দ্বাদশ শ্রেণী ইতিহাস – পঞ্চম অধ্যায় – MCQ প্রশ্ন উত্তর তৃতীয় সেমিস্টার / Class 12 history chapter 5 semester 3 mcq questions and answers / WBCHSE
পঞ্চম অধ্যায় – ঔপনিবেশিক নিয়ন্ত্রণের মাধ্যমসমূহ
MCQ প্রশ্ন উত্তর তৃতীয় সেমিস্টার
Class 12 history chapter 5 semester 3 mcq questions and answers
1. ইরেজরা সাম্রাজ্য বিস্তার শুরু করেছিল কোন দেশ জয়ের মধ্যে দিয়ে ?
(ক) বার্মা
(খ) ভারত
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) আয়ারল্যান্ড
উত্তর – (খ) ভারত
2. প্যারিস-এর শান্তি চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ?
(ক) 1755
(খ) 1763
(গ) 1973
(ঘ) 1799
উত্তর – (গ) 1973
3. ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রথম পর্বে কোন সাগর অতিক্রম করেছিল ব্রিটিশরা ?
(ক) ভারত মহাসাগর
(খ) ভূমধ্যসাগর
(গ) আটলান্টিক মহাসাগর
(ঘ) প্রশান্ত মহাসাগর
উত্তর – (গ) আটলান্টিক মহাসাগর
4. কবীর পন্থের এক পবিত্র গ্রন্থ হল –
(ক) ত্রিপিটক
(খ) বিজক
(গ) গ্রন্থ সাহেব
(ঘ) অমৃত কুম্ভ
উত্তর – (খ) বিজক
5. কত খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাস হয় ?
(ক) 1755
(খ) 1773
(গ) 1796
(ঘ) 1793
উত্তর – (খ) 1773
6. কোন আইনে কলকাতায় সুপ্রিমকোর্ট স্থাপিত হয় ?
(ক) পিটের ভারত শাসন আইন
(খ) রেগুলেটিং অ্যাক্ট, 1773
(গ) 1793-এর সনদ আইন
(ঘ) 1813-এর সনদ আইন
উত্তর – (খ) রেগুলেটিং অ্যাক্ট, 1773
7. ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিনের সঙ্গে একচেটিয়া বাণিজ্যের অধিকার বাতিল হয় কোন আইনে ?
(ক) পিটের ভারত শাসন আইন
(খ) নর্থের রেগুলেটিং অ্যাক্ট
(গ) 1793-এর সনদ আইন
(ঘ) 1833-এর সনদ আইন
উত্তর – (ঘ) 1833-এর সনদ আইন
8. 1853 সনদ আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরদের সংখ্যা 24 থেকে কমিয়ে করা হয় –
(ক) 12
(খ) 14
(গ) 18
(ঘ) 19
উত্তর – (গ) 18
9. কোন প্রশাসকের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি বিচারের দায়দায়িত্ব থেকে রাজস্ব আদায়ের দায়দায়িত্ব পৃথক হয় ?
(ক) লর্ড ডালহৌসি
(খ) লর্ড কর্নওয়ালিস
(গ) ওয়ারেন হেস্টিংস
(ঘ) ভেরেলস্ট
উত্তর – (খ) লর্ড কর্নওয়ালিস
10. কোন আইনে বিচারবিভাগীয় পদগুলিতে প্রবেশের পথ ভারতীয়দের কাছে খুলে দেওয়া হয়েছিল?
(ক) রেগুলেটিং অ্যাক্ট
(খ) 1813 সনদ আইন
(গ) পিটস ইন্ডিয়া অ্যাক্ট
(ঘ) 1833 সনদ আইন
উত্তর – (ঘ) 1833 সনদ আইন
11. ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানি লাভ করে –
(ক) 1755
(খ) 1759
(গ) 1765
(ঘ) 1784
উত্তর – (গ) 1765
12. প্রতি জেলায় দেওয়ানি আদালত ও ফৌজদারি আদালত কে স্থাপন করেন ?
(ক) লর্ড ডালহৌসি
(খ) ওয়ারেন হেস্টিংস
(গ) ক্লাইভ
(ঘ) বার ওয়েল
উত্তর – (খ) ওয়ারেন হেস্টিংস
13. 1793-এর সনদ আইন অনুযায়ী আমলাদের নিয়োগ করার একমাত্র অধিকারী ছিলেন –
(ক) সুপ্রিমকোর্টের বিচারপতি
(খ) গভর্নর জেনারেল
(গ) কোম্পানির নির্দেশক সভার সদস্যরা
(ঘ) ব্যক্তিগত বণিকরা
উত্তর – (গ) কোম্পানির নির্দেশক সভার সদস্যরা
14. লর্ড ওয়েলেসলি কত খ্রিস্টাব্দে ভারতে আসেন ?
(ক) 1755
(খ) 1789
(গ) 1794
(ঘ) 1798
উত্তর – (ঘ) 1798
15. কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় ?
(ক) 1800
(খ) 1804
(গ) 1805
(ঘ) 1806
উত্তর – (ক) 1800
16. ফোর্ট উইলিয়াম কলেজ উঠে যাওয়ার পর আমলাদের প্রশিক্ষণের জন্য কোন কলেজ গড়ে তোলা হয় ?
(ক) শ্রীরামপুর মিশনারি কলেজ
(খ) স্কটিশ চার্চ কলেজ
(গ) ইস্ট ইন্ডিয়া কলেজ
(ঘ) সেন্ট পলস কলেজ
উত্তর – (ক) শ্রীরামপুর মিশনারি কলেজ
17. কোন প্রশাসকের আমলে ম্যাজিস্ট্রেট পদের সূচনা হয় ?
(ক) লর্ড ওয়েলেসলি
(খ) ডালহৌসি
(গ) ওয়ারেন হেস্টিংস
(ঘ) কর্নওয়ালিস
উত্তর – (গ) ওয়ারেন হেস্টিংস
18. ব্রিটিশ আমলে থানায় দারোগা পদের সূচনা হয় কার হাত ধরে ?
(ক) লর্ড ওয়েলেসলি
(খ) ডালহৌসি
(গ) ওয়ারেন হেস্টিংস
(ঘ) লর্ড কর্নওয়ালিস
উত্তর – (ঘ) লর্ড কর্নওয়ালিস
19. দারোগা প্রথার অবসানের পর গ্রামের শান্তিশৃঙ্খলার দায়িত্ব _________ এর হাতে দেয়া হয়।
(ক) কোর্ট অফ ডাইরেক্টর
(খ) জজ
(গ) কালেক্টর
(ঘ) ইন্সস্পেকটর
উত্তর – (ক) কোর্ট অফ ডাইরেক্টর
20. পুলিশবাহিনীতে আধিকারিকের পদে শিক্ষিত ভারতীয়দের নিয়োগের বন্দোবস্তের সূচনা হয় ___________ খ্রিস্টাব্দে।
(ক) 1888
(খ) 1896
(গ) 1902
(ঘ) 1920
উত্তর – (গ) 1902
21. ভারতীয় সেনাবাহিনীতে ব্রিটিশ আমলে গোর্খাদের নিয়োগ শুরু হয় কোন সময় থেকে ?
(ক) 1812
(খ) 1815
(গ) 1835
(ঘ) 1840
উত্তর – (খ) 1815
22. ভারতের সেনাবাহিনীর সংগঠনের জন্য 1857 তে গড়ে উঠেছিল পিল কমিশন। এর নেতৃত্বে ছিলেন –
(ক) স্যার রবার্ট পিল
(খ) জুলিয়া পিল
(গ) ফ্রিডারিক পিল
(ঘ) অগাস্টাস পিল
উত্তর – (ক) স্যার রবার্ট পিল
23. ব্রিটিশদের ধারণায় যুদ্ধ উপযোগী জাত হিসেবে সবথেকে প্রাধান্য কারা পেয়েছিল ?
(ক) বাঙালি
(খ) দক্ষিণ ভারতীয়
(গ) গুজরাটি
(ঘ) পাঞ্জাবি
উত্তর – (ক) বাঙালি
24. পিল কমিশন-এর সুপারিশে বলা হয় ভারতের ব্রিটিশ শাসন 13 কার্যকর করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর নির্ভর না করে কার ওপর নির্ভর করা উচিত ?
(ক) ভারতীয়দের ওপর
(খ) ইংল্যান্ডের অন্যান্য কোম্পানির ওপর
(গ) ব্রিটিশ সরকারের ওপর
(ঘ) প্রাক্তন সেনানায়কদের ওপর
উত্তর – (গ) ব্রিটিশ সরকারের ওপর
25. বাংলার ছিয়াত্তরের মন্বন্তর বলে পরিচিত দুর্ভিক্ষ কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
(ক) 1770
(খ) 1776
(গ) 1876
(ঘ) 1884
উত্তর – (ক) 1770
26. ইয়ং হাজবেন্ড-এর লেখা গ্রন্থটির নাম হল –
(ক) ইন্ডিয়া টুডে
(খ) ট্রানজিশন অফ ইন্ডিয়া
(গ) ট্রানজাকশন ইন ইন্ডিয়া
(ঘ) কলোনাইজড ইন্ডিয়া
উত্তর – নিজে করো ।
27. ‘চার্চিলস সিক্রেট ওয়ার’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) রমেশচন্দ্র দত্ত
(খ) দাদাভাই নওরোজি
(গ) মদন মোহন মালব্য
(ঘ) মধুশ্রী মুখার্জি
উত্তর – (ঘ) মধুশ্রী মুখার্জি
28. মুরশিদাবাদ দরবারের ব্রিটিশ রেসিডেন্ট ফ্রান্সিস সাইকস এবং __________ কে বাংলার ছিয়াত্তরের মন্বন্তরের জন্য দায়ী করা হয়েছিল।
(ক) রিচার্ড বিচার
(খ) ভেরেলসট
(গ) লর্ড ক্লাইভ
(ঘ) জনসোর
উত্তর – (ক) রিচার্ড বিচার
29. চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে ছিলেন ?
(ক) ওয়ারেন হেস্টিংস
(খ) লর্ড কর্নওয়ালিস
(গ) লর্ড ডালহৌসি
(ঘ) টমাস মুনরো
উত্তর – (খ) লর্ড কর্নওয়ালিস
30. রায়তওয়ারি বন্দোবস্তের জনক ছিলেন –
(ক) ওয়ারেন হেস্টিংস
(খ) লর্ড কর্নওয়ালিস
(গ) লর্ড ডালহৌসি
(ঘ) টমাস মুনরো
উত্তর – (ঘ) টমাস মুনরো
31. মহলওয়ারি ব্যবস্থার সূচনায় প্রধান ভূমিকা নিয়েছিলেন –
(ক) লর্ড কর্নওয়ালিস
(খ) লর্ড ডালহৌসি
(গ) টমাস মুনরো
(ঘ) হল্ট ম্যাকেঞ্জী
উত্তর – (ঘ) হল্ট ম্যাকেঞ্জী
32. সপ্তম রেগুলেশন জমিদারদের কৃষকের সম্পত্তি ক্রোকের অধিকার দিয়েছিল । ________ খ্রিস্টাব্দে এই আইন পাস হয়।
(ক) 1793
(খ) 1796
(গ) 1799
(ঘ) 1754
উত্তর – নিজে করো
33. দক্ষিণ ভারতে কোন বাণিজ্যিক ফসলের বেশি চাষ হত ?
(ক) আখ
(খ) তুলো
(গ) কফি
(ঘ) ধান
উত্তর – (গ) কফি
34. বাংলায় কোন বাণিজ্যিক ফসল ফলত?
(ক) আখ
(খ) তুলো
(গ) ধান
(ঘ) পাট
উত্তর – (ঘ) পাট
35. কোন ভারতীয় ঐতিহাসিক বলেছেন বাণিজ্যিকরণের ফলে ভারতের কৃষকদেরও কিছু লাভ হয়েছিল ?
(ক) বিনয়ভূষণ চৌধুরী
(খ) মদনমোহন মালব্য
(গ) সব্যসাচী ভট্টাচার্য
(ঘ) নরেন্দ্রকৃষ্ণ সিনহা
উত্তর – (গ) সব্যসাচী ভট্টাচার্য
36. কৃষির বাণিজ্যিকরণের লাভের টাকা, প্রধানত আত্মসাৎ করেছিল –
(ক) কৃষক
(খ) কালেক্টর
(গ) মহাজন
(ঘ) জজ
উত্তর – (গ) মহাজন
37. ঔউপনিবেশিক আমলে ইংরেজ শিল্প পণ্য আমদানি-রপ্তানির প্রধান বৈশিষ্ট্য ছিল –
(ক) একই শিল্প পণ্যের আমদানি ও রপ্তানি শুল্ক এক
(খ) একই শিল্প পণ্যের আমদানি ও রপ্তানি শুল্ক আলাদা আলাদা
(গ) আমদানি শুল্ক ছিল না
(ঘ) রপ্তানি শুল্ক ছিল না
উত্তর – (ক) একই শিল্প পণ্যের আমদানি ও রপ্তানি শুল্ক এক
38. দুটি খন্ডে রচিত ‘ইকনোমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া’ গ্রন্থের লেখক –
(ক) দাদাভাই নওরজি
(খ) রমেশচন্দ্র দত্ত
(গ) সব্যসাচী ভট্টাচার্য
(ঘ) নরেন্দ্রকৃষ্ণ সিনহা
উত্তর – (খ) রমেশচন্দ্র দত্ত
39. কোন ব্রিটিশ ঐতিহাসিক বলেছেন উনিশ শতকের গোড়ায় অবশিল্পায়ন হলেও তার পরে হয়নি বরং শিল্পায়ন ঘটেছে ?
(ক) ড্যানিয়েল থর্নার
(খ) মরিস ডি মরিস
(গ) সব্যসাচী ভট্টাচার্য
(ঘ) দাদাভাই নওরোজি
উত্তর – (ক) ড্যানিয়েল থর্নার
40. ‘পভার্টি অ্যান আনব্রিটিশ বুল ইন ইন্ডিয়া’ গ্রন্থের লেখক হলেন –
(ক) ড্যানিয়েল থর্নার
(খ) মরিস ডি. মরিস
(গ) সব্যসাচী ভট্টাচার্য
(ঘ) দাদাভাই নওরোজি
উত্তর – (ঘ) দাদাভাই নওরোজি
41. কোন বড়লাট রেলপথ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন ?
(ক) ওয়ারেন হেস্টিংস
(খ) লর্ড কর্নওয়ালিস
(গ) লর্ড ডালহৌসি
(ঘ) লর্ড হার্ডিঞ্জ
উত্তর – (গ) লর্ড ডালহৌসি
42. ভারতে রেলপথে বিনিয়োগের ক্ষেত্রে বেসরকারি কোম্পানিগুলিকে কত বছরের জন্য গ্যারান্টি দেওয়া হত ?
(ক) 50
(খ) 75
(গ) 99
(ঘ) 100
উত্তর – নিজে করো ।
43. বিদেশি পুঁজিকে ভারতীয় রেলপথে বিনিয়োগের জন্য কত শতাংশ গ্যারান্টি দেওয়া হয়েছিল ?
(ক) 2
(খ) 4
(গ) 5
(ঘ) 6
উত্তর – (গ) 5
44. ভারতে প্রথম রেলপথ কোন স্থান থেকে কোন স্থানে গিয়েছিল ?
(ক) কলকাতা থেকে পাটনা
(খ) দিল্লি থেকে আগ্রা
(গ) বোম্বে থেকে থানে
(ঘ) কর্ণাটক থেকে ম্যাড্রাস
উত্তর – (গ) বোম্বে থেকে থানে
45. ভারতীয় চিন্তাশীল ব্যক্তিদের মধ্যে কে প্রথম সম্পদের নির্গমনের কথা বলেন ?
(ক) দাদাভাই নৌওরাজি
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) কৃষ্ণচন্দ্র সেন
(ঘ) বিদ্যাসাগর
উত্তর – (ক) দাদাভাই নৌওরাজি
46. সম্পদের বহির্গমন তত্ত্বের সমালোচনা করেছেন কোন ঐতিহাসিক ?
(ক) রমেশচন্দ্র দত্ত
(খ) স্যার জন স্ট্র্যাচি
(গ) পি জে মার্শাল
(ঘ) নরেন্দ্র কৃষ্ণ সিনহা
উত্তর –(খ) স্যার জন স্ট্র্যাচি
47. “ট্রেড এন্ড ফিন্যান্স ইন বেঙ্গল প্রেসিডেন্সি” গ্রন্থটির রচয়িতা হলেন –
(ক) রমেশ চন্দ্র দত্ত
(খ) মদন মোহন মালব্য
(গ) পি. জে. মার্শাল
(ঘ) অমলেশ ত্রিপাঠি
উত্তর – (ক) রমেশ চন্দ্র দত্ত
48. কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকারের সমাপ্তি ঘটে ___________ সনদ আইনে।
(ক) 1793
(খ) 1813
(গ) 1833
(ঘ) 1853
উত্তর – (গ) 1833
49. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর শাসন পরিচালনার জন্য রেগুলেটিং অ্যাক্ট পাস হয় ?
(ক) 1772
(খ) 1773
(গ) 1784
(ঘ) 1813
উত্তর – (খ) 1773
50. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর শাসনকালে প্রতিষ্ঠিত সুপ্রিমকোর্টের বিচারকরা নিযুক্ত হতেন –
(ক) ইংল্যান্ডের রাজা কর্তৃক
(খ) ডাইরেক্টর সভা কর্তৃক
(গ) গভর্নর জেনারেল কর্তৃক
(ঘ) বোর্ড অব কাউন্সিল কর্তৃক
উত্তর – (ক) ইংল্যান্ডের রাজা কর্তৃক
51. 1784 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করেন –
(ক) ব্রিটিশ প্রধানমন্ত্রী পিট
(খ) ব্রিটিশ প্রধানমন্ত্রী পঞ্চম জর্জ
(গ) গভর্নর জেনালের হেস্টিংস
(ঘ) ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়া
উত্তর – (ক) ব্রিটিশ প্রধানমন্ত্রী পিট
52. কোম্পানীর চার্টার অ্যাক্ট সংশোধন করা হত –
(ক) দশ বছর অন্তর
(খ) পনেরো বছর অন্তর
(গ) কুড়ি বছর অন্তর
(ঘ) পঁচিশ বছর অন্তর
উত্তর – (গ) কুড়ি বছর অন্তর
53. ভারতে শিক্ষা প্রসারে প্রথম একলক্ষ টাকা বরাদ্দ করা হয় –
(ক) 1793-এর চার্টার অ্যাক্টে
(খ) 1813-এর চার্টার অ্যাক্টে
(গ) 1733-এর চার্টার অ্যাক্টে
(ঘ) 1853-এর চার্টার অ্যাক্টে
উত্তর – (খ) 1813-এর চার্টার অ্যাক্টে
54. সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন –
(ক) ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়
(খ) স্যার এলিজা ইম্পে
(গ) লর্ড ওয়ারেন হেস্টিংস
(ঘ) লর্ড কর্নওয়ালিস
উত্তর – (খ) স্যার এলিজা ইম্পে
55. কলকাতা ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন –
(ক) লর্ড ওয়ারেন হেস্টিংস
(খ) লর্ড কর্নওয়ালিস
(গ) লর্ড ওয়েলেসলি
(ঘ) লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক
উত্তর – (গ) লর্ড ওয়েলেসলি
56. ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় –
(ক) 1857 খ্রিস্টাব্দে
(খ) 1858 খ্রিস্টাব্দে
(গ) 1896 খ্রিস্টাব্দে
(ঘ) 1947 খ্রিস্টাব্দে
উত্তর – (খ) 1858 খ্রিস্টাব্দে
57. কোন আইনে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বাতিল করা হয় ?
(ক) 1793 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে
(খ) 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে
(গ) 1833 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে
(ঘ) 1853 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে
উত্তর – (গ) 1833 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে
58. ব্রিটিশ আমলাতন্ত্রের জনক হলেন –
(ক) লর্ড ক্লাইভ
(খ) লর্ড হেস্টিংস
(গ) লর্ড ওয়েলেসলি
(ঘ) লর্ড কর্নওয়ালিস
উত্তর – (ঘ) লর্ড কর্নওয়ালিস
59. 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য হল –
(ক) ভারতে প্রাচ্য শিক্ষার প্রসার ঘটানো
(খ) ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো
(গ) ভারতে আগত সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ প্রদান
(ঘ) প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার প্রসারে সহায়তা করা
উত্তর – (গ) ভারতে আগত সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ প্রদান
60. ভারতে দারোগা ব্যবস্থার অবসান ঘটানো হয় –
(ক) 1793 খ্রিস্টাব্দে
(খ) 1812 খ্রিস্টাব্দে
(গ) 1828 খ্রিস্টাব্দে
(ঘ) 1853 খ্রিস্টাব্দে
উত্তর – (খ) 1812 খ্রিস্টাব্দে
61. ভারতে পুলিশি দপ্তর তৈরি করা হয়েছিল –
(ক) পারস্যের পুলিশ বাহিনীর অনুকরণে
(খ) নেপোলিয়নের পুলিশ বাহিনীর অনুকরণে
(গ) মার্কিন পুলিশ বাহিনীর অনুকরণে
(ঘ) আইরিশ পুলিশ বাহিনীর অনুকরণে
উত্তর – (ঘ) আইরিশ পুলিশ বাহিনীর অনুকরণে
62. ভারতের ‘যুদ্ধ উপযোগী জাত’-এর অন্তর্ভূক্ত ছিল না –
(ক) পাঞ্জাবের জাঠ
(খ) উত্তর ভারতের রাজপুত
(গ) নেপালের গোর্খা
(ঘ) পশ্চিমবঙ্গের বাঙালি
উত্তর – (ঘ) পশ্চিমবঙ্গের বাঙালি
63. ভারতে ব্রিটিশরাজ প্রতিষ্ঠিত হয়েছিল –
(ক) 1757 খ্রিস্টাব্দে
(খ) 1858 খ্রিস্টাব্দে
(গ) 1905 খ্রিস্টাব্দে
(ঘ) 1947 খ্রিস্টাব্দে
উত্তর – (খ) 1858 খ্রিস্টাব্দে
64. 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কোর্ট-অব-ডাইরেক্টরদের কার্যকালের মেয়াদ কত বছর করা হয় ?
(ক) তিন
(খ) পাঁচ
(গ) চার
(ঘ) দশ
উত্তর – (খ) পাঁচ
65. উইলিয়াম পিট ছিলেন –
(ক) ভারতের গভর্নর
(খ) কোম্পানির গভর্নর জেনারেল
(গ) ব্রিটিশ রাজা
(ঘ) ব্রিটিশ প্রধানমন্ত্রী
উত্তর – (ঘ) ব্রিটিশ প্রধানমন্ত্রী
66. কত খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট অনুসারে ভারতের গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল হন ?
(ক) 1793
(খ) 1833
(গ) 1813
(ঘ) 1853
উত্তর – (খ) 1833
67. 1853 খ্রিস্টাব্দে সনদ আইনানুসারে কোর্ট অফ ডাইরেক্টরদের সদস্য সংখ্যা 24 থেকে কত করা হয় ?
(ক) 22
(খ) 26
(গ) 20
(ঘ) 18
উত্তর – (ঘ) 18
68. 1853 খ্রিস্টাব্দে সনদ আইনে বাংলার জন্য ____________ পদ সৃষ্টি করা হয়।
(ক) গভর্নর জেনারেল
(খ) লেফটেন্যান্ট গভর্নর
(গ) ছোটোলাট
(ঘ) ভাইসরয়
উত্তর – (খ) লেফটেন্যান্ট গভর্নর
69. ক্রিমিনাল প্রসিডিউর কোড ____________ চালু হয়।
(ক) 1762 খ্রিস্টাব্দে
(খ) 1862 খ্রিস্টাব্দে
(গ) 1784 খ্রিস্টাব্দে
(ঘ) 1793 খ্রিস্টাব্দে
উত্তর – (খ) 1862 খ্রিস্টাব্দে
70. 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ________কলেজ প্রতিষ্ঠা হয়েছিল।
(ক) বারাণসী সংস্কৃত
(খ) সংস্কৃত
(গ) প্রেসিডেন্সি
(ঘ) ফোর্ট উইলিয়ম
উত্তর – (ঘ) ফোর্ট উইলিয়ম
71. 1805 খ্রিস্টাব্দে লন্ডনের ________ ইস্ট ইন্ডিয়া কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল।
(ক) ওয়েস্টমিনস্টারে
(খ) মিডল্যান্ডস
(গ) হার্টফোর্ডে
(ঘ) ইয়র্কশায়ার
উত্তর – (গ) হার্টফোর্ডে
72. স্যার রিচার্ড টেম্পল _________ গভর্নর জেনারেল।
(ক) বাংলার
(খ) বোম্বের
(গ) মাদ্রাজ
(ঘ) কলকাতার
উত্তর – (খ) বোম্বের
73. ‘পলাশী থেকে পার্টিশান’ গ্রন্থের লেখক হলেন –
(ক) সুমিত সরকার
(খ) শেখর বন্দ্যোপাধ্যায়
(গ) ইরফান হাবিব
(ঘ) রনজিৎ গুহ
উত্তর – (খ) শেখর বন্দ্যোপাধ্যায়
আরও পড়ুন :
প্রথম অধ্যায় – MCQ প্রশ্ন উত্তর
দ্বিতীয় অধ্যায় – MCQ প্রশ্ন উত্তর
তৃতীয় অধ্যায় – MCQ প্রশ্ন উত্তর
চতুর্থ অধ্যায় – MCQ প্রশ্ন উত্তর
Click Here – Youtube