Class 12 Education MCQ Question Answer Chapter 5 / উচ্চ মাধ্যমিক এডুকেশন MCQ প্রশ্ন উত্তর 2025-26 তৃতীয় সেমিস্টার – পঞ্চম অধ্যায়
Class 12 Education MCQ Question Answer
পঞ্চম অধ্যায় – Chapter 5
1 . একজন ব্যক্তির শারীরিক গঠন ও মানসিক কার্যকারিতার বৈকল্যকে কী বলা হয় ?
(ক) অক্ষমতা
(খ) প্রতিবন্ধকতা
(গ) বিকলাঙ্গ
(ঘ) পশ্চাৎপদতা
উত্তর – (খ) প্রতিবন্ধকতা
2 . কোনো ব্যক্তির দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে কার্যসম্পাদনের ঘাটতিকে কী বলা হয় ?
(ক) বিকলাঙ্গ
(খ) প্রতিবন্ধকতা
(গ) পশ্চাৎপদতা
(ঘ) অক্ষমতা
উত্তর – (ঘ) অক্ষমতা
3 . কোনো ব্যক্তির মধ্যে যখন কোনো সমস্যার সৃষ্টি হয়-যা কোনোভাবে চিকিৎসা বা সংশোধনীর মাধ্যমে তা অতিক্রম করা যায় না তাকে কী বলা হয় ?
(ক) বিকলাঙ্গ
(খ) প্রতিবন্ধকতা
(গ) অক্ষমতা
(ঘ) পশ্চাৎপদতা
উত্তর – (ক) বিকলাঙ্গ
4 . কোনো ব্যক্তির হাতের আঙুল না থাকা হল –
(ক) প্রতিবন্ধকতা
(খ) অক্ষমতা
(গ) বিকলাঙ্ক
(ঘ) সবগুলিই
উত্তর – (ক) প্রতিবন্ধকতা
5 . নীচের কোনটি শারীরিক প্রতিবন্ধীতার মধ্যে পড়ে না ?
(ক) অস্থিগত প্রতিবন্ধী
(খ) দৃষ্টি প্রতিবন্ধী
(গ) অটিজম
(ঘ) শ্রবণ প্রতিবন্ধী
উত্তর – (গ) অটিজম
6 . শারীরিক প্রতিবন্ধী কোনটি ?
(ক) অস্থিগত প্রতিবন্ধী
(খ) স্নায়বিক প্রতিবন্ধী
(গ) শ্রবণ প্রতিবন্ধী
(ঘ) সব ক-টি
উত্তর – (ঘ) সব ক-টি
7 . নীচের কোনটি অস্থিগত প্রতিবন্ধীর উদাহরণ নয় ?
(ক) খোঁড়া
(খ) কুঁজো
(গ) মূক ও বধির
(ঘ) অঙ্গবিহীন
উত্তর – (গ) মূক ও বধির
8 . যে সকল শিশুর বিকাশকালীন সময়ে গ্রহণযোগ্য বা পরিবর্তনশীল আচরণ সম্পাদনের ক্ষেত্রে অসম্পূর্ণতা দেখা যায় তাকে কী বলা হয় ?
(ক) স্নায়বিক প্রতিবন্ধী
(খ) শিখন অক্ষমতা
(গ) মানসিক প্রতিবন্ধী
(ঘ) অটিজম
উত্তর – (গ) মানসিক প্রতিবন্ধী
9 . শিক্ষাক্ষেত্রে মানসিক প্রতিবন্ধী শিশুদের শ্রেণিকরণের স্বীকৃত মানদণ্ডকে কী বলা হয় ?
(ক) অর্থনৈতিক অবস্থা
(খ) মূল্যবোধ
(গ) সংস্কৃতি
(ঘ) বুদ্ধ্যঙ্ক
উত্তর – (ঘ) বুদ্ধ্যঙ্ক
10 . IQ-এর সম্পূর্ণ নাম কী ?
(ক) Intelligence Quit
(খ) Intellect Quotient
(গ) Intelligence Quotient
(ঘ) Intelligence Quiet
উত্তর – (গ) Intelligence Quotient
11 . যে সকল ব্যক্তির IQ 50-69 একক-এর মধ্যে তাদের কী বলা হয় ?
(ক) জড়বুদ্ধি
(খ) বোকা
(গ) নির্বোধ
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (গ) নির্বোধ
12 . যে সকল ব্যক্তির IQ 20 একক-এর কম তাদের কী বলা হয় ?
(ক) বোকা
(খ) জড়বুদ্ধি
(গ) নির্বোধ
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (গ) নির্বোধ
13 . যে সকল শিশুদের অক্ষমতা পঠনের মাধ্যমে, লেখার মাধ্যমে এবং গাণিতিক সমস্যাসমাধানের মাধ্যমে প্রকাশ পায় তাদের কী বলা হয় ?
(ক) স্নায়বিক প্রতিবন্ধী
(খ) মানসিক প্রতিবন্ধী
(গ) শিখন অক্ষমতা
(ঘ) বাচনিক অক্ষমতা
উত্তর – (গ) শিখন অক্ষমতা
14 . উচ্চারণ ক্ষমতা বিকাশে অক্ষমতা কোন ধরনের চিকিৎসার মাধ্যমে অনেকটাই সমাধান করা যায় ?
(ক) Language Therapy
(খ) Speech Therapy
(গ) Behaviour Therapy
(ঘ) Psychoanalysis Therapy
উত্তর – (খ) Speech Therapy
Class 12 Education MCQ Question Answer
15 . ‘কোনো শিশুকে তার নাম জিজ্ঞাসা করলে উত্তর দেয় না’, এটি কোন ধরনের অক্ষমতা ?
(ক) ভাষা অনুধাবনে অক্ষমতা
(খ) পঠন অক্ষমতা
(গ) লিখন অক্ষমতা
(ঘ) উচ্চারণে অক্ষমতা
উত্তর – (ক) ভাষা অনুধাবনে অক্ষমতা
16 . শিশুর পঠন এবং ভাষাগত শিখন প্রতিবন্ধীতাকে কী বলা হয় ?
(ক) লিখন অক্ষমতা
(খ) ভাষা অনুধাবনে অক্ষমতা
(গ) পঠনগত অক্ষমতা
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (গ) পঠনগত অক্ষমতা
17 . কোন ধরনের শিশুর মধ্যে লিখন অক্ষমতা দেখা যায় ?
(ক) গণিতে অক্ষমতা
(খ) পঠনে অক্ষমতা
(গ) লিখনে অক্ষমতা
(ঘ) ভাষা অনুধাবনে অক্ষমতা
উত্তর – (খ) পঠনে অক্ষমতা
18 . কোনো শিশুর মধ্যে গাণিতিক সংখ্যা, চিহ্ন, সংখ্যার বিন্যাস, হিসাব ও চিন্তার ক্ষেত্রে যে সমস্যা দেখা যায় তাকে কোন ধরনের অক্ষমতা বলে ?
(ক) পঠনগত অক্ষমতা
(খ) লিখন অক্ষমতা
(গ) অটিজম
(ঘ) গাণিতিক অক্ষমতা
উত্তর – (ঘ) গাণিতিক অক্ষমতা
19 . কোনো ব্যক্তির তার পারিপার্শ্বিক মানুষের সঙ্গে ভাবের আদানপ্রদান ও সুসম্পর্ক স্থাপনে অক্ষমতাকে কী বলা হয় ?
(ক) ভাষা অনুধাবনে অক্ষমতা
(খ) অটিজম
(গ) লিখন অক্ষমতা
(ঘ) পঠন অক্ষমতা
উত্তর – (খ) অটিজম
20 . 1977 খ্রিস্টাব্দে ‘The National Society for Children and Adults with Autism’ সংগঠন কর্তৃক Autism-এর সংজ্ঞায় কোন ধরনের উপসর্গের উল্লেখ করা হয়েছে ?
(ক) জৈবিক উপসর্গ
(খ) মানসিক উপসর্গ
(গ) আচরণগত উপসর্গ
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (ক) জৈবিক উপসর্গ
21 . 1977 খ্রিস্টাব্দে ‘The National Society for Children and Adult with Autism’ সংগঠন কত বছর বয়সের পূর্বে শিশুর মধ্যে অটিজম শুরু হয় ?
(ক) 3 বছর
(খ) 4 বছর
(গ) 3.5 বছর
(ঘ) 2.5 বছর
উত্তর – (ঘ) 2.5 বছর
22 . অটিজম কত প্রকার ?
(ক) দু-প্রকার
(খ) তিন প্রকার
(গ) চার প্রকার
(ঘ) পাঁচ প্রকার
উত্তর – (খ) তিন প্রকার
23 . নীচের কোনটি অটিজমের প্রকারভেদ নয় ?
(ক) অটিস্টিক ডিজঅর্ডার
(খ) অ্যাসপারজার সিন্ড্রোম
(গ) পার্ভেসিভ ডেভলপমেন্টাল ডিজঅর্ডার
(ঘ) ভাষা অনুধাবনে অক্ষমতা
উত্তর – (ঘ) ভাষা অনুধাবনে অক্ষমতা
24 . শিশুর মস্তিষ্কের গঠনকালে আঘাত জনিত কারণে বা স্নায়ুকোশের কার্যকারিতার মধ্যে সমস্যা দেখা যায় তাকে কী বলা হয় ?
(ক) অটিজম
(খ) শ্রবণ প্রতিবন্ধী
(গ) দৃষ্টি প্রতিবন্ধী
(ঘ) সেরিব্রাল পালসি
উত্তর – (ঘ) সেরিব্রাল পালসি
25 . আমেরিকার মনোবিজ্ঞানীদের মতে, শিশুর বুদ্ধ্যঙ্ক (IQ) কত বেশি হলে তাকে বুদ্ধিদ্বীপ্ত শিশু বলা হয় ?
(ক) 100 IQ
(খ) 130 IQ
(গ) 137 IQ
(ঘ) 125 IQ
উত্তর – (গ) 137 IQ
26 . U.S. Federal Registrar কত খ্রিস্টাব্দে বুদ্ধিদ্বীপ্ত শিশুর সংজ্ঞা দিয়েছেন ?
(ক) 1977 খ্রিস্টাব্দে
(খ) 1976 খ্রিস্টাব্দে
(গ) 1978 খ্রিস্টাব্দে
(ঘ) 1975 খ্রিস্টাব্দে
উত্তর – (ঘ) 1975 খ্রিস্টাব্দে
27 . উচ্চমাত্রার বুদ্ধিদীপ্ত শিশুদের IQ প্রসার কোনটি ?
(ক) 130-145 একক
(খ) 145-160 একক
(গ) 160-180 একক
(ঘ) 180-এর বেশি
উত্তর – (খ) 145-160 একক
28. যে সকল শিশুর বুদ্ধ্যঙ্ক 160-180 একক তাদের কী বলা হয় ?
(ক) মধ্যমমাত্রার বুদ্ধিদীপ্ত
(খ) উচ্চমাত্রার বুদ্ধিদীপ্ত
(গ) ব্যতিক্রম মাত্রার বুদ্ধিদীপ্ত
(ঘ) চূড়ান্ত মাত্রার বুদ্ধিদীপ্ত
উত্তর – (গ) ব্যতিক্রম মাত্রার বুদ্ধিদীপ্ত
29 . 1937 খ্রিস্টাব্দের স্ট্যানফোর্ড সংস্করণ অনুযায়ী 150-159 একক IQ সম্পন্ন মানুষের শতকরা হার কত ?
(ক) 3.1%
(খ) 1.1%
(গ) 0.2%
(ঘ) 0.03%
উত্তর – (ক) 3.1%
30 . 1937 খ্রিস্টাব্দের স্ট্যানফোর্ড সংস্করণ অনুযায়ী 140-149 একক IQ সম্পন্ন মানুষের শতকরা হার নীচের কোনটি ?
(ক) 1.1%
(খ) 3.1%
(গ) 0.2%
(ঘ) 0.03%
উত্তর – (গ) 0.2%
31 . শিখন অক্ষমতা, বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক গড়ে না ওঠা, হতাশায় ভোগা, যে-কোনো পরিস্থিতিতে সঠিক আচরণ না করা ইত্যাদিকে কী বলে ?
(ক) বুদ্ধিদীপ্ত
(খ) প্রক্ষোভমূলক প্রতিবন্ধী
(গ) সামাজিক প্রতিবন্ধী
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (খ) প্রক্ষোভমূলক প্রতিবন্ধী
32 . যে সকল শিশু নিম্ন আর্থসামাজিক পরিকাঠামো থেকে বিদ্যালয়ে আসে এবং তাদের মধ্যে অনেকে বিভিন্নভাবে মানসিক হীনম্মন্যতায় ভোগে, তারা কোন ধরনের প্রতিবন্ধী ?
(ক) অটিজম
(খ) শিখন অক্ষমতা
(গ) সামাজিক প্রতিবন্ধী
(ঘ) প্রক্ষোভমূলক প্রতিবন্ধী
উত্তর – (গ) সামাজিক প্রতিবন্ধী
Class 12 Education MCQ Question Answer
33 . যে সকল শিশুর মধ্যে শারীরিক, স্নায়বিক, বাচনিক, সামাজিক, মানসিক প্রভৃতি প্রতিবন্ধকতা থাকে তাদের কী বলা হয় ?
(ক) বহুমুখী প্রতিবন্ধী
(খ) সামাজিক প্রতিবন্ধী
(গ) প্রাক্ষোভিক প্রতিবন্ধী
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (ক) বহুমুখী প্রতিবন্ধী
34 . আইনগত দৃষ্টিহীন শিশুর দুটি চোখের ভিস্যুয়াল অ্যাকুইটি কত-এর বেশি নয় ?
(ক) 20/60
(খ) 20/200
(গ) 20/100
(ঘ) 60/200
উত্তর – (গ) 20/100
35 . WHO দৃষ্টি প্রতিবন্ধীদের কয়টি শ্রেণিতে ভাগ করেছেন ?
(ক) তিনটি
(খ) চারটি
(গ) পাঁচটি
(ঘ) দুটি
উত্তর – (ঘ) দুটি
36 . মনোবিদ লোয়েনফেল্ড দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের কয়টি ভাগে ভাগ করেছেন ?
(ক) চারটি
(খ) তিনটি
(গ) ছয়টি
(ঘ) পাঁচটি
উত্তর – (ক) চারটি
37 . শিক্ষাবিজ্ঞানে দৃষ্টি প্রতিবন্ধীদের কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে ?
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
উত্তর – (খ) তিনটি
38 . স্বল্প দৃষ্টিমান শিশুরা কত Point-এর লেখা পড়তে পারে ?
(ক) 18 Point
(খ) 12 Point
(গ) 15 Point
(ঘ) 14 Point
উত্তর – (ঘ) 14 Point
39 . আংশিক দৃষ্টিমান শিশুরা কত Point –এর লেখা পড়তে পারে ?
(ক) 18 Point
(খ) 12 Point
(গ) 15 Point
(ঘ) 14 Point
উত্তর – (ক) 18 Point
40 . শ্রবণ প্রতিবন্ধীতার মাত্রা অনুযায়ী কয়টি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে ?
(ক) চারটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) ছয়টি
উত্তর – (ঘ) ছয়টি
41 . যে সকল শিশুর শ্রবণ প্রতিবন্ধীতার মাত্রা 91 dB-এর বেশি তারা কোন ধরনের শ্রবণ প্রতিবন্ধী ?
(ক) অতি উচ্চমাত্রা
(খ) মাঝারি মাত্রা
(গ) উচ্চ মাত্রা
(ঘ) সম্পূর্ণ বধির
উত্তর – (ক) অতি উচ্চমাত্রা
42 . উচ্চ মাত্রার শ্রবণ প্রতিবন্ধীতার মাত্রা কত ?
(ক) 71 dB-90 dB
(খ) 91 dB – এর বেশি
(গ) 56 dB-70 dB
(ঘ) 40 dB-55 dB
উত্তর – (ক) 71 dB – 90 dB
43 . শ্রবণশক্তি অনুযায়ী শ্রবণ প্রতিবন্ধী কয়প্রকার ?
(ক) ছয়প্রকার
(খ) দু-প্রকার
(গ) তিনপ্রকার
(ঘ) চার প্রকার
উত্তর – (খ) দু-প্রকার
44 . যে সকল শিশুরা জোরে চিৎকার করে কথা বললে শুনতে পারে তাদের শ্রবণ প্রতিবন্ধীতার মাত্রা কত ?
(ক) 26 dB-40 dB
(খ) 56 dB-70 dB
(গ) 71 dB – 90 dB
(ঘ) 80 dB – 90 dB
উত্তর – (গ) 71 dB – 90 dB
45 . যে সকল শিশুর জন্ম থেকেই শ্রবণ ক্ষমতা নেই তাদের কী বলা হয় ?
(ক) সম্পূর্ণ বধির
(খ) জন্মগত বধির
(গ) আংশিক বধির
(ঘ) জম্নের সমকালীন বধির
উত্তর – (খ) জন্মগত বধির
46. বিভিন্নতরভাবে সক্ষম শিশুদের শিক্ষা সহায়ক উপকরণ হল –
(ক) চক
(খ) ব্ল্যাকবোর্ড
(গ) PPT
(ঘ) Talking Book
উত্তর – (ঘ) Talking Book
আরও পড়ুন :
এডুকেশন প্রথম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
এডুকেশন দ্বিতীয় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
এডুকেশন তৃতীয় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
এডুকেশন চতুর্থ অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
Education – https://wbchse.wb.gov.in/curriculum-syllabus-set-iii/