বিশ্বের ভাষা ও পরিবার MCQ একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার ভাষা প্রথম অধ্যায়। Class 11 Bangla Vasa Chapter 1 MCQ Question Answer । WBCHSE

বিশ্বের ভাষা ও পরিবার MCQ একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার ভাষা প্রথম অধ্যায়। Class 11 Bangla Vasa Chapter 1 MCQ Question Answer । WBCHSE

Class 11 Bangla Vasa Chapter 1 MCQ Question Answer

প্রথম অধ্যায় – বিশ্বের ভাষা ও পরিবার

আমরা জানি এই অধ্যায় থেকে MCQ প্রশ্ন পরীক্ষায় আসবে ।‌‌ কিন্তু তার আগে আমরা এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নিব । তারপর এগুলোর মধ্যে থেকেই MCQ প্রশ্ন উত্তর ( নীচে দেওয়া আছে ) দেখে নিব :

গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

১. পৃথিবীর বৃহত্তম ভাষা বংশের নাম কী ?

উত্তর – ইন্দো – ইউরোপীয়

২. ১৭৮৬ খ্রিস্টাব্দে সংস্কৃত, গ্রিক, লাতিন ও জার্মানি গোষ্ঠীর ভাষাগুলির মধ্যে গভীর মিলের কথা কে বলেছেন ?

উত্তর – স্যার উইলিয়াম জোনস

৩. পৃথিবীর সমস্ত ভাষাকে মোট কয়টি বিশেষ পদ্ধতিতে বর্গীকরণ করা হয়েছে ?

উত্তর – ছয়টি

৪. এই অধ্যায় থেকে সর্বপ্রথম নীচের ছকটি ভালোভাবে পড়তে হবে ।

ভাষার নামউদাহরণ
অস্বাভাবিক ভাষা(ক) মিশ্র ভাষা (খ) কৃত্রিম ভাষা
মিশ্র ভাষা(ক) পিজিন (খ) ক্রেওল (গ) চিনুক (ঘ) বিচ-লা-মার
কৃত্রিম ভাষা(ক) এসপেরান্ত (খ) ভোলাপুক
অবর্গীভূত ভাষা(ক) জাপানি (খ) কোরীয় (গ) বাস্ক
অনন্বয়ী বা অসমবায়ী ভাষা(ক) চিনা ভাষা (খ) ভোটচিনা ভাষা
মুক্তান্বয়ী ভাষা(ক) তুর্কি (খ) তামিল
অত্যন্বয়ী ভাষা(ক) এস্কিমো ভাষা
সমন্বয়ী ভাষা(ক) ইংরেজি (খ) বাংলা (গ) সংস্কৃত
সমগোত্রজ ভাষা(ক) বাংলা (খ) অসমিয়া (গ) ওড়িয়া

৫.  পৃথিবীর সর্বাধিক জনপ্রিয় ও সার্থক ভাষাটির নাম কী ?

উত্তর – এসপেরান্ত

৬. ইন্দো – ইরানীয় শাখাটি কোন দুটি উপশাখায় বিভক্ত ?

উত্তর – (ক) ইরানীয় আর্য (খ) ভারতীয় আর্য

৭. একই বংশজাত ভাষাগুলিকে কী বলা হয় ?

উত্তর – সমগোত্রজ ভাষা

৮. যে ভাষাগুলিকে শ্রেণীবদ্ধ করা সম্ভব হয় নি তাদের কী বলে ?

উত্তর – অগোষ্ঠীভূত ভাষা

৯. অগোষ্ঠীভূত ভাষার উদাহরণ দাও ।

উত্তর – (ক) ইন্দো – ইউরোপীয়  (খ) অষ্ট্রিক (গ) দ্রাবিড়

১০. এসপেরান্ত ভাষার নামকরণ কে, কবে করেন ?

উত্তর – পোল্যান্ডের চক্ষু চিকিৎসক এল. এর. জামেনহফ , ১৮৮৭ খ্রিস্টাব্দে

১১. ‘ভোলাপুক’ কৃত্রিম ভাষা কে তৈরি করেন ?

উত্তর – জোহান মার্টিন শ্লেইয়ার

১২. কোন ভাষার ওপর ভিত্তি করে এসপেরান্ত ভাষার গড়ে উঠেছে ?

উত্তর – ইন্দো – ইউরোপীয়

১৩. বাংলা ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত ?

উত্তর – ইন্দো – ইউরোপীয়

১৪. ইন্দো – ইউরোপীয় শাখাটি কয়টি উপশাখায় বিভক্ত ?

উত্তর – 2 টি

১৫. ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন কোনটি ?

উত্তর – জেন্দ আবেস্তা

১৬. ‘ইলিয়াড ও ওডিসি’ কোন ভাষায় রচিত ?

উত্তর – গ্রিক

১৭. ইন্দো – ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত ভাষা কয়টি ?

উত্তর – নয়টি

১৮. জেন্দ আবেস্তা কোন ভাষায় রচিত ?

উত্তর – আবেস্তি

১৯. সেমিয় – হামীয় ভাষা বংশের দুটি উল্লেখযোগ্য ভাষার নাম কী ?

উত্তর – (ক) হিব্রু (খ) আরবি

২০. আঙুল দিয়ে বানান করে শব্দ বোঝানোর পদ্ধতিকে কী বলে‌ ?

উত্তর – Finger Spelling বা Dactylology

২১. বাইবেলের ‘ওল্ড টেস্টামেন্ট’ কোন ভাষায় রচিত ?

উত্তর – হিব্রু

২২. মূক ও বধির মানুষের জন্য তৈরি ভাষাকে কী বলে ?

উত্তর – Sign Language

২৩. মাথা, হাত, চোখ প্রভৃতি অঙ্গসঞ্চালনের মাধ্যমে যে ভাষা ব্যবহার করা হয় তার নাম কী ?

উত্তর – Para Language

২৪. দক্ষিণ ভারতের ভাষা কোন ভাষাবংশ থেকে সৃষ্ট ?

উত্তর – দ্রাবিড়

২৫. কৃত্রিম আন্তর্জাতিক ভাষা বা প্রতিষ্ঠিত বিশ্বভাষার নাম কী ?

উত্তর – এসপেরান্ত

উপরের প্রশ্ন উত্তরগুলোর মধ্যে নীচে কিছু MCQ প্রশ্ন উত্তর দেওয়া হল :

MCQ প্রশ্ন উত্তর

১. একটি মিশ্র ভাষার উদাহরণ হল –

(ক) বাংলা

(খ) ক্রেওল

(গ)  সংস্কৃত

(ঘ) এসপেরান্ত

উত্তর – (খ) ক্রেওল

২. পৃথিবীর বৃহত্তম ভাষা বংশের নাম কী ?

(ক) ইরানীয় আর্য

(খ) ভারতীয় আর্য

(গ) ইন্দো – ইউরোপীয়

(ঘ) দ্রাবিড়

উত্তর – (গ) ইন্দো – ইউরোপীয়

৩. একটি কৃত্রিম আন্তর্জাতিক ভাষার নাম হল –

(ক) পিজিন

(খ) ক্রেওল

(গ) চিনুক

(ঘ) এসপেরান্ত

উত্তর – (ঘ) এসপেরান্ত

৪. সংস্কৃত, গ্রিক, লাতিন ও জার্মানি গোষ্ঠীর ভাষাগুলির মধ্যে গভীর মিলের কথা বলেন –

(ক) স্যার উইলিয়াম জোনস

(খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

(গ) জোহান মার্টিন শ্লেইয়ার

(ঘ) উইলিয়াম বাটলার

উত্তর – (ক) স্যার উইলিয়াম জোনস

৫. এসপেরান্ত ভাষার নামকরণ করেন কে ?

(ক) স্যার উইলিয়াম জোনস

(খ) এল. এল. জামেনহফ

(গ) জোহান মার্টিন শ্লেইয়ার

(ঘ) উইলিয়াম বাটলার

উত্তর –(খ) এল. এল. জামেনহফ

৬. একই বংশজাত ভাষাগুলিকে কী বলা হয় ?

(ক) সমগোত্রজ ভাষা

(খ) অগোষ্ঠীভূত ভাষা

(গ) ভারতীয় ভাষা

(ঘ) অষ্ট্রিক ভাষা

উত্তর – (ক) সমগোত্রজ ভাষা

৭. যে ভাষাগুলিকে শ্রেণীবদ্ধ করা সম্ভব হয় নি তাদের কী বলে ?

(ক) সমগোত্রজ ভাষা

(খ) অগোষ্ঠীভূত ভাষা

(গ) ভারতীয় ভাষা

(ঘ) অষ্ট্রিক ভাষা

উত্তর – (খ) অগোষ্ঠীভূত ভাষা

৮. একটি অগোষ্ঠীভূত ভাষার উদাহরণ হল –

(ক) ইংরেজি

(খ) বাংলা

(গ) সংস্কৃত

(ঘ) দ্রাবিড়

উত্তর – (ঘ) দ্রাবিড়

৯. একটি কৃত্রিম ভাষা উদাহরণ হল –

(ক) এসপেরান্ত

(খ) বিচ-লা-মার

(গ) দ্রাবিড়

(ঘ) অষ্ট্রিক

উত্তর – (ক) এসপেরান্ত

১০ . ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন কোনটি ?

(ক) ইলিয়াড ও ওডিসি

(খ) জেন্দ আবেস্তা

(গ) ইরানীয় আর্য

(ঘ) এসপেরান্ত

উত্তর – (খ) জেন্দ আবেস্তা

১১. পৃথিবীর সর্বাধিক জনপ্রিয় ও সার্থক ভাষাটির নাম কী ?

(ক) পিজিন

(খ) ক্রেওল

(গ) চিনুক

(ঘ) এসপেরান্ত

উত্তর – (ঘ) এসপেরান্ত

১২. বাংলা ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত ?

(ক) ইরানীয় আর্য

(খ) ভারতীয় আর্য

(গ) ইন্দো – ইউরোপীয়

(ঘ) দ্রাবিড়

উত্তর – (গ) ইন্দো – ইউরোপীয়

১৩. একটি অস্বাভাবিক ভাষার নাম হল –

(ক) মিশ্র ভাষা

(খ) দ্রাবিড় ভাষা

(গ) অষ্ট্রিক ভাষা

(ঘ) বাংলা

উত্তর – (ক) মিশ্র ভাষা

১৪. ইন্দো – ইউরোপীয় শাখাটি কয়টি উপশাখায় বিভক্ত ?

(ক) একটি

(খ) দুটি

(গ) তিনটি

(ঘ) চারটি

উত্তর – (খ) দুটি

১৫. ভোলাপুক’ ভাষা কে তৈরি করেন ?

(ক) স্যার উইলিয়াম জোনস

(খ) এল. এল. জামেনহফ

(গ) জোহান মার্টিন শ্লেইয়ার

(ঘ) উইলিয়াম বাটলার

উত্তর – (গ) জোহান মার্টিন শ্লেইয়ার

১৬. একটি সমগোত্রজ ভাষার উদাহরণ হল –

(ক) বাংলা

(খ) ইংরেজি

(গ) সংস্কৃত

(ঘ) ক্রেওল

উত্তর – (ক) বাংলা

১৭. আঙুল দিয়ে বানান করে শব্দ বোঝানোর পদ্ধতিকে কী বলে‌ ?

(ক) Para Language

(খ) Sign Language

(গ) Finger Spelling

(ঘ) Hand Writing

উত্তর – (গ) Finger Spelling

আরও পড়ুন :

একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম অধ্যায়

একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার বাংলা সাহিত্যের ইতিহাস দ্বিতীয় অধ্যায়

সাম্যবাদী কবিতার MCQ

পুঁইমাচা গল্পের MCQ

বিড়াল প্রবন্ধের MCQ

YouTube – Samim Sir

Leave a Comment