দ্বাদশ শ্রেণী ইতিহাস – পঞ্চম অধ্যায় – MCQ প্রশ্ন উত্তর তৃতীয় সেমিস্টার / Class 12 history chapter 5 semester 3 mcq questions and answers / WBCHSE

দ্বাদশ শ্রেণী ইতিহাস – পঞ্চম অধ্যায় – MCQ প্রশ্ন উত্তর তৃতীয় সেমিস্টার / Class 12 history chapter 5 semester 3 mcq questions and answers / WBCHSE

পঞ্চম অধ্যায় – ঔপনিবেশিক নিয়ন্ত্রণের মাধ্যমসমূহ

MCQ প্রশ্ন উত্তর তৃতীয় সেমিস্টার

Class 12 history chapter 5 semester 3 mcq questions and answers

1. ইরেজরা সাম্রাজ্য বিস্তার শুরু করেছিল কোন দেশ জয়ের মধ্যে দিয়ে ?

(ক) বার্মা

(খ) ভারত

(গ) অস্ট্রেলিয়া

(ঘ) আয়ারল্যান্ড

উত্তর (খ) ভারত

2. প্যারিস-এর শান্তি চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ?

(ক) 1755

(খ) 1763

(গ) 1973

(ঘ) 1799

উত্তর (গ) 1973

3. ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রথম পর্বে কোন সাগর অতিক্রম করেছিল ব্রিটিশরা ?

(ক) ভারত মহাসাগর

(খ) ভূমধ্যসাগর

(গ) আটলান্টিক মহাসাগর

(ঘ) প্রশান্ত মহাসাগর

উত্তর (গ) আটলান্টিক মহাসাগর

4. কবীর পন্থের এক পবিত্র গ্রন্থ হল

(ক) ত্রিপিটক

(খ) বিজক

(গ) গ্রন্থ সাহেব

(ঘ) অমৃত কুম্ভ

উত্তর (খ) বিজক

5. কত খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাস হয় ?

(ক) 1755

(খ) 1773

(গ) 1796

(ঘ) 1793

উত্তর (খ) 1773

6. কোন আইনে কলকাতায় সুপ্রিমকোর্ট স্থাপিত হয় ?

(ক) পিটের ভারত শাসন আইন

(খ) রেগুলেটিং অ্যাক্ট, 1773

(গ) 1793-এর সনদ আইন

(ঘ) 1813-এর সনদ আইন

উত্তর (খ) রেগুলেটিং অ্যাক্ট, 1773

7. ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিনের সঙ্গে একচেটিয়া বাণিজ্যের অধিকার বাতিল হয় কোন আইনে ?

(ক) পিটের ভারত শাসন আইন

(খ) নর্থের রেগুলেটিং অ্যাক্ট

(গ) 1793-এর সনদ আইন

(ঘ) 1833-এর সনদ আইন

উত্তর (ঘ) 1833-এর সনদ আইন

8. 1853 সনদ আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরদের সংখ্যা 24 থেকে কমিয়ে করা হয়

(ক) 12

(খ) 14

(গ) 18

(ঘ) 19

উত্তর (গ) 18

9. কোন প্রশাসকের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি বিচারের দায়দায়িত্ব থেকে রাজস্ব আদায়ের দায়দায়িত্ব পৃথক হয় ?

(ক) লর্ড ডালহৌসি

(খ) লর্ড কর্নওয়ালিস

(গ) ওয়ারেন হেস্টিংস

(ঘ) ভেরেলস্ট

উত্তর (খ) লর্ড কর্নওয়ালিস

10. কোন আইনে বিচারবিভাগীয় পদগুলিতে প্রবেশের পথ ভারতীয়দের কাছে খুলে দেওয়া হয়েছিল?

(ক) রেগুলেটিং অ্যাক্ট

(খ) 1813 সনদ আইন

(গ) পিটস ইন্ডিয়া অ্যাক্ট

(ঘ) 1833 সনদ আইন

উত্তর (ঘ) 1833 সনদ আইন

11. ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানি লাভ করে

(ক) 1755

(খ) 1759

(গ) 1765

(ঘ) 1784

উত্তর (গ) 1765

12. প্রতি জেলায় দেওয়ানি আদালত ও ফৌজদারি আদালত কে স্থাপন করেন ?

(ক) লর্ড ডালহৌসি

(খ) ওয়ারেন হেস্টিংস

(গ) ক্লাইভ

(ঘ) বার ওয়েল

উত্তর – () ওয়ারেন হেস্টিংস

13. 1793-এর সনদ আইন অনুযায়ী আমলাদের নিয়োগ করার একমাত্র অধিকারী ছিলেন

(ক) সুপ্রিমকোর্টের বিচারপতি

(খ) গভর্নর জেনারেল

(গ) কোম্পানির নির্দেশক সভার সদস্যরা

(ঘ) ব্যক্তিগত বণিকরা

উত্তর (গ) কোম্পানির নির্দেশক সভার সদস্যরা

14. লর্ড ওয়েলেসলি কত খ্রিস্টাব্দে ভারতে আসেন ?

(ক) 1755

(খ) 1789

(গ) 1794

(ঘ) 1798

উত্তর (ঘ) 1798

15. কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় ?

(ক) 1800

(খ) 1804

(গ) 1805

(ঘ) 1806

উত্তর (ক) 1800

16. ফোর্ট উইলিয়াম কলেজ উঠে যাওয়ার পর আমলাদের প্রশিক্ষণের জন্য কোন কলেজ গড়ে তোলা হয় ?

(ক) শ্রীরামপুর মিশনারি কলেজ

(খ) স্কটিশ চার্চ কলেজ

(গ) ইস্ট ইন্ডিয়া কলেজ

(ঘ) সেন্ট পলস কলেজ

উত্তর (ক) শ্রীরামপুর মিশনারি কলেজ

17. কোন প্রশাসকের আমলে ম্যাজিস্ট্রেট পদের সূচনা হয় ?

(ক) লর্ড ওয়েলেসলি

(খ) ডালহৌসি

(গ) ওয়ারেন হেস্টিংস

(ঘ) কর্নওয়ালিস

উত্তর (গ) ওয়ারেন হেস্টিংস

18. ব্রিটিশ আমলে থানায় দারোগা পদের সূচনা হয় কার হাত ধরে ?

(ক) লর্ড ওয়েলেসলি

(খ) ডালহৌসি

(গ) ওয়ারেন হেস্টিংস

(ঘ) লর্ড কর্নওয়ালিস

উত্তর (ঘ) লর্ড কর্নওয়ালিস

19. দারোগা প্রথার অবসানের পর গ্রামের শান্তিশৃঙ্খলার দায়িত্ব _________ এর হাতে দেয়া হয়।

(ক) কোর্ট অফ ডাইরেক্টর

(খ) জজ

(গ) কালেক্টর

(ঘ) ইন্সস্পেকটর

উত্তর (ক) কোর্ট অফ ডাইরেক্টর

20. পুলিশবাহিনীতে আধিকারিকের পদে শিক্ষিত ভারতীয়দের নিয়োগের বন্দোবস্তের সূচনা হয় ___________ খ্রিস্টাব্দে।

(ক) 1888

(খ) 1896

(গ) 1902

(ঘ) 1920

উত্তর (গ) 1902

21. ভারতীয় সেনাবাহিনীতে ব্রিটিশ আমলে গোর্খাদের নিয়োগ শুরু হয় কোন সময় থেকে ?

(ক) 1812

(খ) 1815

(গ) 1835

(ঘ) 1840

উত্তর (খ) 1815

22. ভারতের সেনাবাহিনীর সংগঠনের জন্য 1857 তে গড়ে উঠেছিল পিল কমিশন। এর নেতৃত্বে ছিলেন

(ক) স্যার রবার্ট পিল

(খ) জুলিয়া পিল

(গ) ফ্রিডারিক পিল

(ঘ) অগাস্টাস পিল

উত্তর (ক) স্যার রবার্ট পিল

23. ব্রিটিশদের ধারণায় যুদ্ধ উপযোগী জাত হিসেবে সবথেকে প্রাধান্য কারা পেয়েছিল ?

(ক) বাঙালি

(খ) দক্ষিণ ভারতীয়

(গ) গুজরাটি

(ঘ) পাঞ্জাবি

উত্তর (ক) বাঙালি

24. পিল কমিশন-এর সুপারিশে বলা হয় ভারতের ব্রিটিশ শাসন 13 কার্যকর করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর নির্ভর না করে কার ওপর নির্ভর করা উচিত ?

(ক) ভারতীয়দের ওপর

(খ) ইংল্যান্ডের অন্যান্য কোম্পানির ওপর

(গ) ব্রিটিশ সরকারের ওপর

(ঘ) প্রাক্তন সেনানায়কদের ওপর

উত্তর (গ) ব্রিটিশ সরকারের ওপর

25. বাংলার ছিয়াত্তরের মন্বন্তর বলে পরিচিত দুর্ভিক্ষ কত খ্রিস্টাব্দে হয়েছিল ?

(ক) 1770

(খ) 1776

(গ) 1876

(ঘ) 1884

উত্তর (ক) 1770

26. ইয়ং হাজবেন্ড-এর লেখা গ্রন্থটির নাম হল

(ক) ইন্ডিয়া টুডে

(খ) ট্রানজিশন অফ ইন্ডিয়া

(গ) ট্রানজাকশন ইন ইন্ডিয়া

(ঘ) কলোনাইজড ইন্ডিয়া

উত্তর নিজে করো

27. ‘চার্চিলস সিক্রেট ওয়ার গ্রন্থের রচয়িতা কে?

(ক) রমেশচন্দ্র দত্ত

(খ) দাদাভাই নওরোজি

(গ) মদন মোহন মালব্য

(ঘ) মধুশ্রী মুখার্জি

উত্তর (ঘ) মধুশ্রী মুখার্জি

28. মুরশিদাবাদ দরবারের ব্রিটিশ রেসিডেন্ট ফ্রান্সিস সাইকস এবং __________ কে বাংলার ছিয়াত্তরের মন্বন্তরের জন্য দায়ী করা হয়েছিল।

(ক) রিচার্ড বিচার

(খ) ভেরেলসট

(গ) লর্ড ক্লাইভ

(ঘ) জনসোর

উত্তর (ক) রিচার্ড বিচার

29. চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে ছিলেন ?

(ক) ওয়ারেন হেস্টিংস

(খ) লর্ড কর্নওয়ালিস

(গ) লর্ড ডালহৌসি

(ঘ) টমাস মুনরো

উত্তর (খ) লর্ড কর্নওয়ালিস

30. রায়তওয়ারি বন্দোবস্তের জনক ছিলেন

(ক) ওয়ারেন হেস্টিংস

(খ) লর্ড কর্নওয়ালিস

(গ) লর্ড ডালহৌসি

(ঘ) টমাস মুনরো

উত্তর (ঘ) টমাস মুনরো

31. মহলওয়ারি ব্যবস্থার সূচনায় প্রধান ভূমিকা নিয়েছিলেন

(ক) লর্ড কর্নওয়ালিস

(খ) লর্ড ডালহৌসি

(গ) টমাস মুনরো

(ঘ) হল্ট ম্যাকেঞ্জী

উত্তর (ঘ) হল্ট ম্যাকেঞ্জী

32. সপ্তম রেগুলেশন জমিদারদের কৃষকের সম্পত্তি ক্রোকের অধিকার দিয়েছিল ________ খ্রিস্টাব্দে এই আইন পাস হয়।

(ক) 1793

(খ) 1796

(গ) 1799

(ঘ) 1754

উত্তর নিজে করো

33. দক্ষিণ ভারতে কোন বাণিজ্যিক ফসলের বেশি চাষ হত ?

(ক) আখ

(খ) তুলো

(গ) কফি

(ঘ) ধান

উত্তর (গ) কফি

34. বাংলায় কোন বাণিজ্যিক ফসল ফলত?

(ক) আখ

(খ) তুলো

(গ) ধান

(ঘ) পাট

উত্তর (ঘ) পাট

35. কোন ভারতীয় ঐতিহাসিক বলেছেন বাণিজ্যিকরণের ফলে ভারতের কৃষকদেরও কিছু লাভ হয়েছিল ?

(ক) বিনয়ভূষণ চৌধুরী

(খ) মদনমোহন মালব্য

(গ) সব্যসাচী ভট্টাচার্য

(ঘ) নরেন্দ্রকৃষ্ণ সিনহা

উত্তর (গ) সব্যসাচী ভট্টাচার্য

36. কৃষির বাণিজ্যিকরণের লাভের টাকা, প্রধানত আত্মসাৎ করেছিল

(ক) কৃষক

(খ) কালেক্টর

(গ) মহাজন

(ঘ) জজ

উত্তর (গ) মহাজন

37. ঔউপনিবেশিক আমলে ইংরেজ শিল্প পণ্য আমদানি-রপ্তানির প্রধান বৈশিষ্ট্য ছিল

(ক) একই শিল্প পণ্যের আমদানি ও রপ্তানি শুল্ক এক

(খ) একই শিল্প পণ্যের আমদানি ও রপ্তানি শুল্ক আলাদা আলাদা

(গ) আমদানি শুল্ক ছিল না

(ঘ) রপ্তানি শুল্ক ছিল না

উত্তর (ক) একই শিল্প পণ্যের আমদানি ও রপ্তানি শুল্ক এক

38. দুটি খন্ডে রচিত ইকনোমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক

(ক) দাদাভাই নওরজি

(খ) রমেশচন্দ্র দত্ত

(গ) সব্যসাচী ভট্টাচার্য

(ঘ) নরেন্দ্রকৃষ্ণ সিনহা

উত্তর (খ) রমেশচন্দ্র দত্ত

39. কোন ব্রিটিশ ঐতিহাসিক বলেছেন উনিশ শতকের গোড়ায় অবশিল্পায়ন হলেও তার পরে হয়নি বরং শিল্পায়ন ঘটেছে ?

(ক) ড্যানিয়েল থর্নার

(খ) মরিস ডি মরিস

(গ) সব্যসাচী ভট্টাচার্য

(ঘ) দাদাভাই নওরোজি

উত্তর (ক) ড্যানিয়েল থর্নার

40. ‘পভার্টি অ্যান আনব্রিটিশ বুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক হলেন

(ক) ড্যানিয়েল থর্নার

(খ) মরিস ডি. মরিস

(গ) সব্যসাচী ভট্টাচার্য

(ঘ) দাদাভাই নওরোজি

উত্তর (ঘ) দাদাভাই নওরোজি

41. কোন বড়লাট রেলপথ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন ?

(ক) ওয়ারেন হেস্টিংস

(খ) লর্ড কর্নওয়ালিস

(গ) লর্ড ডালহৌসি

(ঘ) লর্ড হার্ডিঞ্জ

উত্তর (গ) লর্ড ডালহৌসি

42. ভারতে রেলপথে বিনিয়োগের ক্ষেত্রে বেসরকারি কোম্পানিগুলিকে কত বছরের জন্য গ্যারান্টি দেওয়া হত ?

(ক) 50

(খ) 75

(গ) 99

(ঘ) 100

উত্তর নিজে করো

43. বিদেশি পুঁজিকে ভারতীয় রেলপথে বিনিয়োগের জন্য কত শতাংশ গ্যারান্টি দেওয়া হয়েছিল ?

(ক) 2

(খ) 4

(গ) 5

(ঘ) 6

উত্তর (গ) 5

44. ভারতে প্রথম রেলপথ কোন স্থান থেকে কোন স্থানে গিয়েছিল ?

(ক) কলকাতা থেকে পাটনা

(খ) দিল্লি থেকে আগ্রা

(গ) বোম্বে থেকে থানে

(ঘ) কর্ণাটক থেকে ম্যাড্রাস

উত্তর (গ) বোম্বে থেকে থানে

45. ভারতীয় চিন্তাশীল ব্যক্তিদের মধ্যে কে প্রথম সম্পদের নির্গমনের কথা বলেন ?

(ক) দাদাভাই নৌওরাজি

(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর

(গ) কৃষ্ণচন্দ্র সেন

(ঘ) বিদ্যাসাগর

উত্তর (ক) দাদাভাই নৌওরাজি

46. সম্পদের বহির্গমন তত্ত্বের সমালোচনা করেছেন কোন ঐতিহাসিক ?

(ক) রমেশচন্দ্র দত্ত

(খ) স্যার জন স্ট্র্যাচি

(গ) পি জে মার্শাল

(ঘ) নরেন্দ্র কৃষ্ণ সিনহা

উত্তর (খ) স্যার জন স্ট্র্যাচি

47. “ট্রেড এন্ড ফিন্যান্স ইন বেঙ্গল প্রেসিডেন্সি গ্রন্থটির রচয়িতা হলেন

(ক) রমেশ চন্দ্র দত্ত

(খ) মদন মোহন মালব্য

(গ) পি. জে. মার্শাল

(ঘ) অমলেশ ত্রিপাঠি

উত্তর (ক) রমেশ চন্দ্র দত্ত

48. কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকারের সমাপ্তি ঘটে ___________ সনদ আইনে।

(ক) 1793

(খ) 1813

(গ) 1833

(ঘ) 1853

উত্তর (গ) 1833

49. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর শাসন পরিচালনার জন্য রেগুলেটিং অ্যাক্ট পাস হয় ?

(ক) 1772

(খ) 1773

(গ) 1784

(ঘ) 1813

উত্তর (খ) 1773

50. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর শাসনকালে প্রতিষ্ঠিত সুপ্রিমকোর্টের বিচারকরা নিযুক্ত হতেন

(ক) ইংল্যান্ডের রাজা কর্তৃক

(খ) ডাইরেক্টর সভা কর্তৃক

(গ) গভর্নর জেনারেল কর্তৃক

(ঘ) বোর্ড অব কাউন্সিল কর্তৃক

উত্তর (ক) ইংল্যান্ডের রাজা কর্তৃক

51. 1784 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করেন

(ক) ব্রিটিশ প্রধানমন্ত্রী পিট

(খ) ব্রিটিশ প্রধানমন্ত্রী পঞ্চম জর্জ

(গ) গভর্নর জেনালের হেস্টিংস

(ঘ) ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়া

উত্তর (ক) ব্রিটিশ প্রধানমন্ত্রী পিট

52. কোম্পানীর চার্টার অ্যাক্ট সংশোধন করা হত

(ক) দশ বছর অন্তর

(খ) পনেরো বছর অন্তর

(গ) কুড়ি বছর অন্তর

(ঘ) পঁচিশ বছর অন্তর

উত্তর (গ) কুড়ি বছর অন্তর

53. ভারতে শিক্ষা প্রসারে প্রথম একলক্ষ টাকা বরাদ্দ করা হয়

(ক) 1793-এর চার্টার অ্যাক্টে

(খ) 1813-এর চার্টার অ্যাক্টে

(গ) 1733-এর চার্টার অ্যাক্টে

(ঘ) 1853-এর চার্টার অ্যাক্টে

উত্তর (খ) 1813-এর চার্টার অ্যাক্টে

54. সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন

(ক) ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়

(খ) স্যার এলিজা ইম্পে

(গ) লর্ড ওয়ারেন হেস্টিংস

(ঘ) লর্ড কর্নওয়ালিস

উত্তর (খ) স্যার এলিজা ইম্পে

55. কলকাতা ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন

(ক) লর্ড ওয়ারেন হেস্টিংস

(খ) লর্ড কর্নওয়ালিস

(গ) লর্ড ওয়েলেসলি

(ঘ) লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক

উত্তর (গ) লর্ড ওয়েলেসলি

56. ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়

(ক) 1857 খ্রিস্টাব্দে

(খ) 1858 খ্রিস্টাব্দে

(গ) 1896 খ্রিস্টাব্দে

(ঘ) 1947 খ্রিস্টাব্দে

উত্তর (খ) 1858 খ্রিস্টাব্দে

57. কোন আইনে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বাতিল করা হয় ?

(ক) 1793 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে

(খ) 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে

(গ) 1833 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে

(ঘ) 1853 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে

উত্তর (গ) 1833 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে

58. ব্রিটিশ আমলাতন্ত্রের জনক হলেন

(ক) লর্ড ক্লাইভ

(খ) লর্ড হেস্টিংস

(গ) লর্ড ওয়েলেসলি

(ঘ)  লর্ড কর্নওয়ালিস

উত্তর (ঘ)  লর্ড কর্নওয়ালিস

59. 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য হল

(ক) ভারতে প্রাচ্য শিক্ষার প্রসার ঘটানো

(খ) ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো

(গ) ভারতে আগত সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ প্রদান

(ঘ) প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার প্রসারে সহায়তা করা

উত্তর (গ) ভারতে আগত সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ প্রদান

60. ভারতে দারোগা ব্যবস্থার অবসান ঘটানো হয়

(ক) 1793 খ্রিস্টাব্দে

(খ) 1812 খ্রিস্টাব্দে

(গ) 1828 খ্রিস্টাব্দে

(ঘ) 1853 খ্রিস্টাব্দে

উত্তর (খ) 1812 খ্রিস্টাব্দে

61. ভারতে পুলিশি দপ্তর তৈরি করা হয়েছিল

(ক) পারস্যের পুলিশ বাহিনীর অনুকরণে

(খ) নেপোলিয়নের পুলিশ বাহিনীর অনুকরণে

(গ) মার্কিন পুলিশ বাহিনীর অনুকরণে

(ঘ) আইরিশ পুলিশ বাহিনীর অনুকরণে

উত্তর (ঘ) আইরিশ পুলিশ বাহিনীর অনুকরণে

62. ভারতের যুদ্ধ উপযোগী জাত-এর অন্তর্ভূক্ত ছিল না

(ক) পাঞ্জাবের জাঠ

(খ) উত্তর ভারতের রাজপুত

(গ) নেপালের গোর্খা

(ঘ) পশ্চিমবঙ্গের বাঙালি

উত্তর (ঘ) পশ্চিমবঙ্গের বাঙালি

63. ভারতে ব্রিটিশরাজ প্রতিষ্ঠিত হয়েছিল

(ক) 1757 খ্রিস্টাব্দে

(খ) 1858 খ্রিস্টাব্দে

(গ) 1905 খ্রিস্টাব্দে

(ঘ) 1947 খ্রিস্টাব্দে

উত্তর (খ) 1858 খ্রিস্টাব্দে

64. 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কোর্ট-অব-ডাইরেক্টরদের কার্যকালের মেয়াদ কত বছর করা হয় ?

(ক) তিন

(খ) পাঁচ

(গ) চার

(ঘ) দশ

উত্তর (খ) পাঁচ

65. উইলিয়াম পিট ছিলেন

(ক) ভারতের গভর্নর

(খ) কোম্পানির গভর্নর জেনারেল

(গ) ব্রিটিশ রাজা

(ঘ) ব্রিটিশ প্রধানমন্ত্রী

উত্তর (ঘ) ব্রিটিশ প্রধানমন্ত্রী

66. কত খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট অনুসারে ভারতের গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল হন ?

(ক) 1793

(খ) 1833

(গ) 1813

(ঘ) 1853

উত্তর (খ) 1833

67. 1853 খ্রিস্টাব্দে সনদ আইনানুসারে কোর্ট অফ ডাইরেক্টরদের সদস্য সংখ্যা 24 থেকে কত করা হয়  ?  

(ক) 22

(খ) 26

(গ) 20

(ঘ) 18

উত্তর (ঘ) 18

68. 1853 খ্রিস্টাব্দে সনদ আইনে বাংলার জন্য ____________ পদ সৃষ্টি করা হয়।

(ক) গভর্নর জেনারেল

(খ) লেফটেন্যান্ট গভর্নর

(গ) ছোটোলাট

(ঘ) ভাইসরয়

উত্তর (খ) লেফটেন্যান্ট গভর্নর

69. ক্রিমিনাল প্রসিডিউর কোড ____________ চালু হয়।

(ক) 1762 খ্রিস্টাব্দে

(খ) 1862 খ্রিস্টাব্দে

(গ) 1784 খ্রিস্টাব্দে

(ঘ) 1793 খ্রিস্টাব্দে

উত্তর (খ) 1862 খ্রিস্টাব্দে

70. 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ________কলেজ প্রতিষ্ঠা হয়েছিল।

(ক) বারাণসী সংস্কৃত

(খ) সংস্কৃত

(গ) প্রেসিডেন্সি

(ঘ) ফোর্ট উইলিয়ম

উত্তর (ঘ) ফোর্ট উইলিয়ম

71. 1805 খ্রিস্টাব্দে লন্ডনের ________ ইস্ট ইন্ডিয়া কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল।

(ক) ওয়েস্টমিনস্টারে

(খ) মিডল্যান্ডস

(গ) হার্টফোর্ডে

(ঘ) ইয়র্কশায়ার

উত্তর (গ) হার্টফোর্ডে

72. স্যার রিচার্ড টেম্পল _________ গভর্নর জেনারেল।

(ক) বাংলার

(খ) বোম্বের

(গ) মাদ্রাজ

(ঘ) কলকাতার

উত্তর (খ) বোম্বের

73. পলাশী থেকে পার্টিশান গ্রন্থের লেখক হলেন

(ক) সুমিত সরকার

(খ) শেখর বন্দ্যোপাধ্যায়

(গ) ইরফান হাবিব

(ঘ) রনজিৎ গুহ

উত্তর (খ) শেখর বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন :

প্রথম অধ্যায় – MCQ প্রশ্ন উত্তর

দ্বিতীয় অধ্যায় – MCQ প্রশ্ন উত্তর

তৃতীয় অধ্যায় – MCQ প্রশ্ন উত্তর

চতুর্থ অধ্যায় – MCQ প্রশ্ন উত্তর

Click Here – Youtube

Leave a Comment