ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা MCQ প্রশ্ন উত্তর । একাদশ শ্রেণী 1st Semester Chapter 2। Class 11 Bengali Semester 1

ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা MCQ প্রশ্ন উত্তর প্রথম সেমিস্টার। একাদশ শ্রেণী 1st Semester । XI Bengali Semester 1 । Class 11 Bangla Vasa Chapter 2 MCQ Question Answer । WBCHSE

দ্বিতীয় অধ্যায় – ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা

ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা MCQ প্রশ্ন উত্তর

আমরা জানি এই অধ্যায় থেকে MCQ প্রশ্ন পরীক্ষায় আসবে ।‌‌ কিন্তু তার আগে আমরা এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নিব । তারপর এগুলোর মধ্যে থেকেই MCQ প্রশ্ন উত্তর ( নীচে দেওয়া আছে ) দেখে নিব :

গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

১. সাঁওতালি ভাষায় যে লিপি ব্যবহার করা হয় তার নাম কী ?

উত্তর – অলচিকি

২. অলচিকি লিপির উদ্ভাবক কে ছিলেন ?

উত্তর – রঘুনাথ মুর্মু

৩. ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠীর নাম কী ?

উত্তর – অষ্ট্রিক

৪. ভারত কয়টি ভাষাবংশের দেশ ?

উত্তর – চারটি

৫. ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের অন্তর্গত দুটি ভাষার নাম লেখো ।

উত্তর – (ক) তামিল (খ) তেলেগু

৬. ভারতের বৃহত্তম ভাষাবংশ কোনটি ?

উত্তর – ইন্দো – ইউরোপীয়

৭. ভারতের দ্বিতীয় ভাষাবংশ কোনটি ?

উত্তর – দ্রাবিড়

৮. ছোটোনাগপুর ও সাঁওতাল পরগনায় যে ভাষা বেশি প্রচলিত তার নাম কী ?

উত্তর – সাঁওতালি ভাষা

৯. ‘অষ্টাধ্যায়ী’ ব্যাকরণ গ্রন্থটি কে লিখেছেন ?

উত্তর – পাণিনি

১০. অষ্ট্রিক ভাষার শাখা কয়টি ?

উত্তর – দুটি

১১. প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নমুনা কোনটি ?

উত্তর – ঋকবেদ

১২. ভারতে প্রচলিত অষ্ট্রিক শাখাটির নাম কী ?

উত্তর – অষ্ট্রো – এশিয়াটিক

১৩. নব্য ভারতীয় আর্য ভাষার অন্তর্গত দুটি ভাষার নাম লেখো ।

উত্তর – (ক) বাংলা (খ) ওড়িয়া (গ) অসমিয়া

১৪. কোন ভাষাকে বাংলা ভাষার জননী বলা হয় ?

উত্তর – সংস্কৃত  ( মাগধী অপভ্রংশ )

১৫. মঙ্গলয়েডরা যে ভাষায় কথা বলতেন সেটির নাম কী ?

উত্তর – ভোটচিনা

১৬. অন্ধ্রপ্রদেশে যে ভাষা প্রচলিত তার নাম কী ?

উত্তর – তেলেগু ভাষা

১৭. কর্ণাটকে যে ভাষা প্রচলিত তার নাম কী ?

উত্তর – কন্নড়

১৮. কেরালায় যে ভাষা প্রচলিত তার নাম কী ?

উত্তর – মালয়ালম

১৯. ভারতের জনসমূহের প্রাচীনতম স্তর কোনটি ?

উত্তর – নেগ্রিটো

২০. ভারতের দাক্ষিণাত্যের প্রধান ভাষা কোনটি ?

উত্তর – দ্রাবিড়

২১. ইন্দো ইউরোপীয় ভাষাবংশের শাখা কয়টি ?

উত্তর – দুটি

২২. ‘ভারতের ভাষা’ বইটির রচয়িতা কে ?

উত্তর – গোপাল হালদার

২৩. সাঁওতালি ভাষায় কত রকমের ভাষা বৈচিত্র্য দেখা যায় ?

উত্তর – ১০ রকমের

২৪. শঙ্করাচার্য কোথাকার অধিবাসী ছিলেন ?

উত্তর – কেরলের

২৫. তামিল / তেলেগু / কন্নড় / মালয়ালম – কোন ভাষাবংশের অন্তর্গত ?

উত্তর – দ্রাবিড়

২৬. ভোটচিনা ভাষার প্রধান শাখা কয়টি ?

উত্তর – দুটি

২৭. ভারতীয় আর্য ভাষায় ইতিহাসকে কয়টি ভাষায় ভাগ করা যায় ?

উত্তর – তিনটি

২৮. মধ্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়কাল কত ?

উত্তর – ৬০০ খ্রিস্টাব্দ – ৯০০ খ্রিস্টাব্দ

২৯. প্রাচীন বাংলা ভাষার সময়সীমা কত ?

উত্তর – ৯০০ খ্রিস্টাব্দ – ১৩৫০ খ্রিস্টাব্দ

৩০. নব্য ভারতীয় আর্য ভাষার সময়কাল কত ?

উত্তর – ৯০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত

৩১. ঋকবেদ কোন ভাষায় রচিত ?

উত্তর – প্রাচীন ভারতীয় আর্য ভাষায়

৩২. ‘বাংলা ভাষা হল অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা’ – মন্তব্যটি কে করেছেন ?

উত্তর – সুনীতিকুমার চট্টোপাধ্যায়

উপরের প্রশ্ন উত্তরগুলোর মধ্যে নীচে কিছু MCQ প্রশ্ন উত্তর দেওয়া হল :

MCQ প্রশ্ন উত্তর

১. ‘অষ্টাধ্যায়ী’ ব্যাকরণ গ্রন্থটি লিখেছেন –

(ক) উইলিয়াম জোনস

(খ) পাণিনি

(গ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

(ঘ) গোপাল হালদার

উত্তর – (খ) পাণিনি

২. ভারত কয়টি ভাষাবংশের দেশ ?

(ক) ২ টি

(খ) ৩ টি

(গ) ৪ টি

(ঘ) ৫ টি

উত্তর – (গ) ৪ টি

৩. ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠীর নাম হল –

(ক) ভোটচিনা

(খ) বাংলা

(গ) অষ্ট্রিক

(ঘ) দ্রাবিড়

উত্তর – (গ) অষ্ট্রিক

৪. সাঁওতালি ভাষায় যে লিপি ব্যবহার করা হয় তার নাম হল –

(ক) অলচিকি

(খ) নেগ্রিটো

(গ) মুরাদ

(ঘ) হিকি

উত্তর – (ক) অলচিকি

৫. অলচিকি লিপির উদ্ভাবণ করেন –

(ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

(খ) রঘুনাথ মুর্মু

(গ) জর্জ হ্যারিসন

(ঘ) স্টিপান রিকার্ডো

উত্তর – (খ) রঘুনাথ মুর্মু

৬. মঙ্গলয়েডরা যে ভাষায় কথা বলতেন সেটির নাম কী ?

(ক) অষ্ট্রিক

(খ) তেলেগু

(গ) মালয়ালম

(ঘ) ভোটচিনা

উত্তর – (ঘ) ভোটচিনা

৭. নব্য ভারতীয় আর্য ভাষার অন্তর্গত একটি ভাষার নাম হল –

(ক) বাংলা

(খ) সংস্কৃত

(গ) আরবি

(ঘ) হিন্দি

উত্তর – (ক) বাংলা

৮. বাংলা ভাষার জননী বলা হয় –

(ক) হিন্দি ভাষাকে

(খ) সংস্কৃত ভাষাকে

(গ) আরবি ভাষাকে

(ঘ) উর্দু ভাষাকে

উত্তর – (খ) সংস্কৃত ভাষাকে

৯. ভারতে প্রচলিত অষ্ট্রিক শাখাটির নাম কী ?

(ক) অষ্ট্রো – এশিয়াটিক

(খ) ভারতীয় আর্য

(গ) ইরানীয় আর্য

(ঘ) ইন্দো ইউরোপীয়

উত্তর – (ক) অষ্ট্রো – এশিয়াটিক

১০. অন্ধ্রপ্রদেশে যে ভাষা প্রচলিত তার নাম কী ?

(ক) কন্নড়

(খ) মালয়ালম

(গ) বাংলা

(ঘ) তেলেগু

উত্তর – (ঘ) তেলেগু

১১. তামিল যে ভাষা বংশের অন্তর্গত তার হল –

(ক) অষ্ট্রিক

(খ) ইন্দো ইউরোপীয়

(গ) দ্রাবিড়

(ঘ) বাংলা

উত্তর – (গ) দ্রাবিড়

১২.মধ্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সমবয়সী হল –

(ক) ৬০০ খ্রিস্টাব্দ – ৯০০ খ্রিস্টাব্দ

(খ) ৯০০ খ্রিষ্টাব্দ – ১৩০০ খ্রিষ্টাব্দ

(গ) ১৩০০ খ্রিস্টাব্দ – ১৩৫০ খ্রিস্টাব্দ

(ঘ) ১৩৫০ খ্রিস্টাব্দ – বর্তমান কাল

উত্তর – (ক) ৬০০ খ্রিস্টাব্দ – ৯০০ খ্রিস্টাব্দ

১৩. ঋকবেদ কোন ভাষায় রচিত ?

(ক) ইরানীয় আর্য ভাষায়

(খ) মধ্য আর্য ভাষায়

(গ) প্রাচীন ভারতীয় আর্য ভাষায়

(ঘ) আধুনিক ভাষায়

উত্তর – (গ) প্রাচীন ভারতীয় আর্য ভাষায়

১৪. ভোটচিনা ভাষার প্রধান শাখা হল –

(ক) দুটি

(খ) তিনটি

(গ) চারটি

(ঘ) ছয়টি

উত্তর – (ক) দুটি

১৫. ভারতের জনসমূহের প্রাচীনতম স্তরের নাম কী ?

(ক) আর্য

(খ) গারো

(গ) নেকিচো

(ঘ) নেগ্রিটো

উত্তর – (ঘ) নেগ্রিটো

১৬. ‘ভারতের ভাষা’ বইটির রচয়িতা কে ?

(ক) স্বামী বিবেকানন্দ

(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) গোপাল হালদার

উত্তর – (ঘ) গোপাল হালদার

১৭. ছোটোনাগপুর অঞ্চলে যে ভাষা বেশি প্রচলিত তার হল –

(ক) সাঁওতালি ভাষা

(খ) বাংলা ভাষা

(গ) হিন্দি ভাষা

(ঘ) অসমিয়া ভাষা

উত্তর – (ক) সাঁওতালি ভাষা

আরও পড়ুন :

একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম অধ্যায়

একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার বাংলা সাহিত্যের ইতিহাস দ্বিতীয় অধ্যায়

ভাষা প্রথম অধ্যায় – বিশ্বের ভাষা ও পরিবার MCQ

সাম্যবাদী কবিতার MCQ

পুঁইমাচা গল্পের MCQ

বিড়াল প্রবন্ধের MCQ

YouTube – Samim Sir

Leave a Comment