নবম শ্রেণী ইতিহাস ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর / Class 9 History Chapter 6 Short Question Answer & Suggestion
ষষ্ঠ অধ্যায় – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর
নবম শ্রেণী ইতিহাস ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর
(১) দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় ?
উত্তর – 1939 খ্রিস্টাব্দের 3 সেপ্টেম্বর
(২) কবে, কাদের মধ্যে ‘ রোম-বার্লিন-টোটিও ’ অক্ষচুক্তি ( অক্ষশক্তি ) স্বাক্ষরিত হয় ?
উত্তর – 1937 খ্রিষ্টাব্দে ( 6 নভেম্বর ) ইটালি, জার্মানি ও জাপানের মধ্যে ।
(৩) হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করেন ?
উত্তর – 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর ।
(৪) চেম্বারলিনের পর গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী কে হয়েছিলেন ?
উত্তর – উইনস্টন চার্চিল
(৫) হিটলারের কোন দেশ আক্রমণের প্রস্তুতিকে ‘ অপারেশন বারবারোসা ’ বলা হয় ?
উত্তর – রাশিয়া
(৬) কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে ?
উত্তর – 1945 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর
(৭) কে নিজেকে ‘ফুয়েরার’ বলে প্রচার করেন ?
উত্তর – হিটলার
(৮) হিটলার কোন দেশ আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ?
উত্তর – পোল্যান্ড
(৯) প্রথম বিশ্বযুদ্ধের কত বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ?
উত্তর – 20 বছর
(১০) তোষণনীতির উদ্ভাবক কে ছিলেন ?
উত্তর – চেম্বারলিন
(১১) কোন সন্ধিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল ?
উত্তর – ভার্সাই সন্ধি ( 1919 খ্রিস্টাব্দের 28 জুন )
(১২) ‘ মিউনিখ চুক্তি ’ কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উত্তর – 1938 খ্রিস্টাব্দের 29 সেপ্টেম্বর ব্রিটেনের চেম্বারলিন, ফ্রান্সের দলাদিয়ের, জার্মানির হিটলার ও ইটালির মুসোলিনির মধ্যে ।
(১৩) মিউনিখ চুক্তির দ্বারা হিটলার কোন দেশ জয়লাভ করেন ?
উত্তর – সুদেতান
(১৪) কোন যুদ্ধ ‘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া’ নামে পরিচিত ?
উত্তর – স্পেনের গৃহযুদ্ধ
(১৫) আটলান্টিক সনদ বা আটলান্টিক চার্টার :
‘ প্রিন্স অব ওয়েলস’ নামক যুদ্ধজাহাজে মার্কিন যুক্তরাষ্ট্র রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মধ্যে 1941 খ্রিস্টাব্দের 9 আগস্ট আটলান্টিক সনদ ( চার্টার ) স্বাক্ষরিত হয়েছিল ।
(১৬) কোন মার্কিন প্রেসিডেন্ট হিরোশিমায় পরমাণু বোমা ফেলার নির্দেশ দেন ?
উত্তর – মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান
হিরোশিমা – নাগাসাকি : মার্কিন যুক্তরাষ্ট্র ( আমেরিকা ) জাপানের হিরোশিমা শহরে ও নাগাসাকি শহরে পরমাণু বোমা ফেলেন । আমেরিকা হিরোশিমাতে 1945 খ্রিস্টাব্দের 6 আগস্ট পারমাণবিক বোমা ফেলেন এবং সেটির নাম দেন ‘ লিটল বয় ‘ । এই ঘটনার তিনদিন পর অর্থাৎ 1945 খ্রিস্টাব্দের 9 আগস্ট নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলেন এবং সেটির নাম দেন ‘ ফ্যাটম্যান ’ ।
(১৭) ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কোন দেশ গ্রহন করেছিল ?
উত্তর – আমেরিকা
(১৮) রাশিয়ার সেনাবাহিনীর নাম কী ছিল ?
উত্তর – লাল ফৌজ
(১৯) ব্লিৎসক্রিগ কি ?
উত্তর – জার্মান ট্যাংক আক্রমন
(২০) কোন দিনটি ‘ ডি-ডে বা মুক্তি দিসব’ হিসেবে পরিচিত ?
উত্তর – 1944 খ্রিস্টাব্দের 6 জুন
পার্ল হারবারের ঘটনা :
পার্ল হারবারের ঘটনাটি ঘটেছিল 1941 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর । পার্ল হারবার ছিল একটি মার্কিন নৌঘাঁটি । জাপান পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটি আক্রমন করে ।
(২১) পার্ল হারবার ঘটনাকালে জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তর – হিদেকি তোজো
(২২) ইয়াল্টা সম্মেলন হয়েছিল – 1945 খ্রিস্টাব্দে , ওয়াশিংটন সম্মেলন হয়েছিল – 1942 খ্রিস্টাব্দে, মস্কো সম্মেলন হয়েছিল – 1943 খ্রিস্টাব্দে
(২৩) V-2 কী ? দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন কোন দেশ দূরপাল্লার রকেট ব্যবহার করেছিল ?
উত্তর – V-2 হল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা দূরপাল্লার রকেট । এই রকেট ব্যবহার করেছিল জার্মানি ।
(২৪) ‘তৃতীয় বিশ্ব ’ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?
উত্তর – আলফ্রেড সভি
(২৫) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন আন্তর্জাতিক সংস্থা স্থাপিত হয় ?
উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর ‘ সম্মিলিত জাতিপুঞ্জ’ বা ‘ United Nations Organization ’ ( UNO ) স্থাপিত হয় ।
(২৬) NATO এর পুরো নাম কী ?
উত্তর – North Atlantic Treaty Organization
(২৭) রবীন্দ্রনাথ তাঁর কোন গ্রন্থে উগ্র জাতীয়তাবাদের সমালোচনা করেন ?
উত্তর – ‘ সভ্যতার সংকট ’
(২৮) ট্রুম্যান নীতি বা মার্শাল পরিকল্পনা কোন দেশ ঘোষণা করেন ?
উত্তর – মার্কিন যুক্তরাষ্ট্র
(২৯) ফুলটন বক্তৃতা কে দেন ?
উত্তর – উইনস্টন চার্চিল
(৩০) উগ্র জাতীয়তাবাদের উগ্র সমর্থক কে ছিলেন ?
উত্তর – হিটলার
(৩১) ‘ ঠান্ডা লড়াই ’ কথাটিকে জনপ্রিয় করে তোলেন কে ?
উত্তর – ওয়াল্টার লিপম্যান
(৩২) পোল-জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
উত্তর – 1934 খ্রিষ্টাব্দে
(৩৩) ‘ তৃতীয় বিশ্ব ’ কথাটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তর – ফ্রানজ ক্যানন
(৩৪) কবে, কাদের মধ্যে অ্যান্টি-কমিন্টার্ন চুক্তি স্বাক্ষরিত হয় ?
উত্তর – 1936 খ্রিস্টাব্দে, জার্মানি ও জাপান
(৩৫) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তর – উইনস্টন চার্চিল
(৩৬) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান কর্তৃক ব্যবহৃত মেশিনগান নাম কী ?
উত্তর – MG 38
(৩৭) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান কর্তৃক ব্যবহৃত ক্ষেপনাস্ত্রের নাম কী ?
উত্তর – রাইন কন্যা
(৩৮) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গণতান্ত্রের অস্ত্রাগারে পরিণত হয়েছিল কোন দেশ ?
উত্তর – আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র
(৩৯) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন কোন দেশ নিয়ে অক্ষশক্তি জোট গড়ে ওঠে ?
উত্তর – জার্মানি, জাপান ও ইতালি
(৪০) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন কোন দেশ নিয়ে মিত্রশক্তি জোট গড়ে ওঠে ?
উত্তর – ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র
(৪১) রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
উত্তর – 1939 খ্রিস্টাব্দে
(৪২) হেরেনভক তত্ত্ব কে প্রচার করেন ?
উত্তর – হিটলার
(৪৩) ইউরোপে বিজয় দিবস কবে পালিত হয় ?
উত্তর – 8 মে ( 1945 )
(৪৪) দ্বিতীয় বিশ্বযুদ্ধে কবে জাপান আত্মসমর্পণ করে ?
উত্তর – 1945 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর
(৪৫) নিরস্ত্রীকরণ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তর – জেনেভা
(৪৬) কবে স্ট্যালিনগ্রাডের যুদ্ধ শুরু হয় ?
উত্তর – 1942 খ্রিস্টাব্দের 17 জুলাই
(৪৭) কার নেতৃত্বে জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে ওঠে ?
উত্তর – জওহরলাল নেহরু
Mark – 2
(১) লেলিনগ্রাডের অবরোধ বা লেলিনগ্রাডের লড়াই কী ?
(২) পার্ল হারবারের ঘটনাটি কী ?
(৩) ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কী ?
(৪) লেন্ড লিজ আইন কী ?
(৫) ডি ডে বা মুক্তি দিবস বলতে কী বোঝো ?
(৬) হেরেনভক তত্ত্ব বলতে কী বোঝো ?
(৭) ঠান্ডা লড়াই কাকে বলে ?
(৮) আনরা ( UNRRA ) কী ও ব্লিৎজক্রিগ কী ?
(৯) তোষণ নীতি কী ?
(১০) মার্শাল পরিকল্পনা কাকে বলে ?
(১১) ট্রুম্যান নীতি কী ?
(১২) করফু দ্বীপের ঘটনাটি কী ?
(১৩) রোম – বার্লিন – টোকিও অক্ষচুক্তি কী ?
(১৪) ইঙ্গ – ফরাসি তোষণ নীতি কী ?
(১৫) অপারেশন বারবারোসা বা বারবারোসা অভিযান কী ?
(১৬) তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো ?
(১৭) উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝো ?
(১৮) ফুলটন বক্তৃতা কী ?
Mark – 4
(১) টীকা লেখো : পার্ল হারবারের ঘটনা
(২) কীভাবে ভার্সাই চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ হয়ে উঠেছিল ?
(৩) টীকা লেখো : রোম – বার্লিন – টোকিও অক্ষচুক্তি
(৪) দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা লেখো ।
Mark – 8
(১) দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো ।
(২) বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো ।
আরও পড়ুন :
নবম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর