Noble Lecture Question Answer (6 Mark)। Mother Teresa। Class 11 2nd Semester । WBCHSE
Noble Lecture Question Answer (6 Mark)
Noble Lecture – Mother Teresa
6 Mark Question Answer
(1) Narrate in your own words the experience of Mother Teresa in an old age home.
[মাদার টেরিজার একটি বৃদ্ধাশ্রম দর্শনের অভিজ্ঞতা তোমার নিজের ভাষায় বর্ণনা করো।]
[OR]
Narrate the experience and the feelings of Mother when she visited in an Old Age Home. [WBCHSE Text Book]
( মাদার টেরিজা যখন একটি বৃদ্ধাশ্রমে গিয়েছিলেন তখন সেখানে তাঁর যে অভিজ্ঞতা ও অনুভূতি হয়েছিল সেটি বর্ণনা করো। )
Answer –
Once Mother Teresa had an opportunity to visit an old age home. Mother went there and became shocked and surprised. She saw that the inhabitants of the home were looking towards the door though they were provided with all facilities for comfortable living. Mother found no smile on their faces. Mother asked a Sister about the reason. The Sister answered that it was nearly a matter of everyday. Actually, they were expecting their son or daughter to come to see them. But they did not come. Perhaps they were forgotten by their own sons or daughters. So they were not smiling and they were hurt. Mother felt that it was only a sign of poverty-the lamentable lack of love.
(একদা মাদার টেরেসার সুযোগ হয়েছিল একটি বৃদ্ধাশ্রমে যাওয়ার। মাদার সেখানে গিয়েছিলেন এবং মর্মাহত এবং অবাক হয়েছিলেন। তিনি দেখেছিলেন ওই আশ্রমের সমস্ত বাসিন্দা দরজার দিকে তাকিয়ে আছে যদিও তাদের সমস্ত সুযোগসুবিধা ছিল আরামদায়ক জীবনযাপনের জন্য। মাদার তাদের মুখে কোন হাসি খুঁজে পাননি। মাদার একজন সিস্টারকে কারণ জিজ্ঞাসা করেছিলেন। সিস্টার জবাব দিয়েছিলেন যে এটা রোজকার ব্যাপার। প্রকৃতপক্ষে তারা অপেক্ষা করছিলেন তাদের পুত্র অথবা কন্যার তাদের দেখতে আসবার জন্য। হয়তো তাদের পুত্র অথবা কন্যার দ্বারা তারা বিস্মৃত হয়েছিলেন। তাই তারা হাসছিলেন না এবং তারা আহত হয়েছিল। মাদার অনুভব করেছিলেন যে এটা দারিদ্রতার চিহ্ন, দুঃখবিদারক ভালোবাসার অভাব।)
(2) What does Mother Teresa say about the greatest destroyer of peace ? What success has the organisation of Mother Teresa achieved to stop this menace ?
[মাদার টেরিজা প্রধান শান্তির ধ্বংসকারী সম্বন্ধে কী বলেছেন ? তাঁর সংস্থা এই বিপদ বন্ধ করার ক্ষেত্রে কী সাফল্য পেয়েছে ?]
Answer –
In ‘Nobel Lecture’ Mother Teresa describies abortion as the greatest destroyer of peace. According to Mother Teresa it is a direct killing of a child by a mother. A large number of children are died all over the world due to hungar, malnutrition and diseases. But millions of other children are killed deliberately by the mother’s will. Mother can not support this killing of unborn children in their mother’s womb. Like us the God has created the unborn children by his own hand. So the killing of the children is also direct war against the God also. To combat against abortion, Mother requests to the virgin mothers to shun their shame and give birth to their unwanted children. She has appealed all the hospitals, clinics, police station not to destroy the unwanted children and they will take the children and give them to the childless couples for adopt. Thus Mother fights against abortion by adoption. She promises shelters and builds homes for those unwanted children. She also teaches people natural family planning by self control and love for each other to have healthy and honourable families. Mother and her coworkers are become successful enough to bring down the number of abortions with the lessons on natural family planning. Thus in her ‘Nobel Lecture’ Mother gives her detail observation on abortions with possible solutions to fight this crime to restrore love and peace in this world.
(মাদার টেরেসা ও ভ্রুণহত্যাকে সবচেয়ে বড়ো শান্তি বিনষ্টকারী হিসাবে বর্ণনা করেছেন। মাদারের মতে এটা একজন শিশুর সরাসরি হত্যা তার মায়ের দ্বারা। এক বিশাল সংখ্যক শিশু সারা বিশ্বজুড়ে মারা যাচ্ছে ক্ষুধা, অপুষ্টি এবং অসুখে। কিন্তু লক্ষ লক্ষ শিশুদের হত্যা করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে তার মায়েদের অনুমতিতে। মাদার এই সমস্ত অজাত শিশুদের তার মায়ের গর্ভেহত্যা করাকে মেনে নিতে পারেননি। আমাদের মতোই ঈশ্বর এই সমস্ত অজাত শিশুদের সৃষ্টি করেছেন তাই এই শিশুদের হত্যা করা ঈশ্বরের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করার সমান। ভ্রুণহত্যার বিরুদ্ধে লড়াই করবার জন্য মাদার কুমারী মায়েদের লজ্জাত্যাগ করতে বলেছেন এবং তাদের অবাঞ্ছিত শিশুদের জন্মাতে দিতে বলেছেন। তিনি সমস্ত হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও থানাতে আবেদন করেছেন অবাঞ্ছিত শিশুদের বিনষ্ট না করতে এবং তারা সেই সমস্ত শিশুদের গ্রহণ করবেন দত্তক নেওয়ার জন্য এবং সন্তানহীন দম্পতিদের দেবেন। মাদার দত্তক গ্রহণের মাধ্যমে ভ্রুণহত্যার বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি মানুষের শিক্ষা দিয়েছেন স্বাভাবিক – পরিবার গঠন করবার জন্য। মাদার এবং তার সহকর্মীরা যথেষ্ট সফল হয়েছিলেন ভ্রুণহত্যার সংখ্যা কমাতে স্বাভাবিক পরিবার পরিকল্পনার মাধ্যমে। এইভাবে মাদার তাঁর ‘Nobel Lecture’-এ ভ্রুণহত্যার ন সম্পর্কে তার সম্পূর্ণ মতামত দিয়েছেন এবং এই অপরাধের বিরুদ্ধে লড়বার সম্ভাব্য সমাধানও দিয়েছেন বিশ্বে শান্তি ও ভালোবাসা রক্ষার উদ্দেশ্যে।)
(3) Why does Mother Teresa say that poor people are great people ?
[মাদার টেরিজা কেন বলেছেন যে দরিদ্র মানুষেরা মহান মানুষ ?]
Answer –
Mother Teresa, in her ‘Nobel Lecture’, expresses her great admiration for the poor people. She compliments them as great. Mother mentions how some poor people who came to meet her spoke to her about the natural family planning. They pointed to her that the best way to achieve family planning was self control with mutual respect for each other. Again Mother refers to one dying poor woman whom her Sisters picked up from the street in Calcutta. She suffered yet smiled and seemed to thank God for peace and comfort at her death-bed. Mother notices that she died in suffering without any complaint like an angel. Thus despite hard misery and poverty, those poor people live and bear faith in God. According to Mother, the poor people are not poor in spirit and they are rich in heart. So Mother Teresa said that poor people are great people.
(মাদার টেরেসা তাঁর এ দরিদ্র মানুষদের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ব্যক্ত করেছেন। তিনি তাদেরকে ‘মহান’ বলে প্রশংসা করেছেন। মাদার উল্লেখ করেছেন কীভাবে তার কাছে আনা দরিদ্র মানুষেরা স্বাভাবিক পরিবার পরিকল্পনা নিয়ে কথা বলেছিল। তারা জোর দিয়েছিল পরিবার পরিকল্পনা সফল করার জন্য আত্মনিয়ন্ত্রণ ও পরস্পরের প্রতি পারস্পরিক সম্মান প্রয়োজন। এ ছাড়া মাদার একজন দরিদ্র মৃত্যুপথযাত্রী মহিলার কথা উল্লেখ করেছেন যাকে তাঁর সিস্টাররা কলকাতার রাস্তা থেকে তুলে এনেছিল। তিনি যদিও যন্ত্রণা পাচ্ছিলেন, তবুও হাসছিলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন মৃত্যুশয্যায় শান্তি ও আরাম দেওয়ার জন্য। মাদার দেখেছিলেন যে তিনি যন্ত্রণায় মারা গিয়েেিলন এক দেবদূতের মতো কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না করে। এইভাবে কষ্ট ও দারিদ্রতা সত্ত্বেও দরিদ্র মানুষের মনের দিক থেকে দরিদ্র নন, তারা হৃদয়ের দিক থেকে ধনী। সুতরাং, মাদার টেরেসা বলেছেন দরিদ্র মানুষেরা খুবই মহান।)
(4) Narrate the experience Mother Teresa had when there was a great difficulty in getting sugar.
[চিনি পাওয়ার ব্যাপারে মাদার টেরিজা যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন সেই অভিজ্ঞতা বর্ণনা করো।]
[Or],
Write in brief the story of the four-year-old boy wanting to share his love with the children looked after by Mother Teresa’s organisation.
[চার বছরের শিশুটি যে মাদার টেরিজার সংস্থার ছোটো ছোটো ছেলেমেয়েদের সঙ্গে ভালোবাসা ভাগ করে নিতে চেয়েছে, তার গল্পটি সংক্ষেপে লেখো।]
Answer –
Once Mother Teresa had faced great difficulty to collect sugar for her home in Kolkata. A little Hindu boy of four years old heard this. He told his parents that he would not eat sugar for three days. He wanted to collect the sugar and give it to Mother for her home. After three days his parents brought the boy to the home of Mother. Mother said that she had never met the boy before and the little boy could not utter her name properly. But he knew exactly what he had come to do to share his love with the poor children of the home. This extraordinary experience moved Mother so much that she could not but share this story with the audience.
(একদা মাদার খুব অসুবিধায় পড়েছিলেন কলকাতায় তাঁর আশ্রমের জন্য চিনি সংগ্রহ করতে গিয়ে। এক চার বছরের হিন্দু বালক এটা শুনতে পেয়েছিল। সে তার বাবা-মা কে বলেছিল যে সে তিন দিন চিনি খাবে না। সে চেয়েছিল চিনি সংগ্রহ করে মাদারকে দেবে তার আশ্রমের জন্য। তিনদিন পর তার বাবা মা তাকে মাদারের আশ্রমে এনেছিলেন। মাদার বলেছিলেন যে সেই বালকের সাথে আগে তাঁর দেখা হয়নি এবং বালকটি তার নাম ভালোভাবে উচ্চারণ করতে পারেনি। কিন্তু সে এটা সঠিক ভাবে জানত যে সে এসেছে আশ্রমের দরিদ্র শিশুদের সাথে ভালোবাসা ভাগ করে নিতে। এই অনন্য অভিজ্ঞতা মাদারকে এতটাই প্রভাবিত করেছিল যে তিনি শ্রোতাদের সাথে ভাগ না করে থাকতে পারেননি।)
(5) “I had the most extraordinary experience with the Hindu family that had eight children.”-Which experience is Mother Teresa speaking of ?
[মাদার টেরিজা কোন্ অভিজ্ঞতার কথা বলছেন ?]
[Or],
What kind of experience did Mother have with a Hindu family ?
[একটি হিন্দু পরিবারের সঙ্গে মাদার টেরিজার কী ধরনের অভিজ্ঞতা হয়েছিল ?]
[Or],
Which real-life incident did Mother Teresa cite when she wanted people to know and love their neighbours ?
[কোন বাস্তব জীবনের ঘটনার দৃষ্টান্ত মাদার টেরিজা দিয়েছিলেন যখন তিনি চেয়েছিলেন লোকে তাঁদের প্রতিবেশীদের জানুক এবং ভালোবাসুক ?]
Answer –
Mother Teresa’s ‘Nobel Lecture’ contains some inspiring experiences that she had in her life. One such is here experience of a poverty striken Hindu family. Once a gentleman informed Mother that a Hindu family with eight children had been starving for so long. Hearing this news, Mother went there with some rice immediately. Reaching there Mother was shocked to see the extreme condition of the family. She saw the hungry children whose eyes were brightened at the sight of the rice. But the mother of the children did something very strange. She divided the rice into two portions and went out with one. When she came back curious Mother Teresa asked her where she had gone. The woman replied simply that she went to give some rice to a Muslim family because they were also hungry like them. Mother Teresa was deeply moved with the mother’s comment and action. This incident shows how a mother inspite of poverty enjoyed the joy of sharing.
(মাদার টেরেসার ‘Nobel Lecture’-এ রয়েছে তাঁর জীবনের কিছু অনন্য অভিজ্ঞতার কথা। এরকম একটি অভিজ্ঞতা হল দারিদ্র্যপীড়িত হিন্দু পরিবারের সাথে। একদিন এক ভদ্রলোক মাদারকে খবর দিয়েছিলেন যে একটি আট সন্তানের হিন্দু পরিবার বেশ কিছু দিন ধরে অভুক্ত রয়েছেন। এই খবর শুনে মাদার কিছু চাল নিয়ে তৎক্ষণাৎ সেখানে গেলেন। সেখানে গিয়ে মাদার মর্মাহত হলেন সেই পরিবারের চরম অবস্থা দেখে। তিনি দেখেছিলেন ক্ষুধার্ত শিশুদের চাল দেখে চোখ উজ্জ্বল হয়ে উঠেছিল। কিন্তু ওই শিশুদের মা খুব অদ্ভুত কাজ করেছিলেন। তিনি ওই চাল দুই ভাগে ভাগ করেছিলেন এবং এক ভাগ নিয়ে বেরিয়ে গিয়েছিলেন। যখন তিনি ফিরে এসেছিলেন উৎসুক মাদার তাকে প্রশ্ন করেছিলেন যে সে কোথায় গিয়েছিল। মহিলা খুব সহজ উত্তর দিয়েছিল যে সে এক মুসলিম পরিবারে চাল দিতে গিয়েছিল যারা তাদের মতোই ক্ষুধার্ত। মাদার টেরেসা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন মায়ের ওই কাজ দেখে। এই ঘটনা দেখায় একজন মা কীভাবে দারিদ্রতার সত্ত্বেও ভাগ করে নেওয়ার আনন্দ উপভোগ করে নিয়েছিলেন।)
(6) Why was Mother overwhelmed by the donation of a physically challenged person ?
[মাদার একজন শারীরিক প্রতিবন্ধী মানুষের দানে মুগ্ধ হয়েছিলেন কেন ?]
“And she died with a smile on her face” – How did she die with a smile on her face ? 6
(“এবং সে মুখে হাসি নিয়ে মারা গিয়েছিল” – কীভাবে সে মুখে হাসি নিয়ে মারা গিয়েছিল ?)
Answer –
One evening Mother Teresa and her Sisters rescued four dying people from the street. One of them was in a serious conditon. Mother tried her best with love to cure her. But she could not survive and died with a smile on her face. Mother was surprised to see the greatness of the poor lady. She had no objection to life. She did not even try to catch the attention of Mother by showing her pain and misery. But she only uttered the words ‘Thank you’ to Mother with a smile and died. This experience moved Mother Teresa very much and she came to know the greatness of poor people from the dying lady.
(এক সন্ধ্যায় মাদার টেরেসা এবং তাঁর সিস্টাররা চারজন মুমূর্ষ ব্যক্তিকে রাস্তা থেকে উদ্ধার করে এসেছিলেন। তাদের মধ্যে একজনের অবস্থা খুব খারাপ ছিল। মাদার তাঁর সর্বশক্তির দিয়ে ভালোবাসার সাথে চেষ্টা করেছিলেন তাকে সুস্থ করবার জন্য। কিন্তু সে বাঁচতে পারেনি এবং মুখে হাসি নিয়ে মারা গিয়েছিলেন। মাদার সেই দরিদ্র মহিলার মহানুভবতা দেখে অবাক হয়েছিলেন। তার কষ্ট ও যন্ত্রণা দেখিয়ে সে মাদারের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেনি। কিন্তু সে মাদারের উদ্দেশ্যে শুধু ধন্যবাদ শব্দ উচ্চারণ করেছিল হাসির সাথে এবং মারা গিয়েছিলেন। এই অভিজ্ঞতা মাদারকে খুব গভীর ভাবে প্রভাবিত করেছিল এবং ওই মৃত্যুপথযাত্রী মহিলার কাছ থেকে মাদার দরিদ্র মানুষের মহানুভবতা সম্পর্কে জানতে পেরেছিল।)
(7) Bring out Mother’s observation on drug addiction particularly in the west.
(মাদারের লক্ষ করা পাশ্চাত্য দেশে মাদকাশক্তির কথা বর্ণনা করো।)
Answer –
Mother Teresa in her ‘Nobel Lecture’ refers to the problem of drug-addiction in order to represent the poverty of western countries. This is a pressing social problem in advanced countries. Mother observes that many young boys and girls of these countries are given into drugs. According to Mother the main cause of this grave problem is the isolation of the boys and girls from their parents. The parents of these countries are so busy that they have no time for their children. They can not get the love and company from their parents. So from loneliness they get involved in drug abuses. These children are no doubt provided with all needs and comfort. But they miss the touch of the valuable love of their parents. The problem of drug addiction affects peace in society. So the problem of drug addiction should be erased from this world to restore world peace.
(মাদার টেরেসা তাঁর ‘Nobel Lecture’ এ মাদকাসক্তি সমস্যার কথা উল্লেখ করেছেন পাশ্চাত্য দেশের দারিদ্রতার কথা প্রকাশ করবার লক্ষ্য। এটি একটি উন্নত দেশের পীড়াদায়ক সমস্যা। মাদার দেখেছেন যে অনেক ছেলে ও মেয়ে এই সমস্ত এদশে মাদকাসক্ত হয়ে পড়েছে। মাদারের মতে এই গভীর সমস্যার মূল কারণ হল এই ছেলে-মেয়েদের তাদের পিতামাতার থেকে বিচ্ছিন্নতা। এই সমস্ত দেশে পিতামাতারা এতটাই ব্যস্ত থাকেন যে তাদের সন্তানদের জন্য কোনো সময় থাকে না। তারা তাদের পিতামাতার কাছ থেকে ভালোবাসা ও সঙ্গ পায় না। সুতরাং একাকীত্ব থেকে তারা মাদকে আসক্ত হয়ে পড়ে। এই সন্তানরা নিঃসন্দেহে সমস্ত রকম চাহিদা ও আরাম পেয়ে থাকে। কিন্তু তারা তাদের পিতামাতার ভালোবাসার ছোঁয়া থেকে বঞ্চিত হয়। মাদকাশক্তির সমস্যা সমাজের শান্তিতে প্রভাব ফেলে। তাই মাদকাসক্তির সমস্যার সমাধান করা প্রয়োজন বিশ্বশান্তি রক্ষা করবার জন্য।)
(8) In what ways does Mother Teresa appeal to the emotions of her audience ? What stories does she share of her encounters with the poor in Kolkata ? [WBCHSE Exam XI 2016, 2020, 2023]
(মাদার টেরিজা কীভাবে তাঁর শ্রোতাদের আবেগ-কে নাড়া দেন ? কলকাতার গরিবদের সঙ্গে সাক্ষাতের কোন্ ঘটনাগুলি তিনি তাদের সঙ্গে ভাগ করে নেন ?)
Answer –
Mother Teresa is charmed at the greatness of Poor people. In her ‘Nobel Lecture, she gives some concrete examples to make it clear. Once in Kolkata they had great difficulty in getting sugar. One day a little boy came to meet her. He had brought with him some sugar. He had saved that from his quota for three days running. Secondly, one day mother picked up four people from the street. One of them was in a most terrible condition. Mother nursed her with loving care. She put her in bed. The dying woman smiled. Before she met death, she could pronounce only one word, ‘Thank you. Mother found none but Christ in her. And it was to her an exemplary greatness.
(মাদার টেরিজা দরিদ্র মানুষের মহত্ত্বে মুগ্ধ। তাঁর ‘Nobel Lecture’-এ তিনি কয়েকটি বাস্তব উদাহরণের মাধ্যমে তা স্পষ্ট করেছেন। একদা কলকাতায় তাঁদের চিনি জোগাড় করতে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। একদিন একটি ছোটো ছেলে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিল। সে তিন দিন ধরে তার ভাগের যে চিনি সঞ্চয় করে রেখেছিল তা সঙ্গে করে নিয়ে এসেছিল। দ্বিতীয়ত, একদিন মাদার রাস্তা থেকে চারটি লোককে তুলে নিয়ে যান (তাঁর আশ্রমে)। তাদের মধ্যে একজনের অবস্থা ছিল অত্যন্ত খারাপ। মাদার পরম মমতা ও যত্ন নিয়ে তার সেবা করেন। তিনি তাকে বিছানায় শোয়ান। মরণাপন্ন মহিলাটি স্নিগ্ধ হাসি হাসেন। মৃত্যুর আগে সে কেবল একটি শব্দই উচ্চারণ করে, ‘ধন্যবাদ’। মাদার তার মধ্যে খ্রিস্ট ছাড়া অন্য কাউকে খুঁজে পাননি। আর এটি তাঁর কাছে একটি দৃষ্টান্তমূলক মহত্ত্ব।)
(9) Why does Mother believe that it is not enough for us to say, “I love God, but I do not love my neighbour” ?
(মাদার টেরিজা কেন বিশ্বাস করেন যে, আমাদের পক্ষে এটা বলা যথেষ্ট নয় যে, “আমি ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু আমার প্রতিবেশীদের ভালোবাসি না ?”)
[Or],
What real life incident did Mother Teresa cite when she wanted people to know and love their neighbour?
(মানুষের প্রত্যেকের পরস্পরকে জানতে হবে এবং তাদেরকে ভালোবাসতে হবে- মাদারের এই দাবি অনুযায়ী কোন্ বাস্তব ঘটনাকে তুলে ধরা হয়েছিল ?)
Answer –
Mother finds Jesus among the poor, the lonely and the miserable. They are her gods. The Bible teaches man to love his fellow men. Jesus proves it by his sacrifice. To love God without loving man is not possible. Hence, one who claims to be a lover of God without being a lover of his neighbours is a liar. Man is made in the image of God. He manifests Himself in the shape of the unfed, the homeless, the unclothed. They deserve our selfless service. To mitigate their miseries is the sole aim of man. Service to man goes straight to the service of God. That is why Mother believes that it is not enough for us to say that we love God but we do not love our neighbours.
(মাদার দরিদ্র অসহায় ও দুঃখীদের মাঝে জিশুকে খুঁজে পেয়েছিলেন। তারা-ই তাঁর ঈশ্বর। বাইবেল মানুষকে তার প্রতিবেশীদের ভালোবাসার শিক্ষা দেয়। জিশু তাঁর ত্যাগের দ্বারা তা প্রমাণ করেছেন। মানুষকে না-ভালোবেসে ঈশ্বরকে ভালোবাসা সম্ভব নয়। তাই, যে-তার প্রতিবেশীকে না ভালোবেসে ঈশ্বরকে ভালোবাসে বলে, সে মিথ্যাবাদী। মানুষ ঈশ্বরের অবয়বে তৈরি। তিনি অভুক্ত, গৃহহীন ও নগ্নদের মাঝে বিরাজ করেন বলে নিজেকে উপস্থাপিত করেন। তাদের প্রতি আমাদের নিঃস্বার্থ সেবা প্রয়োজন। তাদের দুঃখ দূর করাই মানুষের মৌলিক কর্তব্য। মানুষের সেবা করাই হল ঈশ্বরের সেবা করা। এইজন্যই মাদার বিশ্বাস করেন যে, আমাদের প্রতিবেশীকে না-ভালোবেসে ঈশ্বরকে ভালোবাসা যথেষ্ট নয়।)
আরও পড়ুন :
The Garden Party Question Answer (6 Mark)
Alias Jimmy Valentine Question Answer (6 Mark)
Of Studies Question Answer (6 Mark)
YouTube – Samim Sir