উচ্চ মাধ্যমিক এডুকেশন MCQ প্রশ্ন উত্তর 2025-26 তৃতীয় সেমিস্টার – ষষ্ঠ অধ্যায় // Class 12 Education MCQ Question Answer Chapter 6

উচ্চ মাধ্যমিক এডুকেশন MCQ প্রশ্ন উত্তর 2025-26 তৃতীয় সেমিস্টার – ষষ্ঠ অধ্যায় // Class 12 Education MCQ Question Answer Chapter 6

Class 12 Education MCQ Question Answer Chapter 6

1 . শারীরিক প্রতিবন্ধী শিশু কারা ?

(ক) শিক্ষণে অক্ষম

(খ) উন্নত বুদ্ধিসম্পন্ন

(গ) দৃষ্টি প্রতিবন্ধী

(ঘ) কোনোটিই নয়

উত্তর (গ) দৃষ্টি প্রতিবন্ধী

2. শিক্ষাবিজ্ঞান অনুযায়ী দৃষ্টি প্রতিবন্ধীদের শিশুদের কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে ?

(ক) চারটি

(খ) তিনটি

(গ) পাঁচটি

(ঘ) দুইটি

উত্তর (খ) তিনটি

3 . মনোবিদ লোয়েনফেল্ড দৃষ্টি প্রতিবন্ধী শিশুকে কয়টি শ্রেণিতে ভাগ করেছেন ?

(ক) চারটি

(খ) পাঁচটি

(গ) ছয়টি

(ঘ) দুইটি

উত্তর (ক) চারটি

4 . ‘মেন্টাল ম্যাপ’ (Mental Map) ব্যবহার করা হয় কাদের শিক্ষার জন্য ? [HS 2015]

(ক) দৃষ্টিহীনদের

(খ) মুকদের

(গ) বধিরদের

(ঘ) মানসিক ক্ষতিগ্রস্তদের

উত্তর (ক) দৃষ্টিহীনদের

5 . ব্রেইল পদ্ধতির প্রবর্তন কে করেন ?

(ক) জন ডিউই

(খ) থর্নডাইক

(গ) লুইস ব্রেইল

(ঘ) রবীন্দ্রনাথ

উত্তর (গ) লুইস ব্রেইল

6 . 1950 খ্রিস্টাব্দে কোন আন্তর্জাতিক সংস্থা পৃথিবীর বিভিন্ন ভাষায় ব্রেইল পদ্ধতি প্রবর্তনের ব্যবস্থা করেন ?

(ক) AUNO

(খ) UNICEF

(গ) WHO

(ঘ) UNESCO

উত্তর (ঘ) UNESCO

7. ব্রেইল পদ্ধতি চালু হয় কত খ্রিস্টাব্দে ? [HS 2015]

(ক) 1920 খ্রিস্টাব্দে

(খ) 1830 খ্রিস্টাব্দে

(গ) 1810 খ্রিস্টাব্দে

(ঘ) 1829 খ্রিস্টাব্দে

উত্তর (ঘ) 1829 খ্রিস্টাব্দে

8 . লুইস ব্রেইল কোন দেশের নাগরিক ?

(ক) আমেরিকার

(খ) ফরাসি

(গ) ভারতের

(ঘ) চিনদেশের

উত্তর (খ) ফরাসি

9 . ব্রেইল পড়ার নিয়ম কী ?

(ক) ডান থেকে বামদিকে

(খ) বাম থেকে ডানদিকে

(গ) ডান ও বাম উভয় দিকে

(ঘ) কোনোটিই নয়

উত্তর (খ) বাম থেকে ডানদিকে

10 . প্রতিটি ব্রেইল কোশ কতগুলি ডট নিয়ে গঠিত ?

(ক) 5টি

(খ) 7টি

(গ) 6টি

(ঘ) ৪টি

উত্তর (গ) 6টি

11 . সুদক্ষ ব্রেইল লেখকরা প্রতি মিনিটে কতগুলি শব্দ লিখতে পারে ?

(ক) 50টি

(খ) ৪০টি

(গ) 60টি

(ঘ) 45টি

উত্তর (গ) 60টি

12 . অন্ধ শিশুদের পাঠ্যক্রমের মূল বিষয় কোনটি ?

(ক) ব্রেইল পড়া ও লেখা

(খ) শারীরবিজ্ঞান

(গ) সংগীত

(ঘ) গণিত

উত্তর (ক) ব্রেইল পড়া ও লেখা

13 . অন্ধ শিশুদের পাঠ্যক্রমে জ্ঞানমূলক বিষয় নীচের কোনটি ?

(ক) ভাষা

(খ) সমাজবিজ্ঞান

(গ) স্বাস্থ্যবিজ্ঞান

(ঘ) ব্রেইল পড়া ও লেখা

উত্তর (ক) ভাষা

14 . আমাদের দেশে কোন দিনটিকে প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয় ?

(ক) 16 মার্চ

(খ) 12 জানুয়ারি

(গ) 15 আগস্ট

(ঘ) 15 মার্চ

উত্তর (ঘ) 15 মার্চ

15 . দৃষ্টি প্রতিবন্ধী শিশুর শিক্ষাপদ্ধতি নীচের কোনটি ?

(ক) ওষ্ঠ পঠন

(খ) ব্রেইল পদ্ধতি

(গ) কম্পন ও স্পর্শ পদ্ধতি

(ঘ) দর্শনভিত্তিক পদ্ধতি

উত্তর (খ) ব্রেইল পদ্ধতি

16 . জন্ম-পূর্ববর্তী দৃষ্টি প্রতিবন্ধীতার শতকরা হার কত ?

(ক) 6.2%

(খ) 6.1%

(গ) 33%

(ঘ) 11%

উত্তর (খ) 6.1%

17 . দৃষ্টি প্রতিবন্ধীতার বংশগত একটি কারণ নীচের কোনটি ?

(ক) রুবেলা

(খ) শিশুর ওজন

(গ) গনোরিয়া

(ঘ) গর্ভস্থ মায়ের ডায়াবেটিস

উত্তর (ঘ) গর্ভস্থ মায়ের ডায়াবেটিস

18 . বংশগত কারণে দৃষ্টি প্রতিবন্ধীতার শতকরা হার কত ?

(ক) 33%

(খ) 42%

(গ) 11%

(ঘ) 6.1%

উত্তর (ঘ) 6.1%

19. 1934 খ্রিস্টাব্দে দৃষ্টি প্রতিবন্ধীদের সম্পর্কে একটি গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেন

(ক) আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন

(খ) রাশিয়ার মেডিক্যাল অ্যাসোসিয়েশন

(গ) ইংল্যান্ডের মেডিক্যাল অ্যাসোসিয়েশন

(ঘ) ফ্রান্সের মেডিক্যাল অ্যাসোসিয়েশন

উত্তর (ক) আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন

20 . দৃষ্টি প্রতিবন্ধীতার জন্মপূর্ববর্তী কারণ কোনটি ?

(ক) সিফিলিস

(খ) মাম্পস

(গ) শিশুর হাম

(ঘ) মেনিনজাইটিস

উত্তর (ক) সিফিলিস

Class 12 Education MCQ Question Answer Chapter 6

21 . নীচের কোনটি একটি চক্ষুরোগ ?

(ক) গুটিবসন্ত

(খ) গনোরিয়া

(গ) গ্লুকোমা

(ঘ) রুবেলা

উত্তর (গ) গ্লুকোমা

22 . অন্ধ শিশুদের শিক্ষার সমস্যা নীচের কোনটি ?

(ক) চলতে না পারা

(খ) হীনম্মন্যতা

(গ) সংগতিবিধানের অভাব

(ঘ) কোনোটিই নয়

উত্তর (খ) হীনম্মন্যতা

23. ‘Talking Book’ কী ?

(ক) কম্পিউটার পদ্ধতি

(খ) ওষ্ঠ পঠন পদ্ধতি

(গ) শব্দনির্ভর পদ্ধতি

(ঘ) ব্রেইল পদ্ধতি

উত্তর (গ) শব্দনির্ভর পদ্ধতি

24 . ভারতের কত খ্রিস্টাব্দে অন্ধ শিশুদের জন্য নিয়ন্ত্রিত শিক্ষা শুরু হয় ?

(ক) 1950 খ্রিস্টাব্দে

(খ) 1943 খ্রিস্টাব্দে

(গ) 1929 খ্রিস্টাব্দে

(ঘ) 1937 খ্রিস্টাব্দে

উত্তর (খ) 1943 খ্রিস্টাব্দে

25. প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার কোন সম্মেলনে গৃহীত হয় ?

(ক) 1949 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক সম্মেলনে

(খ) 1930 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক সম্মেলনে

(গ) 1977 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক সম্মেলনে

(ঘ) 1950 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক সম্মেলনে

উত্তর (ক) 1949 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক সম্মেলনে

26.অ্যাবাকাসকোন বিষয় শিক্ষার উপকরণ ?

(ক) ইংরেজি

(খ) ভূগোল

(গ) ভৌতবিজ্ঞান

(ঘ) গণিত

উত্তর (ঘ) গণিত

27. পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরোনো সরকারি অন্ধদের বিদ্যালয় কোনটি ?

(ক) কলিকাতা অন্ধ বিদ্যালয়

(খ) নরেন্দ্রপুর অন্ধ বিদ্যালয়

(গ) ময়না অন্ধ বিদ্যালয়

(ঘ) মালদা অন্ধ বিদ্যালয়

উত্তর (ক) কলিকাতা অন্ধ বিদ্যালয়

28. ব্যাহত দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের শিক্ষায় ব্যবহৃত হয় কোন যন্ত্রটি ?

(ক) ব্রেইল

(খ) কলম

(গ) ফোনোগ্রাম

(ঘ) পেনসিল

উত্তর (গ) ফোনোগ্রাম

29.  অন্ধ শিশুদের শিক্ষার উদ্দেশ্য নীচের কোনটি ?

(ক) আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা

(খ) বিভিন্ন ইন্দ্রিয়ের ব্যবহার

(গ) স্বনির্ভরতা অর্জন

(ঘ) সব ক-টি

উত্তর (ঘ) সব ক-টি

30. ব্রেইল পাঠের বিষয় নীচের কোনটি ?

(ক) গাণিতিক সংখ্যা

(খ) গানের স্বরলিপি

(গ) বৈজ্ঞানিক সংকেত

(ঘ) সব ক-টি

উত্তর (ঘ) সব ক-টি

31. ব্রেইল কী ধরনের পদ্ধতি ?

(ক) মূর্ত পদ্ধতি

(খ) জ্ঞানমূলক পদ্ধতি

(গ) স্পর্শ পদ্ধতি

(ঘ) বিকাশমূলক পদ্ধতি

উত্তর (গ) স্পর্শ পদ্ধতি

32. শিক্ষার্থীরা স্টাইলাসের সাহায্যে কী করে থাকে ?

(ক) পড়ে থাকে

(খ) গাণিতিক সংখ্যা গণনা করে

(গ) লিখে থাকে

(ঘ) মুখস্থ করে থাকে

উত্তর (গ) লিখে থাকে

33. অন্ধ শিশুদের কোনটি শিক্ষণ পদ্ধতি নয় ?

(ক) ব্রেইল পদ্ধতি

(খ) কম্পন ও স্পর্শ পদ্ধতি

(গ) শব্দনির্ভর পদ্ধতি

(ঘ) নির্ভুল অভিজ্ঞতা প্রদান

উত্তর (খ) কম্পন ও স্পর্শ পদ্ধতি

34. অন্ধ শিশুদের শিক্ষাদানের জন্য কোন ব্যবস্থাটি গ্রহণ করা হয় ?

(ক) আবাসিক বিদ্যালয়

(খ) পৃথক শ্রেণিকক্ষ

(গ) রিসোর্স কক্ষ

(ঘ) সব ক-টি

উত্তর (ঘ) সব ক-টি

35. মূক ও বধিরদের শিক্ষাপদ্ধতি কোনটি ?

(ক) ব্রেইল পদ্ধতি

(খ) ওষ্ঠ পঠন

(গ) শব্দনির্ভর পদ্ধতি

(ঘ) সক্রিয়তাভিত্তিক পদ্ধতি

উত্তর (খ) ওষ্ঠ পঠন

36. সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তক কে ?

(ক) লুইস ব্রেইল

(খ) জুয়ান প্যাবলো বঁনে

(গ) শিক্ষাবিদ পিরিয়ার

(ঘ) রুশো

উত্তর (গ) শিক্ষাবিদ পিরিয়ার

37. মৌখিক পদ্ধতি কী ধরনের শিক্ষণ পদ্ধতি ?

(ক) কম্পন ও স্পর্শ পদ্ধতি

(খ) শ্রবণসহায়ক পদ্ধতি

(গ) ওষ্ঠ পঠন

(ঘ) আঙুলের সাহায্যে বানান শেখা

উত্তর (গ) ওষ্ঠ পঠন

38. সঞ্চালনমূলক পদ্ধতি কী ধরনের পদ্ধতি ?

(ক) ওষ্ঠ পঠন

(খ) আঙুলের সাহায্যে বানান শেখা

(গ) দর্শনভিত্তিক পদ্ধতি

(ঘ) কম্পন ও স্পর্শ পদ্ধতি

উত্তর (খ) আঙুলের সাহায্যে বানান শেখা

39. কম্পন ও স্পর্শ পদ্ধতির প্রবর্তক কারা ?

(ক) শিক্ষাবিদ পিরিয়ার

(খ) জুয়ান প্যাবলো বনে

(গ) জন ডিউই

(ঘ) কেটি অলকর্ন ও সোফিয়া অলকর্ন

উত্তর (ঘ) কেটি অলকর্ন ও সোফিয়া অলকর্ন

40. স্বল্প মাত্রার শ্রবণ প্রতিবন্ধী হল

(ক) 26 dB-40 dB

(খ) 40 dB-55 dB

(গ) 56 dB-70 dB

(ঘ) 71 dB-90 dB

উত্তর (খ) 40 dB-55 dB

41. শ্রবণ প্রতিবন্ধী শিশুর শিক্ষাপদ্ধতি নীচের কোনটি ?

(ক) ব্রেইল পদ্ধতি

(খ) ওষ্ঠ পঠন

(গ) শব্দনির্ভর পদ্ধতি

(ঘ) সক্রিয়তাভিত্তিক পদ্ধতি

উত্তর (খ) ওষ্ঠ পঠন

42.  যে দেশে সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার উদ্যোগ দেখা যায় ?

(ক) আমেরিকা

(খ) ইংল্যান্ড

(গ) স্পেন

(ঘ) জার্মান

উত্তর (গ) স্পেন

43. সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার প্রয়োজনীয়তার সপক্ষে সওয়াল করেন কে ?

(ক) Juan Pablo Bonet

(খ) Jone Dewey

(গ) Girolamo Cardano

(ঘ) John Locke

উত্তর (গ) Girolamo Cardano

44. শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ইতিহাসে কে প্রথম শিক্ষকের মর্যাদা লাভ করেন ?

(ক) Giroamo Cardano

(খ) Pedro Ponce de Leon

(গ) Juan Pablo Bonet

(ঘ) Speancer

উত্তর (খ) Pedro Ponce de Leon

45.সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধীদের বিদ্যালয় কোথায় স্থাপিত হয়েছিল ?

(ক) New York

(খ) Kolkata

(গ) London

(ঘ) Valladolid

উত্তর (ঘ) Valladolid

46. যাদের শ্রুতিশক্তি ৪০ ডেসিবেলের বেশি তাদের কী বলা হয় ?

(ক) আংশিক বধির

(খ) সম্পূর্ণ বধির

(গ) অতিমাত্রায় বধির

(ঘ) কোনোটিই নয়

উত্তর (ক) আংশিক বধির

47. কোন ধরনের প্রতিবন্ধীদের জন্যে ‘কর পল্লবী’ পদ্ধতি ব্যবহার করা হয় ?

(ক) ব্যাহত দৃষ্টি

(খ) মানসিক প্রতিবন্ধী

(গ) মূক ও বধির

(ঘ) শিখনে অক্ষম

উত্তর (গ) মূক ও বধির

48. ভারতবর্ষে কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম মুক ও বধিরদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা হয় ?

(ক) 1884 খ্রিস্টাব্দে

(খ) 1885 খ্রিস্টাব্দে

(গ) 1905 খ্রিস্টাব্দে

(ঘ) 1950 খ্রিস্টাব্দে

উত্তর (ক) 1884 খ্রিস্টাব্দে

49. যেসকল শিশু জন্ম থেকে শ্রবণে অক্ষম তাদের কী বলা হয় ?

(ক) কানে খাটো

(খ) দৃষ্টি প্রতিবন্ধী

(গ) বধির

(ঘ) মানসিক প্রতিবন্ধী

উত্তর (ক) কানে খাটো

50.  ‘অক্টেভ ব্যান্ড’ নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় ? [HS 2017]

(ক) বধিরত্ব

(গ) অন্ধত্ব

(গ) তোতলামি

(ঘ) বিকলাঙ্গত্ব

উত্তর (ক) বধিরত্ব

Class 12 Education MCQ Question Answer Chapter 6

51. শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষার উদ্দেশ্য নীচের কোনটি ?

(ক) বাচনিক ক্ষমতার বিকাশ

(খ) আত্মবিশ্বাস গঠনে সহায়তা

(গ) বৃত্তিমূলক প্রশিক্ষণ

(ঘ) সব ক-টি

উত্তর (ঘ) সব ক-টি

52. শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষণ পদ্ধতি নীচের কোনটি ?

(ক) ওষ্ঠ পঠন

(খ) আঙুলের সাহায্যে বানান শেখা

(গ) কম্পন ও স্পর্শ পদ্ধতি

(ঘ) সব ক-টি

উত্তর (ঘ) সব ক-টি

53. ওষ্ঠ পঠনের মাধ্যমে শিশুর কীসের বিকাশ ঘটানো হয় ?

(ক) বাচনিক বিকাশ

(খ) আঙুলের ব্যবহার শিক্ষা

(গ) বর্ণ উচ্চারণ অনুশীলন

(ঘ) কোনোটিই নয়

উত্তর (ক) বাচনিক বিকাশ

54. সঞ্চালনমূলক পদ্ধতির সাহায্যে কীসের ব্যবহার বেশি করা হয় ?

(ক) ওষ্ঠের

(খ) আঙুলের

(গ) কানের

(ঘ) কম্পনের

উত্তর (খ) আঙুলের

55. মৌখিক পদ্ধতির কে প্রবর্তন করেন ?

(ক) কেটি অলকর্ন

(খ) সোফিয়া অলকর্ন

(গ) জুয়ান প্যাবলো বনে

(ঘ) মন্তেসরি

উত্তর (গ) জুয়ান প্যাবলো বনে

56. কত খ্রিস্টাব্দে মনশ্চিকিৎসক Eugen Bleuler, American Journal of Insanity-তে প্রকাশিত তাঁর একটি নিবন্ধে অটিজম শব্দ ব্যবহার করেন ?

(ক) 1943 খ্রিস্টাব্দে

(খ) 1947 খ্রিস্টাব্দে

(গ) 1908 খ্রিস্টাব্দে

(ঘ) 1995 খ্রিস্টাব্দে

উত্তর (গ) 1908 খ্রিস্টাব্দে

57. ড. লিও ক্যানার মানসিক ব্যাধিগ্রস্ত শিশুর আক্রমণাত্মক ব্যবহারের জন্য এই ব্যক্তির কী নাম দেন ?

(ক) Early Infantile Autism

(খ) Autism

(গ) Late Autism

(ঘ) Infant Autism

উত্তর (ক) Early Infantile Autism

58. Autism শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে ?

(ক) Auto

(খ) Autistic

(গ) Arotic

(ঘ) Autos

উত্তর (ঘ) Autos

59. শিশু বা বয়স্ক ব্যক্তিদের অন্যান্য ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক স্থাপনের অভাবকেই কী বলে ?

(ক) অসহযোগিতা

(খ) অটিজম

(গ) মানসিক ক্ষমতার অভাব

(ঘ) চিন্তার অভাব

উত্তর (খ) অটিজম

60. Autism শব্দটির চিকিৎসাগত নাম কী ?

(ক) Autism Spectrum Design

(খ) Autism Speed Disorder

(গ) Autism Spectrum Disorder

(ঘ) Autism Spectrum Despatch

উত্তর (গ) Autism Spectrum Disorder

61. ASD-এর সম্পূর্ণ নাম কী ?

(ক) Autism Spectrum Disorder

(খ) Autism Speed Disorder

(গ) Autism Spectrum Design

(ঘ) Autism Spectrum Despatch

উত্তর (ক) Autism Spectrum Disorder

62. সাধারণত কত বছর বয়সের মধ্যে অটিজম ধরা পড়ে ?

(ক) ৪ বছর

(খ) 5 বছর

(গ) 3 বছর

(ঘ) 7 বছর

উত্তর (গ) 3 বছর

63. কোন ধরনের শিশুর মধ্যে অটিজমের হার বেশি ?

(ক) শিশু

(খ) বালক

(গ) বালিকা

(ঘ) প্রাপ্তবয়স্ক

উত্তর – (খ) বালক

64. অটিস্টিক শিশুদের শিক্ষাগত পদ্ধতি নীচের কোনটি ?

(ক) শ্রবণগত পদ্ধতি

(খ) সংগীত পদ্ধতি

(গ) পেশাগত পদ্ধতি

(ঘ) সব ক-টি

উত্তর – (ঘ) সব ক-টি

65. Treatment and Education of Autistic and Re-lated Communication Handicapped Children সংস্থাটি কাদের চিকিৎসার জন্য গঠিত হয় ?

(ক) দর্শন প্রতিবন্ধী

(খ) শ্রবণ প্রতিবন্ধী

(গ) শিখন অক্ষম

(ঘ) অটিজম

ত্তর – (ঘ) অটিজম

66 . PEP-এর সম্পূর্ণ নাম কী ?

(ক) Psycho Educational Profile

(খ) Psychological Educational Profile

(গ) Psycho Education Product

(ঘ) Psycho Educational Product

ত্তর – (ক) Psycho Educational Profile

67. Floor time শিক্ষা পদ্ধতির উদ্ভাবন করেন কে ?

(ক) Stanley Green

(খ) Stanley Greenspan

(গ) Stanley Hall

(ঘ) Stanley Despatch

উত্তর – (খ) Stanley Greenspan

68. শিশুদের পড়া, লেখা ও গাণিতিক সমস্যাসমাধান করার অক্ষমতাকে কী বলা হয় ?

(ক) প্রশিক্ষণের অভাব

(খ) অটিজম

(গ) শিখন অক্ষমতা

(ঘ) শ্রবণ অক্ষমতা

ত্তর – (গ) শিখন অক্ষমতা

69.  শিখন অক্ষম শিশু কয় ধরনের ?

(ক) দু-ধরনের

(খ) চার ধরনের

(গ) তিন ধরনের

(ঘ) পাঁচ ধরনের

ত্তর – (গ) তিন ধরনের

70. শিশুর পঠন ও ভাষাগত শিখন অক্ষমতাকে কী বলা হয় ?

(ক) লিখনগত অক্ষমতা

(খ) পঠনগত অক্ষমতা

(গ) গণিতে অক্ষমতা

(ঘ) কোনোটিই নয়

উত্তর – (খ) পঠনগত অক্ষমতা

71. শিখন অক্ষম শিশুদের শিক্ষা কর্মসূচিকে বাস্তবায়নের প্রথম ধাপটির নাম কী ?

(ক) শিশুর সমস্যার মূল্যায়ন

(খ) শনাক্তকরণ

(গ) শিক্ষার্থীর যোগ্যতা নির্ধারণ

(ঘ) বিশেষ সভার আয়োজন

ত্তর – (খ) শনাক্তকরণ

72. শিখন অক্ষম শিশুদের শিক্ষা কর্মসূচিকে বাস্তবায়নের জন্য কয়টি ধাপের উল্লেখ করা হয়েছে ?

(ক) চারটি

(খ) পাঁচটি

(গ) দশটি

(ঘ) নয়টি

ত্তর (ঘ) নয়টি

73. শিখন অক্ষম শিশুদের শিক্ষা কর্মসূচিকে বাস্তবায়নের শেষ ধাপটির নাম কী ?

(ক) শিক্ষা কর্মসূচির পুনর্মূল্যায়ন

(খ) শিক্ষার্থীর পুনর্মূল্যায়ন

(গ) সভার চূড়ান্ত রিপোর্ট তৈরি

(ঘ) বিশেষ সভার আয়োজন

ত্তর (খ) শিক্ষার্থীর পুনর্মূল্যায়ন

74. শিখন প্রতিবন্ধী শিক্ষার্থীদের যত্ন ও প্রশিক্ষণের জন্য মনো-শিক্ষণভিত্তিক পদ্ধতি নীচের কোনটি ?

(ক) দিবা বিদ্যালয়

(খ) প্রক্রিয়া প্রশিক্ষণ

(গ) বিশেষ শ্রেণিব্যবস্থা

(ঘ) চূড়ান্ত রিপোর্ট তৈরি

উত্তর(খ) প্রক্রিয়া প্রশিক্ষণ

75. Kirk এবং Johnson (1959) শিশুদের শিক্ষাদানের জন্য কয়টি বিষয়ের ওপর গুরুত্ব প্রদানের কথা বলেছেন ?

(ক) চারটি

(খ) তিনটি

(গ) পাঁচটি

(ঘ) দুইটি

ত্তর – (খ) তিনটি

76. শিশুর শিক্ষার জন্য বিভিন্ন ধরনের উপকরণ যেমন-বিভিন্ন আকারের ব্লক, খেলনা, ঘনক, গোলক ইত্যাদি কোন পদ্ধতি তৈরি করা হয়েছিল ?

(ক) কর্মবিশ্লেষণ পদ্ধতি

(খ) পিয়াজের পদ্ধতি

(গ) নির্ণয়ক পদ্ধতি

(ঘ) মন্তেসরির আত্মশিখন পদ্ধতি

ত্তর – (ঘ) মন্তেসরির আত্মশিখন পদ্ধতি

77. মন্তেসরির উত্তরসূরি কে ছিলেন ?

(ক) রুশো

(খ) সেগুইন

(গ) পিয়াজে

(ঘ) ফ্রয়েবেল

ত্তর – (গ) পিঁয়াজে

78. একটি স্পর্শভিত্তিক পাঠের পদ্ধতি হল

(ক) স্টাইলাস

(খ) অ্যাবাকাস

(গ) ব্রেইল

(ঘ) ওষ্ঠ পঠন

উত্তর (গ) ব্রেইল

আরও পড়ুন :

এডুকেশন প্রথম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর

এডুকেশন দ্বিতীয় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর

এডুকেশন তৃতীয় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর

এডুকেশন চতুর্থ অধ্যায় MCQ প্রশ্ন উত্তর

Education – https://wbchse.wb.gov.in/curriculum-syllabus-set-iii/

Leave a Comment