একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম অধ্যায় / Class 11 Bangla Sahityer Itihas Chapter 1 First Semester WB
Class 11 Bangla Sahityer Itihas Chapter 1 First Semester
প্রথম অধ্যায় : প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য
🎯 MCQ প্রশ্ন ও উত্তর
1. বাংলা সাহিত্যের আদিগ্রন্থ কোনটি ?
A. মঙ্গলকাব্য
B. শ্রীকৃষ্ণকীর্তন
C. চর্যাপদ
D. গীতগোবিন্দ
উত্তর – C. চর্যাপদ
2. চর্যাপদ কিসের উপর ভিত্তি করে রচিত ?
A. শাক্ত ধর্ম
B. বৌদ্ধ ধর্ম
C. বৈষ্ণব ধর্ম
D. ইসলাম ধর্ম
উত্তর – B. বৌদ্ধ ধর্ম
3. চর্যাপদে কোন ধর্মীয় সম্প্রদায়ের প্রভাব রয়েছে ?
A. সহজিয়া
B. তান্ত্রিক
C. শাক্ত
D. আর্য
উত্তর – A. সহজিয়া
4. চর্যাপদের আবিষ্কারক কে ?
A. রাজশেখর বসু
B. হরপ্রসাদ শাস্ত্রী
C. দীনবন্ধু মিত্র
D. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর – B. হরপ্রসাদ শাস্ত্রী
5. চর্যাপদ পাওয়া যায় কোন পুঁথি থেকে ?
A. তিব্বতের রাজপুঁথি
B. নেপালের তালপত্র পুঁথি
C. কাশ্মীরের পুঁথি
D. ভারতের রাজপুঁথি
উত্তর – B. নেপালের তালপত্র পুঁথি
6. চর্যাপদে কবিরা কী নামে পরিচিত ?
A. সাধক
B. সিদ্ধাচার্য
C. ভিক্ষু
D. বাউল
উত্তর – B. সিদ্ধাচার্য
7. চর্যাপদে মোট কতটি পদ পাওয়া যায় ?
A. ৫০
B. ৬৬
C. ৭২
D. ১০১
উত্তর – B. ৬৬
8. বাংলা ভাষার প্রথম কবি কে বলে ধরা হয় ?
A. গোবিন্দদাস
B. ভুসুকু
C. চণ্ডীদাস
D. বিদ্যাপতি
উত্তর – B. ভুসুকু
9. চর্যাপদের ভাষা কেমন ছিল ?
A. সংস্কৃত
B. পালি
C. অপভ্রংশ
D. তদ্ভব
উত্তর – C. অপভ্রংশ
10. চর্যাপদ কাব্য কোন ধর্মীয় মতবাদের অন্তর্গত ?
A. হীনযান
B. মহাযান
C. বজ্রযান
D. থেরবাদ
উত্তর – C. বজ্রযান
11. চর্যাপদের রচনাশৈলী কেমন ?
A. কাব্যিক
B. প্রবন্ধমূলক
C. নাটকীয়
D. উপন্যাসিক
উত্তর – A. কাব্যিক
12. চর্যাপদের কবিরা সাধনা করতেন –
A. গুহায়
B. রাজপ্রাসাদে
C. বিদ্যালয়ে
D. মঠে
উত্তর – A. গুহায়
13. চর্যাপদ কোন যুগের সাহিত্য ?
A. মধ্যযুগ
B. প্রাচীন যুগ
C. আধুনিক যুগ
D. উত্তর আধুনিক
উত্তর – A. গুহায়
14. চর্যাপদের ভাষা কোন ভাষার উৎসভাগ ?
A. উড়িয়া
B. হিন্দি
C. বাংলা
D. মারাঠি
উত্তর – C. বাংলা
15. চর্যাপদের কবিতাগুলিকে বলা হয় –
A. কাব্যনাট্য
B. সংগীত
C. যোগগীত
D. প্রবন্ধ
উত্তর – C. যোগগীত
16. চর্যাপদের অন্যতম কবি ভুসুকু কাকে বলা হয় ?
A. গোবিন্দদাস
B. চণ্ডীদাস
C. শ্রীহট্টর রাজা
D. কৃষ্ণপাদ
উত্তর – D. কৃষ্ণপাদ
17. চর্যাপদ কোন ধর্মের প্রাচীন নিদর্শন ?
A. বৌদ্ধ
B. হিন্দু
C. শিখ
D. ইসলাম
উত্তর – A. বৌদ্ধ
18. চর্যাপদের ভাষায় দেখা যায় –
A. প্রাকৃত প্রভাব
B. আরবি প্রভাব
C. উর্দু প্রভাব
D. ইংরেজি প্রভাব
উত্তর – A. প্রাকৃত প্রভাব
19. চর্যাপদের একটি মূল বৈশিষ্ট্য –
A. ধর্ম ও দার্শনিক গূঢ়তা
B. যুদ্ধবর্ণনা
C. পৌরাণিকতা
D. ব্যঙ্গাত্মকতা
উত্তর – A. ধর্ম ও দার্শনিক গূঢ়তা
20. চর্যাপদের লেখাগুলি বোঝা কঠিন কারণ –
A. কবিতা নয়
B. অলংকার নেই
C. গুপ্ত ভাষা
D. দীর্ঘ নয়
উত্তর – C. গুপ্ত ভাষা
21. চর্যাপদের কবিরা কোন নাম গ্রহণ করতেন ?
A. সাধক
B. গুপ্তনাম
C. সন্ন্যাসী
D. সেনানী
উত্তর – B. গুপ্তনাম
22. চর্যাপদের ভাষা কোন উপভাষা মিশ্রণ ?
A. সংস্কৃত-প্রাকৃত
B. পালি-উপভাষা
C. হিন্দি-উর্দু
D. আরবি-ফার্সি
উত্তর – B. পালি-উপভাষা
23. চর্যাপদের পদগুলির গঠন রীতিতে রয়েছে—
A. মুক্তক ছন্দ
B. সনেট
C. মহাকাব্য
D. গদ্যরীতি
উত্তর – A. মুক্তক ছন্দ
24. চর্যাপদের যুগে বাংলার সমাজ ছিল—
A. প্রগতিশীল
B. কৃষিনির্ভর
C. নগরভিত্তিক
D. আধুনিক
উত্তর – B. কৃষিনির্ভর
25. চর্যাপদ আবিষ্কারের সময় ছিল—
A. ১৮৭২
B. ১৯০৭
C. ১৯২০
D. ১৮১৮
উত্তর – B. ১৯০৭
26. চর্যাপদের কবিতায় কোন রূপক বেশি ব্যবহৃত ?
A. নারী
B. পুরুষ
C. পশু
D. বৃক্ষ
উত্তর – A. নারী
27. চর্যাপদের কবিদের আধ্যাত্মিক চর্চা ছিল—
A. বৈদিক
B. সহজিয়া
C. তান্ত্রিক
D. ইসলামিক
উত্তর – B. সহজিয়া
28. চর্যাপদের পদগুলি কোন উৎসবে গাওয়া হতো ?
A. দুর্গাপূজা
B. বৌদ্ধ যাত্রা
C. বৈষ্ণব উৎসব
D. শাক্ত পূজা
উত্তর – B. বৌদ্ধ যাত্রা
29. চর্যাপদের কবিদের ভাষায় প্রচুর—
A. রাগ-রস
B. ব্যাকরণ
C. লোকজ উপাদান
D. বিদেশি শব্দ
উত্তর – C. লোকজ উপাদান
30. চর্যাপদের কবিদের রচনায় ধর্ম ছিল—
A. মুখ্য
B. গৌণ
C. উপেক্ষিত
D. অপ্রাসঙ্গিক
উত্তর – A. মুখ্য
30. চর্যাপদের কবিদের রচনায় ধর্ম ছিল—
A. মুখ্য
B. গৌণ
C. উপেক্ষিত
D. অপ্রাসঙ্গিক
উত্তর – A. মুখ্য
31. চর্যাপদের ভাষা কোন ধরণের উপাদানে পরিপূর্ণ ?
A. অলংকার
B. লোকজ উপাদান
C. বর্ণবাদ
D. কাব্যমূল্য
উত্তর – B. লোকজ উপাদান
32. চর্যাপদের কবিরা সাধনায় মনোনিবেশ করতেন—
A. সংসারধর্মে
B. আধ্যাত্মিক মুক্তিতে
C. ভোগে
D. যুদ্ধজয়ে
উত্তর – B. আধ্যাত্মিক মুক্তিতে
33. চর্যাপদে ‘নারী’ প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে—
A. কামনার
B. দেহের
C. সাধনার
D. সমাজের
উত্তর – C. সাধনার
34. চর্যাপদের কবিতায় ‘রহস্যবাদ’ বোঝায়—
A. মিথ্যা ধর্ম
B. অভ্যন্তরীণ সাধনা
C. তন্ত্রসাধনা
D. সমাজতত্ত্ব
উত্তর – B. অভ্যন্তরীণ সাধনা
35. চর্যাপদকে বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ বলা হয় কারণ—
A. গদ্য
B. পদ্য
C. প্রবন্ধ
D. নাট্য
উত্তর – B. পদ্য
36. চর্যাপদের কবিরা ধর্ম প্রচার করেছেন—
A. যুদ্ধ করে
B. গানে
C. বই ছাপিয়ে
D. নাটক মঞ্চস্থ করে
উত্তর – B. গানে
37. চর্যাপদের কবিরা সাধারণত ছিলেন—
A. পণ্ডিত
B. রাজা
C. যোগী
D. ব্যবসায়ী
উত্তর – C. যোগী
38. চর্যাপদের পদসংখ্যা মোট—
A. ৫০
B. ৬৬
C. ৭৫
D. ১০১
উত্তর – B. ৬৬
39. চর্যাপদের কবিরা কোন ধর্মমতের অন্তর্গত ছিলেন ?
A. শাক্ত
B. বৈষ্ণব
C. বৌদ্ধ
D. ইসলাম
উত্তর – C. বৌদ্ধ
40. চর্যাপদের কবিদের ভাষায় ব্যবহৃত হয়েছে—
A. প্রচুর সংস্কৃত শব্দ
B. অপভ্রংশ
C. ইংরেজি শব্দ
D. উর্দু প্রভাব
উত্তর – B. অপভ্রংশ
41. চর্যাপদ কাব্য রচনার উদ্দেশ্য ছিল—
A. বিনোদন
B. ধর্মপ্রচার
C. রাজনীতিক প্রচার
D. অর্থ উপার্জন
উত্তর – B. অপভ্রংশ
42. চর্যাপদের কবিরা লেখার সময় ব্যবহৃত ছন্দ—
A. সোনেট
B. মুক্তক
C. পয়ার
D. ত্রিপদী
উত্তর – B. মুক্তক
43. চর্যাপদ কাব্য কোন ধরণের কাব্যরীতি অনুসরণ করে ?
A. ধর্মীয়
B. প্রেমমূলক
C. রোমান্টিক
D. কৌতুক
উত্তর – A. ধর্মীয়
44. চর্যাপদের ভাষা কোথা থেকে বিকশিত হয়েছে ?
A. সংস্কৃত
B. অপভ্রংশ
C. ফার্সি
D. তামিল
উত্তর – B. অপভ্রংশ
45. চর্যাপদ আবিষ্কারের সময় হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন—
A. শিক্ষক
B. গবেষক
C. কবি
D. বিচারক
উত্তর – B. গবেষক
46. চর্যাপদ কাব্যে ‘গুপ্ত’ ভাষা ব্যবহারের কারণ—
A. রাজার নিষেধ
B. সাধনার রহস্য রক্ষা
C. শিক্ষা বিস্তার
D. ভাষার অভাব
উত্তর – B. সাধনার রহস্য রক্ষা
47. চর্যাপদের কবিরা সমাজে পরিচিত ছিলেন—
A. সমাজ সংস্কারক
B. আধ্যাত্মিক গুরু
C. সাহিত্যিক
D. যোদ্ধা
উত্তর – B. আধ্যাত্মিক গুরু
48. চর্যাপদের লেখাগুলি সাধারণ পাঠকের পক্ষে—
A. খুব সহজ
B. বোঝা কঠিন
C. হাস্যকর
D. অর্থহীন
উত্তর – B. বোঝা কঠিন
49. চর্যাপদের পাণ্ডুলিপি রক্ষিত রয়েছে—
A. কলকাতা বিশ্ববিদ্যালয়
B. নেপাল জাতীয় গ্রন্থাগারে
C. বাংলাদেশ জাতীয় যাদুঘর
D. দিল্লি সংগ্রহশালা
উত্তর – B. নেপাল জাতীয় গ্রন্থাগারে
50. চর্যাপদের অন্যতম রচয়িতা ‘কুক্কুরীপা’ ছিলেন—
A. বৈষ্ণব সাধক
B. সিদ্ধাচার্য
C. মুসলিম পীর
D. রাজ পুরোহিত
উত্তর – B. সিদ্ধাচার্য
51. চর্যাপদের কবিরা কোন দার্শনিক মতের অনুসারী ছিলেন ?
A. আদ্বৈতবাদ
B. বেদান্ত
C. সহজবাদ
D. নিখিলবাদ
উত্তর – C. সহজবাদ
52. চর্যাপদের ভাষায় কোন উপাদান লক্ষ্য করা যায় ?
A. সংস্কৃত ঘরানা
B. আরবি-ফার্সি
C. পূর্ব ভারতের লোকভাষা
D. খাঁটি পালি ভাষা
উত্তর – C. পূর্ব ভারতের লোকভাষা
53. চর্যাপদের কবিরা সমাজে পরিচিত ছিলেন—
A. গৃহস্থ
B. রাজপুরুষ
C. যোগী
D. দাস
উত্তর – C. যোগী
54. চর্যাপদের পদগাঁথায় কোন বিষয়টি গুরুত্ব পায় ?
A. ধর্মীয় তত্ত্ব
B. যুদ্ধ
C. প্রেম
D. রাজনীতি
উত্তর – A. ধর্মীয় তত্ত্ব
55. চর্যাপদের ভাষা বোঝার জন্য কোন ভাষা জানা প্রয়োজন ?
A. সংস্কৃত
B. পালি
C. হিন্দি
D. ফারসি
উত্তর – B. পালি
56. চর্যাপদের কবিরা কোন আচার-অনুষ্ঠানে অংশ নিতেন ?
A. সহজাচার
B. পৌরাণিক আচারে
C. রীতিনিষ্ঠ আচারে
D. ব্রাহ্মধর্মীয় আচারে
উত্তর – A. সহজাচার
57. চর্যাপদের ভাষা ও সাহিত্যে রয়েছে—
A. বাস্তববাদ
B. রূপকতা
C. প্রগতিশীলতা
D. আধুনিকতা
উত্তর – B. রূপকতা
58. চর্যাপদের প্রধান ধর্মীয় বার্তা কী ?
A. মোক্ষ লাভ
B. মানবমুক্তি
C. কর্মযোগ
D. ভক্তি
উত্তর – B. মানবমুক্তি
59. চর্যাপদের কবিদের জীবনচর্যা ছিল—
A. বৈভবময়
B. কঠোর সন্ন্যাসী
C. সহজ-সরল
D. যুদ্ধপরায়ণ
উত্তর – C. সহজ-সরল
60. চর্যাপদে পাওয়া যায় কতজন কবির নাম ?
A. ১৫ জন
B. ২৩ জন
C. ৩০ জন
D. ১০ জন
উত্তর – B. ২৩ জন
61. চর্যাপদের পদগুলিতে অধিকাংশ সময় ব্যবহৃত হয়েছে—
A. বক্রোক্তি
B. রূপক
C. ব্যঙ্গ
D. উৎপ্রেক্ষা
উত্তর – B. রূপক
62. চর্যাপদের যুগে বাংলার অর্থনীতি ছিল—
A. কৃষিনির্ভর
B. শিল্পভিত্তিক
C. বাণিজ্যনির্ভর
D. প্রযুক্তিনির্ভর
উত্তর – C. বাণিজ্যনির্ভর
63. চর্যাপদে কবিদের সাধনার বিষয় ছিল—
A. আত্মজ্ঞান
B. সংসারজ্ঞান
C. বিজ্ঞান
D. সমাজবিজ্ঞান
উত্তর – A. আত্মজ্ঞান
64. চর্যাপদের অন্যতম কবি কাহ্নপা ছিলেন—
A. রাজারাজা
B. সহজিয়া সিদ্ধাচার্য
C. বৈষ্ণব গুরু
D. সেন বংশের কবি
উত্তর – B. সহজিয়া সিদ্ধাচার্য
65. চর্যাপদের রচনাকাল মনে করা হয়—
A. ১২শ শতক
B. ৮ম–১২শ শতক
C. ১৫শ শতক
D. ১৮শ শতক
উত্তর – B. ৮ম–১২শ শতক
66. চর্যাপদের ভাষায় রয়েছে কোন ভাষার ছাপ ?
A. পালি
B. ফারসি
C. গুজরাটি
D. উর্দু
উত্তর – A. পালি
67. চর্যাপদে কবিরা আত্মাকে বলতেন—
A. দেহ
B. রমণী
C. মাটি
D. অগ্নি
উত্তর – B. রমণী
68. চর্যাপদের পদগুলির ভাবগম্ভীরতা বৃদ্ধি করে—
A. রূপকতা
B. কৌতুক
C. দৈনন্দিনতা
D. বিরোধ
উত্তর – A. রূপকতা
69. চর্যাপদ আবিষ্কৃত হয়—
A. কলকাতায়
B. নেপালে
C. ঢাকায়
D. কাঠমান্ডুতে
উত্তর – B. নেপালে
70. চর্যাপদের পদগুলিতে কী ধরনের অভিব্যক্তি পাওয়া যায় ?
A. দেহগত
B. আধ্যাত্মিক
C. বিজ্ঞানসম্মত
D. দার্শনিক জটিলতা
উত্তর – B. আধ্যাত্মিক
71. চর্যাপদের রচয়িতারা প্রধানত কোন শ্রেণির মানুষ ছিলেন ?
A. রাজা
B. কৃষক
C. সাধক
D. পুরোহিত
উত্তর – C. সাধক
72. চর্যাপদের কবিদের প্রধান উদ্দেশ্য ছিল—
A. সৃষ্টিকর্ম
B. আধ্যাত্মিক মুক্তি
C. সংগীত
D. রাজনীতি
উত্তর – B. আধ্যাত্মিক মুক্তি
73. চর্যাপদের পদগুলি কোন ছন্দে রচিত ?
A. পয়ার
B. ত্রিপদী
C. রোলার
D. আখরাবৃত্ত
উত্তর – B. ত্রিপদী
74. চর্যাপদের পদগুলিতে নারীকে কী বোঝাতে ব্যবহার করা হয়েছে ?
A. সংসার
B. আত্মা
C. সংসারবিমুখতা
D. ঈশ্বর
উত্তর – B. আত্মা
75. চর্যাপদের ভাষা কোন ভাষার ভিত্তি হিসেবে ধরা হয় ?
A. সংস্কৃত
B. বাংলা
C. পালি
D. উর্দু
উত্তর – B. বাংলা
76. চর্যাপদের কবিদের সাধনার স্থান ছিল—
A. শহর
B. পাহাড়
C. সমুদ্র
D. রাজপ্রাসাদ
উত্তর – B. পাহাড়
77. চর্যাপদের কবিরা ছিলেন—
A. ব্যবসায়ী
B. মুনি
C. সিদ্ধাচার্য
D. দার্শনিক
উত্তর – C. সিদ্ধাচার্য
78. চর্যাপদকে কোন সাহিত্যরূপ বলা হয় ?
A. নাটক
B. প্রাচীন বাংলা পদ্য
C. গদ্য
D. মহাকাব্য
উত্তর – B. প্রাচীন বাংলা পদ্য
79. চর্যাপদের কবিতাগুলি সাধনার সাথে যুক্ত ছিল—
A. বাহ্যিক আচরণ
B. অন্তর্জগৎ
C. সমাজনির্ভর
D. রাজনীতি
উত্তর – B. অন্তর্জগৎ
80. চর্যাপদের কবিরা সমাজে পরিচিত ছিলেন—
A. বুদ্ধিজীবী
B. সমাজসংস্কারক
C. যোগী
D. ডাকু
উত্তর – C. যোগী
81. চর্যাপদের রচয়িতাদের চিন্তা ভাবনায় প্রাধান্য পায়—
A. প্রেম
B. ধর্মীয় দর্শন
C. রাজনীতি
D. ঐতিহাসিক ঘটনা
উত্তর – B. ধর্মীয় দর্শন
82. চর্যাপদের পদগুলির ভাষা সময়ের সাথে—
A. আরও জটিল হয়েছে
B. পরিবর্তন হয়নি
C. আধুনিক রূপ নিয়েছে
D. অবলুপ্ত হয়েছে
উত্তর – C. আধুনিক রূপ নিয়েছে
83. চর্যাপদ আবিষ্কারের আগে এটি ছিল—
A. মুদ্রিত গ্রন্থ
B. মৌখিক গল্প
C. অজানা
D. ধর্মগ্রন্থ
উত্তর – C. অজানা
84. চর্যাপদের পাণ্ডুলিপিটি ছিল—
A. তাম্রলিপি
B. তালপাতায়
C. শিলালিপি
D. কাপড়ে লেখা
উত্তর – B. তালপাতায়
85. চর্যাপদের রচনাভাষা ছিল—
A. বাংলা ও সংস্কৃত
B. পালি ও অপভ্রংশ
C. হিন্দি ও উর্দু
D. আরবি ও ফারসি
উত্তর – B. পালি ও অপভ্রংশ
86. চর্যাপদের কবিরা রূপকের মাধ্যমে বলতেন—
A. দেহতত্ত্ব
B. ভূগোল
C. ইতিহাস
D. রাজনীতি
উত্তর – A. দেহতত্ত্ব
87. চর্যাপদের কবিদের অন্যতম বৈশিষ্ট্য—
A. অরাজনৈতিকতা
B. সহজ ভাষা
C. রূপকের নিপুণ ব্যবহার
D. প্রাঞ্জলতা
উত্তর – C. রূপকের নিপুণ ব্যবহার
88. চর্যাপদের কবিরা বাস্তব জগৎকে—
A. অগ্রাহ্য করতেন
B. প্রাধান্য দিতেন
C. উপভোগ করতেন
D. কল্পনা করতেন
উত্তর – A. অগ্রাহ্য করতেন
89. চর্যাপদ কোন সাহিত্যের ধারা সূচিত করে ?
A. বৈষ্ণব সাহিত্য
B. বাংলা সাহিত্য
C. ইসলামী সাহিত্য
D. তামিল সাহিত্য
উত্তর – B. বাংলা সাহিত্য
90. চর্যাপদের সাহিত্যরীতি—
A. কাব্যিক
B. গদ্য
C. নাট্যরূপ
D. ভাষণধর্মী
উত্তর – A. কাব্যিক
91. চর্যাপদের পুঁথির ভাষা বোঝা যায়—
A. বর্তমান বাংলা দিয়ে নয়
B. স্পষ্টভাবে
C. সহজে
D. কথ্য ভাষায়
উত্তর – A. বর্তমান বাংলা দিয়ে নয়
92. চর্যাপদের প্রতিটি পদে রয়েছে—
A. রাজনীতি
B. মুক্তচিন্তা
C. সাধনার দিকনির্দেশনা
D. যুদ্ধবর্ণনা
উত্তর – C. সাধনার দিকনির্দেশনা
93. চর্যাপদের পদগুলির ব্যাখ্যার জন্য প্রয়োজন—
A. ইতিহাস
B. ভাষাবিজ্ঞান
C. ভূগোল
D. পদার্থবিদ্যা
উত্তর – B. ভাষাবিজ্ঞান
94. চর্যাপদের কবিরা কোন বৌদ্ধ পথ অনুসরণ করতেন ?
A. হীনযান
B. মহাযান
C. বজ্রযান
D. সুন্নি
উত্তর – C. বজ্রযান
95. চর্যাপদের কবিদের ভাষা ছিল—
A. কঠিন
B. গুপ্ত
C. ঝরঝরে
D. ইংরেজিনির্ভর
উত্তর – B. গুপ্ত
96. চর্যাপদের সময় বাংলার রাজা ছিলেন—
A. লক্ষ্মণ সেন
B. ধর্মপাল
C. গোপাল
D. বিজয় সেন
উত্তর – B. ধর্মপাল
97. চর্যাপদের পদগুলি প্রথম কোন পত্রিকায় ছাপা হয় ?
A. বঙ্গদর্শন
B. ইন্ডিয়ান অ্যান্টিকোয়ারি
C. সাহিত্য
D. তত্ত্ববোধিনী
উত্তর – B. ইন্ডিয়ান অ্যান্টিকোয়ারি
98. চর্যাপদের কবিরা প্রেমকে দেখেছেন—
A. পার্থিব রূপে
B. আত্মিক রূপে
C. ভোগবাদে
D. সমাজতন্ত্রে
উত্তর – B. আত্মিক রূপে
99. চর্যাপদের কবিদের ভাষা ছিল—
A. একভাষিক
B. বহু ভাষার মিশ্রণ
C. ফারসি ভিত্তিক
D. আরবি নির্ভর
উত্তর – B. বহু ভাষার মিশ্রণ
100. চর্যাপদের সাহিত্যিক বৈশিষ্ট্য—
A. গদ্যরীতি
B. রূপক ও গূঢ়তত্ত্ব
C. সরল ভাষা
D. কথ্য শব্দভাণ্ডার
উত্তর – B. রূপক ও গূঢ়তত্ত্ব