উচ্চ মাধ্যমিক এডুকেশন MCQ প্রশ্ন উত্তর 2025-26 তৃতীয় সেমিস্টার – ষষ্ঠ অধ্যায় // Class 12 Education MCQ Question Answer Chapter 6
Class 12 Education MCQ Question Answer Chapter 6
1 . শারীরিক প্রতিবন্ধী শিশু কারা ?
(ক) শিক্ষণে অক্ষম
(খ) উন্নত বুদ্ধিসম্পন্ন
(গ) দৃষ্টি প্রতিবন্ধী
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (গ) দৃষ্টি প্রতিবন্ধী
2. শিক্ষাবিজ্ঞান অনুযায়ী দৃষ্টি প্রতিবন্ধীদের শিশুদের কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে ?
(ক) চারটি
(খ) তিনটি
(গ) পাঁচটি
(ঘ) দুইটি
উত্তর – (খ) তিনটি
3 . মনোবিদ লোয়েনফেল্ড দৃষ্টি প্রতিবন্ধী শিশুকে কয়টি শ্রেণিতে ভাগ করেছেন ?
(ক) চারটি
(খ) পাঁচটি
(গ) ছয়টি
(ঘ) দুইটি
উত্তর – (ক) চারটি
4 . ‘মেন্টাল ম্যাপ’ (Mental Map) ব্যবহার করা হয় কাদের শিক্ষার জন্য ? [HS 2015]
(ক) দৃষ্টিহীনদের
(খ) মুকদের
(গ) বধিরদের
(ঘ) মানসিক ক্ষতিগ্রস্তদের
উত্তর – (ক) দৃষ্টিহীনদের
5 . ব্রেইল পদ্ধতির প্রবর্তন কে করেন ?
(ক) জন ডিউই
(খ) থর্নডাইক
(গ) লুইস ব্রেইল
(ঘ) রবীন্দ্রনাথ
উত্তর – (গ) লুইস ব্রেইল
6 . 1950 খ্রিস্টাব্দে কোন আন্তর্জাতিক সংস্থা পৃথিবীর বিভিন্ন ভাষায় ব্রেইল পদ্ধতি প্রবর্তনের ব্যবস্থা করেন ?
(ক) AUNO
(খ) UNICEF
(গ) WHO
(ঘ) UNESCO
উত্তর – (ঘ) UNESCO
7. ব্রেইল পদ্ধতি চালু হয় কত খ্রিস্টাব্দে ? [HS 2015]
(ক) 1920 খ্রিস্টাব্দে
(খ) 1830 খ্রিস্টাব্দে
(গ) 1810 খ্রিস্টাব্দে
(ঘ) 1829 খ্রিস্টাব্দে
উত্তর – (ঘ) 1829 খ্রিস্টাব্দে
8 . লুইস ব্রেইল কোন দেশের নাগরিক ?
(ক) আমেরিকার
(খ) ফরাসি
(গ) ভারতের
(ঘ) চিনদেশের
উত্তর – (খ) ফরাসি
9 . ব্রেইল পড়ার নিয়ম কী ?
(ক) ডান থেকে বামদিকে
(খ) বাম থেকে ডানদিকে
(গ) ডান ও বাম উভয় দিকে
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (খ) বাম থেকে ডানদিকে
10 . প্রতিটি ব্রেইল কোশ কতগুলি ডট নিয়ে গঠিত ?
(ক) 5টি
(খ) 7টি
(গ) 6টি
(ঘ) ৪টি
উত্তর – (গ) 6টি
11 . সুদক্ষ ব্রেইল লেখকরা প্রতি মিনিটে কতগুলি শব্দ লিখতে পারে ?
(ক) 50টি
(খ) ৪০টি
(গ) 60টি
(ঘ) 45টি
উত্তর – (গ) 60টি
12 . অন্ধ শিশুদের পাঠ্যক্রমের মূল বিষয় কোনটি ?
(ক) ব্রেইল পড়া ও লেখা
(খ) শারীরবিজ্ঞান
(গ) সংগীত
(ঘ) গণিত
উত্তর – (ক) ব্রেইল পড়া ও লেখা
13 . অন্ধ শিশুদের পাঠ্যক্রমে জ্ঞানমূলক বিষয় নীচের কোনটি ?
(ক) ভাষা
(খ) সমাজবিজ্ঞান
(গ) স্বাস্থ্যবিজ্ঞান
(ঘ) ব্রেইল পড়া ও লেখা
উত্তর – (ক) ভাষা
14 . আমাদের দেশে কোন দিনটিকে প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয় ?
(ক) 16 মার্চ
(খ) 12 জানুয়ারি
(গ) 15 আগস্ট
(ঘ) 15 মার্চ
উত্তর – (ঘ) 15 মার্চ
15 . দৃষ্টি প্রতিবন্ধী শিশুর শিক্ষাপদ্ধতি নীচের কোনটি ?
(ক) ওষ্ঠ পঠন
(খ) ব্রেইল পদ্ধতি
(গ) কম্পন ও স্পর্শ পদ্ধতি
(ঘ) দর্শনভিত্তিক পদ্ধতি
উত্তর – (খ) ব্রেইল পদ্ধতি
16 . জন্ম-পূর্ববর্তী দৃষ্টি প্রতিবন্ধীতার শতকরা হার কত ?
(ক) 6.2%
(খ) 6.1%
(গ) 33%
(ঘ) 11%
উত্তর – (খ) 6.1%
17 . দৃষ্টি প্রতিবন্ধীতার বংশগত একটি কারণ নীচের কোনটি ?
(ক) রুবেলা
(খ) শিশুর ওজন
(গ) গনোরিয়া
(ঘ) গর্ভস্থ মায়ের ডায়াবেটিস
উত্তর – (ঘ) গর্ভস্থ মায়ের ডায়াবেটিস
18 . বংশগত কারণে দৃষ্টি প্রতিবন্ধীতার শতকরা হার কত ?
(ক) 33%
(খ) 42%
(গ) 11%
(ঘ) 6.1%
উত্তর – (ঘ) 6.1%
19. 1934 খ্রিস্টাব্দে দৃষ্টি প্রতিবন্ধীদের সম্পর্কে একটি গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেন –
(ক) আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন
(খ) রাশিয়ার মেডিক্যাল অ্যাসোসিয়েশন
(গ) ইংল্যান্ডের মেডিক্যাল অ্যাসোসিয়েশন
(ঘ) ফ্রান্সের মেডিক্যাল অ্যাসোসিয়েশন
উত্তর – (ক) আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন
20 . দৃষ্টি প্রতিবন্ধীতার জন্মপূর্ববর্তী কারণ কোনটি ?
(ক) সিফিলিস
(খ) মাম্পস
(গ) শিশুর হাম
(ঘ) মেনিনজাইটিস
উত্তর – (ক) সিফিলিস
Class 12 Education MCQ Question Answer Chapter 6
21 . নীচের কোনটি একটি চক্ষুরোগ ?
(ক) গুটিবসন্ত
(খ) গনোরিয়া
(গ) গ্লুকোমা
(ঘ) রুবেলা
উত্তর – (গ) গ্লুকোমা
22 . অন্ধ শিশুদের শিক্ষার সমস্যা নীচের কোনটি ?
(ক) চলতে না পারা
(খ) হীনম্মন্যতা
(গ) সংগতিবিধানের অভাব
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (খ) হীনম্মন্যতা
23. ‘Talking Book’ কী ?
(ক) কম্পিউটার পদ্ধতি
(খ) ওষ্ঠ পঠন পদ্ধতি
(গ) শব্দনির্ভর পদ্ধতি
(ঘ) ব্রেইল পদ্ধতি
উত্তর – (গ) শব্দনির্ভর পদ্ধতি
24 . ভারতের কত খ্রিস্টাব্দে অন্ধ শিশুদের জন্য নিয়ন্ত্রিত শিক্ষা শুরু হয় ?
(ক) 1950 খ্রিস্টাব্দে
(খ) 1943 খ্রিস্টাব্দে
(গ) 1929 খ্রিস্টাব্দে
(ঘ) 1937 খ্রিস্টাব্দে
উত্তর – (খ) 1943 খ্রিস্টাব্দে
25. প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার কোন সম্মেলনে গৃহীত হয় ?
(ক) 1949 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক সম্মেলনে
(খ) 1930 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক সম্মেলনে
(গ) 1977 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক সম্মেলনে
(ঘ) 1950 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক সম্মেলনে
উত্তর – (ক) 1949 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক সম্মেলনে
26. ‘অ্যাবাকাস’ কোন বিষয় শিক্ষার উপকরণ ?
(ক) ইংরেজি
(খ) ভূগোল
(গ) ভৌতবিজ্ঞান
(ঘ) গণিত
উত্তর – (ঘ) গণিত
27. পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরোনো সরকারি অন্ধদের বিদ্যালয় কোনটি ?
(ক) কলিকাতা অন্ধ বিদ্যালয়
(খ) নরেন্দ্রপুর অন্ধ বিদ্যালয়
(গ) ময়না অন্ধ বিদ্যালয়
(ঘ) মালদা অন্ধ বিদ্যালয়
উত্তর – (ক) কলিকাতা অন্ধ বিদ্যালয়
28. ব্যাহত দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের শিক্ষায় ব্যবহৃত হয় কোন যন্ত্রটি ?
(ক) ব্রেইল
(খ) কলম
(গ) ফোনোগ্রাম
(ঘ) পেনসিল
উত্তর – (গ) ফোনোগ্রাম
29. অন্ধ শিশুদের শিক্ষার উদ্দেশ্য নীচের কোনটি ?
(ক) আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা
(খ) বিভিন্ন ইন্দ্রিয়ের ব্যবহার
(গ) স্বনির্ভরতা অর্জন
(ঘ) সব ক-টি
উত্তর – (ঘ) সব ক-টি
30. ব্রেইল পাঠের বিষয় নীচের কোনটি ?
(ক) গাণিতিক সংখ্যা
(খ) গানের স্বরলিপি
(গ) বৈজ্ঞানিক সংকেত
(ঘ) সব ক-টি
উত্তর – (ঘ) সব ক-টি
31. ব্রেইল কী ধরনের পদ্ধতি ?
(ক) মূর্ত পদ্ধতি
(খ) জ্ঞানমূলক পদ্ধতি
(গ) স্পর্শ পদ্ধতি
(ঘ) বিকাশমূলক পদ্ধতি
উত্তর – (গ) স্পর্শ পদ্ধতি
32. শিক্ষার্থীরা স্টাইলাসের সাহায্যে কী করে থাকে ?
(ক) পড়ে থাকে
(খ) গাণিতিক সংখ্যা গণনা করে
(গ) লিখে থাকে
(ঘ) মুখস্থ করে থাকে
উত্তর – (গ) লিখে থাকে
33. অন্ধ শিশুদের কোনটি শিক্ষণ পদ্ধতি নয় ?
(ক) ব্রেইল পদ্ধতি
(খ) কম্পন ও স্পর্শ পদ্ধতি
(গ) শব্দনির্ভর পদ্ধতি
(ঘ) নির্ভুল অভিজ্ঞতা প্রদান
উত্তর – (খ) কম্পন ও স্পর্শ পদ্ধতি
34. অন্ধ শিশুদের শিক্ষাদানের জন্য কোন ব্যবস্থাটি গ্রহণ করা হয় ?
(ক) আবাসিক বিদ্যালয়
(খ) পৃথক শ্রেণিকক্ষ
(গ) রিসোর্স কক্ষ
(ঘ) সব ক-টি
উত্তর – (ঘ) সব ক-টি
35. মূক ও বধিরদের শিক্ষাপদ্ধতি কোনটি ?
(ক) ব্রেইল পদ্ধতি
(খ) ওষ্ঠ পঠন
(গ) শব্দনির্ভর পদ্ধতি
(ঘ) সক্রিয়তাভিত্তিক পদ্ধতি
উত্তর – (খ) ওষ্ঠ পঠন
36. সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তক কে ?
(ক) লুইস ব্রেইল
(খ) জুয়ান প্যাবলো বঁনে
(গ) শিক্ষাবিদ পিরিয়ার
(ঘ) রুশো
উত্তর – (গ) শিক্ষাবিদ পিরিয়ার
37. মৌখিক পদ্ধতি কী ধরনের শিক্ষণ পদ্ধতি ?
(ক) কম্পন ও স্পর্শ পদ্ধতি
(খ) শ্রবণসহায়ক পদ্ধতি
(গ) ওষ্ঠ পঠন
(ঘ) আঙুলের সাহায্যে বানান শেখা
উত্তর – (গ) ওষ্ঠ পঠন
38. সঞ্চালনমূলক পদ্ধতি কী ধরনের পদ্ধতি ?
(ক) ওষ্ঠ পঠন
(খ) আঙুলের সাহায্যে বানান শেখা
(গ) দর্শনভিত্তিক পদ্ধতি
(ঘ) কম্পন ও স্পর্শ পদ্ধতি
উত্তর – (খ) আঙুলের সাহায্যে বানান শেখা
39. কম্পন ও স্পর্শ পদ্ধতির প্রবর্তক কারা ?
(ক) শিক্ষাবিদ পিরিয়ার
(খ) জুয়ান প্যাবলো বনে
(গ) জন ডিউই
(ঘ) কেটি অলকর্ন ও সোফিয়া অলকর্ন
উত্তর – (ঘ) কেটি অলকর্ন ও সোফিয়া অলকর্ন
40. স্বল্প মাত্রার শ্রবণ প্রতিবন্ধী হল –
(ক) 26 dB-40 dB
(খ) 40 dB-55 dB
(গ) 56 dB-70 dB
(ঘ) 71 dB-90 dB
উত্তর – (খ) 40 dB-55 dB
41. শ্রবণ প্রতিবন্ধী শিশুর শিক্ষাপদ্ধতি নীচের কোনটি ?
(ক) ব্রেইল পদ্ধতি
(খ) ওষ্ঠ পঠন
(গ) শব্দনির্ভর পদ্ধতি
(ঘ) সক্রিয়তাভিত্তিক পদ্ধতি
উত্তর – (খ) ওষ্ঠ পঠন
42. যে দেশে সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার উদ্যোগ দেখা যায় ?
(ক) আমেরিকা
(খ) ইংল্যান্ড
(গ) স্পেন
(ঘ) জার্মান
উত্তর – (গ) স্পেন
43. সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার প্রয়োজনীয়তার সপক্ষে সওয়াল করেন কে ?
(ক) Juan Pablo Bonet
(খ) Jone Dewey
(গ) Girolamo Cardano
(ঘ) John Locke
উত্তর – (গ) Girolamo Cardano
44. শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ইতিহাসে কে প্রথম শিক্ষকের মর্যাদা লাভ করেন ?
(ক) Giroamo Cardano
(খ) Pedro Ponce de Leon
(গ) Juan Pablo Bonet
(ঘ) Speancer
উত্তর – (খ) Pedro Ponce de Leon
45.সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধীদের বিদ্যালয় কোথায় স্থাপিত হয়েছিল ?
(ক) New York
(খ) Kolkata
(গ) London
(ঘ) Valladolid
উত্তর – (ঘ) Valladolid
46. যাদের শ্রুতিশক্তি ৪০ ডেসিবেলের বেশি তাদের কী বলা হয় ?
(ক) আংশিক বধির
(খ) সম্পূর্ণ বধির
(গ) অতিমাত্রায় বধির
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (ক) আংশিক বধির
47. কোন ধরনের প্রতিবন্ধীদের জন্যে ‘কর পল্লবী’ পদ্ধতি ব্যবহার করা হয় ?
(ক) ব্যাহত দৃষ্টি
(খ) মানসিক প্রতিবন্ধী
(গ) মূক ও বধির
(ঘ) শিখনে অক্ষম
উত্তর – (গ) মূক ও বধির
48. ভারতবর্ষে কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম মুক ও বধিরদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা হয় ?
(ক) 1884 খ্রিস্টাব্দে
(খ) 1885 খ্রিস্টাব্দে
(গ) 1905 খ্রিস্টাব্দে
(ঘ) 1950 খ্রিস্টাব্দে
উত্তর – (ক) 1884 খ্রিস্টাব্দে
49. যেসকল শিশু জন্ম থেকে শ্রবণে অক্ষম তাদের কী বলা হয় ?
(ক) কানে খাটো
(খ) দৃষ্টি প্রতিবন্ধী
(গ) বধির
(ঘ) মানসিক প্রতিবন্ধী
উত্তর – (ক) কানে খাটো
50. ‘অক্টেভ ব্যান্ড’ নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় ? [HS 2017]
(ক) বধিরত্ব
(গ) অন্ধত্ব
(গ) তোতলামি
(ঘ) বিকলাঙ্গত্ব
উত্তর – (ক) বধিরত্ব
Class 12 Education MCQ Question Answer Chapter 6
51. শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষার উদ্দেশ্য নীচের কোনটি ?
(ক) বাচনিক ক্ষমতার বিকাশ
(খ) আত্মবিশ্বাস গঠনে সহায়তা
(গ) বৃত্তিমূলক প্রশিক্ষণ
(ঘ) সব ক-টি
উত্তর – (ঘ) সব ক-টি
52. শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষণ পদ্ধতি নীচের কোনটি ?
(ক) ওষ্ঠ পঠন
(খ) আঙুলের সাহায্যে বানান শেখা
(গ) কম্পন ও স্পর্শ পদ্ধতি
(ঘ) সব ক-টি
উত্তর – (ঘ) সব ক-টি
53. ওষ্ঠ পঠনের মাধ্যমে শিশুর কীসের বিকাশ ঘটানো হয় ?
(ক) বাচনিক বিকাশ
(খ) আঙুলের ব্যবহার শিক্ষা
(গ) বর্ণ উচ্চারণ অনুশীলন
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (ক) বাচনিক বিকাশ
54. সঞ্চালনমূলক পদ্ধতির সাহায্যে কীসের ব্যবহার বেশি করা হয় ?
(ক) ওষ্ঠের
(খ) আঙুলের
(গ) কানের
(ঘ) কম্পনের
উত্তর – (খ) আঙুলের
55. মৌখিক পদ্ধতির কে প্রবর্তন করেন ?
(ক) কেটি অলকর্ন
(খ) সোফিয়া অলকর্ন
(গ) জুয়ান প্যাবলো বনে
(ঘ) মন্তেসরি
উত্তর – (গ) জুয়ান প্যাবলো বনে
56. কত খ্রিস্টাব্দে মনশ্চিকিৎসক Eugen Bleuler, American Journal of Insanity-তে প্রকাশিত তাঁর একটি নিবন্ধে অটিজম শব্দ ব্যবহার করেন ?
(ক) 1943 খ্রিস্টাব্দে
(খ) 1947 খ্রিস্টাব্দে
(গ) 1908 খ্রিস্টাব্দে
(ঘ) 1995 খ্রিস্টাব্দে
উত্তর – (গ) 1908 খ্রিস্টাব্দে
57. ড. লিও ক্যানার মানসিক ব্যাধিগ্রস্ত শিশুর আক্রমণাত্মক ব্যবহারের জন্য এই ব্যক্তির কী নাম দেন ?
(ক) Early Infantile Autism
(খ) Autism
(গ) Late Autism
(ঘ) Infant Autism
উত্তর – (ক) Early Infantile Autism
58. Autism শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে ?
(ক) Auto
(খ) Autistic
(গ) Arotic
(ঘ) Autos
উত্তর – (ঘ) Autos
59. শিশু বা বয়স্ক ব্যক্তিদের অন্যান্য ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক স্থাপনের অভাবকেই কী বলে ?
(ক) অসহযোগিতা
(খ) অটিজম
(গ) মানসিক ক্ষমতার অভাব
(ঘ) চিন্তার অভাব
উত্তর – (খ) অটিজম
60. Autism শব্দটির চিকিৎসাগত নাম কী ?
(ক) Autism Spectrum Design
(খ) Autism Speed Disorder
(গ) Autism Spectrum Disorder
(ঘ) Autism Spectrum Despatch
উত্তর – (গ) Autism Spectrum Disorder
61. ASD-এর সম্পূর্ণ নাম কী ?
(ক) Autism Spectrum Disorder
(খ) Autism Speed Disorder
(গ) Autism Spectrum Design
(ঘ) Autism Spectrum Despatch
উত্তর – (ক) Autism Spectrum Disorder
62. সাধারণত কত বছর বয়সের মধ্যে অটিজম ধরা পড়ে ?
(ক) ৪ বছর
(খ) 5 বছর
(গ) 3 বছর
(ঘ) 7 বছর
উত্তর – (গ) 3 বছর
63. কোন ধরনের শিশুর মধ্যে অটিজমের হার বেশি ?
(ক) শিশু
(খ) বালক
(গ) বালিকা
(ঘ) প্রাপ্তবয়স্ক
উত্তর – (খ) বালক
64. অটিস্টিক শিশুদের শিক্ষাগত পদ্ধতি নীচের কোনটি ?
(ক) শ্রবণগত পদ্ধতি
(খ) সংগীত পদ্ধতি
(গ) পেশাগত পদ্ধতি
(ঘ) সব ক-টি
উত্তর – (ঘ) সব ক-টি
65. Treatment and Education of Autistic and Re-lated Communication Handicapped Children সংস্থাটি কাদের চিকিৎসার জন্য গঠিত হয় ?
(ক) দর্শন প্রতিবন্ধী
(খ) শ্রবণ প্রতিবন্ধী
(গ) শিখন অক্ষম
(ঘ) অটিজম
উত্তর – (ঘ) অটিজম
66 . PEP-এর সম্পূর্ণ নাম কী ?
(ক) Psycho Educational Profile
(খ) Psychological Educational Profile
(গ) Psycho Education Product
(ঘ) Psycho Educational Product
উত্তর – (ক) Psycho Educational Profile
67. Floor time শিক্ষা পদ্ধতির উদ্ভাবন করেন কে ?
(ক) Stanley Green
(খ) Stanley Greenspan
(গ) Stanley Hall
(ঘ) Stanley Despatch
উত্তর – (খ) Stanley Greenspan
68. শিশুদের পড়া, লেখা ও গাণিতিক সমস্যাসমাধান করার অক্ষমতাকে কী বলা হয় ?
(ক) প্রশিক্ষণের অভাব
(খ) অটিজম
(গ) শিখন অক্ষমতা
(ঘ) শ্রবণ অক্ষমতা
উত্তর – (গ) শিখন অক্ষমতা
69. শিখন অক্ষম শিশু কয় ধরনের ?
(ক) দু-ধরনের
(খ) চার ধরনের
(গ) তিন ধরনের
(ঘ) পাঁচ ধরনের
উত্তর – (গ) তিন ধরনের
70. শিশুর পঠন ও ভাষাগত শিখন অক্ষমতাকে কী বলা হয় ?
(ক) লিখনগত অক্ষমতা
(খ) পঠনগত অক্ষমতা
(গ) গণিতে অক্ষমতা
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (খ) পঠনগত অক্ষমতা
71. শিখন অক্ষম শিশুদের শিক্ষা কর্মসূচিকে বাস্তবায়নের প্রথম ধাপটির নাম কী ?
(ক) শিশুর সমস্যার মূল্যায়ন
(খ) শনাক্তকরণ
(গ) শিক্ষার্থীর যোগ্যতা নির্ধারণ
(ঘ) বিশেষ সভার আয়োজন
উত্তর – (খ) শনাক্তকরণ
72. শিখন অক্ষম শিশুদের শিক্ষা কর্মসূচিকে বাস্তবায়নের জন্য কয়টি ধাপের উল্লেখ করা হয়েছে ?
(ক) চারটি
(খ) পাঁচটি
(গ) দশটি
(ঘ) নয়টি
উত্তর – (ঘ) নয়টি
73. শিখন অক্ষম শিশুদের শিক্ষা কর্মসূচিকে বাস্তবায়নের শেষ ধাপটির নাম কী ?
(ক) শিক্ষা কর্মসূচির পুনর্মূল্যায়ন
(খ) শিক্ষার্থীর পুনর্মূল্যায়ন
(গ) সভার চূড়ান্ত রিপোর্ট তৈরি
(ঘ) বিশেষ সভার আয়োজন
উত্তর – (খ) শিক্ষার্থীর পুনর্মূল্যায়ন
74. শিখন প্রতিবন্ধী শিক্ষার্থীদের যত্ন ও প্রশিক্ষণের জন্য মনো-শিক্ষণভিত্তিক পদ্ধতি নীচের কোনটি ?
(ক) দিবা বিদ্যালয়
(খ) প্রক্রিয়া প্রশিক্ষণ
(গ) বিশেষ শ্রেণিব্যবস্থা
(ঘ) চূড়ান্ত রিপোর্ট তৈরি
উত্তর – (খ) প্রক্রিয়া প্রশিক্ষণ
75. Kirk এবং Johnson (1959) শিশুদের শিক্ষাদানের জন্য কয়টি বিষয়ের ওপর গুরুত্ব প্রদানের কথা বলেছেন ?
(ক) চারটি
(খ) তিনটি
(গ) পাঁচটি
(ঘ) দুইটি
উত্তর – (খ) তিনটি
76. শিশুর শিক্ষার জন্য বিভিন্ন ধরনের উপকরণ যেমন-বিভিন্ন আকারের ব্লক, খেলনা, ঘনক, গোলক ইত্যাদি কোন পদ্ধতি তৈরি করা হয়েছিল ?
(ক) কর্মবিশ্লেষণ পদ্ধতি
(খ) পিয়াজের পদ্ধতি
(গ) নির্ণয়ক পদ্ধতি
(ঘ) মন্তেসরির আত্মশিখন পদ্ধতি
উত্তর – (ঘ) মন্তেসরির আত্মশিখন পদ্ধতি
77. মন্তেসরির উত্তরসূরি কে ছিলেন ?
(ক) রুশো
(খ) সেগুইন
(গ) পিয়াজে
(ঘ) ফ্রয়েবেল
উত্তর – (গ) পিঁয়াজে
78. একটি স্পর্শভিত্তিক পাঠের পদ্ধতি হল –
(ক) স্টাইলাস
(খ) অ্যাবাকাস
(গ) ব্রেইল
(ঘ) ওষ্ঠ পঠন
উত্তর – (গ) ব্রেইল
আরও পড়ুন :
এডুকেশন প্রথম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
এডুকেশন দ্বিতীয় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
এডুকেশন তৃতীয় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
এডুকেশন চতুর্থ অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
Education – https://wbchse.wb.gov.in/curriculum-syllabus-set-iii/