একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার বাংলা সাহিত্যের ইতিহাস দ্বিতীয় অধ্যায় / Class 11 Bangla Sahityer Itihas Chapter 2 MCQ First Semester WB
Class 11 Bangla Sahityer Itihas Chapter 2 MCQ First Semester
দ্বিতীয় অধ্যায়: মধ্যযুগে বাংলা সমাজ ও সাহিত্য
🎯 MCQ প্রশ্ন ও উত্তর
1. মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রধান ভাষা কোনটি ছিল ?
(A) সংস্কৃত
(B) বাংলা
(C) ফারসি
(D) উর্দু
উত্তর – (B) বাংলা
2. মধ্যযুগের সূচনা ধরা হয় কোন শতাব্দীতে ?
(A) ১০ম শতাব্দী
(B) ১২শ শতাব্দী
(C) ১৪শ শতাব্দী
(D) ১৬শ শতাব্দী
উত্তর – (B) ১২শ শতাব্দী
3. বাংলায় মুসলিম শাসন শুরু হয় কোন সালে ?
(A) ১২০৪ খ্রিস্টাব্দ
(B) ১৩০০ খ্রিস্টাব্দ
(C) ১৪০০ খ্রিস্টাব্দ
(D) ১২৫০ খ্রিস্টাব্দ
উত্তর – (A) ১২০৪ খ্রিস্টাব্দ
4. পাল যুগে সমাজব্যবস্থা ছিল—
(A) সামন্ততান্ত্রিক
(B) গণতান্ত্রিক
(C) ঔপনিবেশিক
(D) প্রজাতান্ত্রিক
উত্তর – (A) সামন্ততান্ত্রিক
5. মুসলিম শাসনকালে প্রশাসনিক ভাষা ছিল—
(A) বাংলা
(B) ফারসি
(C) সংস্কৃত
(D) আরবি
উত্তর – (B) ফারসি
6. চণ্ডীদাস ছিলেন—
(A) মঙ্গলকাব্য কবি
(B) বৈষ্ণব পদাবলী কবি
(C) প্রেমকাব্য কবি
(D) শাক্ত কবি
উত্তর – (B) বৈষ্ণব পদাবলী কবি
7. বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন—
(A) বখতিয়ার খিলজি
(B) ইলতুতমিশ
(C) ফিরোজ শাহ
(D) হুমায়ুন
উত্তর – (A) বখতিয়ার খিলজি
8. হিন্দু-মুসলিম সংস্কৃতির মিলিত সাহিত্যধারা হলো—
(A) বৈষ্ণব পদাবলী
(B) ইসলামী বাংলা সাহিত্য
(C) শাক্ত পদাবলী
(D) মঙ্গলকাব্য
উত্তর – (B) ইসলামী বাংলা সাহিত্য
9. শ্রীচৈতন্য দেবের জন্ম সাল—
(A) ১৪৫০ খ্রিস্টাব্দ
(B) ১৪৮৬ খ্রিস্টাব্দ
(C) ১৪৯৮ খ্রিস্টাব্দ
(D) ১৫০০ খ্রিস্টাব্দ
উত্তর – (B) ১৪৮৬ খ্রিস্টাব্দ
10. মধ্যযুগে জনপ্রিয়তম কাব্যধারা ছিল—
(A) মঙ্গলকাব্য
(B) ছড়া
(C) ছোটগল্প
(D) উপন্যাস
উত্তর – (A) মঙ্গলকাব্য
11. মঙ্গলকাব্যের সূচনা হয় কোন দেবতার কাহিনী দিয়ে ?
(A) শিব
(B) মনসা
(C) দুর্গা
(D) চণ্ডী
উত্তর – (B) মনসা
12. মুকুন্দরাম চক্রবর্তীর অপর নাম—
(A) কবিকঙ্কণ
(B) বিদ্যাপতি
(C) কবিবর
(D) কবিচন্দ্র
উত্তর – (A) কবিকঙ্কণ
13. নারীদের উল্লেখযোগ্য ভূমিকা দেখা যায় কোন ধারায় ?
(A) পদাবলী কাব্য
(B) ঐতিহাসিক নাটক
(C) চারিতাভিনয়
(D) ছোটগল্প
উত্তর – (A) পদাবলী কাব্য
14. ঈশ্বরগুপ্ত ছিলেন—
(A) মধ্যযুগের কবি
(B) আধুনিক যুগের কবি
(C) প্রাচীন যুগের কবি
(D) লোককবি
উত্তর – (B) আধুনিক যুগের কবি
15. বিদ্যাপতির কবিতা প্রধানত রচিত হয়েছিল—
(A) বাংলা
(B) মৈথিলি
(C) সংস্কৃত
(D) ফারসি
উত্তর – (B) মৈথিলি
16. মধ্যযুগে বাংলার সমাজ ছিল—
(A) ধর্মনিরপেক্ষ
(B) ধর্মভিত্তিক
(C) পুঁজিবাদী
(D) উদারনৈতিক
উত্তর – (B) ধর্মভিত্তিক
17. শক্তিবাদী সাহিত্যে প্রধান দেবী—
(A) মনসা
(B) দুর্গা
(C) সরস্বতী
(D) চণ্ডী
উত্তর – (B) দুর্গা
18. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা—
(A) চণ্ডীদাস
(B) বরু চণ্ডীদাস
(C) বিদ্যাপতি
(D) কবিকঙ্কণ
উত্তর – (B) বরু চণ্ডীদাস
19. বাংলা সাহিত্যের দুই প্রধান ধারার একটি বৈষ্ণব পদাবলী, অন্যটি—
(A) শাক্ত পদাবলী
(B) মঙ্গলকাব্য
(C) চর্যাপদ
(D) ইসলামী সাহিত্য
উত্তর – (A) শাক্ত পদাবলী
20. হুসেন শাহের আমলে বৈষ্ণব সাহিত্য বিকাশ পেয়েছিল—
(A) সত্য
(B) মিথ্যা
(C) আংশিক সত্য
(D) বলা যায় না
উত্তর – (A) সত্য
21. কবিকঙ্কণ মুকুন্দরামের কাব্যের বিষয়—
(A) মনসামঙ্গল
(B) চণ্ডীমঙ্গল
(C) কৃষ্ণকীর্তন
(D) দুর্গামঙ্গল
উত্তর – (B) চণ্ডীমঙ্গল
22. আলাওল কোন ভাষা থেকে অনুবাদে খ্যাতি পান ?
(A) ফারসি
(B) আরবি
(C) উর্দু
(D) তুর্কি
উত্তর – (A) ফারসি
23. অধিকাংশ মধ্যযুগীয় সাহিত্য লেখা হত—
(A) অমিত্রাক্ষর
(B) পয়ার
(C) সনেট
(D) মুক্তক
উত্তর – (B) পয়ার
24. চর্যাপদ আবিষ্কার করেন—
(A) হর্ষবর্ধন
(B) আচার্য হরপ্রসাদ শাস্ত্রী
(C) রাজশেখর বসু
(D) দীনেশচন্দ্র সেন
উত্তর – (B) আচার্য হরপ্রসাদ শাস্ত্রী
25. মুসলিম কবিরা সাধারণত রচনা করতেন—
(A) কালীকীর্তন
(B) নবীপ্রশস্তি
(C) মঙ্গলকাব্য
(D) চর্যাপদ
উত্তর – (B) নবীপ্রশস্তি
26. বাংলা মঙ্গলকাব্যে কোন উপাদানটি প্রধান ?
(A) ধর্মীয় উপাখ্যান
(B) প্রাকৃতিক দৃশ্য
(C) সামাজিক ব্যঙ্গ
(D) যুদ্ধবিষয়ক ঘটনা
উত্তর – (A) ধর্মীয় উপাখ্যান
27. ‘মনসামঙ্গল’ কাব্যের অন্যতম প্রধান কবি কে ?
(A) বিজয় গুপ্ত
(B) আলাওল
(C) চণ্ডীদাস
(D) দৌলত কাজী
উত্তর – (A) বিজয় গুপ্ত
28. আলাওলের বিখ্যাত অনুবাদ গ্রন্থ কোনটি ?
(A) পদ্মাবতী
(B) শ্রীকৃষ্ণকীর্তন
(C) চণ্ডীমঙ্গল
(D) বিদ্যাসুন্দর
উত্তর – (A) পদ্মাবতী
29. মধ্যযুগীয় বাংলা সমাজে প্রধান পেশা ছিল—
(A) কৃষি
(B) ব্যবসা
(C) যুদ্ধ
(D) শিক্ষা
উত্তর – (A) কৃষি
30. বৈষ্ণব পদাবলী মূলত কাকে কেন্দ্র করে রচিত ?
(A) রাধাকৃষ্ণ
(B) শিবপার্বতী
(C) মনসা
(D) চণ্ডী
উত্তর – (A) রাধাকৃষ্ণ
31. মধ্যযুগীয় বাংলায় সাহিত্যে মুসলিম শাসকদের প্রভাব পড়ে—
(A) সত্য
(B) মিথ্যা
(C) আংশিক সত্য
(D) বলা যায় না
উত্তর – (A) সত্য
32. দৌলত কাজীর কাব্যের ধারা—
(A) বৈষ্ণব কাব্য
(B) প্রেমকাব্য
(C) মঙ্গলকাব্য
(D) শাক্ত কাব্য
উত্তর – (B) প্রেমকাব্য
33. চর্যাপদ রচিত হয়েছিল কোন ভাষার আদি রূপে?
(A) প্রাচীন বাংলা
(B) সংস্কৃত
(C) মৈথিলি
(D) ফারসি
উত্তর – (A) প্রাচীন বাংলা
34. মুসলিম কবিরা সাধারণত কোন লিপি ব্যবহার করতেন ?
(A) বাংলা
(B) ফারসি
(C) দেবনাগরী
(D) আরবি
উত্তর – (A) বাংলা
35. ‘বিদ্যাসুন্দর’ কাব্যের রচয়িতা কে ?
(A) ভারতচন্দ্র রায়
(B) বিজয় গুপ্ত
(C) আলাওল
(D) চণ্ডীদাস
উত্তর – (A) ভারতচন্দ্র রায়
36. চৈতন্য মহাপ্রভুর জীবন ও শিক্ষা বৈষ্ণব সাহিত্যে প্রভাব ফেলেছিল—
(A) গভীরভাবে
(B) সামান্যভাবে
(C) একেবারেই নয়
(D) সন্দেহজনকভাবে
উত্তর – (A) গভীরভাবে
37. ‘ময়মনসিংহ গীতিকা’ কোন ধরনের সাহিত্য ?
(A) লোকসাহিত্য
(B) মঙ্গলকাব্য
(C) ইসলামী সাহিত্য
(D) শাক্ত সাহিত্য
উত্তর – (A) লোকসাহিত্য
38. মধ্যযুগীয় বাংলায় শিক্ষার প্রধান কেন্দ্র ছিল—
(A) টোল ও মাদ্রাসা
(B) বিশ্ববিদ্যালয়
(C) স্কুল
(D) পাঠশালা
উত্তর – (A) টোল ও মাদ্রাসা
39. ইসলামী বাংলা সাহিত্যে কোন কাব্যরীতি বেশি দেখা যায় ?
(A) প্রেম ও আধ্যাত্মিকতা
(B) ব্যঙ্গ
(C) প্রাকৃতিক বর্ণনা
(D) সামাজিক সমালোচনা
উত্তর – (A) প্রেম ও আধ্যাত্মিকতা
40. বাংলা মঙ্গলকাব্যের তিনটি প্রধান ধারা হল—
(A) মনসা, চণ্ডী, ধর্ম
(B) শিব, দুর্গা, সরস্বতী
(C) কৃষ্ণ, রাধা, গোপী
(D) নবী, পীর, দরবেশ
উত্তর – (A) মনসা, চণ্ডী, ধর্ম
41. মধ্যযুগে বাংলায় প্রধান বিনোদন মাধ্যম ছিল—
(A) যাত্রা ও পালাগান
(B) সিনেমা
(C) ক্রীড়া
(D) নাট্যশালা
উত্তর – (A) যাত্রা ও পালাগান
42. ‘শ্রীকৃষ্ণবিলাস’ কাব্যের রচয়িতা—
(A) বড়ু চণ্ডীদাস
(B) জ্ঞানদাস
(C) বিদ্যাপতি
(D) দৌলত কাজী
উত্তর – (B) জ্ঞানদাস
43. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হিসেবে কে পরিচিত ?
(A) সৈয়দ সুলতান
(B) দৌলত কাজী
(C) আলাওল
(D) শাহ মুহম্মদ সাজি
উত্তর – (A) সৈয়দ সুলতান
44. সৈয়দ সুলতানের রচিত কাব্য—
(A) নবীবংশ
(B) পদ্মাবতী
(C) বিদ্যাসুন্দর
(D) চণ্ডীমঙ্গল
উত্তর – (A) নবীবংশ
45. ‘ধর্মমঙ্গল’ কাব্যের বিষয়বস্তু—
(A) ধর্মঠাকুর
(B) মনসা
(C) চণ্ডী
(D) কৃষ্ণ
উত্তর – (A) ধর্মঠাকুর
46. বৈষ্ণব পদাবলীতে নারী চরিত্র সাধারণত—
(A) প্রেমিকা
(B) যোদ্ধা
(C) ভক্ত
(D) পণ্ডিতা
উত্তর – (A) প্রেমিকা
47. আলাওল কোন নবাবের দরবারে কবিতা রচনা করতেন ?
(A) আরাকানের নবাব
(B) হুসেন শাহ
(C) বখতিয়ার খিলজি
(D) শেরশাহ
উত্তর – (A) আরাকানের নবাব
48. ‘গোপাল উদাস’ ছিলেন—
(A) বৈষ্ণব কবি
(B) মুসলিম কবি
(C) শাক্ত কবি
(D) লোকগীতিকার
উত্তর – (A) বৈষ্ণব কবি
49. বাংলা সাহিত্যের মধ্যযুগে ধর্মীয় সহিষ্ণুতা ছিল—
(A) বিদ্যমান
(B) অনুপস্থিত
(C) খুব কম
(D) একেবারেই নয়
উত্তর – (A) বিদ্যমান
50. ‘অন্নদামঙ্গল’ কাব্যের রচয়িতা—
(A) ভারতচন্দ্র রায়
(B) আলাওল
(C) বিজয় গুপ্ত
(D) বড়ু চণ্ডীদাস
উত্তর – (A) ভারতচন্দ্র রায়
51. মুসলিম কবিদের কাব্যে প্রায়শই কোন উপাদান দেখা যায় ?
(A) সুফি ভাবধারা
(B) শাক্ত উপাখ্যান
(C) কৃষ্ণলীলা
(D) মনসার গল্প
উত্তর – (A) সুফি ভাবধারা
52. মধ্যযুগীয় বৈষ্ণব কবিদের মধ্যে কার লেখা সবচেয়ে জনপ্রিয় ?
(A) বিদ্যাপতি
(B) মুখুন্দরাম
(C) আলাওল
(D) সৈয়দ সুলতান
উত্তর – (A) বিদ্যাপতি
53. বৈষ্ণব পদাবলীর মূল লক্ষ্য ছিল—
(A) ভক্তি ও প্রেম
(B) যুদ্ধবর্ণনা
(C) রাজনীতি
(D) সামাজিক সমালোচনা
উত্তর – (A) ভক্তি ও প্রেম
54. বাংলা সাহিত্যের মধ্যযুগে প্রধান ছন্দ—
(A) পয়ার
(B) অমিত্রাক্ষর
(C) মুক্তক
(D) সনেট
উত্তর – (A) পয়ার
55. চর্যাপদ কোন ধারার কবিতা ?
(A) বৌদ্ধ সাহিত্যের
(B) বৈষ্ণব সাহিত্য
(C) ইসলামী সাহিত্য
(D) শাক্ত সাহিত্য
উত্তর – (A) বৌদ্ধ সাহিত্যের
56. ‘মহাকাব্য’ শব্দের অর্থ—
(A) দীর্ঘ আখ্যানমূলক কাব্য
(B) সংক্ষিপ্ত কবিতা
(C) লোকগান
(D) নাটক
উত্তর – (A) দীর্ঘ আখ্যানমূলক কাব্য
57. বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ প্রান্তে কোন ধারার প্রভাব বাড়তে থাকে ?
(A) লোকসাহিত্য
(B) ইসলামী সাহিত্য
(C) প্রাচীন সাহিত্য
(D) আধুনিক সাহিত্য
উত্তর – (A) লোকসাহিত্য
58. বৈষ্ণব পদাবলীতে সাধারণত কোন ভাষা ব্যবহার হত ?
(A) সহজ বাংলা
(B) ফারসি
(C) সংস্কৃত
(D) মৈথিলি
উত্তর – (A) সহজ বাংলা
59. মধ্যযুগীয় বাংলায় ‘কবিরাজ’ বলতে বোঝাত—
(A) চিকিৎসক
(B) কবি
(C) শিক্ষক
(D) ব্যবসায়ী
উত্তর – (A) চিকিৎসক
60. ইসলামী সাহিত্যের প্রধান উদ্দেশ্য ছিল—
(A) ধর্ম প্রচার
(B) বিনোদন
(C) ব্যবসা
(D) ব্যঙ্গ
উত্তর – (A) ধর্ম প্রচার
61. ‘নবীবংশ’ কাব্যে কোন ধর্মীয় ব্যক্তিত্বের জীবনী আছে ?
(A) হজরত মুহাম্মদ (সা.)
(B) শ্রীকৃষ্ণ
(C) চণ্ডী
(D) মনসা
উত্তর – (A) হজরত মুহাম্মদ (সা.)
62. বাংলা সাহিত্যে প্রথম অনুবাদকদের একজন—
(A) আলাওল
(B) সৈয়দ সুলতান
(C) বড়ু চণ্ডীদাস
(D) মুকুন্দরাম
উত্তর – (A) আলাওল
63. চৈতন্য চরিতামৃত রচয়িতা—
(A) কৃষ্ণদাস কবিরাজ
(B) বিদ্যাপতি
(C) আলাওল
(D) দৌলত কাজী
উত্তর – (A) কৃষ্ণদাস কবিরাজ
64. মধ্যযুগীয় বাংলায় নাটকের প্রচলন ছিল—
(A) খুব কম
(B) অনেক বেশি
(C) একেবারেই ছিল না
(D) সমানভাবে
উত্তর – (A) খুব কম
65. বৈষ্ণব সাহিত্যে প্রেম কাকে প্রতীকীভাবে বোঝায় ?
(A) ভক্তি
(B) যুদ্ধ
(C) পরিবার
(D) সম্পদ
উত্তর – (A) ভক্তি
66. মঙ্গলকাব্যের অন্যতম উদ্দেশ্য—
(A) দেবতার মাহাত্ম্য প্রচার
(B) যুদ্ধবর্ণনা
(C) ব্যঙ্গ
(D) সামাজিক সমালোচনা
উত্তর – (A) দেবতার মাহাত্ম্য প্রচার
67. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের বিষয়বস্তু—
(A) কৃষ্ণলীলা
(B) চণ্ডীমঙ্গল
(C) মনসামঙ্গল
(D) নবীবংশ
উত্তর – (A) কৃষ্ণলীলা
68. বাংলা সাহিত্যের মধ্যযুগে কোন লিপি ব্যবহৃত হত ?
(A) বাংলা
(B) ফারসি
(C) দেবনাগরী
(D) আরবি
উত্তর – (A) বাংলা
69. ইসলামী বাংলা সাহিত্যে কোন কাহিনী জনপ্রিয় ছিল ?
(A) নবীর জীবনী
(B) মনসার কাহিনী
(C) চণ্ডীর কাহিনী
(D) কৃষ্ণলীলা
উত্তর – (A) নবীর জীবনী
70. বৈষ্ণব পদাবলীতে রাধাকে দেখা হয়—
(A) প্রেমিকা
(B) মা
(C) যোদ্ধা
(D) গুরু
উত্তর – (A) প্রেমিকা
71. চৈতন্যদেবের ভক্তদের বলা হত—
(A) গৌড়ীয় বৈষ্ণব
(B) শাক্ত
(C) সুফি
(D) কবিরাজ
উত্তর – (A) গৌড়ীয় বৈষ্ণব
72. ইসলামী বাংলা সাহিত্যে অনেক গল্প এসেছে—
(A) আরবি-ফারসি উৎস থেকে
(B) সংস্কৃত উৎস থেকে
(C) গ্রিক উৎস থেকে
(D) রোমান উৎস থেকে
উত্তর – (A) আরবি-ফারসি উৎস থেকে
73. ‘মহুয়া’ কাহিনী কোন গীতিকার অন্তর্ভুক্ত ?
(A) ময়মনসিংহ গীতিকা
(B) মনসামঙ্গল
(C) ধর্মমঙ্গল
(D) নবীবংশ
উত্তর – (A) ময়মনসিংহ গীতিকা
74. বৈষ্ণব পদাবলীতে কৃষ্ণকে দেখা হয়—
(A) প্রেমাস্পদ
(B) গুরু
(C) রাজা
(D) দেবতা
উত্তর – (A) প্রেমাস্পদ
75. বাংলা মঙ্গলকাব্যের রচনায় কোন ছন্দ বেশি ব্যবহৃত হয়েছে ?
(A) পয়ার
(B) ত্রিপদী
(C) অমিত্রাক্ষর
(D) সনেট
উত্তর – (A) পয়ার
76. মধ্যযুগীয় বাংলায় কৃষকের অবস্থা ছিল—
(A) কষ্টকর
(B) আরামদায়ক
(C) সমৃদ্ধ
(D) স্বাধীন
উত্তর – (A) কষ্টকর
77. ‘সতীময়না’ কাহিনী কোন ধারার অন্তর্ভুক্ত ?
(A) লোকসাহিত্য
(B) মঙ্গলকাব্য
(C) ইসলামী সাহিত্য
(D) শাক্ত সাহিত্য
উত্তর – (A) লোকসাহিত্য
78. সৈয়দ সুলতান কোন অঞ্চলের ছিলেন ?
(A) চট্টগ্রাম
(B) মুর্শিদাবাদ
(C) ঢাকা
(D) রাজশাহী
উত্তর – (A) চট্টগ্রাম
79. ইসলামী বাংলা কবিদের মধ্যে কারা প্রেমকাব্যও লিখেছেন ?
(A) আলাওল
(B) সৈয়দ সুলতান
(C) শাহ মুহম্মদ সাজি
(D) সবাই
উত্তর – (A) আলাওল
80. বৈষ্ণব পদাবলীতে কোন দিকটি বেশি গুরুত্ব পেয়েছে ?
(A) প্রেম-ভক্তি
(B) যুদ্ধ
(C) রাজনীতি
(D) সম্পদ
উত্তর – (A) প্রেম-ভক্তি
81. চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা—
(A) মুখুন্দরাম চক্রবর্তী
(B) আলাওল
(C) দৌলত কাজী
(D) জ্ঞানদাস
উত্তর – (A) মুখুন্দরাম চক্রবর্তী
82. ‘পদ্মাবতী’ কাব্যের মূল উৎস—
(A) ফারসি কাব্য
(B) সংস্কৃত কাব্য
(C) আরবি কাব্য
(D) বাংলা লোকগান
উত্তর – (A) ফারসি কাব্য
83. বৈষ্ণব পদাবলী সাধারণত গাওয়া হত—
(A) কীর্তনের মাধ্যমে
(B) যাত্রায়
(C) নাটকে
(D) পাঠে
উত্তর – (A) কীর্তনের মাধ্যমে
84. মধ্যযুগীয় বাংলায় সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত ধারা—
(A) কীর্তন
(B) নজরুলগীতি
(C) ভাটিয়ালি
(D) রবীন্দ্রসংগীত
উত্তর – (A) কীর্তন
85. চৈতন্যদেব কোন দর্শনের প্রচার করেছিলেন ?
(A) অচিন্ত্যভেদাভেদ
(B) দ্বৈতবাদ
(C) অদ্বৈতবাদ
(D) বিশিষ্টাদ্বৈতবাদ
উত্তর – (A) অচিন্ত্যভেদাভেদ
86. আলাওল কোন দেশের বন্দি ছিলেন পরে ?
(A) আরাকান
(B) ত্রিপুরা
(C) কাশ্মীর
(D) দিল্লি
উত্তর – (A) আরাকান
87. মুসলিম কবিরা বৈষ্ণব প্রভাবিত কাব্য রচনা করেছেন—
(A) সত্য
(B) মিথ্যা
(C) আংশিক সত্য
(D) বলা যায় না
উত্তর – (A) সত্য
88. মঙ্গলকাব্যের ভাষা ছিল—
(A) সহজ সরল
(B) কঠিন সংস্কৃত
(C) ফারসি
(D) মিশ্র ভাষা
উত্তর – (A) সহজ সরল
89. ইসলামী সাহিত্যে কোন রূপক বেশি ব্যবহৃত হয়েছে ?
(A) প্রেম-ঐক্য
(B) যুদ্ধ
(C) রাজনীতি
(D) প্রাকৃতিক সৌন্দর্য
উত্তর – (A) প্রেম-ঐক্য
90. বৈষ্ণব পদাবলীর প্রধান গুণ—
(A) ভাবগম্ভীরতা
(B) ব্যঙ্গ
(C) কৌতুক
(D) রাজনীতি
উত্তর – (A) ভাবগম্ভীরতা
91. মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন—
(A) নবাব ও রাজারা
(B) কেবল রাজারা
(C) কেবল নবাবরা
(D) কেউ নয়
উত্তর – (A) নবাব ও রাজারা
92. ময়মনসিংহ গীতিকায় সাধারণত কিসের গল্প পাওয়া যায় ?
(A) প্রেম ও ট্র্যাজেডি
(B) যুদ্ধ
(C) ব্যঙ্গ
(D) ধর্ম
উত্তর – (A) প্রেম ও ট্র্যাজেডি
93. চর্যাপদে কোন ধর্মের ভাবধারা রয়েছে ?
(A) বৌদ্ধ
(B) হিন্দু
(C) ইসলাম
(D) খ্রিস্টান
উত্তর – (A) বৌদ্ধ
94. সৈয়দ সুলতান কোন ধরনের কবি ?
(A) ইসলামী কবি
(B) বৈষ্ণব কবি
(C) শাক্ত কবি
(D) লোককবি
উত্তর – (A) ইসলামী কবি
95. বাংলা সাহিত্যের মধ্যযুগে নারীর স্থান—
(A) সীমিত
(B) সমান
(C) উচ্চ
(D) প্রভাবশালী
উত্তর – (A) সীমিত
96. আলাওলের ভাষা শৈলী—
(A) মার্জিত ও অলঙ্কৃত
(B) সাধারণ
(C) কঠিন
(D) সরল
উত্তর – (A) মার্জিত ও অলঙ্কৃত
97. ‘মনসামঙ্গল’-এ প্রধান প্রতিপক্ষ চরিত্র—
(A) চাঁদ সদাগর
(B) মনসা
(C) লখিন্দর
(D) পদ্মা
উত্তর – (A) চাঁদ সদাগর
98. বৈষ্ণব পদাবলীতে কৃষ্ণকে দেখা হয়—
(A) ঈশ্বর ও প্রেমিক
(B) গুরু
(C) রাজা
(D) বন্ধু
উত্তর – (A) ঈশ্বর ও প্রেমিক
99. বাংলা সাহিত্যের মধ্যযুগের সমাপ্তি ধরা হয়—
(A) ১৮শ শতাব্দীর মাঝামাঝি
(B) ১৭শ শতাব্দী
(C) ১৯শ শতাব্দী
(D) ২০শ শতাব্দী
উত্তর – (A) ১৮শ শতাব্দীর মাঝামাঝি
100. মধ্যযুগীয় বাংলা সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য—
(A) ধর্মীয় ও ভক্তিমূলক
(B) রাজনৈতিক
(C) অর্থনৈতিক
(D) কৌতুকময়
উত্তর – (A) ধর্মীয় ও ভক্তিমূলক
আরও পড়ুন :
একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম অধ্যায়