উচ্চ মাধ্যমিক এডুকেশন MCQ প্রশ্ন উত্তর 2025-26 তৃতীয় সেমিস্টার – পঞ্চম অধ্যায় // Class 12 Education MCQ Question Answer Chapter 5

Class 12 Education MCQ Question Answer Chapter 5 / উচ্চ মাধ্যমিক এডুকেশন MCQ প্রশ্ন উত্তর 2025-26 তৃতীয় সেমিস্টার – পঞ্চম অধ্যায়

Class 12 Education MCQ Question Answer

পঞ্চম অধ্যায় – Chapter 5

1 . একজন ব্যক্তির শারীরিক গঠন ও মানসিক কার্যকারিতার বৈকল্যকে কী বলা হয় ?

(ক) অক্ষমতা

(খ) প্রতিবন্ধকতা

(গ) বিকলাঙ্গ

(ঘ) পশ্চাৎপদতা

উত্তর (খ) প্রতিবন্ধকতা

2 . কোনো ব্যক্তির দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে কার্যসম্পাদনের ঘাটতিকে কী বলা হয় ?

(ক) বিকলাঙ্গ

(খ) প্রতিবন্ধকতা

(গ) পশ্চাৎপদতা

(ঘ) অক্ষমতা

উত্তর (ঘ) অক্ষমতা

3 . কোনো ব্যক্তির মধ্যে যখন কোনো সমস্যার সৃষ্টি হয়-যা কোনোভাবে চিকিৎসা বা সংশোধনীর মাধ্যমে তা অতিক্রম করা যায় না তাকে কী বলা হয় ?

(ক) বিকলাঙ্গ

(খ) প্রতিবন্ধকতা

(গ) অক্ষমতা

(ঘ) পশ্চাৎপদতা

উত্তর (ক) বিকলাঙ্গ

4 . কোনো ব্যক্তির হাতের আঙুল না থাকা হল

(ক) প্রতিবন্ধকতা

(খ) অক্ষমতা

(গ) বিকলাঙ্ক

(ঘ) সবগুলিই

উত্তর(ক) প্রতিবন্ধকতা

5 . নীচের কোনটি শারীরিক প্রতিবন্ধীতার মধ্যে পড়ে না ?

(ক) অস্থিগত প্রতিবন্ধী

(খ) দৃষ্টি প্রতিবন্ধী

(গ) অটিজম

(ঘ) শ্রবণ প্রতিবন্ধী

উত্তর (গ) অটিজম

6 . শারীরিক প্রতিবন্ধী কোনটি ?

(ক) অস্থিগত প্রতিবন্ধী

(খ) স্নায়বিক প্রতিবন্ধী

(গ) শ্রবণ প্রতিবন্ধী

(ঘ) সব ক-টি

উত্তর (ঘ) সব ক-টি

7 . নীচের কোনটি অস্থিগত প্রতিবন্ধীর উদাহরণ নয় ?

(ক) খোঁড়া

(খ) কুঁজো

(গ) মূক ও বধির

(ঘ) অঙ্গবিহীন

উত্তর (গ) মূক ও বধির

8 . যে সকল শিশুর বিকাশকালীন সময়ে গ্রহণযোগ্য বা পরিবর্তনশীল আচরণ সম্পাদনের ক্ষেত্রে অসম্পূর্ণতা দেখা যায় তাকে কী বলা হয় ?

(ক) স্নায়বিক প্রতিবন্ধী

(খ) শিখন অক্ষমতা

(গ) মানসিক প্রতিবন্ধী

(ঘ) অটিজম

উত্তর (গ) মানসিক প্রতিবন্ধী

9 . শিক্ষাক্ষেত্রে মানসিক প্রতিবন্ধী শিশুদের শ্রেণিকরণের স্বীকৃত মানদণ্ডকে কী বলা হয় ?

(ক) অর্থনৈতিক অবস্থা

(খ) মূল্যবোধ

(গ) সংস্কৃতি

(ঘ) বুদ্ধ্যঙ্ক

উত্তর (ঘ) বুদ্ধ্যঙ্ক

10 . IQ-এর সম্পূর্ণ নাম কী ?

(ক) Intelligence Quit

(খ) Intellect Quotient

(গ) Intelligence Quotient

(ঘ) Intelligence Quiet

উত্তর (গ) Intelligence Quotient

11 . যে সকল ব্যক্তির IQ 50-69 একক-এর মধ্যে তাদের কী বলা হয়  ?

(ক) জড়বুদ্ধি

(খ) বোকা

(গ) নির্বোধ

(ঘ) কোনোটিই নয়

উত্তর (গ) নির্বোধ

12 . যে সকল ব্যক্তির IQ 20 একক-এর কম তাদের কী বলা হয় ?

(ক) বোকা

(খ) জড়বুদ্ধি

(গ) নির্বোধ

(ঘ) কোনোটিই নয়

উত্তর (গ) নির্বোধ

13 . যে সকল শিশুদের অক্ষমতা পঠনের মাধ্যমে, লেখার মাধ্যমে এবং গাণিতিক সমস্যাসমাধানের মাধ্যমে প্রকাশ পায় তাদের কী বলা হয় ?

(ক) স্নায়বিক প্রতিবন্ধী

(খ) মানসিক প্রতিবন্ধী

(গ) শিখন অক্ষমতা

(ঘ) বাচনিক অক্ষমতা

উত্তর (গ) শিখন অক্ষমতা

14 . উচ্চারণ ক্ষমতা বিকাশে অক্ষমতা কোন ধরনের চিকিৎসার মাধ্যমে অনেকটাই সমাধান করা যায় ?

(ক) Language Therapy

(খ) Speech Therapy

(গ) Behaviour Therapy

(ঘ) Psychoanalysis Therapy

উত্তর (খ) Speech Therapy

Class 12 Education MCQ Question Answer

15 . ‘কোনো শিশুকে তার নাম জিজ্ঞাসা করলে উত্তর দেয় না, এটি কোন ধরনের অক্ষমতা ?

(ক) ভাষা অনুধাবনে অক্ষমতা

(খ) পঠন অক্ষমতা

(গ) লিখন অক্ষমতা

(ঘ) উচ্চারণে অক্ষমতা

উত্তর (ক) ভাষা অনুধাবনে অক্ষমতা

16 . শিশুর পঠন এবং ভাষাগত শিখন প্রতিবন্ধীতাকে কী বলা হয় ?

(ক) লিখন অক্ষমতা

(খ) ভাষা অনুধাবনে অক্ষমতা

(গ) পঠনগত অক্ষমতা

(ঘ) কোনোটিই নয়

উত্তর (গ) পঠনগত অক্ষমতা

17 . কোন ধরনের শিশুর মধ্যে লিখন অক্ষমতা দেখা যায় ?

(ক) গণিতে অক্ষমতা

(খ) পঠনে অক্ষমতা

(গ) লিখনে অক্ষমতা

(ঘ) ভাষা অনুধাবনে অক্ষমতা

উত্তর (খ) পঠনে অক্ষমতা

18 .  কোনো শিশুর মধ্যে গাণিতিক সংখ্যা, চিহ্ন, সংখ্যার বিন্যাস, হিসাব ও চিন্তার ক্ষেত্রে যে সমস্যা দেখা যায় তাকে কোন ধরনের অক্ষমতা বলে ?

(ক) পঠনগত অক্ষমতা

(খ) লিখন অক্ষমতা

(গ) অটিজম

(ঘ) গাণিতিক অক্ষমতা

উত্তর (ঘ) গাণিতিক অক্ষমতা

19 . কোনো ব্যক্তির তার পারিপার্শ্বিক মানুষের সঙ্গে ভাবের আদানপ্রদান ও সুসম্পর্ক স্থাপনে অক্ষমতাকে কী বলা হয়  ?

(ক) ভাষা অনুধাবনে অক্ষমতা

(খ) অটিজম

(গ) লিখন অক্ষমতা

(ঘ) পঠন অক্ষমতা

উত্তর (খ) অটিজম

20 . 1977 খ্রিস্টাব্দে ‘The National Society for Children and Adults with Autism’ সংগঠন কর্তৃক Autism-এর সংজ্ঞায় কোন ধরনের উপসর্গের উল্লেখ করা হয়েছে ?

(ক) জৈবিক উপসর্গ

(খ) মানসিক উপসর্গ

(গ) আচরণগত উপসর্গ

(ঘ) কোনোটিই নয়

উত্তর (ক) জৈবিক উপসর্গ

21 . 1977 খ্রিস্টাব্দে ‘The National Society for Children and Adult with Autism’ সংগঠন কত বছর বয়সের পূর্বে শিশুর মধ্যে অটিজম শুরু হয় ?

(ক) 3 বছর

(খ) 4 বছর

(গ) 3.5 বছর

(ঘ) 2.5 বছর

উত্তর (ঘ) 2.5 বছর

22 . অটিজম কত প্রকার ?

(ক) দু-প্রকার

(খ) তিন প্রকার

(গ) চার প্রকার

(ঘ) পাঁচ প্রকার

উত্তর (খ) তিন প্রকার

23 . নীচের কোনটি অটিজমের প্রকারভেদ নয় ?

(ক) অটিস্টিক ডিজঅর্ডার

(খ) অ্যাসপারজার সিন্ড্রোম

(গ) পার্ভেসিভ ডেভলপমেন্টাল ডিজঅর্ডার

(ঘ) ভাষা অনুধাবনে অক্ষমতা

উত্তর (ঘ) ভাষা অনুধাবনে অক্ষমতা

24 . শিশুর মস্তিষ্কের গঠনকালে আঘাত জনিত কারণে বা স্নায়ুকোশের কার্যকারিতার মধ্যে সমস্যা দেখা যায় তাকে কী বলা হয় ?

(ক) অটিজম

(খ) শ্রবণ প্রতিবন্ধী

(গ) দৃষ্টি প্রতিবন্ধী

(ঘ) সেরিব্রাল পালসি

উত্তর (ঘ) সেরিব্রাল পালসি

25 . আমেরিকার মনোবিজ্ঞানীদের মতে, শিশুর বুদ্ধ্যঙ্ক (IQ) কত বেশি হলে তাকে বুদ্ধিদ্বীপ্ত শিশু বলা হয় ?

(ক) 100 IQ

(খ) 130 IQ

(গ) 137 IQ

(ঘ) 125 IQ

উত্তর (গ) 137 IQ

26 . U.S. Federal Registrar কত খ্রিস্টাব্দে বুদ্ধিদ্বীপ্ত শিশুর সংজ্ঞা দিয়েছেন ?

(ক) 1977 খ্রিস্টাব্দে

(খ) 1976 খ্রিস্টাব্দে

(গ) 1978 খ্রিস্টাব্দে

(ঘ) 1975 খ্রিস্টাব্দে

উত্তর (ঘ) 1975 খ্রিস্টাব্দে

27 . উচ্চমাত্রার বুদ্ধিদীপ্ত শিশুদের IQ প্রসার কোনটি ?

(ক) 130-145 একক

(খ) 145-160 একক

(গ) 160-180 একক

(ঘ) 180-এর বেশি

উত্তর (খ) 145-160 একক

28. যে সকল শিশুর বুদ্ধ্যঙ্ক 160-180 একক তাদের কী বলা হয় ?

(ক) মধ্যমমাত্রার বুদ্ধিদীপ্ত

(খ) উচ্চমাত্রার বুদ্ধিদীপ্ত

(গ) ব্যতিক্রম মাত্রার বুদ্ধিদীপ্ত

(ঘ) চূড়ান্ত মাত্রার বুদ্ধিদীপ্ত

উত্তর (গ) ব্যতিক্রম মাত্রার বুদ্ধিদীপ্ত

29 . 1937 খ্রিস্টাব্দের স্ট্যানফোর্ড সংস্করণ অনুযায়ী 150-159 একক IQ সম্পন্ন মানুষের শতকরা হার কত ?

(ক) 3.1%

(খ) 1.1%

(গ) 0.2%

(ঘ) 0.03%

উত্তর (ক) 3.1%

30 . 1937 খ্রিস্টাব্দের স্ট্যানফোর্ড সংস্করণ অনুযায়ী 140-149 একক IQ সম্পন্ন মানুষের শতকরা হার নীচের কোনটি ?

(ক) 1.1%

(খ) 3.1%

(গ) 0.2%

(ঘ) 0.03%

উত্তর (গ) 0.2%

31 . শিখন অক্ষমতা, বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক গড়ে না ওঠা, হতাশায় ভোগা, যে-কোনো পরিস্থিতিতে সঠিক আচরণ না করা ইত্যাদিকে কী বলে ?

(ক) বুদ্ধিদীপ্ত

(খ) প্রক্ষোভমূলক প্রতিবন্ধী

(গ) সামাজিক প্রতিবন্ধী

(ঘ) কোনোটিই নয়

উত্তর (খ) প্রক্ষোভমূলক প্রতিবন্ধী

32 . যে সকল শিশু নিম্ন আর্থসামাজিক পরিকাঠামো থেকে বিদ্যালয়ে আসে এবং তাদের মধ্যে অনেকে বিভিন্নভাবে মানসিক হীনম্মন্যতায় ভোগে, তারা কোন ধরনের প্রতিবন্ধী ?

(ক) অটিজম

(খ) শিখন অক্ষমতা

(গ) সামাজিক প্রতিবন্ধী

(ঘ) প্রক্ষোভমূলক প্রতিবন্ধী

উত্তর (গ) সামাজিক প্রতিবন্ধী

Class 12 Education MCQ Question Answer

33 . যে সকল শিশুর মধ্যে শারীরিক, স্নায়বিক, বাচনিক, সামাজিক, মানসিক প্রভৃতি প্রতিবন্ধকতা থাকে তাদের কী বলা হয় ?

(ক) বহুমুখী প্রতিবন্ধী

(খ) সামাজিক প্রতিবন্ধী

(গ) প্রাক্ষোভিক প্রতিবন্ধী

(ঘ) কোনোটিই নয়

উত্তর (ক) বহুমুখী প্রতিবন্ধী

34 . আইনগত দৃষ্টিহীন শিশুর দুটি চোখের ভিস্যুয়াল অ্যাকুইটি কত-এর বেশি নয় ?

(ক) 20/60

(খ) 20/200

(গ) 20/100

(ঘ) 60/200

উত্তর (গ) 20/100

35 .  WHO দৃষ্টি প্রতিবন্ধীদের কয়টি শ্রেণিতে ভাগ করেছেন ?

(ক) তিনটি

(খ) চারটি

(গ) পাঁচটি

(ঘ) দুটি

উত্তর (ঘ) দুটি

36 . মনোবিদ লোয়েনফেল্ড দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের কয়টি ভাগে ভাগ করেছেন ?

(ক) চারটি

(খ) তিনটি

(গ) ছয়টি

(ঘ) পাঁচটি

উত্তর (ক) চারটি

37 . শিক্ষাবিজ্ঞানে দৃষ্টি প্রতিবন্ধীদের কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে ?

(ক) দুটি

(খ) তিনটি

(গ) চারটি

(ঘ) পাঁচটি

উত্তর (খ) তিনটি

38 . স্বল্প দৃষ্টিমান শিশুরা কত Point-এর লেখা পড়তে পারে ?

(ক) 18 Point

(খ) 12 Point

(গ) 15 Point

(ঘ) 14 Point

উত্তর (ঘ) 14 Point

39 . আংশিক দৃষ্টিমান শিশুরা কত Point –এর লেখা পড়তে পারে ?

(ক) 18 Point

(খ) 12 Point

(গ) 15 Point

(ঘ) 14 Point

উত্তর (ক) 18 Point

40 . শ্রবণ প্রতিবন্ধীতার মাত্রা অনুযায়ী কয়টি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে ?

(ক) চারটি

(খ) দুটি

(গ) তিনটি

(ঘ) ছয়টি

উত্তর (ঘ) ছয়টি

41 . যে সকল শিশুর শ্রবণ প্রতিবন্ধীতার মাত্রা 91 dB-এর বেশি তারা কোন ধরনের শ্রবণ প্রতিবন্ধী ?

(ক) অতি উচ্চমাত্রা

(খ) মাঝারি মাত্রা

(গ) উচ্চ মাত্রা

(ঘ) সম্পূর্ণ বধির

উত্তর (ক) অতি উচ্চমাত্রা

42 . উচ্চ মাত্রার শ্রবণ প্রতিবন্ধীতার মাত্রা কত ?

(ক) 71 dB-90 dB

(খ) 91 dB – এর বেশি

(গ) 56 dB-70 dB

(ঘ) 40 dB-55 dB

উত্তর (ক) 71 dB – 90 dB

43 . শ্রবণশক্তি অনুযায়ী শ্রবণ প্রতিবন্ধী কয়প্রকার ?

(ক) ছয়প্রকার

(খ) দু-প্রকার

(গ) তিনপ্রকার

(ঘ) চার প্রকার

উত্তর (খ) দু-প্রকার

44 . যে সকল শিশুরা জোরে চিৎকার করে কথা বললে শুনতে পারে তাদের শ্রবণ প্রতিবন্ধীতার মাত্রা কত ?

(ক) 26 dB-40 dB

(খ) 56 dB-70 dB

(গ) 71 dB – 90 dB

(ঘ) 80 dB – 90 dB

উত্তর (গ) 71 dB – 90 dB

45 . যে সকল শিশুর জন্ম থেকেই শ্রবণ ক্ষমতা নেই তাদের কী বলা হয় ?

(ক) সম্পূর্ণ বধির

(খ) জন্মগত বধির

(গ) আংশিক বধির

(ঘ) জম্নের সমকালীন বধির

উত্তর (খ) জন্মগত বধির

46. বিভিন্নতরভাবে সক্ষম শিশুদের শিক্ষা সহায়ক উপকরণ হল

(ক) চক

(খ) ব্ল্যাকবোর্ড

(গ) PPT

(ঘ) Talking Book

উত্তর – (ঘ) Talking Book

আরও পড়ুন :

এডুকেশন প্রথম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর

এডুকেশন দ্বিতীয় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর

এডুকেশন তৃতীয় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর

এডুকেশন চতুর্থ অধ্যায় MCQ প্রশ্ন উত্তর

Education – https://wbchse.wb.gov.in/curriculum-syllabus-set-iii/

Leave a Comment