের জন্য শিক্ষা
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (গ) সকলের জন্য শিক্ষা
17. পৃথিবীর বহু দেশ 6-14 বছর বয়স পর্যন্ত প্রাথমিক শিক্ষাকে কী নামে অভিহিত করে ?
(ক) প্রাক্ শিক্ষা
(খ) প্রস্তুতিমূলক শিক্ষা
(গ) প্রারম্ভিক শিক্ষা
(ঘ) শৈশবের শিক্ষা
উত্তর – (গ) প্রারম্ভিক শিক্ষা
18. কত খ্রিস্টাব্দে NCERT দ্বারা প্রকাশিত ‘National Curriculum of Elementary Education : A Framework’ পুস্তকে প্রাথমিক শিক্ষাকে প্রারম্ভিক শিক্ষা বলে বর্ণনা করা হয়েছে ?
(ক) 1987 খ্রিস্টাব্দে
(খ) 1988 খ্রিস্টাব্দে
(গ) 1985 খ্রিস্টাব্দে
(ঘ) 1986 খ্রিস্টাব্দে
উত্তর – (খ) 1988 খ্রিস্টাব্দে
19. সর্বজনীন শিক্ষার সুযোগ বলতে শিশুদের বাড়ি থেকে কত কিলোমিটারের মধ্যে বিদ্যালয় থাকবে ?
(ক) 5 কিমি
(খ) 2 কিমি
(গ) 6 কিমি
(ঘ) 1 কিমি
উত্তর – (ঘ) 1 কিমি
20. সর্বজনীন প্রাথমিক শিক্ষার মৌলিক নীতি হল –
(ক) সর্বজনীন শিক্ষার সুযোগ
(খ) সর্বজনীন ভরতির সুযোগ
(গ) সর্বজনীন পাঠ শেষ করা
(ঘ) সব ক-টি
উত্তর – (ঘ) সব ক-টি
21. সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা হল –
(ক) সর্বজনীন বিকাশ
(খ) অপচয় ও অনুন্নয়ন রোধ
(গ) হীনম্মন্যতা দূরীকরণ
(ঘ) সব ক-টি
উত্তর – (ঘ) সব ক-টি
22. ভারতবর্ষে সর্বজনীন প্রাথমিক শিক্ষার বয়সকাল কত ?
(ক) 3-14 বছর
(খ) 2-12 বছর
(গ) 5-14 বছর
(ঘ) 6-14 বছর
উত্তর – (ঘ) 6-14 বছর
23. সর্বজনীন প্রাথমিক শিক্ষা প্রবর্তনের সমস্যা হল –
(ক) সরকারি অর্থাভাব
(খ) অপচয় ও অনুন্নয়ন
(গ) দ্রুত জনসংখ্যা বৃদ্ধি
(ঘ) সব ক-টি
উত্তর – (ঘ) সব ক-টি
24. সর্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যে পৌঁছোনোর উপায় হল –
(ক) অধিক সংখ্যক বিদ্যালয় স্থাপন
(খ) অপচয় ও অনুন্নয়ন রোধ
(গ) শিশু শ্রম আইন কঠোরভাবে প্রয়োগ
(ঘ) সব ক-টি
উত্তর – (ঘ) সব ক-টি
25. প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করার জন্য গৃহীত উদ্যোগসমূহ হল –
(ক) গ্রামে বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি
(খ) ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি চালু
(গ) মেয়েদের জন্য পৃথক বিদ্যালয় স্থাপন
(ঘ) সব ক-টি
উত্তর – (ঘ) সব ক-টি
26. সর্বজনীন প্রাথমিক শিক্ষা কর্মসূচি হল –
(ক) অপারেশন ব্ল্যাকবোর্ড
(খ) শিক্ষাকর্মী প্রকল্প
(গ) জেলা প্রাথমিক শিক্ষা কর্মসূচি
(ঘ) সব ক-টি
উত্তর – (ঘ) সব ক-টি
27. শিক্ষাকর্মী প্রকল্প কোন রাজ্যে প্রথম শুরু হয় ?
(ক) কেরলে
(খ) মহারাষ্ট্রে
(গ) পশ্চিমবঙ্গে
(ঘ) রাজস্থানে
উত্তর – (ঘ) রাজস্থানে
28. শিক্ষাকর্মী প্রকল্প কত খ্রিস্টাব্দে চালু হয় ?
(ক) 1986 খ্রিস্টাব্দে
(খ) 1985 খ্রিস্টাব্দে
(গ) 1987 খ্রিস্টাব্দে
(ঘ) 1990 খ্রিস্টাব্দে
উত্তর – (গ) 1987 খ্রিস্টাব্দে
29. শিক্ষাকর্মী প্রকল্পটি কাদের যৌথ উদ্যোগে শুরু হয় ?
(ক) কেন্দ্রীয় সরকার
(খ) রাজ্য সরকার
(গ) SIDA
(ঘ) সব কটি
উত্তর – (ঘ) সব কটি
30. SKP-এর সম্পূর্ণ নাম কি ?
(ক) Shiksha Karmi Programme
(খ) Shiksha Karmi Project
(গ) Shiksha Kalyan Project
(ঘ) Shiksha Karmi Product
উত্তর – (খ) Shiksha Karmi Project
Class 12 Education MCQ Question Answer Chapter 9
31. MLL-এর পূর্ণ নাম কি ?
(ক) Minimum Levels of Literacy
(খ) Maximum Levels of Learning
(গ) Minimum Levels of Learning
(ঘ) Minimum Line of Learning
উত্তর – (গ) Minimum Levels of Learning
32. জেলা প্রাথমিক শিক্ষা কর্মসূচির উদ্দেশ্য হল –
(ক) সর্বজনীন প্রাক্-প্রাথমিক শিক্ষা সফল করা
(খ) সর্বজনীন প্রাথমিক শিক্ষাকে সফল করা
(গ) সর্বজনীন প্রাথমিক শিক্ষাকে সফল করা
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (গ) সর্বজনীন প্রাথমিক শিক্ষাকে সফল করা
33. DPEP-এর পূর্ণ নাম কি ?
(ক) Department of Primary Education Programme
(খ) Direct Primary Education Programme
(গ) District Primary Education Programme
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (গ) District Primary Education Programme
34. DPEP কত খ্রিস্টাব্দে চালু হয় ?
(ক) 1993 খ্রিস্টাব্দে
(খ) 1986 খ্রিস্টাব্দে
(গ) 1899 খ্রিস্টাব্দে
(ঘ) 1995 খ্রিস্টাব্দে
উত্তর – (ক) 1993 খ্রিস্টাব্দে
35. প্রাথমিক শিক্ষাতে পুষ্টি সহযোগী জাতীয় কর্মসূচি কত খ্রিস্টাব্দে সূচনা হয় ?
(ক) 1993 খ্রিস্টাব্দে
(খ) 1995 খ্রিস্টাব্দে
(গ) 1976 খ্রিস্টাব্দে পর
(ঘ) 1997 খ্রিস্টাব্দে
উত্তর – (খ) 1995 খ্রিস্টাব্দে
36. NEEM-এর সম্পূর্ণ নাম কি ?
(ক) National Elementary Educator Mission
(খ) National Elementary Education Mission
(গ) National Elementary Educational Mission
(ঘ) Nations Elementary Education Mission
উত্তর – (খ) National Elementary Education Mission
37. লোক জাম্বিশ প্রকল্পটি কত খ্রিস্টাব্দে গৃহীত হয় ?
(ক) 1995 খ্রিস্টাব্দে
(খ) 1998 খ্রিস্টাব্দে
(গ) 1997 খ্রিস্টাব্দে
(ঘ) 2000 খ্রিস্টাব্দে
উত্তর – (ঘ) 2000 খ্রিস্টাব্দে
38. লোক জাম্বিশ প্রকল্পের লক্ষ্য কী ছিল ?
(ক) প্রাথমিক শিক্ষার উন্নয়ন
(খ) সকলের জন্য শিক্ষা
(গ) শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনুদান
(ঘ) পানীয় জলের ব্যবস্থা
উত্তর – (খ) সকলের জন্য শিক্ষা
39. লোক জাম্বিশ প্রকল্পে SIDA কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের আর্থিক অনুদানের অনুপাতিক হার কত ছিল ?
(ক) 1:2:3
(খ) 2:1:3
(গ) 3:1:2
(ঘ) 3:2:1
উত্তর – (ঘ) 3:2:1
40. SIDA-এর সম্পূর্ণ নাম কি ?
(ক) Swedish International Development Authority
(খ) Second International Development Authority
(গ) Sweish Internal Development Authority
(ঘ) Small International Development Authority
উত্তর – (ক) Swedish International Development Authority
41. NOS-এর সম্পূর্ণ নাম কি ?
(ক) National Oversis Schools
(খ) National Open Schools
(গ) Need Open Schools
(ঘ) National Open Scheme
উত্তর – (খ) National Open Schools
42. NOS-এর লক্ষ্য কী ছিল ?
(ক) 5ম-7ম শ্রেণি পর্যন্ত শিক্ষাদান
(খ) 5ম-9ম শ্রেণি পর্যন্ত শিক্ষাদান
(গ) 5ম-৪ম শ্রেণি পর্যন্ত শিক্ষাদান
(ঘ) 1ম-৪ম শ্রেণি পর্যন্ত শিক্ষাদান
উত্তর – (গ) 5ম-৪ম শ্রেণি পর্যন্ত শিক্ষাদান
43. মিড ডে মিল প্রকল্প কত খ্রিস্টাব্দে চালু হয় ?
(ক) 1995 খ্রিস্টাব্দে
(খ) 1986 খ্রিস্টাব্দে
(গ) 2008 খ্রিস্টাব্দে
(ঘ) 2009 খ্রিস্টাব্দে
উত্তর – (ক) 1995 খ্রিস্টাব্দে
44. কোন খ্রিস্টাব্দ থেকে শিক্ষার্থীদের রান্না করা খাবার দেওয়া শুরু হয় ?
(ক) 2001 খ্রিস্টাব্দে
(খ) 1995 খ্রিস্টাব্দে
(গ) 2008 খ্রিস্টাব্দে
(ঘ) 2002 খ্রিস্টাব্দে
উত্তর – (গ) 2008 খ্রিস্টাব্দে
45. কোন খ্রিস্টাব্দ থেকে উচ্চপ্রাথমিকে (ষষ্ঠ-অষ্টম শ্রেণি) মিড-ডে-মিল চালু হয় ?
(ক) 2008 খ্রিস্টাব্দে
(খ) 2009 খ্রিস্টাব্দে
(গ) 2010 খ্রিস্টাব্দে
(ঘ) 2015 খ্রিস্টাব্দে
উত্তর – (খ) 2009 খ্রিস্টাব্দে
46. ভারতবর্ষে কোন সংস্থার সহযোগিতায় সার্বিক সাক্ষরতা প্রচার কর্মসূচির কাজ শুরু হয় ?
(ক) UNICEF
(খ) UNO
(গ) UNESCO
(ঘ) IMF
উত্তর – (গ) UNESCO
47. ‘সার্বিক সাক্ষরতা প্রচার’ কর্মসূচির কাজ কত খ্রিস্টাব্দে শুরু হয় ?
(ক) 1995 খ্রিস্টাব্দে
(খ) 1990 খ্রিস্টাব্দে
(গ) 2000 খ্রিস্টাব্দে
(ঘ) 2002 খ্রিস্টাব্দে
উত্তর – (খ) 1990 খ্রিস্টাব্দে
48. Right to Education Act (RTE) সম্পূর্ণ নাম কি ?
(ক) The Right of Children to Free and Compulsary Education Act
(খ) The Right of Child to Free and Compulsary Education Act
(গ) The Right of Children to First and Compulsary Education Act
(ঘ) The Read of Children to Free and Compulsary Education Act
উত্তর – (ক) The Right of Children to Free and Compulsary Education Act
49. Right to Education Act (RTE) কত খ্রিস্টাব্দে সারা দেশে কার্যকারী হয় ?
(ক) 2009 খ্রিস্টাব্দে
(খ) 2010 খ্রিস্টাব্দের 1 এপ্রিল
(গ) 2010 খ্রিস্টাব্দের 2 এপ্রিল
(ঘ) 2010 খ্রিস্টাব্দে
উত্তর – (খ) 2010 খ্রিস্টাব্দের 1 এপ্রিল
50. NPNSPE-এর সম্পূর্ণ নাম কি ?
(ক) National Progress of Nutritional Support to Primary Education
(খ) National Programme of Natural Support to Primary Education
(গ) National Programme of Nutritional Support to Primary Education
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (গ) National Programme of Nutritional Support to Primary Education
51. কত খ্রিস্টাব্দে NPNSPE কর্মসূচির সূচনা হয় ?
(ক) 1990 খ্রিস্টাব্দে
(খ) 1992 খ্রিস্টাব্দে
(গ) 1995 খ্রিস্টাব্দে
(ঘ) 1997 খ্রিস্টাব্দে
উত্তর – (গ) 1995 খ্রিস্টাব্দে
52. প্রচার ও বিজ্ঞাপনের মাধ্যমে সর্বজনীন প্রাথমিক শিক্ষার জাতীয় কর্মসূচির উদ্দেশ্য কী ছিল ?
(ক) সামাজিক সচেতনতা
(খ) জনমত গঠন
(গ) সামাজিক সচেতনতা ও জনমত গঠন
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (গ) সামাজিক সচেতনতা ও জনমত গঠন
53. শিক্ষামুখী সমাজ গড়ে তুলতে 1999-2000 বর্ষে 14 বছর বয়স পর্যন্ত সকল স্তরের ছেলেমেয়েদের 10 বছরের মধ্যে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা দেওয়ার কর্মসূচিকে কী বলা হয় ?
(ক) সর্বজনীন শিক্ষা
(খ) সর্বশিক্ষা অভিযান
(গ) সকলের জন্য শিক্ষা
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (খ) সর্বশিক্ষা অভিযান
54. সর্বশিক্ষা অভিযানের মূল লক্ষ্য কী ছিল ?
(ক) অষ্টম শ্রেণি পর্যন্ত প্রারম্ভিক শিক্ষা সমাপ্ত করা
(খ) মাধ্যমিক শিক্ষার প্রস্তুতি করা
(গ) সামাজিক শিক্ষা প্রদান করা
(ঘ) আধ্যাত্মিক শিক্ষা প্রদান করা
উত্তর – (ক) অষ্টম শ্রেণি পর্যন্ত প্রারম্ভিক শিক্ষা সমাপ্ত করা
55. সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে কত খ্রিস্টাব্দের মধ্যে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা সমাপ্ত করার কথা বলা হয়েছে ?
(ক) 2015
(খ) 2012
(গ) 2010
(ঘ) 2006
উত্তর – (গ) 2010
56. সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য হল 2003 খ্রিস্টাব্দের মধ্যে কত বছর বয়স পর্যন্ত সকল শিশুকে বিদ্যালয়ে ভরতি করা ?
(ক) 6-14 বছর
(খ) 5-14 বছর
(গ) 7-14 বছর
(ঘ) 3-8 বছর
উত্তর – (খ) 5-14 বছর
57. সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে সকল শিক্ষার্থীকে কত খ্রিস্টাব্দের মধ্যে চার বছরের প্রাথমিক শিক্ষা (i-iv) সুনিশ্চিত করা ?
(ক) 2005
(খ) 2010
(গ) 2006
(ঘ) 2003
উত্তর – (গ) 2006
58. গ্রাম পঞ্চায়েত স্তরে কোন কেন্দ্র গঠিত হবে ?
(ক) চক্র সম্পদ কেন্দ্র
(খ) গুচ্ছ সম্পদ কেন্দ্র
(গ) গ্রাম সংসদ
(ঘ) শিক্ষা উন্নয়ন সংস্থা
উত্তর – (খ) গুচ্ছ সম্পদ কেন্দ্র
59. গ্রাম সংসদ স্তরে কোন কমিটি গঠিত হবে ?
(ক) স্থায়ী সংসদ কমিটি
(খ) গ্রাম শিক্ষা কমিটি
(গ) জেলা পরিদর্শন কমিটি
(ঘ) গ্রাম শিক্ষা কমিটি
উত্তর – (ঘ) গ্রাম শিক্ষা কমিটি
60. সর্বশিক্ষা অভিযানে সাহায্যকারী পাঠ্যক্রমের কী নাম দেওয়া হয়েছে ?
(ক) লুক্কায়িত পাঠ্যক্রম
(খ) সর্পিল পাঠ্যক্রম
(গ) লিখিত পাঠ্যক্রম
(ঘ) সেতু পাঠ্যক্রম
উত্তর – (ঘ) সেতু পাঠ্যক্রম
Class 12 Education MCQ Question Answer Chapter 9
61. পশ্চিমবঙ্গে সর্বশিক্ষা অভিযানকে যথাযথভাবে বাস্তবে রূপদানের জন্য কোন কর্মসূচি গ্রহণ করা হয়েছে ?
(ক) সাফাই কর্মসূচি
(খ) সবুজ সাথী
(গ) যুবশ্রী
(ঘ) স্কুল চলো
উত্তর –(ঘ) স্কুল চলো
62. পশ্চিমবঙ্গে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের কোন ধরনের শিক্ষাদানের কথা বলা হয়েছে ?
(ক) মাধ্যমিক শিক্ষা
(খ) বৃত্তি শিক্ষা
(গ) জীবনশৈলী শিক্ষা
(ঘ) নৈতিক শিক্ষা
উত্তর – (গ) জীবনশৈলী শিক্ষা
63. পশ্চিমবঙ্গে সর্বশিক্ষা অভিযানকে সফল করার জন্য বিদ্যালয়গুলিতে কোন ধরনের শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হয়েছে ?
(ক) আংশিক সময়ের শিক্ষক
(খ) পার্শ্বশিক্ষক
(গ) অতিথি শিক্ষক
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (খ) পার্শ্বশিক্ষক
64. সর্বশিক্ষা অভিযান কর্মসূচিকে পশ্চিমবঙ্গে সফল করতে প্রাথমিক বিদ্যালয়গুলিকে কত টাকা অনুদানের ব্যবস্থা করা হয়েছে ?
(ক) 1-(ii)5 লক্ষ
(খ) 1 লক্ষ
(গ) 2-(ii)5 লক্ষ
(ঘ) 50 হাজার-1 লক্ষ টাকা
উত্তর – (ঘ) 50 হাজার-1 লক্ষ টাকা
65. সর্বশিক্ষা অভিযান কর্মসূচিকে পশ্চিমবঙ্গে সফল করতে মাধ্যমিক বিদ্যালয়কে কত টাকা অনুদানের ব্যবস্থা করা হয়েছে ?
(ক) 1-2 লক্ষ
(খ) 1.5-2 লক্ষ
(গ) 1-2.5 লক্ষ
(ঘ) 2-3 লক্ষ
উত্তর – (গ) 1-2.5 লক্ষ
66. বঙ্গীয় প্রাথমিক শিক্ষা আইন পাস হয় –
(ক) 1931 খ্রিস্টাব্দে
(খ) 1930 খ্রিস্টাব্দে
(গ) 1932 খ্রিস্টাব্দে
(ঘ) 1919 খ্রিস্টাব্দে
উত্তর – (খ) 1930 খ্রিস্টাব্দে
67. পূর্ণ সাক্ষরতা অভিযান শুরু হয় –
(ক) 1990 খ্রিস্টাব্দে
(খ) 1988 খ্রিস্টাব্দে
(গ) 1991 খ্রিস্টাব্দে
(ঘ) 1926 খ্রিস্টাব্দে
উত্তর – (ক) 1990 খ্রিস্টাব্দে
68. TLC-এর সম্পূর্ণ নাম কি ?
(ক) Total Literacy Centre
(খ) Total Level Campaign
(গ) Total Literacy Campaign
(ঘ) Total Lower Campaign
উত্তর – (গ) Total Literacy Campaign
69. সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয় – [HS 2015]
(ক) 2001 খ্রিস্টাব্দে
(খ) 2002 খ্রিস্টাব্দে
(গ) 2003 খ্রিস্টাব্দে
(ঘ) 2004 খ্রিস্টাব্দে
উত্তর – (খ) 2002 খ্রিস্টাব্দে
70. ‘সর্বশিক্ষা অভিযান প্রকল্প’ ছিল –
(ক) 9 বছরের
(খ) 10 বছরের
(গ) 5 বছরের
(ঘ) 15 বছরের
উত্তর – (খ) 10 বছরের
71. বঙ্গদেশে প্রাথমিক শিক্ষা আইন পাস হয় ?
(ক) 1917 খ্রিস্টাব্দে
(খ) 1919 খ্রিস্টাব্দে
(গ) 1910 খ্রিস্টাব্দে
(ঘ) 1930 খ্রিস্টাব্দে
উত্তর – (খ) 1919 খ্রিস্টাব্দে
72. ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ পালিত হয় –
(ক) 5 সেপ্টেম্বর
(খ) ৪ সেপ্টেম্বর
(গ) 2 অক্টোবর
(ঘ) 15 ডিসেম্বর
উত্তর – (খ) ৪ সেপ্টেম্বর
73. সর্বশিক্ষা অভিযানে ব্রিজকোর্সের পাঠ্যক্রমের নাম হল –
(ক) মূল পাঠ্যক্রম
(খ) সাহায্যকারী পাঠ্যক্রম
(গ) সেতু পাঠ্যক্রম
(ঘ) অতিরিক্ত পাঠ্যক্রম
উত্তর – (গ) সেতু পাঠ্যক্রম
74. 1991 খ্রিস্টাব্দের জনগণনার রিপোর্ট অনুযায়ী কেরলের যে জেলা সর্বপ্রথম পূর্ণ সাক্ষরের মর্যাদা লাভ করে –
(ক) এর্নাকুলাম জেলা
(খ) কর্নাল জেলা
(গ) ত্রিচুর জেলা
(ঘ) কাসারগড় জেলা
উত্তর – (ক) এর্নাকুলাম জেলা
75. 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের যে জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি –
(ক) বর্ধমান জেলা
(খ) পূর্ব মেদিনীপুর জেলা (87.66%)
(গ) পশ্চিম মেদিনীপুর জেলা
(ঘ) হাওড়া জেলা
উত্তর – (খ) পূর্ব মেদিনীপুর জেলা (87.66%)
76. “প্রত্যেকেই একজনকে শিক্ষা দাও”- এই নীতি যে কর্মসূচিতে বলা হয়েছে –
(ক) সর্বশিক্ষা অভিযান
(খ) সার্বিক সাক্ষরতা অভিযান
(গ) জাতীয় সাক্ষরতা মিশন
(ঘ) জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি
উত্তর – (গ) জাতীয় সাক্ষরতা মিশন
77. মিড-ডে মিল যে সাক্ষরতার কর্মসূচিতে চালু হয় –
(ক) জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি
(খ) সর্বশিক্ষা অভিযান
(গ) জাতীয় সাক্ষরতা মিশন
(ঘ) প্রবহমান শিক্ষা
উত্তর – (খ) সর্বশিক্ষা অভিযান
78. 3Rs হল –
(ক) পঠন (Reading) লিখন (Writing) এবং সংরক্ষিত করা (Re-cording)
(খ) পঠন (Reading) লিখন (Writing) এবং গণিত (Arithmetic)
(গ) পাঠক (Reader) লিখন (Writing) এবং গণিত (Arithmetic)
(ঘ) পঠন (Reading) লেখক (Writer) এবং গণিত (Arithmetic)
উত্তর – (খ) পঠন (Reading) লিখন (Writing) এবং গণিত (Arithmetic)
79. VEC-এর সম্পূর্ণ নাম কি ?
(ক) Village Education Campaign
(খ) Village Efficiency Campaign
(গ) Village Education Committee
(ঘ) Village Education Centre
উত্তর – (গ) Village Education Committee
80. ভারতীয় সংবিধানের কত নং ধারায় 10 বছরের মধ্যে 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা দেওয়ার কথা বলা হয় ?
(ক) 46 নং ধারায়
(খ) 47 নং ধারায়
(গ) 45 নং ধারায়
(ঘ) 15 নং ধারায়
উত্তর – (গ) 45 নং ধারায়
81. ‘শিক্ষার অধিকার আইন’ কার্যকারী হয় –
(ক) 2008 খ্রিস্টাব্দে
(খ) 2011 খ্রিস্টাব্দে
(গ) 2009 খ্রিস্টাব্দে
(ঘ) 2010 খ্রিস্টাব্দে
উত্তর – (ঘ) 2010 খ্রিস্টাব্দে
82. ‘সর্বশিক্ষা অভিযান’ কার্যকরী হয় –
(ক) 2001 খ্রিস্টাব্দে
(খ) 2002 খ্রিস্টাব্দে
(গ) 2003 খ্রিস্টাব্দে
(ঘ) 2008 খ্রিস্টাব্দে
উত্তর – (খ) 2002 খ্রিস্টাব্দে
83. সর্বশিক্ষা অভিযান কর্মসূচি রূপায়ণের জন্য আমাদের রাজ্যে গঠিত হয়েছে –
(ক) পশ্চিমবঙ্গ রাজ্য প্রারম্ভিক শিক্ষা উন্নয়ন সংস্থা
(খ) পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা অভিযান
(গ) পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা
(ঘ) পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন
উত্তর – (ক) পশ্চিমবঙ্গ রাজ্য প্রারম্ভিক শিক্ষা উন্নয়ন সংস্থা
84. সর্বশিক্ষা অভিযানের বর্তমান নাম হল –
(ক) সর্বশিক্ষা প্রোগ্রাম
(খ) সর্বশিক্ষা মিশন
(গ) সর্বশিক্ষা সংস্থা
(ঘ) সর্বশিক্ষা নিয়ন্ত্রক
উত্তর – (খ) সর্বশিক্ষা মিশন
85. DCSSA-এর সম্পূর্ণ নাম হল –
(ক) District Committee of Sarva Shiksha Abhiyan
(খ) Direct Committee of Sarva Shikha Abhiyan
(গ) District Control of Sarva Shikha Abhiyan
(ঘ) District Counil of Sarva Shikha Abhiyan
উত্তর – (ক) District Committee of Sarva Shiksha Abhiyan
86. DPEP-এর সম্পূর্ণ নাম হল –
(ক) District Primary Education Policy
(খ) District Primary Education Programme
(গ) District Policy of Education Programme
(ঘ) District Primary Educational Programme
উত্তর – (খ) District Primary Education Programme
87. DPEP প্রথম যে ক-টি জেলায় চালু হয় ?
(ক) 7টি
(খ) ৪টি
(গ) 5টি
(ঘ) 9টি
উত্তর – (গ) 5টি
88. EGS-এর সম্পূর্ণ নাম হল –
(ক) Education Guarantee Service
(খ) Education Grant Scheme
(গ) Education Guide Scheme
(ঘ) Education Guarantee Scheme
উত্তর – (ঘ) Education Guarantee Scheme
89. ‘Each One Teah One’-কথাটি বলেছেন –
(ক) রুশো
(খ) জন ডিউই
(গ) ড. লাউব্যাক
(ঘ) গোপালকৃষ্ণ গোখলে
উত্তর – (গ) ড. লাউব্যাক
90. প্রতিবছর ‘সাক্ষরতা দিবস’ হিসেবে পালন করা হয় –
(ক) 5 সেপ্টেম্বর
(খ) 4 সেপ্টেম্বর
(গ) ৪ আগস্ট
(ঘ) 9 জুন
উত্তর – (ঘ) 9 জুন
91. ‘রাজ্য সাক্ষরতা মিশন’ চালু হয় –
(ক) 1997-99 খ্রিস্টাব্দে
(খ) 1996-97 খ্রিস্টাব্দে
(গ) 1997-98 খ্রিস্টাব্দে
(ঘ) 1997-2000 খ্রিস্টাব্দে
উত্তর – (গ) 1997-98 খ্রিস্টাব্দে
আরও পড়ুন :
এডুকেশন প্রথম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
এডুকেশন দ্বিতীয় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
এডুকেশন তৃতীয় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
এডুকেশন চতুর্থ অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
এডুকেশন পঞ্চম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
এডুকেশন ষষ্ঠ অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
এডুকেশন সপ্তম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
এডুকেশন অষ্টম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
YouTube – Samim Sir