Noble Lecture Question Answer (2 Mark)। Mother Teresa। Class 11 2nd Semester । WBCHSE

Noble Lecture Question Answer (2 Mark)। Mother Teresa। Class 11 2nd Semester । WBCHSE

Noble Lecture Question Answer (2 Mark)

Noble Lecture – Mother Teresa

(১) Which prayer did Mother Teresa wish to offer at the beginning of her Nobel Lecture ? Why does the prayer always surprise Mother Teresa ? [তাঁর নোবেল বক্তৃতার শুরুতে মাদার টেরিজা কোন্ প্রার্থনা সংগীতটি গাইবার ইচ্ছা প্রকাশ করেছিলেন ? প্রার্থনাটি কেন সব সময়ে মাদার টেরিজাকে বিস্মিত করে ?]

 Answer –

Mother Teresa wished to offer the prayer composed by St. Francis of Assisi at the beginning of her Nobel Lecture.

[তাঁর নোবেল বক্তৃতার শুরুতে মাদার টেরিজা অ্যাসিসির সেন্ট ফ্রান্সিস বিরচিত প্রার্থনা সংগীতটি গাইবার ইচ্ছা প্রকাশ করেছিলেন।]

The prayer of St. Francis of Assisi always surprises Mother Teresa because even 400-500 years ago people had the same difficulties that we have today.

[অ্যাসিসির সেন্ট ফ্রান্সিসের প্রার্থনা মাদার টেরিজাকে সব সময়ে বিস্মিত করে কারণ আজ থেকে ৪০০-৫০০ বছর আগেও মানুষের যে অসুবিধাগুলি ছিল, আজকেও আমরা সেই একই অসুবিধার সম্মুখীন হই।]

(২) Who is referred to as the son of God in ‘Nobel Lecture’ ? Why did God give His son to the world ? [‘Nobel Lecture’ –এ কাকে ঈশ্বরের পুত্র বলা হয়েছে ? ঈশ্বর কেন পৃথিবীকে তাঁর পুত্রটি দিলেন ?]

 Answer –

Jesus Christ is referred to as the son of God.

[জিশুখ্রিস্টকে ঈশ্বরের পুত্র বলা হয়েছে।]

God gave His son because He loved the world very much.

[ঈশ্বর পৃথিবীকে খুব ভালোবাসতেন বলে তাঁর পুত্রটি দিলেন।]

(৩) “As we have gathered here”-Who had gathered there and why ? [কারা সেখানে সমবেত হয়েছিলেন এবং কেন ?]

 Answer –

On December 11, 1979, Norwegian people gathered at the Oslo City Hall to listen to Mother Teresa’s acceptance speech as she was awarded the Nobel Peace Prize that year.

[১১ ডিসেম্বর, ১৯৭৯-তে নরওয়ের লোকেরা অসলো সিটি হলে সমবেত হয়েছিলেন মাদার টেরিজার স্বীকার ভাষণ শোনার জন্য যেহেতু সেবছর তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন।]

(৪) “As soon as he came in her life”-Who came in whose life ? [কে কার জীবনে এলেন ?]

 Answer –

Jesus Christ came in the life of Virgin Mary.

[জিশুখ্রিস্ট এলেন কুমারী মেরির জীবনে।]

(৫) Who was the first messenger of peace ? Who was the Prince of Peace ? [শান্তির প্রথম বার্তাবাহক কে ? শান্তির যুবরাজ কে ?]

 Answer –

The unborn child who leapt with joy in the womb of Elizabeth to learn the good news of Jesus coming to Earth was the first messenger (মেসেঞ্জার) of peace.

[এলিজাবেথের গর্ভের অজাত শিশুটি, জিশুর পৃথিবীতে আবির্ভাবের সুসংবাদটি শুনে যিনি মাতৃগর্ভে আনন্দে লাফিয়ে উঠেছিলেন, তিনি ছিলেন শান্তির প্রথম বার্তাবাহক।]

Jesus Christ was the Prince of Peace.

[শান্তির যুবরাজ ছিলেন জিশুখ্রিস্ট।]

(৬) Why was everybody in the old age home looking towards the door ? [বৃদ্ধাশ্রমে প্রত্যেকে কেন দরজার দিকে তাকিয়ে ছিলেন ?] Or, Why do people eagerly look towards the door in ‘Nobel Lecture’ ? [‘Nobel Lecture’-এ মানুষ ব্যাকুলভাবে দরজার দিকে তাকিয়ে থাকে কেন ?]

 Answer –

Everybody in the old age home was looking towards the door with the expectation that a son or daughter would come to visit him or her.

[বৃদ্ধাশ্রমের প্রত্যেকে দরজার দিকে তাকিয়ে ছিলেন এই প্রত্যাশা নিয়ে যে তাঁর ছেলে বা মেয়ে তাঁকে দেখতে আসবেন।]

(৭) “I never forget an opportunity”-Which opportunity does Mother Teresa speak of ? [এখানে কোন সুযোগের কথা মাদার টেরিজা বলছেন ?]

 Answer –

Mother Teresa speaks of the opportunity she had of visiting an old age home.

[মাদার টেরিজা একবার তার একটি বৃদ্ধাবাসে যাওয়ার সুযোগের কথা এখানে বলছেন।]

(৮) What struck Mother Teresa most in the old age home ? Why are the old parents at the old age home hurt ? [বৃদ্ধাশ্রমে কোন ব্যাপারটি মাদার টেরিজাকে নাড়া দিয়েছিল ? বৃদ্ধাশ্রমে বৃদ্ধ পিতামাতারা কেন আহত হন ?]

 Answer –

The thing that struck Mother Teresa most in the old age home was that the boarders did not have any smile on their faces.

[বৃদ্ধাশ্রমে যে জিনিসটা মাদার টেরিজাকে নাড়া দিয়েছিল তা হল আশ্রমের আবাসিকদের কারও মুখে কোনও হাসি ছিল না।] 

The old parents at the old age home feel hurt because they have been forgotten by their children.

[বৃদ্ধাশ্রমের বৃদ্ধ পিতামাতারা আহত বোধ করেন কারণ তাঁদের সন্তানরা তাঁদের ভুলে গেছেন।]

(৯) Why was Mother Teresa surprised in the West ? [পাশ্চাত্যে মাদার টেরিজা অবাক হয়েছিলেন কেন ?]

 Answer –

Mother Teresa was surprised to see many young boys and girls given to drugs in the West.

[পাশ্চাত্যে বহুসংখ্যক যুবক- যুবতিকে মাদকাসক্ত হয়ে পড়তে দেখে মাদার টেরিজা অবাক হয়েছিলেন।]

(১০) What, according to Mother Teresa, is the greatest destroyer of peace ? How do Mother Teresa and her associates fight against it ? [মাদার টেরিজার মতে শান্তির সবচেয়ে বড়ো ধ্বংসকারী কী ? মাদার টেরিজা এবং তাঁর সহযোগীরা কীভাবে সেটির বিরুদ্ধে লড়াই করেন ?]

 Answer –

The greatest destroyer of peace, according to Mother Teresa, is abortion.

[মাদার টেরিজার মতে শান্তির সবচেয়ে বড়ো ধ্বংসকারী হল গর্ভপাত।]

Mother Teresa and her associates (অ্যাসোসিয়ে) fight against abortion by adoption.

[মাদার টেরিজা এবং তাঁর সহযোগীরা দত্তক গ্রহণের মাধ্যমে গর্ভপাতের বিরুদ্ধে লড়াই করেন।]

(১১) How did Mother Teresa want to fight abortion ? [মাদার টেরিজা গর্ভপাতের বিরুদ্ধে কীভাবে লড়াই করতে চেয়েছিলেন ?]

 Answer –

Mother Teresa considered abortion to be the greatest destroyer of peace. She wanted to fight against abortion by adoption. She requested people to give the unwanted babies to her because childless couples were willing to adopt them. She also put emphasis on natural family planning as a measure against abortion.

[মাদার টেরিজা গর্ভপাতকে শান্তির সবচেয়ে বড়ো বিনাশকারী বলে মনে করেন। তিনি দত্তক গ্রহণের মাধ্যমে গর্ভপাতের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলেন। তিনি অনাকাঙ্ক্ষিত শিশুদের তাঁকে দেওয়ার জন্য লোকদের অনুরোধ করেন কারণ নিঃসন্তান দম্পতিরা ওই শিশুদের দত্তক নিতে ইচ্ছুক। তিনি গর্ভপাতের বিরুদ্ধে একটি ব্যবস্থা হিসেবে স্বাভাবিক পরিবার পরিকল্পনার উপর জোর দেন।]

(১২) What is Mother Teresa’s point of view about drug addiction among young people ? [যুবক-যুবতিদের মাদকাসক্তি সম্পর্কে মাদার টেরিজার দৃষ্টিভঙ্গি কীরকম ?].         

[ Or ]

Why, according to Mother Teresa, are the young boys and girls in the West giving into drugs ? [মাদার টেরিজার মতে পাশ্চাত্যে কেন যুবক-যুবতিরা মাদকাসক্ত হয়ে পড়ছে ?]

 Answer –

According to Mother Teresa, many young boys and girls in the West are giving into drugs because there is no one in the family, not even their parents, to receive them and they are lonely.

[মাদার টেরিজার মতে পাশ্চাত্যে বহুসংখ্যক যুবক- যুবতি মাদকাসক্ত হয়ে পড়ছে কারণ তাদের পরিবারে তাদের গ্রহণ করার কেউ নেই, এমনকি তাদের বাবা-মাও নেই এবং তারা নিঃসঙ্গ।]

(১৩) Why does Mother Teresa consider abortion as the greatest destroyer of peace ? [কেন মাদার টেরিজা গর্ভপাতকে শান্তির সবচেয়ে বড়ো বিনাশকারী বলে বিবেচনা করেন ?]

 Answer –

Mother Teresa considers abortion as the greatest destroyer of peace because it is a direct killing of an unborn child by the mother herself.

[মাদার টেরিজা গর্ভপাতকে সবচেয়ে বড়ো শান্তি বিনষ্টকারী বলে বিবেচনা করেন কারণ এটি স্বয়ং মায়ের দ্বারা অজাত শিশুটির সরাসরি হত্যা।]

(১) What words did Mother Teresa send to the clinics, hospitals and police stations? [মাদার টেরিজা চিকিৎসালয়, হাসপাতাল এবং থানাগুলিতে কী বার্তা পাঠিয়েছিলেন?]

Ans. Mother Teresa sent word to all the clinics, hospitals and police stations not to destroy the child and she and her organisation (অর্গানাইজেশন) would take the child. [মাদার টেরিজা সমস্ত চিকিৎসালয়, হাসপাতাল এবং থানাগুলিকে কোনো শিশুকে নষ্ট না করার এবং তিনি ও তাঁর সংগঠন যে শিশুটির দায়িত্ব গ্রহণ করবেন সেই বার্তা পাঠিয়েছিলেন।]

(১৫) Who are the persons receiving lessons in family planning from Mother Teresa and her Sisters ? [মাদার টেরিজা এবং তাঁর সিস্টারদের কাছ থেকে কারা পরিবার পরিকল্পনার পাঠ গ্রহণ করছেন ?]

 Answer –

Beggars, leprosy patients, slum dwellers and people living on the streets are receiving lessons in family planning from Mother Teresa and her Sisters.

[ভিক্ষুক, কুষ্ঠরোগী, বস্তিবাসী এবং পথে বসবাসকারীরা মাদার টেরিজা এবং তাঁর সিস্টারদের কাছ থেকে পরিবার পরিকল্পনার পাঠ গ্রহণ করছেন।]

(১৬) According to Mother Teresa, who are very great people? Why are they great ? [মাদার টেরিজার মতে কারা খুব মহান মানুষ ? তারা কেন মহান ?]

 Answer –

The poor people are very great people according to Mother Teresa.

[মাদার টেরিজার মতে গরিব মানুষেরা খুব মহান মানুষ।] 

They are great because they teach us many beautiful things.

[তারা মহান কারণ তাঁরা আমাদের অনেক সুন্দর সুন্দর জিনিস শেখান।]

(১৭) “…she gave me her grateful love. And she died with a smile on her face.”-Who is referred to here as ‘she’ ? [‘She’ বলতে এখানে কার কথা বলা হয়েছে ?]

 Answer –

Here, Mother Teresa refers to a dying woman who was picked up from the street in a terrible condition by Mother Teresa and her Sisters.

[এখানে মাদার টেরিজা মৃত্যুপথযাত্রী এক মহিলার কথা বলেছেন যাকে তিনি ও তাঁর সিস্টাররা অত্যন্ত দুর্দশাগ্রস্ত অবস্থায় রাস্তা থেকে তুলে এনেছিলেন।]

(১৮) What was Mother Teresa’s observation about poor people ? [দরিদ্র মানুষদের প্রতি মাদার টেরিজার দৃষ্টিভঙ্গি কী ছিল ?]

 Answer –

According to Mother Teresa, poor people, who are beautiful, great and wonderful, are able to teach us many beautiful things.

[মাদার টেরিজার মতে গরিব মানুষ, যাঁরা সুন্দর, মহৎ ও বিস্ময়কর, তাঁরা আমাদের অনেক সুন্দর সুন্দর জিনিস শেখাতে সক্ষম।]

(১৯) According to Mother Teresa who can ‘teach us so many beautiful things’ ? [মাদার টেরিজার মতে কারা ‘আমাদের এত সুন্দর সুন্দর জিনিস শেখায়’ ?]

[Or],

Who can teach us so many beautiful things ? [কারা আমাদের এত সুন্দর সুন্দর জিনিস শেখায় ?]

 Answer –

According to Mother Teresa, the poor people can teach us so many beautiful things.

[মাদার টেরিজার মতে, গরিব মানুষেরা আমাদের বহু সুন্দর সুন্দর জিনিস শেখাতে পারেন।]

(২০) What was the age of the boy who wanted to give his sugar to Mother Teresa ? Why did he want to do so ? [যে ছেলেটি মাদার টেরিজাকে চিনি দিতে চেয়েছিল তার বয়স কত ছিল ? সে কেন এটা করতে চেয়েছিল ?]

 Answer –

The boy who wanted to give his sugar to Mother Teresa was only four years old.

[যে ছেলেটি মাদার টেরিজাকে চিনি দিতে চেয়েছিল, তার বয়স ছিল মাত্র চার বছর।]

He wanted to do so because he intended to give it to the children in Mother Teresa’s home.

[সে এটা করতে চেয়েছিল কারণ সে ওটা মাদার টেরিজার আশ্রমের বাচ্চাদের দিতে চেয়েছিল।]

(২১) What did the Hindu boy want to do ? [হিন্দু শিশুটি কী করতে চেয়েছিল ?]

 Answer –

The Hindu boy of four years wanted to share his love with the children at Mother’s home by giving them his share of sugar.

[চার বছর বয়সি হিন্দু বালকটি মাদার টেরিজার আশ্রমের শিশুদের সঙ্গে তার ভালোবাসা ভাগ করে নিতে চেয়েছিল তার ভাগের চিনি তাদের দিয়ে।]

(২২) Why did the Hindu boy come to Mother Teresa’s home ? (হিন্দু বালকটি মাদার টেরেসার আশ্রমে কেন এসেছিল ?)

 Answer –

The Hindu boy came to Mother Teresa’s home because he wanted to share his love by donating his portion of sugar that he had not eaten for three days, to the children of the home.

(হিন্দু বালকটি মাদার টেরেসার আশ্রমে এসেছিল কারণ সে তার ভালোবাসা ভাগ করে নিতে চেয়েছিল তার অংশের চিনিটা যা সে তিন দিন খায়নি, তা আশ্রমের বাচ্চাদের দান করে।)

(২৩) What was the age of the boy who wanted to give his sugar to Mother Teresa ? Who brought him to her home ? (যে বালকটি মাদার টেরেসাকে নিজের অংশের চিনিটা দিতে চেয়েছিল তার বয়স কত ছিল ? কে তাকে তাঁর আশ্রমে নিয়ে এসেছিলেন ?)

 Answer –

The Hindu boy who wanted to give his sugar to Mother Teresa was four years old.

(যে হিন্দু বালকটি মাদার টেরেসাকে নিজের অংশের চিনিটা দিতে চেয়েছিল তার চার বছর বয়স ছিল। )

The boy’s parents brought him to Mother Teresa’s home.

( বালকটির মা-বাবা তাকে মাদার টেরেসার আশ্রমে নিয়ে এসেছিল। )

(২৩) Who told Mother Teresa about the hungry family with eight children ? What did Mother do after knowing about the family ? (কে মাদারকে আট সন্তানবিশিষ্ট অভুক্ত পরিবারটির কথা জানিয়েছিল ? মাদার পরিবারটির কথা জানতে পেরে কী করেছিলেন ?)

 Answer –

A gentleman told Mother Teresa about the hungry family with eight children.

(একজন ভদ্রলোক মাদার টেরেসাকে সেই আট সন্তানবিশিষ্ট অভুক্ত পরিবারটির কথা জানিয়েছিল। )

After knowing about the family Mother Teresa took some rice and immediately went to give it to them.

(পরিবারটির ব্যাপারে জানার পর মাদার টেরেসা কিছুটা চাল নিয়ে তৎক্ষণাৎ তা তাদের দিতে যান।)

(২৪) What did the lady of the Hindu family do after getting the rice ? (হিন্দু পরিবারের মহিলাটি চাল পাওয়ার পরে কী করেছিল ?)

 Answer –

The lady of the Hindu family took the rice, divided it and then went to her Muslim neighbour’s house to share the rice with them as they too were starving.

(হিন্দু পরিবারের মহিলাটি চালটা নিয়েছিল, ভাগ করেছিল এবং তারপর তার মুসলিম প্রতিবেশীর বাড়িতে গিয়েছিল একটি ভাগ তাদের দেওয়ার জন্য কারণ তারাও অভুক্ত ছিল।)

(২৫) What according to Mother Teresa, is the beginning of love ? What do we find difficult in today’s home ? (মাদার টেরেসার মতে ভালোবাসার সূচনা কী ? বর্তমান সময়ে বাড়িতে কী খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠেছে ?)

 Answer –

According to Mother Teresa, smile is the beginning of love.

( টেরেসার মতে, হাসি ভালোবাসার সূচনা। )

In today’s home sometimes we find it difficult to smile at each other.

(মাদার বর্তমান সময়ে নিজেদের বাড়িতে মাঝে মাঝে পরস্পরের প্রতি হাসিমুখে তাকানো কঠিন হয়ে ওঠে।)

(২৬) “I was hungry-I was naked – I was homeless-l was unwanted.”- Who said these words and to whom ? (“আমি ক্ষুর্ধাত ছিলাম -আমি বিবস্ত্র ছিলাম-আমি গৃহহীন ছিলাম-আমি অবাঞ্ছিত ছিলাম।”- কে কাকে একথা বলেছেন ?)

 Answer –

These words were told by Jesus Christ. He said these words to his disciples.

(এই কথাগুলি জিশুখ্রিস্ট বলেছিলেন। তিনি এই কথাগুলি তাঁর শিষ্যদের বলেছিলেন।)

(২৭) In which year was Mother Teresa awarded the Noble Prize and for what ? (মাদার টেরেসা কত সালে এবং কীসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন ?)

 Answer –

Mother Teresa was awarded Noble Peace Prize in the year 1979 by the Norwegian Nobel Committee for her tireless work for the poor and marginalized to overcome poverty and distress, which are threats to peace.

(মাদার টেরেসা ১৯৭৯ সালে নরওয়েজিয়ান নোবেল কমিটির দ্বারা নোবেল শান্তি পুরস্কার পান, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য ও দুর্দশা যেগুলি প্রকৃতপক্ষে শান্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল সেগুলি কাটিয়ে ওঠার সংগ্রামে অক্লান্তভাবে কাজ করার জন্য।)

(২৮) How did Mother Teresa want to fight abortion ? (মাদার টেরেসা কীভাবে গর্ভপাতের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলেন ?)

 Answer –

Mother Teresa fought abortion by adoption. She the sent messages to hospitals, clinics and police stations, to look into the matter so that no child gets destroyed as Missionaries of Charity would take responsibility of those unwanted children.

(মাদার টেরেসা দত্তক রীতির মাধ্যমে গর্ভপাতের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলেন। তিনি হাসপাতাল, চিকিৎসালয় ও থানায় খবর পাঠিয়েছিলেন এই বিষয়ে নজর রাখতে যাতে কোনো শিশুকে যেন হত্যা না করা হয় কারণ মিশনারিজ অফ চ্যারিটি ওই অবাঞ্ছিত শিশুদের দায়িত্ব নেবে।)

(২৯) According to Mother Teresa, who are very great people and why ? (মাদার টেরেসার মতে, কারা খুব মহান মানুষ এবং কেন ?)

 Answer –

According to Mother Teresa, the poor are very great people because they can teach us many beautiful things.

(মাদার টেরেসার মতে, গরিব মানুষেরা খুব মহান কারণ তারা আমাদের অনেক সুন্দর জিনিস শেখায়।)

(৩০) What did Mother Teresa intend to do with the Nobel Peace Prize ? What was the objective behind her intention ? (মাদার টেরেসা নোবেল পুরস্কারের অর্থ দিয়ে কী করতে চেয়েছিলেন ? তাঁর ইচ্ছার পিছনে কী উদ্দেশ্য ছিল ?)

 Answer –

Mother Teresa intended to make a home for the homeless with the Nobel Prize money.

(মাদার টেরেসা নোবেল পুরস্কারের অর্থ দিয়ে গৃহহীনদের জন্য একটি বাসস্থান নির্মাণ করতে চেয়েছিলেন। )

Her objective behind giving shelter to the poor was to spread more and more love as she believed that love begins at home.

(গরিব মানুষদের জন্য বাসস্থান নির্মাণের পিছনে মাদার টেরেসার উদ্দেশ্য ছিল আরও ভালোবাসা প্রসার করা কারণ তিনি বিশ্বাস করতেন যে ভালোবাসা গৃহ থেকেই শুরু হয়। )

(৩১) How did Teresa want to fight abortion ? ( টেরিজা কীভাবে গর্ভপাতের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলেন ? ) [ WBCHSE Textbook ]

 Answer –

Mother Teresa wanted to fight abortion with adoption. She collected unwanted children, give them shelter in her Home and then they were handed to the childless families. She also taught the slum dwellers the way of natural family planning by abstaining.

(মাদার টেরিজা দত্তক গ্রহণের মাধ্যমে গর্ভপাতের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলেন। তিনি অবাঞ্ছিত শিশুদের সংগ্রহ করেছিলেন, তাদের নিজের হোমে আশ্রয় দিয়েছিলেন এবং তারপরে তাদের নিঃসন্তান পরিবারের কাছে হস্তান্তর করেছিলেন। তিনি বস্তিবাসীদের আত্মসংযম দ্বারাও স্বাভাবিকভাবে পরিবার পরিকল্পনার উপায়ও শিখিয়েছিলেন।)

(৩২) What is the greatest destroyer of peace and why ? ( শান্তির সবচেয়ে বড়ো ধ্বংসকারী কী এবং কেন ? )

[ Or ]

Why abortion is the greatest destroyer of peace according to Teresa ? ( কেন টেরিজার মতে গর্ভপাত শান্তির সবচেয়ে বড়ো ধ্বংসকারী ? )

 Answer –

According to Teresa, abortion is the greatest destroyer of peace because in this case mother herself kills her own child.

(টেরিজার মতে, গর্ভপাত শান্তির সবচেয়ে বড়ো ধ্বংসকারী কারণ এই ক্ষেত্রে মা নিজেই নিজের সন্তানকে হত্যা করে।)

(৩৩) What is ‘Holy Communion’ ? ( ‘হলি কমিউনিয়ন’ কী ? )

 Answer –

Holy Communion is a sacred ritual of the Christians. In it they get together and commemorate Jesus Christ’s sacrifice through prayer and meditation. Bread and wine are the two essential elements in this ritual.

(হোলি কমিউনিয়ন খ্রিস্টানদের একটি পবিত্র ধর্মীয় আচার। এর মাধ্যমে তারা সমবেত হয় এবং প্রার্থনা ও ধ্যানের মধ্যেও জিশুখ্রিস্টের আত্মত্যাগকে স্মরণ করে। রুটি এবং সুরা এই আচারের দুটি অপরিহার্য উপাদান।)

(৩৪) To whom did Mother Teresa and sisters teach natural family planning ? What was the result of it ? ( মাদার এবং তাঁর সিস্টাররা কাদের প্রাকৃতিক পরিবার পরিকল্পনা শিক্ষা দিয়েছিলেন ? এর ফল কী হয়েছিল ? )

 Answer –

Mother Teresa and her sisters taught natural family planning to slum dwellers, beggars, leprosy patients and the people on the street. As a result of it 61273 babies were less in six years in Calcutta.

(মাদার টেরিজা এবং তাঁর সিস্টাররা বস্তিবাসী, ভিক্ষুক, কুষ্ঠরোগী এবং রাস্তার মানুষদের প্রাকৃতিক পরিবার পরিকল্পনার শিক্ষা দিয়েছিলেন। এর ফলে কলকাতায় ছয় বছরে 61273 টি শিশু কম জন্ম নিয়েছে।)

(৩৫) What did mother Teresa want to suggest when she comments that poor people are very great people ? ( মাদার টেরেসা যখন মন্তব্য করেন যে গরিব মানুষ খুব মহান মানুষ তখন তিনি কী বোঝাতে চেয়েছিলেন ? ) [ WBCHSE Text Book ]

 Answer –

When mother Teresa comments that poor people are very great people, she wanted to suggest that they can teach us so many beautiful things. For instance, Teresa mentioned a poor person’s learning about family planning. The person told Teresa that family planning is nothing more than self-control out of love to each other.

(যখন মাদার টেরেসা মন্তব্য করেন যে গরিব মানুষরা খুব মহান মানুষ, তখন তিনি বোঝাতে চেয়েছেন যে গরিব মানুষেরা আমাদেরকে অনেক সুন্দর সুন্দর জিনিস শেখায়। উদাহরণস্বরূপ টেরেসা পরিবার পরিকল্পনা সম্পর্কে একটি গরিব মানুষের শেখার কথা উল্লেখ করেন। মানুষটি টেরেসাকে বলেছিল যে পরিবার পরিকল্পনা হল একে অপরকে ভালোবাসার মধ্য দিয়ে আত্মনিয়ন্ত্রণ করা।

আরও পড়ুন :

The Garden Party Question Answer (2 Mark)

The Garden Party Question Answer (6 Mark)

Alias Jimmy Valentine Question Answer (2 Mark)

Alias Jimmy Valentine Question Answer (6 Mark)

Of Studies Question Answer (2 Mark)

Of Studies Question Answer (6 Mark)

YouTube – Samim Sir

Leave a Comment