দ্বাদশ শ্রেণী ইতিহাস – চতুর্থ অধ্যায় – MCQ প্রশ্ন উত্তর তৃতীয় সেমিস্টার / Class 12 history chapter 4 semester 3 mcq questions and answers
চতুর্থ অধ্যায় – ঊনবিংশ ও বিংশ শতাব্দীব্যাপী উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ
MCQ প্রশ্ন উত্তর তৃতীয় সেমিস্টার
Class 12 history chapter 4 semester 3 mcq questions and answers
1. ‘Imperialism’ শব্দটি প্রথম কবে ব্যবহৃত হয় ?
(ক) 1890 খ্রিস্টাব্দে
(খ) 1891 খ্রিস্টাব্দে
(গ) 1892 খ্রিস্টাব্দে
(ঘ) 1893 খ্রিস্টাব্দে
উত্তর – (ক) 1890 খ্রিস্টাব্দে
2. ‘Imperialism: A Study’ গ্রন্থটির রচয়িতা কে ?
(ক) ভ্লাদিমির লেনিন
(খ) জন অ্যাটকিনসন
(গ) ইম্যানুয়েল ওয়ালারস্টাইন
(ঘ) চার্লস বেয়ার্ড
উত্তর – (খ) জন অ্যাটকিনসন
3. 1840 খ্রিস্টাব্দ থেকে 1895 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ‘শিল্পবিপ্লবের দ্বিতীয় পর্যায়’ বলে উল্লেখ করেছেন –
(ক) এরিক হবসবম
(খ) ডেভিড টমসন
(গ) কার্ডিনাল ল্যাভিজেরি
(ঘ) ইম্যানুয়েল ওয়ালারস্টাইন
উত্তর – (ক) এরিক হবসবম
4. ‘রক্ত ও লৌহ নীতি’-র প্রবক্তা ছিলেন –
(ক) বিসমার্ক
(খ) ম্যাৎসিনি
(গ) গ্যারিবন্ডি
(ঘ) ওয়েবার
উত্তর – (ক) বিসমার্ক
5. ‘ওয়েল্ট পলিটিক’ নীতি প্রবক্তা ছিলেন –
(ক) প্রথম উইলিয়াম
(খ) দ্বিতীয় উইলিয়াম
(গ) তৃতীয় উইলিয়াম
(ঘ) চতুর্থ উইলিয়াম
উত্তর – (খ) দ্বিতীয় উইলিয়াম
6. ‘The White Men’s Burden’ কবিতাটির রচয়িতা হলেন –
(ক) রুডিয়ার্ড কিপলিং
(খ) দ্বিতীয় লিওপোল্ড
(গ) হবসন
(ঘ) ক্যাপ্রিভি
উত্তর – (ক) রুডিয়ার্ড কিপলিং
7. আফ্রিকার ন্যাশনাল কংগ্রেস পার্টিকে নিষিদ্ধ করা হয় –
(ক) 1964 খ্রিস্টাব্দে
(খ) 1965 খ্রিস্টাব্দে
(গ) 1966 খ্রিস্টাব্দে
(ঘ) 1967 খ্রিস্টাব্দে
উত্তর – (ক) 1964 খ্রিস্টাব্দে
8. কোন সময়কাল সাম্রাজ্যবাদের যুগ’ নামে পরিচিত ?
(ক) 1870-1900 খ্রিস্টাব্দ
(খ) 1871-1914 খ্রিস্টাব্দ
(গ) 1875-1900 খ্রিস্টাব্দ
(ঘ) 1860-1999 খ্রিস্টাব্দ
উত্তর – (খ) 1871-1914 খ্রিস্টাব্দ
9. ‘কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম’ গ্রন্থটির রচয়িতা হলেন –
(ক) ক্যাথারিন মেয়ো
(খ) রুডইয়ার্ড কিপলিং
(গ) এডওয়ার্ড সাঈদ
(ঘ) লেনার্ড উলফ
উত্তর – (ঘ) লেনার্ড উলফ
10. ব্রেটন উডস সম্মেলন খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় –
(ক) 1944
(খ) 1945
(গ) 1946
(ঘ) 1947
উত্তর – (ক) 1944
11. উপনিবেশবাদের ইতিহাস কত বছরের পুরোনো ?
(ক) 400
(খ) 500
(গ) 600
(ঘ) 700
উত্তর – (খ) 500
12. ইউরোপে ভৌগোলিক আবিষ্কারের স্পৃহা জাগরিত হয়েছিল –
(ক) চতুর্দশ-পঞ্চদশ শতকে
(খ) ঊনবিংশ-বিংশ শতকে
(গ) অষ্টাদশ-ঊনবিংশ শতকে
(ঘ) পঞ্চদশ-ষোড়শ শতকে
উত্তর – (ঘ) পঞ্চদশ-ষোড়শ শতকে
13. ‘Imperialism’ শব্দটির প্রথম উল্লেখ পাওয়া যায় –
(ক) 1890 খ্রিস্টাব্দে
(খ) 1990 খ্রিস্টাব্দে
(গ) 1780 খ্রিস্টাব্দে
(ঘ) 1770 খ্রিস্টাব্দে
উত্তর – (ক) 1890 খ্রিস্টাব্দে
14. নিম্নলিখিত কোন কাল পর্বটি ‘সাম্রাজ্যবাদের যুগ’ নামে পরিচিত ?
(ক) 1770-1820
(খ) 1870-1945
(গ) 1780-1921
(ঘ) 1871-1914
উত্তর – (ঘ) 1871-1914
16. ‘Imperialism: A Study’ নামক গ্রন্থটি কার রচনা ?
(ক) লেনিনের
(খ) জে. এ. হবসনের
(গ) ম্যাকিয়াভেলির
(ঘ) ওয়ালারস্টাইনের
উত্তর – (খ) জে. এ. হবসনের
17. “পুঁজিবাদের জঠরেই সাম্রাজ্যবাদের জন্ম”-উক্তিটি কার ?
(ক) ডেভিড টমসনের
(খ) ভ্লাদিমির লেনিনের
(গ) হবসনের
(ঘ) ম্যাকেঞ্জির
উত্তর – (খ) ভ্লাদিমির লেনিনের
18. উপনিবেশবাদের কারণ হিসেবে কেন্দ্র ও বিস্তারের প্রান্তের ধারণা দিয়েছিলেন –
(ক) ইম্যানুয়েল ওয়ালারস্টাইন
(খ) চার্লস বেয়ার্ড
(গ) ডেভিড রিকার্ডো
(ঘ) উক্ত কোনোটি নয়
উত্তর – (ক) ইম্যানুয়েল ওয়ালারস্টাইন
19. সাম্রাজ্যবাদকে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর বলে কে অভিমত প্রকাশ করেছেন ?
(ক) রমেশচন্দ্র দত্ত
(খ) ভ্লাদিমির লেনিন
(গ) জন হবসন
(ঘ) দাদাভাই নৌরজি
উত্তর – (খ) ভ্লাদিমির লেনিন
20. উপনিবেশবাদের সঙ্গে জড়িত –
(ক) সেবার আদর্শ
(খ) উন্নয়নের আদর্শ
(গ) সংস্কৃতায়নের আদর্শ
(ঘ) লাভের আদর্শ
উত্তর – (ঘ) লাভের আদর্শ
21. ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ নামে পরিচিত –
(ক) এশিয়া
(খ) ইউরোপে
(গ) দক্ষিণ আমেরিকা
(ঘ) আফ্রিকা
উত্তর – (ঘ) আফ্রিকা
22.“খ্রিস্ট ধর্ম, বাণিজ্য এবং সভ্যতা হাত ধরাধরি করে চলে” মন্তব্যটি করেছেন –
(ক) ডেভিড লিভিংস্টোন
(খ) জেমস মিল
(গ) নিনো দ কুনহা
(ঘ) ক্রিস্টোফার কলম্বাস
উত্তর – (ক) ডেভিড লিভিংস্টোন
23. Society of African missionaries গঠন করেছিলেন –
(ক) কার্ডিনাল অ্যাকুইভিভা
(খ) কার্ডিনাল ল্যাভেজারি
(গ) মার্টিন লুথার
(ঘ) ডেভিড লিভিংস্টোন
উত্তর – (গ) মার্টিন লুথার
24. উপনিবেশবাদের বিস্তারের পেছনে কেন্দ্র ও প্রান্তের ধারণা কে দিয়েছিলেন ?
(ক) কার্ডিনাল ম্যাজারিন
(খ) ইম্যানুয়েল ওয়ালার স্টাইন
(গ) ভিনসেন্ট স্মিথ
(ঘ) চার্লস বেয়ার্ড
উত্তর – (খ) ইম্যানুয়েল ওয়ালার স্টাইন
25. সার্ভে অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?
(ক) 1767
(খ) 1853
(গ) 1864
(ঘ) 1772
উত্তর – (ক) 1767
26. অন্ধকারের জন্য মহাদেশ কোনটি ?
(ক) আফ্রিকা
(খ) এশিয়া
(গ) লাতিন আমেরিকা
(ঘ) ওশিয়ানিয়া
উত্তর – (ক) আফ্রিকা
27. “ইউরোপ সিন্স নেপোলিয়ন” বইটির রচয়িতা কে ?
(ক) ডেভিড হ্যানিম্যান
(খ) রবার্ট ওরোম
(গ) ডেভিড টমসন
(ঘ) উইলিয়াম হান্টার
উত্তর – (গ) ডেভিড টমসন
28. আলজেরিয়াকে কোন্ ঔপনিবেশিক শক্তি তাদের উপনিবেশে পরিণত করেছিল ?
(ক) ইংল্যান্ড
(খ) ফ্রান্স
(গ) পোর্তুগাল
(ঘ) স্পেন
উত্তর – (খ) ফ্রান্স
29. ফোর্ট সেন্ট জর্জ কোথায় অবস্থিত ছিল ?
(ক) কলকাতা
(খ) বোম্বে
(গ) মাদ্রাজ
(ঘ) কালিকট
উত্তর – (গ) মাদ্রাজ
30. ভাস্কো-দা-গামা কবে ভারতে আসার জলপথ আবিষ্কার করেছিলেন ?
(ক) 1503
(খ) 1498
(গ) 1492
(ঘ) 1510
উত্তর – (খ) 1498
31. সশস্ত্র শান্তির যুগ নামে পরিচিত নিম্নলিখিত কোন্ সময়কালটি ?
(ক) 1780 থেকে 1851
(খ) 1842 থেকে 1945
(গ) 1914 থেকে 1945
(ঘ) 1871 থেকে 1914
উত্তর – (ঘ) 1871 থেকে 1914
32. মনরো নীতির মূল কথা কী ছিল ?
(ক) ইউরোপ ইউরোপবাসীর জন্য
(খ) এশিয়া এশিয়াবাসীর জন্য
(গ) আফ্রিকা আফ্রিকাবাসীর জন্য
(ঘ) আমেরিকা আমেরিকাবাসীর জন্য
উত্তর – (ঘ) আমেরিকা আমেরিকাবাসীর জন্য
33. হবসবম ‘Age of Imperialism’ হিসেবে চিহ্নিত করেছেন কোন কালপর্বটিকে ?
(ক) উনিশ শতকের দ্বিতীয়ার্ধ
(খ) বিশ শতকের প্রথমার্ধ
(গ) অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধ
(ঘ) উক্ত কোনোটিই নয়
উত্তর – (ক) উনিশ শতকের দ্বিতীয়ার্ধ
34. মার্কেনটাইল মতবাদ হল –
(ক) মুক্ত বাজার অর্থনীতি
(খ) আবদ্ধ বাজার অর্থনীতি
(গ) রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি
(ঘ) ব্যক্তি নিয়ন্ত্রিত অর্থনীতি
উত্তর – (গ) রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি
35. লেসেফেয়ার অর্থনৈতিক ব্যবস্থা হল –
(ক) রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি
(খ) বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত অর্থনীতি
(গ) অবাধ বাণিজ্য নীতি
(ঘ) উক্ত কোনোটিই নয়
উত্তর – (গ) অবাধ বাণিজ্য নীতি
36. কলম্বাস কত খ্রিস্টাব্দে নতুন বিশ্বের খোঁজ করেছিলেন ?
(ক) 1522
(খ) 1492
(গ) 1498
(ঘ) 1504
উত্তর – (খ) 1492
37. নিম্নলিখিত কোনটি ইউরোপীয় নাবিকদের ভৌগোলিক অভিযান চালাতে প্রলুব্ধ করেছিল ?
(ক) God, Great, Glory
(খ) Gold, Goal, Glory
(গ) God, Glory, Gold
(ঘ) উক্ত কোনোটিই নয়
উত্তর – (ঘ) উক্ত কোনোটিই নয়
38. ‘Enclosure System’ নিম্নলিখিত কোন দেশের আর্থসামাজিক জীবনের অঙ্গ ছিল ?
(ক) বেলজিয়াম
(খ) নেদারল্যান্ড
(গ) ফ্রান্স
(ঘ) ইংল্যান্ড
উত্তর – (ঘ) ইংল্যান্ড
39. জেন্ট্রি কারা ?
(ক) ফ্রান্সের বুর্জোয়া নেতা
(খ) ইংল্যান্ডের নব্য বণিক সম্প্রদায়
(গ) ইংল্যান্ডের গিল্ডের সভাপতি
(ঘ) ইটালির ব্যবসায়ী সমাজের নেতা
উত্তর – (খ) ইংল্যান্ডের নব্য বণিক সম্প্রদায়
40. জার্নিমেনরা ছিলেন –
(ক) মধ্যযুগে ইউরোপের সামন্ত প্রভু
(খ) কারিগরি ক্ষেত্রে প্রশিক্ষণরত তরুণ
(গ) ব্যাবসা-বাণিজ্যে দক্ষ নাবিক
(ঘ) ইউরোপীয় ব্যাংকার
উত্তর – (খ) কারিগরি ক্ষেত্রে প্রশিক্ষণরত তরুণ
41. ক্যামেরালিজম হল –
(ক) ইংল্যান্ডে সম্প্রসারিত মার্কেন্টাইল মতবাদ
(খ) বেলজিয়ামে সম্প্রসারিত অবাধ বাণিজ্য নীতি
(গ) জার্মানিতে সম্প্রসারিত মার্কেন্টাইল যতবাদ
(ঘ) জার্মানিতে সম্প্রসারিত লেসেফেয়ার মতবাদ
উত্তর – (গ) জার্মানিতে সম্প্রসারিত মার্কেন্টাইল যতবাদ
42. ফিজিওক্র্যাট নামক অর্থনৈতিক গোষ্ঠীর উপস্থিতি নিম্নলিখিত কোন্ দেশে দেখা যায় –
(ক) ইংল্যান্ড
(খ) ফ্রান্স
(গ) ইটালি
(ঘ) জার্মানি
উত্তর – (খ) ফ্রান্স
43. টরডিসিল্লাসের চুক্তি (1494) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?
(ক) ইংল্যান্ড ও ফ্রান্স
(খ) পোর্তুগাল ও স্পেন
(গ) ইংল্যান্ড ও পোর্তুগাল
(ঘ) স্পেন ও নেদারল্যান্ড
উত্তর – (খ) পোর্তুগাল ও স্পেন
44. কোন পোপ টরডিসিল্লাসের চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন ?
(ক) ষষ্ঠ পায়াস
(খ) ষষ্ঠ আলেকজান্ডার
(গ) ষষ্ঠ নিকোলাস
(ঘ) ষষ্ঠ ওনেসিক্রিটাস
উত্তর – (খ) ষষ্ঠ আলেকজান্ডার
45. ইনকা সভ্যতার মূল কেন্দ্রটিকে কোন ইউরোপীয় শক্তি দখল করেছিল ?
(ক) স্পেন
(খ) ইংল্যান্ড
(গ) পোর্তুগাল
(ঘ) উক্ত কোনোটিই নয়
উত্তর – (গ) পোর্তুগাল
46. বুয়েন্স এয়ারিস শহরটি স্থাপন করেছিলেন –
(ক) পেড্রো দ্যা মেন্ডোজা
(খ) পেড্রো দ্যা আলবুকার্ক
(গ) পেড্রো দ্যা ভ্যালডিভিয়া
(ঘ) পেড্রো দ্যা কেব্রাল
উত্তর – (ক) পেড্রো দ্যা মেন্ডোজা
47. সানডমিঙ্গো দ্বীপের নাম বদলে হিস্পানিওলা করা হয়েছিল নিম্নলিখিত কোন্ ঔপনিবেশিক শক্তির দ্বারা ?
(ক) পোর্তুগাল
(খ) ইংল্যান্ড
(গ) স্পেন
(ঘ) বেলজিয়াম
উত্তর – (গ) স্পেন
48. দূর প্রাচ্যে ফিলিপাইন ভূখণ্ডটি আবিষ্কার করেছিলেন –
(ক) ক্রিস্টোফার কলম্বাস
(খ) আমেরিগো ভেসপুচি
(গ) ফার্দিনান্দ ম্যাগেলান
(ঘ) ভাস্কো ডা গামা
উত্তর – (গ) ফার্দিনান্দ ম্যাগেলান
49. ভাস্কো-ডা-গামাকে ভারতে পৌঁছতে যে ভারতীয় নাবিক সাহায্য করেছিলেন, তিনি হলেন –
(ক) মালিক ইস্পাহানী
(খ) আব্দুল মাজিদ
(গ) বীরজি বোহরা
(ঘ) উক্ত কোনোটিই নয়
উত্তর – (খ) আব্দুল মাজিদ
50. ভারত মহাসাগরীয বাণিজ্যে কার্ভাজ বা লাইসেন্স প্রথা চালু করেছিল –
(ক) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
(খ) ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
(গ) দিনেমার বণিকেরা
(ঘ) পোর্তুগিজ বণিকেরা
উত্তর – (ঘ) পোর্তুগিজ বণিকেরা
51. এস্তাদো-দ্যা-ইন্ডিয়া হল –
(ক) ভারতমহাসাগরীয় অঞ্চলে স্প্যানিশদের দ্বারা গড়ে তোলা অলিখিত সাম্রাজ্য
(খ) ভারতমহাসাগরীয় অঞ্চলে ব্রিটিশদের দ্বারা গড়ে তোলা অলিখিত সাম্রাজ্য
(গ) ভারতমহাসাগরীয় অঞ্চলে পোর্তুগিজদের দ্বারা গড়ে তোলা অলিখিত সাম্রাজ্য
(ঘ) ভারতমহাসাগরীয় অঞ্চলে ওলন্দাজদের দ্বারা গড়ে তোলা অলিখিত সাম্রাজ্য
উত্তর – (গ) ভারতমহাসাগরীয় অঞ্চলে পোর্তুগিজদের দ্বারা গড়ে তোলা অলিখিত সাম্রাজ্য
✍️ শূন্যস্থান পূরণ করো : –
52. ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছিল ______________ খ্রিস্টাব্দে।
(ক) 1600
(খ) 1400
(গ) 1800
(ঘ) 1700
উত্তর – (ক) 1600
53. বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম এজেন্ট হিসেবে নিযুক্ত হয়েছিলেন ________________ ।
(ক) জব চার্নক
(খ) রেজা খাঁ
(গ) রবার্ট ক্লাইভ
(ঘ) ইলিয়াম হজেস
উত্তর – (ঘ) ইলিয়াম হজেস
54. 1690 খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন করেছিলেন ________________ ।
(ক) ওয়েলেসলি
(খ) লর্ড ডালহৌসি
(গ) জব চার্নক
(ঘ) ভ্যান্সিটার্ট
উত্তর – (গ) জব চার্নক
55. ________________খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, গোবিন্দপুর, সুতানুটি গ্রামের জমিদারি স্বত্ব লাভ করেছিল।
(ক) 1656
(খ) 1698
(গ) 1688
(ঘ) 1717
উত্তর – (খ) 1698
56. সাউথ আফ্রিকান চার্টার্ড কোম্পানি গঠন করেছিলেন _____________ ।
(ক) অগাথা ক্রিষ্টি
(খ) ডা. জেমসন
(গ) সিসিল রোডস
(ঘ) ভ্যান্সিটার্ট
উত্তর – (গ) সিসিল রোডস
57. ইউরোপীয় শক্তিগুলির মধ্যে সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকায় বসতি স্থাপন করেছিলেন ___________ ।
(ক) ব্রিটিশরা
(খ) দিনেমাররা
(গ) ওলন্দাজরা
(ঘ) ফরাসিরা
উত্তর – (গ) ওলন্দাজরা
58. কেপ কলোনিতে অবস্থানরত ওলন্দাজরা পরিচিত ছিলেন ___________ নামে।
(ক) ব্রিসোঁয়া
(খ) বর্বর
(গ) বুয়র
(ঘ) জেস্ট্রি
উত্তর – (গ) বুয়র
59. বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ নেলসন ম্যান্ডেলা ____________ দেশের রাষ্ট্রপতি ছিলেন ।
(ক) মোজাম্বিক
(খ) অ্যাঙ্গোলা
(গ) সুদান
(ঘ) দক্ষিণ আফ্রিকা
উত্তর – (ঘ) দক্ষিণ আফ্রিকা
60. আগাদির সংকট সৃষ্টি হয়েছিল __________ এবং ____________ এর মধ্যে ।
(ক) ইংল্যান্ড, ফ্রান্স
(খ) ইংল্যান্ড, জার্মানি
(গ) জার্মানি, ফ্রান্স
(ঘ) ইটালি, ফ্রান্স
উত্তর – (গ) জার্মানি, ফ্রান্স
61. এশিয়ার প্রথম সাম্রাজ্যবাদী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছিল _______________ ।
(ক) চিন
(খ) জাপান
(গ) কোরিয়া
(ঘ) সোভিয়েত রাশিয়া
উত্তর –(খ) জাপান
62. ‘New Colonialism the Last Stage of Capitalism’ বইটির রচয়িতা হলেন ________________।
(ক) অ্যাডাম স্মিথ
(খ) বেনিটো মুসোলিনি
(গ) নেলসন ম্যান্ডেলা
(ঘ) নক্রুমা
উত্তর – (ঘ) নক্রুমা
63. নিম্নলিখিত যে অর্থনৈতিক সংস্থাটি নব উপনিবেশবাদ বিস্তারের হাতিয়ারে পরিণত হয়েছে সেটি হল _____________।
(ক) সম্মিলিত জাতিপুঞ্জ
(খ) আন্তর্জাতিক অর্থভাণ্ডার
(গ) ইউনেস্কো
(ঘ) বিশ্বব্যাংক
উত্তর – (খ) আন্তর্জাতিক অর্থভাণ্ডার
64. বিশ্বায়ন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন ____________ ।
(ক) জিওফ্রে রোলিনসন
(খ) রোল্যান্ড রবার্টসন
(গ) মাইকেল পপার
(ঘ) অ্যাডাম স্মিথ
উত্তর – (খ) রোল্যান্ড রবার্টসন
65. ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলির প্রভাব মন্ডল বা Sphere of influence প্রতিষ্ঠার সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় _____________ সম্মেলন থেকে।
(ক) বেলজিয়াম
(খ) বার্লিন
(গ) সানস্টিফান
(ঘ) বোস্টন
উত্তর – (খ) বার্লিন
66. আফ্রিকা মহাদেশের রোডেশিয়া দেশটির বর্তমান নাম হল _____________ ।
(ক) সোমালিয়া
(খ) জিম্বাবোয়ে
(গ) জর্ডন
(ঘ) নাইজেরিয়া
উত্তর – (খ) জিম্বাবোয়ে
67. পোর্তুগিজ গভর্নর ____________ –র আমলে ভারতে পোর্তুগিজদের রাজধানী কোচিন থেকে গোয়ায় স্থানান্তরিত হয়।
(ক) আলমিডা
(খ) আলবুকার্ক
(গ) নিনো দ্যা কুনহা
(ঘ) পেড্রো দ্যা কেব্রলি
উত্তর – (গ) নিনো দ্যা কুনহা
68. ‘ফাদার অফ ইকোনোমিক্স’ নামে পরিচিত _____________ ।
(ক) কোলবার্ট
(খ) অ্যাডাম স্মিথ
(গ) হেনরি দ্য নেভিগেটর
(ঘ) ব্রিয়াঁ
উত্তর – (খ) অ্যাডাম স্মিথ
69. ওয়েল্ট পলিটিক নীতি গ্রহণ করেছিলেন _____________ ।
(ক) বিসমার্ক
(খ) দ্বিতীয় উইলিয়াম
(গ) ষোড়শ লুই
(ঘ) ষষ্ঠ উইলিয়াম
উত্তর – (খ) দ্বিতীয় উইলিয়াম
70. ইউরোপীয় সভ্যতার ‘শেষ সন্তান’ নামে পরিচিত ছিল যে দেশটি, সেটি হল ____________ ।
(ক) ইংল্যান্ড
(খ) তুরস্ক
(গ) জার্মানি
(ঘ) রাশিয়া
উত্তর – (ঘ) রাশিয়া
71. ইন্টারন্যাশনাল আফ্রিকান অ্যাসোসিয়েশন গড়ে তোলার পিছনে বেলজিয়ামের যে শাসক সর্বাধিক ভূমিকা গ্রহণ করেছিলেন, তিনি হলেন _____________।
(ক) প্রথম লিওপোল্ড
(খ) দ্বিতীয় লিওপোল্ড
(গ) ষষ্ঠ আলেকজান্ডার
(ঘ) তৃতীয় আলেকজান্ডার
উত্তর – (খ) দ্বিতীয় লিওপোল্ড
72. ইংল্যান্ডের যে রাজার সম্মানার্থে কলকাতায় ফোর্ট উইলিয়াম-এর প্রতিষ্ঠা হয়েছিল তিনি ছিলেন -________________।
(ক) সপ্তম হেনরি
(খ) চতুর্দশ লুই
(গ) তৃতীয় উইলিয়াম
(ঘ) অষ্টম হেনরি
উত্তর – (গ) তৃতীয় উইলিয়াম
73. এরিক হবসবম ইংল্যান্ডের শিল্পবিপ্লবের দ্বিতীয় পর্যায় হিসেবে চিহ্নিত করেছেন নিম্নলিখিত ___________ সময় পর্বটিকে।
(ক) 1840-1895
(খ) 1850-1900
(গ) 1790-1820
(ঘ) 1750-1850
উত্তর – (ক) 1840-1895
74. উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদকে একত্রে বলা হয় _____________ ।
(ক) দুটি পৃথক মুদ্রা
(খ) একই মুদ্রার দুই পিঠ
(গ) দুটি মুদ্রার একই পিঠ
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (খ) একই মুদ্রার দুই পিঠ
75. ভারতবর্ষে ইংরেজদের দ্বারা নির্মিত প্রথম দুর্গ ছিল _____________ ।
(ক) ফোর্ট উইলিয়াম
(খ) ফোর্ট সেন্ট জর্জ
(গ) বম্বে ফোর্ট
(ঘ) ফোর্ট লুই
উত্তর – (খ) ফোর্ট সেন্ট জর্জ
76. বোম্বে অঞ্চলটিকে ব্রিটিশরা যৌতুক হিসেবে লাভ করেছিল ____________ শক্তির কাছ থেকে।
(ক) পোর্তুগিজ
(খ) ফরাসি
(গ) ওলন্দাজ
(ঘ) ভারতীয়
উত্তর – (ক) পোর্তুগিজ
77. ‘ইউটোপিয়া’ গ্রন্থটির রচয়িতা হলেন ___________।
(ক) টমাস মুর
(খ) হবসন
(গ) ক্যাপ্রিভি
(ঘ) ট্রটস্কি
উত্তর – (ক) টমাস মুর
78. ‘ওয়েলথ অফ নেশনস’ বইতে ‘মার্কেন্টাইলিজম’ শব্দটি প্রথম ব্যবহার করেন _____________।
(ক) মরিস ডব
(খ) উইলিয়াম পিট
(গ) অ্যাডাম স্মিথ
(ঘ) গ্ল্যাডস্টোন
উত্তর – (গ) অ্যাডাম স্মিথ
79. ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডের ‘এডেনের চুক্তি’ স্বাক্ষরিত হয় _____________ ।
(ক) 1776 খ্রিস্টাব্দে
(খ) 1786 খ্রিস্টাব্দে
(গ) 1773 খ্রিস্টাব্দে
(ঘ) 1793 খ্রিস্টাব্দে
উত্তর – (খ) 1786 খ্রিস্টাব্দে
80. মার্কেন্টাইলবাদ ‘ক্যামেরালিজম’ নামে সম্প্রাসারিত হয়েছিল ___________ ।
(ক) ফ্রান্স
(খ) ইটালি
(গ) স্পেন
(ঘ) জার্মানি
উত্তর – (ঘ) জার্মানি
81. ভারতবর্ষে আগত শেষ ইউরোপীয় ঔপনিবেশিক শক্তি –
(ক) ফরাসি
(খ) পোর্তুগিজ
(গ) ইংরেজ
(ঘ) ডাচ
উত্তর – নিজে করো ।
82. বার্লিন সম্মেলন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ?
(ক) 1860
(খ) 1885
(গ) 1876
(ঘ) 1890
উত্তর – (খ) 1885
83. কত খ্রিস্টাব্দে পোর্তুগিজরা চিনের ক্যান্টনে বাণিজ্য বন্দর স্থাপন করে ?
(ক) 1500
(খ) 1515
(গ) 1516
(ঘ) 1517
উত্তর – (ঘ) 1517
আরও পড়ুন :
প্রথম অধ্যায় – MCQ প্রশ্ন উত্তর
দ্বিতীয় অধ্যায় – MCQ প্রশ্ন উত্তর
তৃতীয় অধ্যায় – MCQ প্রশ্ন উত্তর
Click Here – Youtube