বিশ্বের ভাষা ও পরিবার MCQ একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার ভাষা প্রথম অধ্যায়। Class 11 Bangla Vasa Chapter 1 MCQ Question Answer । WBCHSE
Class 11 Bangla Vasa Chapter 1 MCQ Question Answer
প্রথম অধ্যায় – বিশ্বের ভাষা ও পরিবার
আমরা জানি এই অধ্যায় থেকে MCQ প্রশ্ন পরীক্ষায় আসবে । কিন্তু তার আগে আমরা এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নিব । তারপর এগুলোর মধ্যে থেকেই MCQ প্রশ্ন উত্তর ( নীচে দেওয়া আছে ) দেখে নিব :
গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
১. পৃথিবীর বৃহত্তম ভাষা বংশের নাম কী ?
উত্তর – ইন্দো – ইউরোপীয়
২. ১৭৮৬ খ্রিস্টাব্দে সংস্কৃত, গ্রিক, লাতিন ও জার্মানি গোষ্ঠীর ভাষাগুলির মধ্যে গভীর মিলের কথা কে বলেছেন ?
উত্তর – স্যার উইলিয়াম জোনস
৩. পৃথিবীর সমস্ত ভাষাকে মোট কয়টি বিশেষ পদ্ধতিতে বর্গীকরণ করা হয়েছে ?
উত্তর – ছয়টি
৪. এই অধ্যায় থেকে সর্বপ্রথম নীচের ছকটি ভালোভাবে পড়তে হবে ।
ভাষার নাম | উদাহরণ |
অস্বাভাবিক ভাষা | (ক) মিশ্র ভাষা (খ) কৃত্রিম ভাষা |
মিশ্র ভাষা | (ক) পিজিন (খ) ক্রেওল (গ) চিনুক (ঘ) বিচ-লা-মার |
কৃত্রিম ভাষা | (ক) এসপেরান্ত (খ) ভোলাপুক |
অবর্গীভূত ভাষা | (ক) জাপানি (খ) কোরীয় (গ) বাস্ক |
অনন্বয়ী বা অসমবায়ী ভাষা | (ক) চিনা ভাষা (খ) ভোটচিনা ভাষা |
মুক্তান্বয়ী ভাষা | (ক) তুর্কি (খ) তামিল |
অত্যন্বয়ী ভাষা | (ক) এস্কিমো ভাষা |
সমন্বয়ী ভাষা | (ক) ইংরেজি (খ) বাংলা (গ) সংস্কৃত |
সমগোত্রজ ভাষা | (ক) বাংলা (খ) অসমিয়া (গ) ওড়িয়া |
৫. পৃথিবীর সর্বাধিক জনপ্রিয় ও সার্থক ভাষাটির নাম কী ?
উত্তর – এসপেরান্ত
৬. ইন্দো – ইরানীয় শাখাটি কোন দুটি উপশাখায় বিভক্ত ?
উত্তর – (ক) ইরানীয় আর্য (খ) ভারতীয় আর্য
৭. একই বংশজাত ভাষাগুলিকে কী বলা হয় ?
উত্তর – সমগোত্রজ ভাষা
৮. যে ভাষাগুলিকে শ্রেণীবদ্ধ করা সম্ভব হয় নি তাদের কী বলে ?
উত্তর – অগোষ্ঠীভূত ভাষা
৯. অগোষ্ঠীভূত ভাষার উদাহরণ দাও ।
উত্তর – (ক) ইন্দো – ইউরোপীয় (খ) অষ্ট্রিক (গ) দ্রাবিড়
১০. এসপেরান্ত ভাষার নামকরণ কে, কবে করেন ?
উত্তর – পোল্যান্ডের চক্ষু চিকিৎসক এল. এর. জামেনহফ , ১৮৮৭ খ্রিস্টাব্দে
১১. ‘ভোলাপুক’ কৃত্রিম ভাষা কে তৈরি করেন ?
উত্তর – জোহান মার্টিন শ্লেইয়ার
১২. কোন ভাষার ওপর ভিত্তি করে এসপেরান্ত ভাষার গড়ে উঠেছে ?
উত্তর – ইন্দো – ইউরোপীয়
১৩. বাংলা ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত ?
উত্তর – ইন্দো – ইউরোপীয়
১৪. ইন্দো – ইউরোপীয় শাখাটি কয়টি উপশাখায় বিভক্ত ?
উত্তর – 2 টি
১৫. ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন কোনটি ?
উত্তর – জেন্দ আবেস্তা
১৬. ‘ইলিয়াড ও ওডিসি’ কোন ভাষায় রচিত ?
উত্তর – গ্রিক
১৭. ইন্দো – ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত ভাষা কয়টি ?
উত্তর – নয়টি
১৮. জেন্দ আবেস্তা কোন ভাষায় রচিত ?
উত্তর – আবেস্তি
১৯. সেমিয় – হামীয় ভাষা বংশের দুটি উল্লেখযোগ্য ভাষার নাম কী ?
উত্তর – (ক) হিব্রু (খ) আরবি
২০. আঙুল দিয়ে বানান করে শব্দ বোঝানোর পদ্ধতিকে কী বলে ?
উত্তর – Finger Spelling বা Dactylology
২১. বাইবেলের ‘ওল্ড টেস্টামেন্ট’ কোন ভাষায় রচিত ?
উত্তর – হিব্রু
২২. মূক ও বধির মানুষের জন্য তৈরি ভাষাকে কী বলে ?
উত্তর – Sign Language
২৩. মাথা, হাত, চোখ প্রভৃতি অঙ্গসঞ্চালনের মাধ্যমে যে ভাষা ব্যবহার করা হয় তার নাম কী ?
উত্তর – Para Language
২৪. দক্ষিণ ভারতের ভাষা কোন ভাষাবংশ থেকে সৃষ্ট ?
উত্তর – দ্রাবিড়
২৫. কৃত্রিম আন্তর্জাতিক ভাষা বা প্রতিষ্ঠিত বিশ্বভাষার নাম কী ?
উত্তর – এসপেরান্ত
উপরের প্রশ্ন উত্তরগুলোর মধ্যে নীচে কিছু MCQ প্রশ্ন উত্তর দেওয়া হল :
MCQ প্রশ্ন উত্তর
১. একটি মিশ্র ভাষার উদাহরণ হল –
(ক) বাংলা
(খ) ক্রেওল
(গ) সংস্কৃত
(ঘ) এসপেরান্ত
উত্তর – (খ) ক্রেওল
২. পৃথিবীর বৃহত্তম ভাষা বংশের নাম কী ?
(ক) ইরানীয় আর্য
(খ) ভারতীয় আর্য
(গ) ইন্দো – ইউরোপীয়
(ঘ) দ্রাবিড়
উত্তর – (গ) ইন্দো – ইউরোপীয়
৩. একটি কৃত্রিম আন্তর্জাতিক ভাষার নাম হল –
(ক) পিজিন
(খ) ক্রেওল
(গ) চিনুক
(ঘ) এসপেরান্ত
উত্তর – (ঘ) এসপেরান্ত
৪. সংস্কৃত, গ্রিক, লাতিন ও জার্মানি গোষ্ঠীর ভাষাগুলির মধ্যে গভীর মিলের কথা বলেন –
(ক) স্যার উইলিয়াম জোনস
(খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(গ) জোহান মার্টিন শ্লেইয়ার
(ঘ) উইলিয়াম বাটলার
উত্তর – (ক) স্যার উইলিয়াম জোনস
৫. এসপেরান্ত ভাষার নামকরণ করেন কে ?
(ক) স্যার উইলিয়াম জোনস
(খ) এল. এল. জামেনহফ
(গ) জোহান মার্টিন শ্লেইয়ার
(ঘ) উইলিয়াম বাটলার
উত্তর –(খ) এল. এল. জামেনহফ
৬. একই বংশজাত ভাষাগুলিকে কী বলা হয় ?
(ক) সমগোত্রজ ভাষা
(খ) অগোষ্ঠীভূত ভাষা
(গ) ভারতীয় ভাষা
(ঘ) অষ্ট্রিক ভাষা
উত্তর – (ক) সমগোত্রজ ভাষা
৭. যে ভাষাগুলিকে শ্রেণীবদ্ধ করা সম্ভব হয় নি তাদের কী বলে ?
(ক) সমগোত্রজ ভাষা
(খ) অগোষ্ঠীভূত ভাষা
(গ) ভারতীয় ভাষা
(ঘ) অষ্ট্রিক ভাষা
উত্তর – (খ) অগোষ্ঠীভূত ভাষা
৮. একটি অগোষ্ঠীভূত ভাষার উদাহরণ হল –
(ক) ইংরেজি
(খ) বাংলা
(গ) সংস্কৃত
(ঘ) দ্রাবিড়
উত্তর – (ঘ) দ্রাবিড়
৯. একটি কৃত্রিম ভাষা উদাহরণ হল –
(ক) এসপেরান্ত
(খ) বিচ-লা-মার
(গ) দ্রাবিড়
(ঘ) অষ্ট্রিক
উত্তর – (ক) এসপেরান্ত
১০ . ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন কোনটি ?
(ক) ইলিয়াড ও ওডিসি
(খ) জেন্দ আবেস্তা
(গ) ইরানীয় আর্য
(ঘ) এসপেরান্ত
উত্তর – (খ) জেন্দ আবেস্তা
১১. পৃথিবীর সর্বাধিক জনপ্রিয় ও সার্থক ভাষাটির নাম কী ?
(ক) পিজিন
(খ) ক্রেওল
(গ) চিনুক
(ঘ) এসপেরান্ত
উত্তর – (ঘ) এসপেরান্ত
১২. বাংলা ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত ?
(ক) ইরানীয় আর্য
(খ) ভারতীয় আর্য
(গ) ইন্দো – ইউরোপীয়
(ঘ) দ্রাবিড়
উত্তর – (গ) ইন্দো – ইউরোপীয়
১৩. একটি অস্বাভাবিক ভাষার নাম হল –
(ক) মিশ্র ভাষা
(খ) দ্রাবিড় ভাষা
(গ) অষ্ট্রিক ভাষা
(ঘ) বাংলা
উত্তর – (ক) মিশ্র ভাষা
১৪. ইন্দো – ইউরোপীয় শাখাটি কয়টি উপশাখায় বিভক্ত ?
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) চারটি
উত্তর – (খ) দুটি
১৫. ভোলাপুক’ ভাষা কে তৈরি করেন ?
(ক) স্যার উইলিয়াম জোনস
(খ) এল. এল. জামেনহফ
(গ) জোহান মার্টিন শ্লেইয়ার
(ঘ) উইলিয়াম বাটলার
উত্তর – (গ) জোহান মার্টিন শ্লেইয়ার
১৬. একটি সমগোত্রজ ভাষার উদাহরণ হল –
(ক) বাংলা
(খ) ইংরেজি
(গ) সংস্কৃত
(ঘ) ক্রেওল
উত্তর – (ক) বাংলা
১৭. আঙুল দিয়ে বানান করে শব্দ বোঝানোর পদ্ধতিকে কী বলে ?
(ক) Para Language
(খ) Sign Language
(গ) Finger Spelling
(ঘ) Hand Writing
উত্তর – (গ) Finger Spelling
আরও পড়ুন :
একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম অধ্যায়
একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার বাংলা সাহিত্যের ইতিহাস দ্বিতীয় অধ্যায়
YouTube – Samim Sir