উচ্চ মাধ্যমিক এডুকেশন MCQ প্রশ্ন উত্তর 2025-26 তৃতীয় সেমিস্টার – সপ্তম অধ্যায় // Class 12 Education MCQ Question Answer Chapter 7
Class 12 Education MCQ Question Answer Chapter 7
1 . বিভিন্নতরভাবে সক্ষম শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একত্রে শিক্ষাদানের ব্যবস্থাকে কী বলে ?
(ক) বিশেষ শিক্ষা
(খ) সামাজিক শিক্ষা
(গ) অন্তর্ভুক্তিমূলক শিক্ষা
(ঘ) নৈতিক শিক্ষা
উত্তর – (গ) অন্তর্ভুক্তিমূলক শিক্ষা
2 . কোন জাতীয় সংস্থা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ?
(ক) NAB
(খ) SSI
(গ) DLTB
(ঘ) সব কটি
উত্তর – (ঘ) সব কটি
3 . বিশ্ব প্রতিবন্ধী দিবস কোন তারিখে পালিত হয় ?
(ক) 2 জানুয়ারি
(খ) 3 ডিসেম্বর
(গ) 12 জানুয়ারি
(ঘ) 14 নভেম্বর
উত্তর – (খ) 3 ডিসেম্বর
4 . কোন শিক্ষাবিদ সাধারণ শিক্ষার শ্রেণিকক্ষে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তির ওপর জোর দিয়েছিলেন ?
(ক) ফ্রয়েবেল
(খ) জন ডিউই
(গ) মারিয়া মন্তেসরি
(ঘ) রুশো
উত্তর – (গ) মারিয়া মন্তেসরি
5 . UNESCO অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা নিয়ে একাধিক আম্মু ন্তর্জাতিক সম্মেলন করেছেন, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল –
(ক) প্যারিস সম্মেলন
(খ) সালামানকা সম্মেলন
(গ) ভারতীয় সম্মেলন
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (খ) সালামানকা সম্মেলন
6 . অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ হল –
(ক) ব্যতিক্রমীদের শিক্ষা
(খ) সকল জনগণকে একত্রে শিক্ষাদান
(গ) সকলকে আর্থিক সাহায্য দান
(ঘ) সব ধর্মের মানুষকে একত্রে শিক্ষাদান
উত্তর – (খ) সকল জনগণকে একত্রে শিক্ষাদান
7 . প্রতিবন্ধী শিশুদের, সাধারণ শিশুদের সঙ্গে রেখেই শিক্ষাদানের যে পদ্ধতি তাই হল –
(ক) বিশেষধর্মী শিক্ষা
(খ) বিশেষ শিক্ষা
(গ) অন্তর্ভুক্তিমূলক শিক্ষা
(ঘ) সাধারণ শিক্ষা
উত্তর – (গ) অন্তর্ভুক্তিমূলক শিক্ষা
8 . অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে সাধারণ শিক্ষা ও ___________ মধ্যে সমস্ত রকমের ব্যবধান ঘোচানোর চেষ্টা করা হয় –
(ক) বিশেষ শিক্ষার
(খ) বৃত্তিশিক্ষার
(গ) নারীশিক্ষার
(ঘ) ধর্মীয় শিক্ষার
উত্তর – (ক) বিশেষ শিক্ষার
9 . অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নিয়ন্ত্রিত সংস্থার মধ্যে প্রধান হল –
(ক) ধর্মীয় প্রতিষ্ঠান
(খ) রেডিয়ো
(গ) গ্রন্থাগার
(ঘ) শিক্ষাপ্রতিষ্ঠান
উত্তর – (ঘ) শিক্ষাপ্রতিষ্ঠান
10. অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অনিয়ন্ত্রিত শিক্ষার সংস্থা হল –
(ক) বিদ্যালয়
(খ) রাষ্ট্র
(গ) গ্রন্থাগার
(ঘ) স্বেচ্ছাসেবী সংস্থা
উত্তর – (ঘ) স্বেচ্ছাসেবী সংস্থা
11. হোয়াটস অ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি নানা যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীর সংখ্যা প্রায় অগরিত, এমন একটি ইলেকট্রনিক মাধ্যম হল –
(ক) দূরদর্শন
(খ) রেডিয়ো
(গ) স্মার্ট ফোন
(ঘ) চলচ্চিত্র
উত্তর – (গ) স্মার্ট ফোন
12 . ভারতে কোন ধরণের শিশুদের জন্য প্রচুর পরিমাণে আন্তর্জাতিক, জাতীয় ও রাজ্য স্তরে বেসরকারি সংস্থা কাজ করে চলেছে ?
(ক) প্রতিবন্ধী
(খ) অটিজম
(গ) শ্রবণ প্রতিবন্ধী
(ঘ) শিখনে অক্ষম
উত্তর – (ক) প্রতিবন্ধী
13 . অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল উদ্দেশ্য কী ?
(ক) সাধারণ ও বিশেষ শিক্ষার মধ্যে ব্যবধান হ্রাস
(খ) সাধারণ ও বিশেষ শিক্ষার মধ্যে ব্যবধান বৃদ্ধি
(গ) সাধারণ ও বিশেষ শিক্ষাকে সমান করা
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (ক) সাধারণ ও বিশেষ শিক্ষার মধ্যে ব্যবধান হ্রাস
14 . সমাজের সব ধরনের শিক্ষার্থীর একই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষালাভের ব্যবস্থা হওয়াকে কী বলে ?
(ক) পেশাগত শিক্ষা
(খ) সংহতিমূলক শিক্ষা
(গ) সামাজিক শিক্ষা
(ঘ) বিশেষ শিক্ষা
উত্তর – (খ) সংহতিমূলক শিক্ষা
15 . নীচের কোনটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্রিয়াশীল দিক ?
(ক) প্রয়োজনীয় পরিসেবা
(খ) সহায়ক পরিসেবা
(গ) অন্যান্য প্রাসঙ্গিক পরিসেবা
(ঘ) সব ক-টি
উত্তর – (ঘ) সব ক-টি
16 . অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে কার্যকারী করে তুলতে প্রয়োজনীয় পরিসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে নীচের কোনটি ?
(ক) শিক্ষক
(খ) শিক্ষার্থী
(গ) অভিভাবক
(ঘ) সব ক-টি
উত্তর – (ঘ) সব ক-টি
17 . অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কত প্রকার ?
(ক) তিন
(খ) চার
(গ) দুই
(ঘ) পাঁচ
উত্তর – (গ) দুই
18 . নিয়মিত বা আংশিক অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পদ্ধতিকে কোন পদ্ধতির প্রায় সমরূপ বলা হয় ?
(ক) বিশেষ শিক্ষার
(খ) সামাজিক শিক্ষার
(গ) একীভূতকরণ
(ঘ) ব্যতিক্রমী শিক্ষার
উত্তর – (গ) একীভূতকরণ
19 . প্রতিবন্ধী শিশুদের স্বাভাবিক শিশুদের সঙ্গে দিনের বেশিরভাগ সময় শিক্ষাগ্রহণের পাশাপাশি স্বল্প সময়ের জন্য কোথায় শিক্ষাগ্রহণের জন্য যেতে হয় ?
(ক) বাড়িতে
(খ) হোমে
(গ) রিসোর্স কক্ষে
(ঘ) হাসপাতালে
উত্তর – (গ) রিসোর্স কক্ষে
20 . বিশেষ শিক্ষকের তত্ত্বাবধানে বিশেষ শ্রেণিকক্ষে বা রিসোর্সকক্ষে শিক্ষাগ্রহণ নীচের কোল্টির সঙ্গে সম্পর্ক যুক্ত ?
(ক) বিশেষ শিক্ষা
(খ) নিয়মিত অন্তর্ভুক্তিমূলক শিক্ষা
(গ) সম্পূর্ণ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা
(ঘ) সামাজিক শিক্ষা
উত্তর – (খ) নিয়মিত অন্তর্ভুক্তিমূলক শিক্ষা
21 . অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব নীচের কোনটি ?
(ক) চাহিদা অনুযায়ী শিক্ষা
(খ) হীনম্মন্যতাবোধ দূর
(গ) সুস্থ জীবন গঠন
(ঘ) সব ক-টি
উত্তর – (ঘ) সব ক-টি
22 . অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে শিক্ষায় কোন ধরনের সুযোগ প্রতিষ্ঠা হয় ?
(ক) সমসুযোগ
(খ) অসমসুযোগ
(গ) A ও B উভয়ই
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (ক) সমসুযোগ
Class 12 Education MCQ Question Answer Chapter 7
23 . অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে বিভিন্নতরভাবে সক্ষম শিক্ষার্থীরা হয়ে ওঠে –
(ক) আত্মনির্ভরশীল ও পরনির্ভর
(খ) আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী
(গ) আত্মকেন্দ্রিক ও স্বাবলম্বী
(ঘ) আত্মকেন্দ্রিক ও পরনির্ভর
উত্তর – (খ) আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী
24 . বিভিন্নতরভাবে সক্ষম শিশুরা ছবি আঁকতে পারে। এটি কোন ধরনের কার্যাবলি ?
(ক) সামাজিক
(খ) মানসিক
(গ) নৈতিক
(ঘ) সৃজনধর্মী
উত্তর – (ঘ) সৃজনধর্মী
25 . নীচের কোনটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধা ?
(ক) পরিসেবার অভাব
(খ) সামাজিক বাধা
(গ) অর্থনৈতিক বাধা
(ঘ) সব ক-টি
উত্তর – (ঘ) সব ক-টি
26 . সাধারণ শিশুদের সঙ্গে প্রতিবন্ধী শিশুদের একই সঙ্গে শিক্ষালাভকে কোন ধরনের শিক্ষা বলা হয় ?
(ক) বিশেষ শিক্ষা
(খ) সমন্বিত শিক্ষা
(গ) অন্তর্ভুক্তিমূলক শিক্ষা
(ঘ) সকলের জন্য শিক্ষা
উত্তর – (গ) অন্তর্ভুক্তিমূলক শিক্ষা
27 . অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতিবন্ধীকতা দূর করতে কাদের সহযোগিতা প্রয়োজন ?
(ক) শিক্ষক
(খ) অভিভাবক
(গ) স্বেচ্ছাসেবী সংস্থা
(ঘ) সবগুলি
উত্তর – (ঘ) সবগুলি
28 . অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতিষ্ঠানগত বাধা হল –
(ক) মনস্তাত্বিক বাধা
(খ) প্রাতিষ্ঠানিক পরিকাঠামোর অভাব
(গ) চেক আপ ক্যাম্পের অবহেলা
(ঘ) সামাজিক অবহেলা
উত্তর – (খ) প্রাতিষ্ঠানিক পরিকাঠামোর অভাব
29 . অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে যে সকল সামাজিক সংস্থা সরাসরি দায়িত্ব পালন করে তাকে কী বলে ?
(ক) অনিয়ন্ত্রিত সংস্থা
(খ) প্রথাবহির্ভূত সংস্থা
(গ) নিয়ন্ত্রিত সংস্থা
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (গ) নিয়ন্ত্রিত সংস্থা
30 . অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নিয়ন্ত্রিত সংস্থা কোনটি ?
(ক) পরিবার
(খ) বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা
(গ) ইলেকট্রনিক মাধ্যম
(ঘ) রাষ্ট্র
উত্তর – (ঘ) রাষ্ট্র
31 . নীচের কোনটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নিয়ন্ত্রিত সংস্থা নয় ?
(ক) বিদ্যালয়
(খ) ক্লাব
(গ) পরিবার
(ঘ) রাষ্ট্র
উত্তর – (গ) পরিবার
32 . বিভিন্নতরভাবে সক্ষম শিশুদের মাঝে মাঝে পরীক্ষা-নিরীক্ষার জন্য কীসের আয়োজন করা হয় ?
(ক) পরামর্শদান ক্যাম্প
(খ) নির্দেশনা ক্যাম্প
(গ) চেক-আপ ক্যাম্প
(ঘ) আর্থিক সাহায্য দান ক্যাম্প
উত্তর – (গ) চেক-আপ ক্যাম্প
33 . ‘Education of the citizens is the heart of the modern State’ কে বলেছেন ?
(ক) ল্যাক্সি
(খ) ফ্রয়েবেল
(গ) জন ডিউই
(ঘ) গান্ধিজি
উত্তর – (ক) ল্যাক্সি
34 . ভারতীয় সংবিধানের কত নং ধারায় 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুকে অবৈতনিক, বাধ্যতামূলক ও সর্বজনীন শিক্ষার ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব ?
(ক) 46 নং
(খ) 15 নং
(গ) 45 নং
(ঘ) 340 নং
উত্তর – (গ) 45 নং
35 . ‘নাগরিকদের শিক্ষা হল আধুনিক রাষ্ট্রের হৃৎপিণ্ড’ কে বলেছেন ?
(ক) বিবেকানন্দ
(খ) ল্যাক্সি
(গ) জন ডিউই
(ঘ) গান্ধিজি
উত্তর – (খ) ল্যাক্সি
36 . ভারতীয় সংবিধানের 45 নং ধারায় কত বছর বয়স পর্যন্ত সকল শিশুকে অবৈতনিক, বাধ্যতামূলক ও সর্বজনীন শিক্ষার কথা বলা হয়েছে ?
(ক) 10 বছর
(খ) 14 বছর
(গ) 12 বছর
(ঘ) 13 বছর
উত্তর – (খ) 14 বছর
37 . IEDC-এর সম্পূর্ণ নাম কী ?
(ক) Integrated Educational for Disabled Children
(খ) Integrated Education of Disabled Children
(গ) Integrated Education for Disabled Children
(ঘ) Integrated Education for Disabled Child
উত্তর – (গ) Integrated Education for Disabled Children
38 . 1974-1982 খ্রিস্টাব্দ পর্যন্ত IEDC প্রকল্পটি কোন দফতর পরিচালনা করেছেন ?
(ক) Ministry of Education
(খ) Ministry of Finance
(গ) Ministry of Welfare
(ঘ) Ministry of Higher Education
উত্তর – (গ) Ministry of Welfare
39. পরবর্তীকালে IEDC-এর নাম পরিবর্তন হয়ে কী হয় ?
(ক) Integrated Education for Disabled
(খ) Integrated Educational for Disabled
(গ) Integrated Education of Disabled
(ঘ) Integrated Education for abled
উত্তর – (ক) Integrated Education for Disabled
40 . IED প্রকল্পের সম্পূর্ণ নাম কী ?
(ক) Integrated Education to Disabled
(খ) Integrated Education for Disabled
(গ) Integrated Educational of abled
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (খ) Integrated Education for Disabled
41 . PIED-এর সম্পূর্ণ নাম কী ?
(ক) Project of Integrated Education on Disabled
(খ) Project on integrated Education and Disabled
(গ) Project on Integrated Education for Disabled
(ঘ) Project in Integrated Education for abled
উত্তর – (গ) Project on Integrated Education for Disabled
42 . কোন সংস্থার যৌথ উদ্যোগে 1987 খ্রিস্টাব্দে PIED প্রকল্পটি চালু হয় ?
(ক) AUGC & NCERT
(খ) UNICEF & NCERT
(গ) CABE & UNICEF
(ঘ) CABE & UGC
উত্তর – (খ) UNICEF & NCERT
43 . UNICEF এবং NCERT-এর যৌথ উদ্যোগে কত খ্রিস্টাব্দে PIED প্রকল্পটি চালু হয় ?
(ক) 1990
(খ) 1995
(গ) 1982
(ঘ) 1987
উত্তর – (ঘ) 1987
44 . DPEP-এর সম্পূর্ণ নাম কী ?
(ক) District Primary Education Project
(খ) District Primary Education Programme
(গ) District Primary Education Programme
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (খ) District Primary Education Programme
45 . কত খ্রিস্টাব্দে DPEP প্রকল্পটি গৃহীত হয় ?
(ক) 1955
(খ) 1986
(গ) 1990
(ঘ) 1995
উত্তর – (ঘ) 1995
46 . DPEP প্রকল্পের মূল উদ্দেশ্য কী ?
(ক) প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদান
(খ) প্রাথমিক শিক্ষাদান
(গ) সকলের জন্য শিক্ষা
(ঘ) অন্তর্ভুক্তিমূলক শিক্ষা
উত্তর – (গ) সকলের জন্য শিক্ষা
Class 12 Education MCQ Question Answer Chapter 7
47 . কত খ্রিস্টাব্দে Janshala প্রকল্পটি গৃহীত হয় ?
(ক) 1986
(খ) 1985
(গ) 1990
(ঘ) 1998
উত্তর – (ঘ) 1998
48 . কোন প্রকল্পের মাধ্যমে সর্বজনীন প্রাথমিক শিক্ষার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ঘটানো ?
(ক) IEDC
(খ) PIED
(গ) Janshala
(ঘ) WHO
উত্তর – (গ) Janshala
49 . SSA-এর সম্পূর্ণ নাম কি ?
(ক) Sarba Shiksha Abhiman
(খ) Sarba Shiksha Abhijan
(গ) Scheme of Shiksha Abhijan
(ঘ) Sarba Shiksha Abhiyan
উত্তর – (ঘ) Sarba Shiksha Abhiyan
50 . সর্বশিক্ষা অভিযান প্রকল্পটি কত খ্রিস্টাব্দে গৃহীত হয় ?
(ক) 2000
(খ) 2002
(গ) 2003
(ঘ) 2001
উত্তর – (ঘ) 2001
51 . সর্বশিক্ষা অভিযান প্রকল্পটি কত খ্রিস্টাব্দে চালু হয় ?
(ক) 2003
(খ) 2001
(গ) 2002
(ঘ) 2004
উত্তর – (গ) 2002
52 . SSA প্রকল্পে একজন প্রতিবন্ধী শিশুকে শিক্ষাদানের জন্য বার্ষিক কত টাকা বরাদ্দ করা হয়েছিল ?
(ক) 1000
(খ) 1200
(গ) 800
(ঘ) 500
উত্তর – (খ) 1200
53 . অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে কোঠারি কমিশনের সুপারিশ কী ছিল ?
(ক) শিশুদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া
(খ) সহযোগিতাবোধ
(গ) সহমর্মিতাবোধ বৃদ্ধি
(ঘ) সব ক-টি
উত্তর – (ঘ) সব ক-টি
54 . 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতিতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রসারে কোন বিষয়টির উপর গুরুত্ব প্রদান করা হয়েছে ?
(ক) আবাসিক বিদ্যালয় স্থাপন
(খ) বৃত্তিমুখী প্রশিক্ষণের ব্যবস্থা
(গ) শিক্ষক প্রশিক্ষণ
(ঘ) সব ক-টি
উত্তর – (ঘ) সব ক-টি
55 . RCI –এর সম্পূর্ণ নাম কি ?
(ক) The Rehabilitation Council of India Act
(খ) The Ratio Council of India Act
(গ) The Rehabilitation Committee of India Act
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (ক) The Rehabilitation Council of India Act
56 . PWD-এর সম্পূর্ণ নাম কি ?
(ক) The Persons with Disabled Act
(খ) The Persons with Disabilities Act
(গ) The Personal with Disablities Act
(ঘ) The Persons with Distributed Act
উত্তর – (খ) The Persons with Disabilities Act
57 . The Persons with Disabilities Act কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
(ক) 1992
(খ) 1995
(গ) 1987
(ঘ) 2016
উত্তর – (খ) 1995
58 . RPWD, Act-এর সম্পূর্ণ নাম কি ?
(ক) The Rights of Persons with Disable Act
(খ) The Rights on Persons with Disabilities Act
(গ) The Rights of Persons with Disabilities Act
(ঘ) Dimate for Persons with Disabilities Act
উত্তর – (গ) The Rights of Persons with Disabilities Act
59 .RPWD, Act কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
(ক) 1987 খ্রিস্টাব্দে
(খ) 1995 খ্রিস্টাব্দে
(গ) 1992 খ্রিস্টাব্দে
(ঘ) 2016 খ্রিস্টাব্দে
উত্তর – (ঘ) 2016 খ্রিস্টাব্দে
60 . যে সকল সামাজিক প্রতিষ্ঠান অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সরাসরি দায়িত্ব পালন করে না তাকে কোন্ ধরনের সংস্থা বলা হয় ?
(ক) নিয়ন্ত্রিত সংস্থা
(খ) অনিয়ন্ত্রিত সংস্থা
(গ) বিধিমুক্ত সংস্থা
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (খ) অনিয়ন্ত্রিত সংস্থা
61. কোন ইলেকট্রনিক মাধ্যমে গণমাধ্যমের সকল বৈশিষ্ট্যাবলি একত্রিত হয়েছে ?
(ক) দূরদর্শন
(খ) ল্যাপটপ
(গ) স্মার্টফোন
(ঘ) রেডিয়ো
উত্তর – (গ) স্মার্টফোন
62 . NGO –এর সম্পূর্ণ নাম কি ?
(ক) Non-Governer Organization
(খ) Non-Governmental Organization
(গ) Non-Governmental Organ
(ঘ) Normal Governmental Organization
উত্তর – (খ) Non-Governmental Organization
63 . UNICEF-এর সম্পূর্ণ নাম কি ?
(ক) United Nations Internal Childrens Emergency Fund.
(খ) United Nations International Childrens Educa-tion Fund.
(গ) United Nations International Child Education Fundation
(ঘ) United Nations International Childrens Emergency Fund
উত্তর – (ঘ) United Nations International Childrens Emergency Fund
64 . আন্তর্জাতিক ক্ষেত্রে কোন সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে চলেছে ?
(ক) UNICEF
(খ) CABE
(গ) IMF
(ঘ) DPEP
উত্তর – (ক) UNICEF
65 . VSO-এর সম্পূর্ণ নাম কি ?
(ক) Voluntery Serve Overseas
(খ) Value Service Overseas
(গ) Voluntary Service Overseas
(ঘ) Voluntary Social Overseas
উত্তর – (গ) Voluntary Service Overseas
66 . ADD-এর সম্পূর্ণ নাম কি ?
(ক) Action on Disability and Development
(খ) Action on Disabled and Development
(গ) Action on Disability Developed
(ঘ) Action on Disability and Development
উত্তর – (ঘ) Action on Disability and Development
67 . SCUK-এর সম্পূর্ণ নাম কি ?
(ক) Save the Children, UK
(খ) Save the Child, UK
(গ) Social the Children, UK
(ঘ) Save on Children, UK
উত্তর – (ক) Save the Children, UK
68 . SIDH-এর সম্পূর্ণ নাম কি ?
(ক) Society of the Integrated Development of Himalyas
(খ) Society for the Integrated Development of Himalayas
(গ) Save for the Integrated Development of Himalayas
(ঘ) Social integrated Development of Himalayas
উত্তর – (খ) Society for the Integrated Development of Himalayas
69 . NAB-এর সম্পূর্ণ নাম কি ?
(ক) National Association for the Blinds
(খ) National Association for Blinds
(গ) Nations Association for the Blinds
(ঘ) National Association of the Blinds
উত্তর – (ক) National Association for the Blinds
70 . SSI-এর সম্পূর্ণ নাম কি ?
(ক) Social System of India
(খ) Spastics System of India
(গ) Spastics Society of India
(ঘ) Special Society of India
উত্তর – (গ) Spastics Society of India
71 . DLTB –এর সম্পূর্ণ নাম কি ?
(ক) Divine Light Trust for the Blindness
(খ) Divine Light Trust for the Blind
(গ) Division Light Trust for the Blind
(ঘ) Divine Legal Trust for the Blind
উত্তর – (খ) Divine Light Trust for the Blind
72 . কত খ্রিস্টাব্দ থেকে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় ?
(ক) 1986
(খ) 1990
(গ) 1985
(ঘ) 1992
উত্তর – (ঘ) 1992
আরও পড়ুন :
এডুকেশন প্রথম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
এডুকেশন দ্বিতীয় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
এডুকেশন তৃতীয় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
এডুকেশন চতুর্থ অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
এডুকেশন পঞ্চম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
এডুকেশন ষষ্ঠ অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
YouTube – Samim Sir